তথ্যবিবরণী নম্বর: ৩৮৫৩
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে জাতিসংঘের ডব্লিউজিইআইডি’র প্রতিনিধিদলের বৈঠক
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)-এর প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠক করেছে।
আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে ডব্লিউজিইআইডি’র ভাইস চেয়ার গ্রাজিনা করানোস্কা এবং সদস্য আনা লেরেনা ডেলগাদিলো পেরেজের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাঁদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, কমিশনে অদ্যাবধি গুম সংক্রান্ত ১ হাজার ৮৩০টি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। সভাপতি বলেন, গুমের শিকার হয়ে ফেরত না আসা ১০০ অভিযোগ পুলিশের কাছে তদন্তের জন্য দেয়া হয়েছে। এছাড়া ভিক্টিম ও তাঁদের পরিবারের সাথে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে তিনটি কনসালটেন্সি সভা করা হয়েছে। কমিশন ইতোমধ্যে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার নিকট দুটি ইন্টেরিম রিপোর্ট হস্তান্তর করেছে।
কমিশনের সদস্য মো: সাজ্জাদ হোসেন বলেন, লজিস্টিক, জনবল সংকট ও রাজনৈতিক নানা সীমাবদ্ধতার মাঝেও কমিশন দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে এবং ভুক্তভোগী ও তাঁদের পরিবারের আকাঙ্ক্ষাকে গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
প্রতিনিধিদলের সদস্যগণ কমিশনের কাজের প্রশংসা করেন। তাঁরা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গুম থেকে ফেরত না আসা ব্যক্তিগণের সন্ধানে সার্চ কমিটি গঠনে করণীয় বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা উল্লেখ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাসহ কমিশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো:ফরিদ আহমেদ শিবলী এবং মোঃ নূর খান উপস্থিত ছিলেন।
#
খালিদ/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৫/২১৫১ ঘণ্টা
টিভি স্ক্রল নম্বর: ৮০
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২ আষাঢ় ( ১৬ জুন):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
‘ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশে তাদের স্বজনদেরকে জরুরি প্রয়োজনে তেহরানস্থ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (WhatsApp-সহ) সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮; +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭ -পররাষ্ট্র মন্ত্রণালয়।’
(মুঃ সুমন মেহেদী)
উপপ্রধান তথ্য অফিসার
ও
ডিউটি অফিসার
সংবাদকক্ষ, বিকালের পালা
ফোন : ৯৫৪০০১৯, ৯৫১২২৪৬
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা সম্পাদক/ সংবাদদাতা
ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৫২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ৫ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫০৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মেহেদী/মাহমুদুল/রানা/মোশারফ/শামীম/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৫১
ইরানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য খোলা হয়েছে হটলাইন
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে তাদের স্বজনদের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় ইমার্জেন্সি হটলাইন স্থাপন করা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশে তাদের স্বজনদেরকে জরুরি প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (WhatsApp-সহ) সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮; +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭
#
কামরুল/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৫০
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে হবে
--- পরিবেশ উপদেষ্টা
সিরাজগঞ্জ, ২ আষাঢ় (১৬ জুন):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপ নেয়। এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।
আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতিপ্রেমের প্রেক্ষাপটে গড়ে উঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হতে হবে। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন সিরাজগঞ্জকে আরো পরিচিত করে তোলে—সেটি কাম্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার,
উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমান এবং বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।
উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পরে উপদেষ্টা পরিকল্পনা কমিশনে প্রতিবেদন পেশ করবেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর স্পার শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
#
দীপংকর/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯২০ ঘণ্টা
Handout Number: 3849
Rabindra University Must Evolve into a Nature
and Environment-Friendly Centre of Excellence
--- Syeda Rizwana Hasan
Sirajganj, 16 June:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized that Rabindra University must be developed into an exemplary educational institution that harmonizes with nature and protects the environment. She stressed the justified need for a permanent campus for the university, stating, ‘There can be no disagreement about the necessity of a dedicated campus, but its construction must ensure environmental balance, protection of water bodies, and conservation of local biodiversity.’
The Adviser made these remarks as the chief guest at a civic gathering following her visit to the proposed site for the permanent campus of Rabindra University in Shahjadpur, Sirajganj today.
‘Set against the backdrop of Rabindranath Tagore’s literary philosophy and deep connection with nature, this university’s allocation will gradually increase,’ Rizwana Hasan said, ‘Instead of gazing at the sky in despair, we must look to the ground with hope.’ She added that Rabindra University should help elevate Sirajganj's profile across the country.
Among others, Dr. Kaiyum Ara Begum, Member (Secretary) of the Socio-Economic Infrastructure Division of the Planning Commission; Professor Dr. S.M. Hasan Talukder, Vice-Chancellor of Rabindra University; and Pro Vice-Chancellor Dr. Suman Kanti Barua also spoke at the event. Notable attendees included Sirajganj Deputy Commissioner Muhammad Nazrul Islam, Superintendent of Police Md. Farooq Hossain, Additional Chief Engineer (Civil) of Bangladesh Water Development Board, Rajshahi, Md. Mukhlesur Rahman, and Divisional Forest Officer of Bogura region Muhammad Subedar Islam.
It is noteworthy that the initiative to establish the permanent campus of Rabindra University is centered around the area near Rabindra Kuthibari in Shahjadpur. After the inspection, the advisor will submit a report to the Planning Commission.
Following the campus visit, Adviser Syeda Rizwana Hasan also inspected the progress of the strengthening work of Enayetpur Spur-2 along the Jamuna River in Chauhali Upazila of Sirajganj district. She issued necessary directives to officials of the Bangladesh Water Development Board during her visit.
#
Dipankar/Mahmudul/Rana/Ferdows/Mosharaf/Joynul/2025/1850 hours
তথ্যবিবরণী নম্বর: ৩৮৪৮
গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী এক মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে। এই আইনের অধীনে গুমবিষয়ক একটি শক্তিশালী স্থায়ী কমিশন গঠন করা হবে।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ে তাঁর সভাকক্ষে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের (ওয়ার্কিং গ্রুপ) সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক তারা সবাই গুমের শিকার। তারা সবাই এ বিষয়ে সোচ্চার ছিলেন। আর বিএনপি-জামায়াত তো সবচেয়ে বেশি গুমের শিকার ছিলেন। গত সরকারের আমলে জাতিসংঘের গুম সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপ বারবার বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির জবাবও দেয়নি।
তিনি আরো বলেন, আমাদের সরকারের একটা কমিটমেন্ট ছিল গুমের তদন্ত ও বিচার করা। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে এসেছে, তাদের সাথে আজ মিটিং করেছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের গুম কমিশন, তদন্ত কমিশন, আইন প্রণয়নের উদ্যোগের প্রশংসা করেছেন। গুমবিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর কথাও বলেছেন।
উপদেষ্টা বলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দক্ষিণ আফ্রিকায় গঠন হয়েছিল এবং সারা পৃথিবীতে সাড়া ফেলেছিল। এই কমিশন শ্রীলঙ্কা এবং নেপালেও হয়েছিল কিন্তু সফল হয়নি।
তিনি আরো বলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চারটি অংশ থাকে। এরমধ্যে প্রথম হচ্ছে ট্রুথ সেকিং সেটার কাজ অলরেডি শুরু হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিছুদিন আগে যে রিপোর্টটা প্রকাশ করলো, সেটা এটার একটা পার্ট। আমাদের ট্রাইব্যুনালে তদন্ত, বিচার কার্যক্রম, সাবেক গণভবনে যে জুলাই জাদুঘর তাও ট্রুথ সেকিংয়ের একটা পার্ট। আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সাবেক গণভবনে নিমার্ণাধীন জুলাই জাদুঘর সেগুলো ট্রুথ সেকিংয়ের একটা পার্ট। তারপর দ্বিতীয় পার্ট হচ্ছে- মেমোরিয়ালাইজেশন। সেটা জুলাই জাদুঘরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তৃতীয় হচ্ছে অ্যামনেস্টি, এটা একটু কঠিন। এটা হচ্ছে যারা ছোট ছোট অপরাধে যুক্ত ছিলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো অপরাধে যুক্ত ছিলেন না, তাদের ক্ষেত্রে কোনো অ্যামনেস্টির স্কোপ আছে কিনা সেটা পর্যালোচনা করা। সব দেশেই এটা করা হয়। চতুর্থ ধাপ হচ্ছে, রিকনসিলিয়েশন। যারা চরম দোষী আছে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐকমত্য গড়ে তোলা। অন্যটি হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ শুধু টাকার অংকে না, জুলাই অবস্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের চাকরির ব্যবস্থা করা।
উপদেষ্টা বলেন, আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম। সেখানে অনেক মিটিং করেছিলাম। আমাদের দ্বিতীয় ধাপে চিন্তা আছে প্রধান বিচারপতির নেতৃত্বে রিজিওনাল কনফারেন্স করা। শ্রীলঙ্কা, নেপাল ও দক্ষিণ আফ্রিকার যারা বিশেষজ্ঞ আছেন, তাদেরকে সেখানে আনা হবে। বাংলাদেশের রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মানবাধিকার গ্রুপ, ছাত্র সমাজ- সবার মতামত নিয়ে কী করা যায়, সেটা নিয়ে চিন্তা করা হবে।
#
রেজাউল/তৌহিদ/শাহিদা/মেহেদী/আসমা/২০২৫/১৬০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৪৭
সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি সভা আজ বিকালে
প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত আন্দোলন না করার আহ্বান
- আইন উপদেষ্টা
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বিকালে প্রথম বৈঠকে বসছে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি।
উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের দাবিগুলো তাঁর কাছে আছে। এসব দাবি কীভাবে বিবেচনা করা হবে, কী বিবেচনা করা হবে তা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রতিবেদন উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।
আইন উপদেষ্টা উল্লেখ করেন, আইনটি প্রণয়নের সময় বিদেশে থাকায় তিনি সরাসরি যুক্ত ছিলেন না। তিনি বলেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি না করলেও- যাদের জন্য এ আইন তাদের মনে হতে পারে তারা বিড়ম্বনা বা হয়রানির শিকার হতে পারেন। এ ধরনের আশংকা এ আইনের মধ্যে থাকতে পারে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা ও আন্দোলনরত সংগঠনসমূহের সাথে আলাপ-আলোচনা করে সুপারিশের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গত ৪ জুন একটি কমিটি গঠন করা হয়।
#
রেজাউল/তৌহিদ/শাহিদা/মেহেদী/আসমা/২০২৫/১৪০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৪৬
সকল জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামী জুলাই মাসে দেশের সকল জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে। এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। তিনি বলেন, গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তনের যে কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এ সেবামূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো এবং আমাদের এ অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করবো।
#
রফিকুল/তৌহিদ/শাহিদা/মেহেদী/আসমা/২০২৫/১৪৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৪৫
আগামীকাল খুলনা এবং রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
আগামীকাল ১৭ জুন খুলনা এবং রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। নবাগত সকল শিক্ষার্থীকে একজন অভিভাবকসহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া, একই দিন হতে ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী খুলনা মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এস এম সুলতান অডিটরিয়ামে সকাল ৯.৩০টা হতে ১০.৩০টা পর্যন্ত অনলাইনে জুম প্লাটফর্মে এবং সকাল ১০.৩০টা হতে বেলা ১২টা পর্যন্ত সরাসরি অনুষ্ঠিত হবে।
এছাড়া, রাজশাহী মেডিকেল কলেজের অডিটরিয়ামে সকাল ১০টায় শিক্ষার্থীদের পরিচিতি সভা ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে তাঁদের অভিভাবকসহ আবশ্যিকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।
#
তৌহিদ/শাহিদা/মেহেদী/শফিক/২০২৫/১২০০ ঘন্টা