Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৫

তথ্যবিবরণী ৯ মে ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৫০৯

বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড অ্যান্ড ইয়ুথ ইন এর উদ্বোধন

                                                                  

বাগেরহাট, ২৬ বৈশাখ (৯ মে) :

বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক বাগেরহাটে নবনির্মিত ‘পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন’ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। এর মাধ্যমে আজ থেকে মোটেলটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো।

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান আতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র সচিব বলেন, বাণিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরো বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরো বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।

বিশেষ অতিথির বক্তৃতায় নাসরীন জাহান বলেন, খান জাহান আলীর মাজারের মূল ফটকের সন্নিকটে ৩২ শতাংশ জমিতে এই মোটেল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকা; তবে চূড়ান্ত ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, যা একটি দায়িত্বশীল ব্যয়ের দৃষ্টান্ত। তিনি আরো বলেন, এই আধুনিক সুবিধাসম্পন্ন মোটেলটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং বাগেরহাটকে একটি আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

#

তরিকুল/মাহমুদুল/রফিকুল/শামীম/২০২৫/২০১০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                        নম্বর: ৩৫০৮

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার

                                  -পার্বত্য উপদেষ্টা                                                                   

রাঙামাটি, ২৬ বৈশাখ (৯ মে) :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা  ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার। তিনি বলেন, সরকার ক্ষতিকর ও দুষ্টচক্রের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে চায়। দেশের সম্পদ বিনষ্ট ও অপচয় রোধসহ উন্নয়নকাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে বদ্ধপরিকর এ সরকার।

উপদেষ্টা আজ রাঙামাটি জেলা সদরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা সৎকর্ম করেন ও কীর্তিমান তাদের মৃত্যু নাই। একজন মানুষের জন্ম, জ্ঞান-প্রজ্ঞা ও মৃত্যু তখনই সার্থক হয়, যখন বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণীর মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা হয়।

ধর্মীয় উৎসবে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। নবারুণের মৃত্যুতে স্মরণ সভায় উপদেষ্টা বলেন, যিনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল ভোগ করবেন। নিজের কল্যাণে ও দেশের কল্যাণে নিজেকে পাপাচার কাজ থেকে বিরত রাখতে হবে। তিনি সকলকে ভাল কর্মে নিয়োজিত থাকার আহ্বান জানান। 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় নিজে দান দাতব্য প্রদান করেন এবং পরে প্রার্থনায় যোগ দেন। প্রার্থনায় সৎকর্ম, সৎ চিন্তা ও মৈত্রীর প্রসার লাভসহ সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করা হয়। এসময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা তাঁর সাথে ছিলেন। 

বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানের স্মরণ সভায় ত্রিপিটকের বক্তব্য পাঠ ও বুদ্ধের জীবন নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় রাজবন বিহারের ভিক্ষু সৌরজগৎ ভান্তে, মঙ্গল তিষ্য, দীপবংশ ভিক্ষু, ধম্যানু ভান্তে, মগ লায়ন ভিক্ষু বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/ফাতেমা/রমজান/আলী/মানসুরা/২০২৫/১৩২০ ঘণ্টা

2025-05-09-14-57-4d340cda1576ea602011df5b7fc3f237.docx