Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০১৯

তথ্যবিবরণী - 02.10.2019

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৩৭৮৪
 
সুন্দর সমাজ গড়তে সংস্কৃতি চর্চা প্রয়োজন
     --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১৭ আশি^ন (২ অক্টোবর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সুন্দর সমাজ গড়তে নিয়মিত সংস্কৃতি চর্চা প্রয়োজন। সংস্কৃতি চর্চার অভাবে বর্তমানে দুর্নীতির চর্চা হচ্ছে। সমাজকে সঠিক পথে আনতে সরকার অধিক পরিমাণে সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর বাহান্ন বছরে পদার্পণ উপলক্ষে ‘সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার’ শীর্ষক স্মৃতি পদক ও সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সভাপতি নিলুফার জাহান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম এবং ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীকে ক্রান্তি পদক-২০১৯ এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহমুদ সেলিমকে মাহাবুবুল হায়দার মোহন স্মৃতিপদক -২০১৯ প্রদান করা হয়।
#
দীপংকর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর :   ৩৭৮৩

 

সরকার মানব উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে

                                                                        -- আইনমন্ত্রী

 

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

 

          আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার মানব উন্নয়নের সাথে সাথে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। এর সুফল বাংলাদেশ পেতে শুরু করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ, মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার ছুঁয়েছে। বর্তমানে সরকার ৩০০ বিলিয়ন টাকার পদ্মা সেতু, ২২ বিলিয়ন টাকার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে-সহ অনেক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

 

          মন্ত্রী আজ সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ফোরামে ‘স্ট্রেংদেনিং পার্টনারশিপ টু ড্রাইভ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ভিশন’শীর্ষক সভায় এসব কথা বলেন।

 

          বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিমসটেক-এ বাংলাদেশ শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে, যা বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটানকে বহুপাক্ষিক সহযোগিতার জন্য একটি ফোরামে আবদ্ধ করেছে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সড়ক, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন উপ-আঞ্চলিক সংযোগ প্রকল্পে যুক্ত হয়েছে। ভারত এখন বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক ও রেলপথে পণ্য পরিবহনে আগ্রহী কারণ এতে তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহণ ব্যয় এবং সময় কমে যাবে।

 

          আইনমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য তার প্রাক-নির্বাচনি প্রতিশ্রুতি ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভিশন ২০২১ আঞ্চলিক যোগাযোগকে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরেছে।

 

#

 

রেজাউল/মাহমুদ/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২১১০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর :   ৩৭৮২

 

যথাযোগ্য মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব উদ্যাপন করা হবে

                                                                          -- ধর্ম প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

 

ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, এবছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব-২০১৯ উদ্যাপন করা হবে। এ লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি-সহ  সংশ্লিষ্টরা  প্রয়োজনীয় প্রস্তুত গ্রহণ করবে।

 

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৮৪তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

সভায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব-২০১৯ উদ্যাপন  উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এক কোটি টাকার বিশেষ অনুদান বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ২০১৯-২০২০ অর্থবছরে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক কোটি সাতাশ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও সভায়  ট্রাস্টের নতুন জনবল কাঠামোর অনুমোদন প্রদান করা হয়।

 

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সম্প্রতি উখিয়ায় সংগঠিত ৪ জন বৌদ্ধ ধর্মাবলম্বীর নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

 

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সংসদ সদস্য বাসন্তী চাকমা, ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মোঃ আনিছুর রহমান, ট্রাস্টি দয়াল কুমার বড়–য়া, মং ক্য চিং চৌধুরী, খে মংলা রাখাইন, এড. দিপংকর বড়ুয়া পিন্টু ও ডালিম কুমার বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংস্থা) মুঃ আঃ হামিদ জমাদ্দার এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়–য়া সভায় উপস্থিত ছিলেন।

 

#

 

আনোয়ার/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৭৮১
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ১৭ আশি^ন (২ অক্টোবর) :
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৮৯টি টুর্নামেন্ট আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ৫০টি জাতীয় এবং ৩৯টি হবে আন্তর্জাতিক। এজন্য ৩০৬ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
ক্রীড়া সচিবকে আহ্বায়ক করে গঠিত ক্রীড়া উপকমিটির পক্ষ থেকে এই বাজেট অনুমোদনের সুপারিশ করা হয়েছে। মুজিববর্ষ পালন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির কাছে এই সুপারিশ পাঠানো হয়েছে।
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে মুজিববর্ষ পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলো তুলে ধরা হয়েছে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাকে সম্পৃক্ত করে ৩৬৫ দিনের ক্রীড়া ক্যালেন্ডার গঠনের কথাও সংসদীয় কমিটিকে জানায় মন্ত্রণালয়। সংসদীয় কমিটি এর আগের বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে ‘এশিয়া বনাম রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বাংলাদেশ বনাম রেস্ট অভ্ দ্য এশিয়া’ গলফ টুর্নামেন্টের সুপারিশ করেছিল।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয় যেসব খেলাধুলার আয়োজন করবে তার সবগুলোই বঙ্গবন্ধুর নামে হবে বলে কমিটিকে জানিয়েছে। প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতিসংঘ সদর দপ্তরে ভাস্কর্য স্থাপন-সহ জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদানের ঐতিহাসিক ঘটনা উদ্যাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’ পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটির সদস্য এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। বৈঠকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে কমিটি সুপারিশ করে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।
#
আরিফ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩৭৮০
 
ফেব্রুয়ারির মধ্যে ঢাকা-তারাকান্দি রুটে নতুন আন্তঃনগর ট্রেন 
            --- রেলপথ মন্ত্রী
 
জামালপুর, ১৭ আশি^ন (২ অক্টোবর) :
  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকা-তারাকান্দি রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
  মন্ত্রী আজ জামালপুর জেলার এডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন।
   মন্ত্রী এ সময় বলেন, জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ঢাকা থেকে তারাকান্দি হয়ে জামালপুরের মধ্যে আন্তঃনগর ট্রেন চালু করা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দি পর্যন্ত রেললাইনে শুধু লোকাল ট্রেন চলে। কাজেই নতুন কোচ দ্বারা ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে তারাকান্দি-জামালপুর- ময়মনসিংহ হয়ে ঢাকা পর্যন্ত সার্কুলার ট্রেন চালু করা হবে। পাশাপাশি ঢাকা-জামালপুর রুটে চলমান অগ্নিবীণা ট্রেনকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও টাঙ্গাইল হয়ে ঢাকা পর্যন্ত চলার ব্যবস্থা করা হবে।
   মন্ত্রী আরো বলেন, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত বিদ্যমান রেললাইনের পাশে ডাবল রেললাইন নির্মাণ করা হবে। এছাড়া বঙ্গবন্ধু সেতু থেকে জামালপুর পর্যন্ত স্টেশনগুলোকে আধুনিক করা হবে।
   অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান ঢাকা-জামালপুরের মধ্যে দু’টি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান।
  অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক আরএস খন্দকার শহীদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
শরিফুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর :   ৩৭৭৯

 

গত তিন মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে

                                 -- অর্থমন্ত্রী

 

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) : 

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত তিন মাসে বাংলাদেশে পূর্বের যে কোনো তিন মাসের চেয়ে বেশি রেমিটেন্স এসেছে। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণকে উৎসাহিত করার জন্য দুই শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা রাখায় প্রবাসীরা ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন। ফলে গত তিন মাসে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হয়েছে, যা পূর্বের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। আশা করা যায় রেমিটেন্স এবার ১৮-২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

 

আজ বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, দুই শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা দেওয়ার পর থেকেই সরকার এবং বাংলাদেশ ব্যাংক-সহ সংশ্লিষ্ট সকল পক্ষ দেশে রেমিটেন্স প্রেরণকে অগ্রাধিকার দিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এখন থেকে ১৫০০ ডলার পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হবে না। এছাড়া প্রতি লেনদেন ১৫০০ ডলারের মধ্যে থাকলে দিনে যতবার ইচ্ছা রেমিটেন্স প্রেরণ করা যাবে।

 

#

 

তৌহিদুল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৩৭৭৮
 
পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে
       --- কৃষিমন্ত্রী
 
ঢাকা, ১৭ আশি^ন (২ অক্টোবর) :
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের নির্বাচনি ইশতেহারে যা রয়েছে তার সব বাস্তবায়ন করা হবে। পুষ্টি ও নিরাপদ খাদ্য অবশ্যই নিশ্চিত করবে সরকার। দেশে আর কারোর অভুক্ত থাকার সুযোগ নেই।
মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত ডড়ৎশংযড়ঢ় ড়হ ঞঈচ চৎড়লবপঃ ড়হ ঋধষষ অৎসুড়িৎস (ঋঅড) ধহফ ব চবংঃ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান এবং ঋঅঙ এর প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল মুঈদ।
কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান অনুষ্ঠানে বলেন, সোলার সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কীটপতঙ্গ নজরদারি এবং দমনের জন্য এ প্রকল্প কৃষির জন্য ভালো। সরকার এ সকল কীটপতঙ্গ দমন করে ২০২১ সালের মধ্যে ভুট্টার উৎপাদন ৬১ লাখ মেট্রিক টনে উন্নীত করতে চায়। 
#
 
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর :   ৩৭৭৭

 

৪ ডিসেম্বর-কে ‘জাতীয় বস্ত্র দিবস’ ঘোষণা

 

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

 

সরকার ৪ ডিসেম্বর-কে ‘জাতীয় বস্ত্র দিবস’ ঘোষণা করেছে এবং এ তারিখ-কে ‘জাতীয় বস্ত্র দিবস’  হিসাবে উদ্যাপনের জন্য জাতীয়  ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

         

#

 

সাজ্জাদুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৭৭৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় শিল্পমন্ত্রী

শিল্প কারখানার  সক্ষমতা বাড়াতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) : 

          চতুর্থ শিল্প বিপ্লবের ধারায় বাংলাদেশ ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই শিল্পায়নের লক্ষ্যে এ শিল্প বিপ্লবের সুফল কাজে লাগানো হবে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় খাতভিত্তিক দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্প কারখানাগুলোতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে দশ বছর মেয়াদি ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান। 

          শিল্পমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত 'বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ অনুষ্ঠানের আয়োজন করে।     

          শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এ অনন্য অর্জনের পেছনে এনপিও’র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আন্তর্জাতিক  প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এ খাতে যোগ্য প্রশিক্ষক গড়ে তোলার তাগিদ দেন। শিল্পায়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে এনপিও’র কার্যক্রম আরো বেগবান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

          শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনপিও'র ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন।

          পরে শিল্পমন্ত্রী জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন  করেন।

          এর আগে সকালে শিল্পসচিবের নেতৃত্বে দিবস উপলক্ষে একটি র‌্যালি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে শিল্প মন্ত্রণালয়ে এসে শেষ হয়।   

#

জলিল/অনসূয়া/পরীক্ষিৎ/শামীম/২০১৯/১৭০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৭৭৫

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কিশোর-তরুণদের প্রতিষ্ঠিত করতে হবে

                                                        -আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :   

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল জ্ঞান-সমৃদ্ধ হতে  কিশোর-তরুণদের প্রস্তুতি নিতে হবে। 

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে বিসিসি’র মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাপানে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা আইটি ইঞ্জিনিয়ারদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

          সনদ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারাই হবেন জাপানে বাংলাদেশের ব্র্যান্ন্ড অ্যাম্বাসেডর।  প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাদারিত্বের সাথে কাজে লাগিয়ে জাপানের আইটি সেক্টরের উপযোগী করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রতি তিনি  আহ্বান জানান।

          তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর ২০ লাখ গ্র্যাজুয়েট বের হয়। জাপানে প্রতিবছর প্রায় দুই লাখ আইটি পেশাজীবির চাহিদা রয়েছে। জাপানের শ্রমবাজারে প্রবেশের এ সুযোগ দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতা  পালনের মাধ্যমে  কাজে লাগাতে হবে।

          জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিতশি হিরাতা বলেন, বি-জেট প্রোগ্রাম বাংলাদেশ ও জাপান এবং দুই দেশের মানুষের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক দারুণ উদাহরণ। ভবিষ্যতে এটি আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও জাইকার  যৌথ অর্থায়নে জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারের দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চলবে ২০২১ সাল পর্যন্ত। তারই অংশ হিসেবে জাপানি ভাষা, জাপানি বিজনেস কালচার এবং আইডি’র ওপর তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগের পাঁচটি ব্যাচে ১৫৬ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। যাদের মধ্যে ১১৩ জনের জাপানে এবং বাকি ৪৩ জনের দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়।  এই কর্মসূচির ষষ্ঠ ব্যাচে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থির মাঝে প্রতিমন্ত্রী সনদপত্র বিতরণ করেন।

          বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব  এন এম জিয়াউল আলম,  জাপান দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইয়াসুহারু শিনত ।

 #

শহিদুল/অনসূয়া/পরীক্ষিৎ/শামীম/২০১৯/১৬৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৭৭৪

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় পরিবর্তন ও ২য় মেধাতালিকা প্রকাশ আগামীকাল

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :   

          জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা আগামীকাল প্রকাশ করা হবে।

          SMS এর মাধ্যমে ফলপেতে বিকাল ৪টা থেকে যে কোন মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে- nu<space>athn<space>roll no লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে এবং রাত ৯ টায় ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions)  থেকে ফল পাওয়া যাবে।

          উল্লেখ্য, ২য় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

 #

ফয়জুল/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৬২৮  ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৭৭৩

ডেঙ্গু পরিস্থিতি

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :  

         স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০২ জন।

          প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৬ হাজার ৯৬৪ জন, যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর  প্রায় ৯৮ শতাংশ। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগী আছেন ১ হাজার ৪৬০ জন। এ যাবত ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।       

#

স্বাস্থ্য অধিদপ্তর/অনসূয়া/জুলফিকার/শামীম/২০১৯/১৪০৭  ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৭৭২                                                                                   

নাটক সমাজের দর্পন স্বরূপ

 -ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

          যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল বলেছেন, নাটক জীবনের প্রতিচ্ছবি। নাটকের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র ফুটে ওঠে। এটি সমাজের দর্পণস্বরূপ। নাটক জীবনের কথা বলে, পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরে তা সংশোধনের সুযোগ সৃষ্টি করে এবং দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

          গতকাল টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ আয়োজিত ‘নাট্যোৎসব- ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

          প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজই বাংলাদেশের প্রাণশক্তি। এ যুব সমাজকে নষ্ট করতে একমাত্র মাদকই যথেষ্ট, মাদক মানুষের মস্তিস্ক বিকৃত করে। তাই যুব সমাজকে মাদকের রাহুগ্রাস থেকে রক্ষা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পথ নাটক ও মঞ্চ নাটকের প্রযোজনার পাশাপাশি উৎসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন ।

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ উৎসবের উদ্বোধন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির ও তরুণ উদ্যোক্তা আবুল হাসনাত সোহাগ।

          উল্লেখ্য, ‘মঞ্চ হোক মুক্তির পথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে।

#

আরিফ/অনসূয়া/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০১৯/১১.৫৫  ঘণ্টা  

Todays handout (8).docx