Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০২৫

তথ্যবিবরণী ২৮ জুন ২০২৫

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৮৬

অনিরাপদ খাদ্য প্রস্তুতকারীরা অপরাধী

    -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

টাঙ্গাইল, ১৪ আষাঢ় (২৮ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘যারা জেনে-বুঝে অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করছেন, তারা অপরাধী। এ ধরনের খাদ্য গ্রহণের ফলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি মৃত্যুর মুখে পড়ছে।’

 

উপদেষ্টা আজ টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ে নিরাপদ খাদ্য সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয়’- শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বৃক্ষ রোপণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে সব বৃক্ষ পরিবেশবান্ধব নয়। কিছু গাছ রয়েছে যা পরিবেশের জন্য ক্ষতিকর-সেগুলো বিবেচনায় নিয়েই পরিকল্পনা করতে হবে। তিনি চাষকৃত মাছের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাজারে চাষের মাধ্যমে প্রচুর মাছ আসলেও এর সঙ্গে অনেক অনিরাপদ মাছও প্রবেশ করছে। সেই সঙ্গে গবাদিপশু ও মাছের খাদ্যে (ফিডে) ক্ষতিকর অ্যান্টিবায়োটিক মেশানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, যদি কোনো ফিডে ক্ষতিকর উপাদান পাওয়া যায়, তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করতে হবে।

 

সুবজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলন আয়োজিত টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শহিদুল আলম, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) এর পরিচালক সীমা দাস সীমু, ময়মনসিংহ বিভাগ ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্হাপক ইস্তাক আহাম্মেদ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, সবুজ পৃথিবীর বিভিন্ন প্রতিনিধি এবং নয়াকৃষির কৃষকগণ।

 

পরে উপদেষ্টা বিকালে টাঙ্গাইল জেলা কারগারে তাঁতশিল্প রক্ষা এবং কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে কয়েদিদের জন্য তাঁতযন্ত্র স্হাপন ও তাঁত প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেল সুপার মোঃ শহীদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান-সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৫/২২০০ ঘণ্টা

 

 

Handout                                                                                                           Number: 3985

Tk 35 Crore Worth of Forestland Recovered in a Joint Operation in Gazipur

205 Illegal Structures Demolished


Dhaka, 28 June:

 

Under the initiative of the Ministry of Environment, Forest and Climate Change, a joint operation was carried out today in Gazipur Sadar Upazila, recovering approximately 6.90 acres of illegally occupied forestland. The operation took place today in the Bokran Monipur area of Monipur Beat under the Rajendrapur Range of Dhaka Forest Division, where 205 newly built illegal structures were demolished.

 

The estimated market value of the recovered forestland is around Tk 35 crore.

 

The operation was jointly conducted by the Gazipur Sadar Upazila Administration, Bangladesh Army, Rapid Action Battalion (RAB), Border Guard Bangladesh (BGB), Dhaka Forest Division and the Police.

 

According to the Ministry, such joint drives will continue in the future as part of the government’s ‘zero tolerance’ policy against illegal occupation of forestland and in efforts to protect forests, wildlife, and biodiversity.

 

#

 

Dipankar/Mehedi/Mosharraf/Salim/2025/2035 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৮৪

 

ঢাকার খিলক্ষেত থেকে দুর্গামন্দির অপসারণের মাধ্যমে ধর্মীয় স্থাপনার সঙ্গে বৈষম্য

করা হচ্ছে মর্মে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয়

তথ্য অধিদফতরের আইকনোটেক্সট প্রকাশ

 

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

 

গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে পূজা মণ্ডপটি সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আয়োজকদের অনুরোধ করা হয়। পরবর্তীতে পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে সে বছরের দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হলে বারবার বলা সত্ত্বেও তারা মন্ডপটি সরিয়ে নেননি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

উদ্ভূত পরিস্থিতিতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৬ জুন খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। অভিযানকালে প্রথমে ১৫০টি দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

 রেলের জমিতে স্থাপনকৃত এ অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।

          তথ্য অধিদফতর আজ এ বিষয়ে একটি আইকনোটেক্সট গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করে।

 

#

লিপি/মেহেদী/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৮৩

 

গাজীপুরে যৌথ অভিযানে প্রায় ৩৫ কোটি টাকার বনভূমি উদ্ধার: ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ গাজীপুর সদর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৬ দশমিক ৯০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বোকরান মনিপুর মৌজায় সদ্যনির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

উচ্ছেদকৃত বনভূমির বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনায় অংশ নেয় গাজীপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশ।

 

বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বনভূমি দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

 

#

 

দীপংকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/সেলিম/২০২৫/২০০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৮২

 

ডেটা ক্লাসিফিকেশন থাকছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে

                                   -- ফয়েজ আহমদ তৈয়্যব

 

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বিশ্বে প্রথমবারের মতো ডেটা ক্লাসিফিকেশনকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

 

আজ ঢাকায় প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ এর সেমিনার কক্ষে বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিশেষ সহকারী এ কথা বলেন।

 

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডেটার যে অংশ ব্যক্তিকে শনাক্ত করে সে অংশ ক্লাসিফাই করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন (পিআইআই) এর জন্য দেশেই আলাদা স্টোরেজ করা যেন এটা দেশের বাইরে না যায়। এর মধ্যে কনফিডেনশিয়াল তথ্য, যেমন হেলথ রেকর্ডস বা ফিন্যান্সিয়াল ডেটা, ব্যবহার করা যাবে নির্ধারিত শর্তে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে। ডেটার যে অংশে ছবি, ভিডিও, কথা থাকবে তা একটা ম্যাপিং এর মাধ্যমে যেকোনো জায়গায় ষ্টোর করা যাবে কিন্তু পিআইআই এর স্টোরেজ দেশেই রাখতে হবে। 

 

সাইবার সুরক্ষা অধ্যাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎপাদিত, প্রস্তুতকৃত সকল কন্টেন্টকে সাইবার স্পেসের সীমানায় এনে অপরাধের আওতায় আনা হয়েছে বলেও বিশেষ সহকারী মন্তব্য করেন।

 

পিআইবি’র পরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সেমিনারে গবেষণা পত্র উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশিদ।

 

#

 

জসীম/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/সেলিম/২০২৫/২০৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৮১

সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন সম্ভব

                                    - শ্রম ও কর্মসংস্থান সচিব

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন ও শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আজ ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে মৌলিক ভিত্তি হিসেবে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধনকালে এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। ৩০ জনেরও বেশি সদস্য এই কর্মশালায় অংশ নিয়েছেন, যা ৩০ জুন পর্যন্ত চলবে।

শ্রমসচিব বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (বিএমডব্লিউবি)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান, বিকেএমইএ’র পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, মলিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মালেক/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

 

 

 

Handout                                                                                                           Number: 3980

Participation of All Stakeholders Essential for Sustainable

Management of Forest and Natural Resources

                                                           -  Environment Adviser

Dhaka, 28 June:

Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has stated that forests and natural resources are not only critical for the environment but are also foundational to the economy, biodiversity, and the security of future generations. Therefore, ensuring the inclusive participation of all stakeholders is essential for effective management of these resources.

She made these remarks while speaking as the chief guest at a seminar titled “Workshop for the Second Cycle of the National Forest Inventory of Bangladesh and National Validation and Workshop on the Generation of the Land Cover and Natural Capital Map and Developing Integrated Collaborative Forest Management Plans”. The event was held today at the Forest Department headquarters in Dhaka, and the Adviser joined virtually from her residence.

Rizwana Hasan emphasized that forests should not merely be viewed through the lens of carbon trading, but rather as vital providers of oxygen and as habitats for biodiversity. She warned that if developed countries continue to only purchase carbon credits instead of reducing actual emissions, the global climate crisis will persist. She stressed the need to restore degraded forests, implement community-based management, and formulate realistic forest management plans. Learning from past experiences and verifying the outcomes of projects such as SUFAL (Sustainable Forests and Livelihoods) is also crucial.

She highlighted that the data collected from the second cycle of the National Forest Inventory would play an important role in building a comprehensive database on forest resources, informing forest-related policymaking, promoting the sustainable use and conservation of natural resources, and supporting climate change mitigation efforts.

The Adviser also noted that maps on topography, land use, and natural capital, along with integrated forest management plans, would help guide the country toward sustainable development. She described the initiative as timely and well-intentioned, adding that it must now be supported by third-party analysis, digital and technology-based monitoring, and regular data updates every five years. She further urged that such forest inventory efforts should be undertaken using domestic resources rather than waiting for foreign assistance.

The seminar was chaired by Md. Amir Hosain Chowdhury, Chief Conservator of Forests. Special guests included Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change; Mr. Xiaokun Shi, FAO Representative in Bangladesh; Dr. Md. Kamruzzaman, Director General of the Department of Environment; and Malik Fida A Khan, Executive Director of CEGIS. Gobinda Roy, DCCF and Project Director of the SUFAL Project, delivered the welcome address.

Keynote presentations were given by Md. Abdullah Abraham Hossain, DCF and Deputy Project Director, SUFAL; the CEGIS team; Mohammad Shahidul Islam, Director, Remote Sensing Division, CEGIS; Dr. Nikhil Chakma, Associate Professor, RUST and National Socioeconomic Consultant, FAO Bangladesh; Rajib Mahmud, Forest Inventory and Carbon Assessment Specialist, FAO-BD; and Zaheer Iqbal, Deputy Conservator of Forests, RIMS Unit, Forest Department.

The seminar was attended by representatives from the Forest Department, development partners, academia, and research institutions.

Bangladesh urges all to refrain from reacting on any matter disregarding the facts and ground realities.

#

Dipankar/Mehedi/Sanjib/Konok/Shamim/2025/1930Hrs.
 

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৭৯

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২২ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

রিজওয়ানুর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৯৭৮

 

 

তথ্য কমিশনের সচিব হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক

 

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

 

বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো. মামুন অর রশিদ।

 

এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব বলেন, সিভিল সার্ভিসে হাওলাদার মো. রকিবুল বারী একজন দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে প্রশাসন সার্ভিস একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো।

 

উল্লেখ্য, হাওলাদার মো. রকিবুল বারী ২৭ জুন দিবাগত রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#

তুহিন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৭৭

বন ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনায় সকলের অংশগ্রহণ জরুরি

                                                      - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১৪ আষাঢ় (২৮জুন):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন ও প্রাকৃতিক সম্পদ শুধু পরিবেশের জন্য নয়, অর্থনীতি, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি। তাই এই সম্পদ ব্যবস্থাপনায় সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর বন অধিদপ্তরে আয়োজিত 'ওয়ার্কশপ ফর সেকেন্ড সাইকেল অব দ্য ন্যাশনাল ফরেস্ট ইনভেন্টরি অভ্‌ বাংলাদেশ এন্ড ন্যাশনাল ভ্যালিডেশন এন্ড ওয়ার্কশপ অন দ্য জেনারেশন অভ্‌ দ্য ল্যান্ড কাভার এন্ড ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপ এন্ড ডেভেলপিং ইন্টিগ্রেটেড কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট প্ল্যানস' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা তাঁর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বনকে কার্বন ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গিতে না দেখে অক্সিজেন সরবরাহকারী ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে দেখতে হবে। উন্নত বিশ্ব যদি শুধু কার্বন ক্রেডিট কেনে, তারা প্রকৃতপক্ষে নির্গমন কমাবে না। ডিগ্রেডেড বন পুনরুদ্ধার, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে হবে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং সুফল প্রকল্পের ভেরিফিকেশন করাতে হবে।

উপদেষ্টা উল্লেখ করেন জাতীয় বন জরিপের দ্বিতীয় চক্র থেকে প্রাপ্ত তথ্য বনবিষয়ক তথ্যভাণ্ডার গঠন, বনভিত্তিক নীতিনির্ধারণ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। ভূপ্রকৃতি, ভূমি ব্যবহার ও ন্যাচারাল ক্যাপিটাল সংক্রান্ত মানচিত্র এবং সমন্বিত বন ব্যবস্থাপনা পরিকল্পনা আমাদের টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, এখন প্রয়োজন থার্ড পার্টি অ্যানালাইসিস, অনলাইন ও প্রযুক্তিনির্ভর মনিটরিং এবং পাঁচ বছর অন্তর তথ্য হালনাগাদ করা। তিনি বলেন, বিদেশি সহায়তার অপেক্ষায় না থেকে আমাদের নিজস্ব অর্থায়নে এই ইনভেন্টরি পরিচালনা করতে হবে।

বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; বাংলাদেশে এফএও প্রতিনিধি জিয়াওকুন শি; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মশালায় বন অধিদপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, একাডেমিয়া ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#

দীপংকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৪/১৮৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর: ৩৯৭৬

চট্রগ্রামে বিএসটিআই নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহিদ শান্ত মা

চট্টগ্রামে হচ্ছে বিএসটিআইয়ের স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি

                                    -শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম, ১৪ আষাঢ় (২৮ জুন):

আমদানি ও রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুততার সাথে সেবা প্রদানের লক্ষ্যে আজ চট্রগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক ল্যাবরেটরিসহ বিএসটিআই নবনির্মিত বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ফয়সাল আহমেদ শান্তর মা মোছা: কহিনুর আক্তার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শহিদ ফয়সাল আহমেদ শান্তর মা মোছা: কহিনুর আক্তার বলেন, শান্ত একটি সুন্দর, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতো। সে চেয়েছিল দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহিদ হয়েছে, তা যেন পূর্ণ হয়। তিনি আরো বলেন, আমি একজন মা, একজন শহিদ জননী। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার আদর্শ ও সংগ্রামী চেতনা আমার হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিএসটিআই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের গতিশীলতা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলাবিশিষ্ট ভবন উদ্বোধনের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি-রপ্তানির গতিশীলতা বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে চট্টগ্রামে বিএসটিআই’র ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলা হবে। ফলে বিএসটিআই’র সেবার জন্য চট্টগ্রামের মানুষকে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। এটি এ অঞ্চলের শিল্প-বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে এবং ভোক্তা সুরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, দেশের ভেতরে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে বিএসটিআই কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের সাথে পণ্যের মান বিষয়ক চুক্তি এবং ল্যাবরেটরিসমূহের এ্যাক্রেডিটেশন অর্জন বিএসটিআইকে আরো শক্তিশালী করেছে। ফলে বিদেশে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শাহজালাল চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্রগ্রামের ব্যবসায়ীবৃন্দ, চেম্বারের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ।

#

আলমগীর/ফাতেমা/রমজান/আলী/মাসুম/১৫১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ৩৯৭৫

শিক্ষা মানুষকে তার সমাজ বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে

                           -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা: ১৪ আষাঢ় (২৮ জুন):

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে; একটি হচ্ছে-শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি হচ্ছে-শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দু’টি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

          উপদেষ্টা আজ ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত Skill-Focused Literacy for Out-of-School Adolescents (SKILFO) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

          উপদেষ্টা আরো বলেন, SKILFO প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

          অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। ‌

#

শিবলী/ফাতেমা/রমজান/আলী/মাসুম/১৫৩১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ৩৯৭৪

গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন নিশ্চিত করতে হবে

                                          -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মানিকগঞ্জ, ১৪ আষাঢ় (২৮ জুন):

            মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। গবাদিপশু পালনের ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, গবাদিপশু রোগে আক্রান্ত না হওয়ার জন্য ভ্যাকসিন প্রয়োগ করা হয়। শুধু মাংস উৎপাদন বা রপ্তানির জন্য নয়, পশুর স্বাস্থ্যের সুরক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

            উপদেষ্টা আজ মানিকগঞ্জ পৌরসভার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় চারটি জেলায় (মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলা)  গবাদিপশুর ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ভ্যাকসিন যেন নির্দিষ্ট সময়েই দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামারিদের সর্বোচ্চ সেবা দিতে সমসময় সচেষ্ট থাকতে হবে। এলএসডির জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন দেশে উৎপাদনের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ রোগে আক্রান্ত কোনো গরু কোরবানির হাটে আসেনি।

            প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, গরুর দুধের সঠিক দাম না পাওয়ার কারণে খামারিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই চিলিং সেন্টার স্থাপন করা জরুরি। যে অর্থ দিয়ে বিদেশ থেকে গুড়া দুধ আমদানি করা হয়, তা দেশের চিলিং সেন্টার স্থাপনে ব্যয় করলে খামারিরা উপকৃত হবেন। তিনি এ খাতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

            বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের সফলতা খামারিদের সহযোগিতার ওপর নির্ভরশীল। তিনি আরো বলেন, খামারিদের উৎপাদনই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে এবং অর্থনীতিকে শক্ত ভিত্তি দিচ্ছে। 

            প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, অধিদপ্তরের পরিচালক ডা. মো: বয়জার রহমান, প্রকল্প পরিচালক ডা. অমর জ্যোতি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান এবং সুফল ভোগীদের পক্ষে সেবিকা মন্ডল ও আতাউর রহমান বক্তৃতা করেন। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গবাদিপশু খামারিরা উপস্থিত ছিলেন।

#

মামুন/ফাতেমা/রমজান/আলী/মাসুম/১১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                        নম্বর: ৩৯৭৩

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্ণাঢ্য আয়োজন

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে গ্রাফিতির বই, পোস্টার, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজন করা হবে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার

2025-06-28-16-27-c3a1ff7541a8913f2ca4c37af7adfdc7.docx