তথ্য অধিদফতর এবং এটুআই এর যৌথ উদ্যোগে জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে ঢাকার সার্কিট হাউস রোডে তথ্য ভবনে ডিএফপি-র সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মো: মুরাদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন এবং সাবেক তথ্য সচিব কামরুন নাহার বক্তব্য রাখেন।