Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 24/7/2019

তথ্যবিবরণী                              নম্বর : ২৭০১
 
সৌদি প্রেস এজেন্সির সাথে বাংলাদেশ সংবাদ সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষরিত
 
রিয়াদ (সৌদি আরব), ২৪ জুলাই :
 
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (ঝচঅ) এর সাথে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (ইঝঝ) এর সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে সৌদি প্রেস এজেন্সির প্রধান কার্যালয়ে আজ এ সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার পক্ষে বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও সৌদি প্রেস এজেন্সির পক্ষে সংস্থাটির সভাপতি আবদুল্লাহ বিন ফাহাদ আল হোসাইন স্মারকে স্বাক্ষর করেন।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে তথ্যসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সৌদি আরব সফর করেন। এ সময় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দু’দেশের সংবাদ সংস্থার সাথে সংবাদ, তথ্য ও ছবি আদান প্রদান করা সম্ভব হবে। এছাড়া অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে দু’দেশের সংবাদ সংস্থার সাথে সম্পর্ক তৈরি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। স্মারক স্বাক্ষরের ফলে দু’দেশের সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের সফর আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাও বিনিময় করা সম্ভব হবে। 
 
এ উপলক্ষে তথ্যসচিব আবদুল মালেক বলেন, বাংলাদেশ সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে  সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আগামী দিনে দু’দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও অন্যান্য সম্পর্ক বৃদ্ধিতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান। 
 
বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সৌদি প্রেস এজেন্সির সভাপতিকে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ সহযোগিতা দু’দেশের সম্পর্ক উন্নয়নে আরো ভূমিকা রাখবে। 
 
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বাংলাদেশ প্রতিনিধিদলকে সৌদি প্রেস এজেন্সির সংবাদ কক্ষ, আর্কাইভ-সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখানো হয়। এ সময় সৌদি প্রেস এজেন্সির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
#
 
ফখরুল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৭০০
 
সারা দেশে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে
                     --- সমাজকল্যাণ মন্ত্রী 
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সামাজের প্রতিটি স্তরে পৌঁছাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার চালু করা হবে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা অসহায় মানুষের জন্য কিছু করেনি। বঙ্গবন্ধু যে অসহায় নিপীড়িত মানুষের জন্য স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারা অসহায়ভাবে জীবনযাপন করেছে। 
এর আগে মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, দলিলপত্রের সংকলন, পত্রিকা ও  আলোকচিত্র পাঠ ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করবে।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ, আ ক ম সরওয়ার হোসেন ও অ্যারোমা দত্ত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ বক্তব্য রাখেন।
#
 
জাকির/মাহমুদ/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী                            নম্বর : ২৬৯৯
 
বিআইডব্লিউটিএ’র অভিযান
৫০ দিনে ৪ হাজার ৭৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর উভয় তীর মিলে মোট ১৫৭ কিলোমিটার তীরভূমিতে ২৯ জানুয়ারি  হতে ২৪ জুলাই পর্যন্ত ৪টি পর্বে মোট ৫০ কার্যদিবসে ৪ হাজার ৭৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে পাকা স্থাপনা ৭২৫টি, আধা পাকা ৯৮৬টি, বাউন্ডারি ওয়াল ৩২১টি এবং অন্যান্য ২ হাজার ৭৪০টি।  একই অভিযানে ১২১ একর জায়গা অবমুক্ত, ১০ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, ১০ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৪ শত টাকার পণ্য (ভ্যাট ও আয়কর-সহ) নিলাম  করেছে। 
বিআইডব্লিউটিএ আজ নদীর তীর দখলমুক্ত করতে ঢাকা নদী বন্দরের আওতাধীন ফতুল্লাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো থেকে  ধর্মগঞ্জ পর্যন্ত এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে তিনটি দোতলা ভবন, ১১টি একতলা ভবন, ১৫টি আধাপাকা ভবন, আটটি বাউন্ডারি ওয়াল, ২৯টি টিনেরঘর-সহ মোট ৬৬টি অবৈধ স্থ্াপনা উচ্ছেদ, দু’ একর তীরভূমি অবমুক্ত এবং ১৭ লাখ ৪০ হাজার টাকার পণ্য নিলাম করেছে। 
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৬৯৮
 
বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী
চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ীরা বরাবরই সরকারকে এ বিষয়ে সহযোগিতা দিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক বিশ^বাণিজ্যে এখন চ্যালেঞ্জ অনেক। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মুক্তবাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান কারিগরি, প্রযুক্তি, তথ্যনির্ভর ব্যবসা বাণিজ্যের সংস্কৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। ই-কমার্সকে প্রাতিষ্ঠানিক করার জন্য নীতি গ্রহণ করা হয়েছে। দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণিত কমপ্রিহেনসিভ ট্রেড পলিসি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবা রপ্তানির সাথে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন¦য় করে কাজ করা হচ্ছে। এ সকল পরিকল্পনা ও উদ্যোগ সফল করতে দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির ৬ষ্ঠ সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ^বাণিজ্যে প্রতিযোগিতা বাড়ছে। এ প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে আমাদের দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে। বিশ^বাণিজ্য প্রসারে বাজার সম্প্রসারণ করতে হবে। অপেক্ষাকৃত কম মূল্যে উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে। তবেই আমরা বিশ^বাণিজ্যে টিকে থাকতে পারবো এবং এগিয়ে যাবো। 
  সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাছান ইসলাম খান,  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলাম, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকার সভাপতি নিহাদ কবীর, রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলআমীন, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং অনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীরসহ বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সদস্যবৃন্দ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৬৯৭
 
ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমালে ভোক্তারা উপকৃত হবেন। চাল, ডাল, তেল, পিঁয়াজ, রসুন, আদা, গরম মসলা-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি মজুত রয়েছে এবং বাজারে এগুলোর সরবরাহ স্বাভাবিক রয়েছে। মূল্য বৃদ্ধির কোনো কারণ   নেই। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আমদানিকৃত পণ্য যাতে বন্দর থেকে অগ্রাধিকারভিত্তিতে ছাড় করা হয়, এ জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আসন্ন কোরবানির পশু পরিবহনে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে ন্যায্যমূল্যে সে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় পিঁয়াজ, রসুন, আদা, গরম মসলা ইত্যাদির মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদি পশু পরিবহন সংক্রান্ত বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে চাল রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ ও মজুত পরিস্থিতির তদারকি জোরদার করার জন্য ঢাকা-সহ জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলাম; এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং অনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন; বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত; ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর; বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
#
 
বকসী/মাহমুদ/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                               নম্বর : ২৬৯৬
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির সাথে ৩৪ জন কর্মকর্তা জড়িত
                                                                -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘তদন্ত রিপোর্ট অনুসারে ৩৪ জন কর্মকর্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু ঠিকাদারি কাজে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর মধ্যে ৪ জন কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত। তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা লিখেছি। আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ১ জন কর্মকর্তা অবসরে এবং ৩ জন কর্মকর্তা পিআরএলে গেছেন। তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে আইনানুযায়ী ব্যবস্থা নিতে আমরা লিখেছি। যারা কর্মরত আছেন তাদের মধ্যে ১৬ জনকে গুরুতর অভিযোগের কারণে সাময়িক বরখাস্ত-সহ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অপর ১০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগীয় মামলা রুজু হবার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ জন কর্মকর্তার ব্যাপারে তদন্ত কমিটি সম্পৃক্ততা পায়নি বিধায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে’।
আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজে অনিয়ম ও দুর্নীতির ঘটনার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। সরকারের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করছি। যেখানেই অনিয়ম-দুর্নীতি, তার বিরুদ্ধেই আমাদের কঠোর অবস্থান। আমরা চাই দেশে উন্নয়নের গতিকে ধ্বংস করার ভয়াবহ ব্যাধি দুর্নীতি যেনো না থাকে। এ লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কাজ করছে’। 
ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘রূপপুরের গ্রিন সিটি প্রকল্পের নির্মাণাধীন ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে ও ভবনে ওঠানোর অনাকাক্সিক্ষত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন দু’টি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত পরিসরের ব্যপ্তি করে দিয়ে বলেছি অন্যায়ভাবে কোনো নির্দোষ কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ যেনো অভিযুক্ত না হয়, পাশাপাশি বলেছি যত বড় ক্ষমতাসম্পন্ন বা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি হোন না কেনো তার দায়ভার পেলে তাকে যেনো অনুকম্পা দেখানো না হয়’।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন ‘টেন্ডার সংক্রান্ত সকল অনিয়ম আমরা খতিয়ে দেখবো’। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের দৃষ্টিতে আসলে যে কোন অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। গণমাধ্যম অনেক শক্তিশালী। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন। কোথাও কোনো অনিয়ম থাকলে আমাদেরকে জানার সুযোগ করে দিন। রাষ্ট্রের অংশ হিসেবে অনিয়মের বিষয়ে আমাদেরকে জানানো সাংবাদিকদের কর্তব্য। আমরা ইতোমধ্যে প্রাপ্ত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতেও নেবো’।
#
ইফতেখার/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                নম্বর : ২৬৯৫
 
  টেকসই নগর উন্নয়নে সরকার বদ্ধপরিকর
                         -- স্থানীয় সরকার মন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, টেকসই নগর উন্নয়ন ও নগর অঞ্চলের দরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
 
আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল সম্মেলন কক্ষে সংসদ সদস্যদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) নিয়ে ‘নগরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ: বৈষম্য ও দারিদ্র্য নিরসনে আইনপ্রণেতাগণের ভূমিকা’ শীর্ষক লিডারশিপ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব একথা বলেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় সংসদের অতি দারিদ্র্য এবং নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) এর সভাপতি সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নগর বিশেষজ্ঞ ও সেন্টার ফর আরবান স্টাটিজ এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা। 
 
কর্মশালায় প্রায় ২৫ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী অংশগ্রহণকারী সংসদ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
 
#
 
হাসান/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৬৯৪
 
পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
পরিকল্পনা মন্ত্রণালয়ে আজ ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আগামী ১ আগস্ট থেকে সকলকে অফিসে প্রবেশের সময় এবং অফিস ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এর আওতায় থাকবেন। শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।
উদ্বোধনকালে পরিকল্পনা সচিব মোঃ নূরুল আমিন-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#
 
শাহেদ/মাহমুদ/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯১৫ঘণ্টা 
 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৯৩
 
ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে অটোমেটেড সিস্টেম ফর কাস্টম ডাটা - আসিকুডা (অঝণঈটউঅ) সফটওয়্যার। এর ফলে ডিজিটাল কমার্সের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌঁছার একটি চমৎকার সুযোগ সৃষ্টি হবে। ডাক অধিদপ্তরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। ডাক বিভাগ এতে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে শুল্ক কর মূল্যায়নে তাৎক্ষণিক ব্যবস্থা কার্যকর করা যাবে।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ তাঁর দপ্তরে এশিয়া এসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো-অর্ডিনেটর গধৎরধহহব উঁসড়হঃ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডাক বিভাগ এসিকুডার সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  গধৎরধহহব উঁসড়হঃ  ডাক বিভাগের সাথে আসিকুডার সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 
প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগের পরিচালক ঝযধসরশধ ঘ. ঝরৎরসধহহব এবং বেসিস এর সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।
 
সাক্ষাৎকালে ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।  
 
#
 
শেফায়েত/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৬৯২
২৫-৩১ জুলাই ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
আগামী ২৫-৩১ জুলাই ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করা হবে। ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশন-সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব ও জনসাধারণ অংশগ্রহণ করবেন।
‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে সারা দেশে সিটি কর্পোরেশন, জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নসমূহের উদ্যোগে সকল ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মশক জন্মানোর সকল স্থানে (ওয়ার্ড/পাড়া/মহল্লাভিত্তিক) সময়সূচি নির্ধারণ করে প্রয়োজনীয় লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হবে। এছাড়া, দেশের সকল নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনাসহ বাড়ির চারপাশ এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হবে।
#
হাসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৯১
 
এ বছরেই শতভাগ বিদ্যুতায়ন
           -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারাদেশে এ বছরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন করা হবে। বর্তমানে ৯৪ শতাংশ জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুৎ বিভাগের পেশাদারিত্ব বৃদ্ধি পাওয়ায় দেশ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দিকে যাচ্ছে। আগামী কোরবানির ঈদে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে। 
 
প্রতিমন্ত্রী আজ ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 
বিদ্যুৎ ক্রয় চুক্তিতে পিডিবি’র পক্ষে পিডিবি বোর্ডের সচিব সাইফুল ইসলাম আজাদ ও ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিজ সরাফত, বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব শেখ ফয়েজুল আমিন, পিজিসিবি’র পক্ষে পিজিসিবি’র সচিব মোহাম্মদ জাহাঙ্গির আজাদ ও তিতাসের পক্ষে তিতাসের সচিব মাহমুদুর রব স্বাক্ষর করেন। ২২ বছর মেয়াদী এ চুক্তিতে গ্যাস  থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ ৩ দশমিক ৬৯২৩ সেন্ট, আর এলএনজি হতে ৬ দশমিক ৮০৯৮ টাকা ধরে ট্যারিফ ধরা হয়েছে। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার (ঊধৎষ জ গরষষবৎ), পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, পেট্রোবাংলা’র চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এবং ইউএমপিএল’র চেয়ারম্যান নূর আলী উপস্থিত ছিলেন। 
 
#
 
আসলাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                          নম্বর : ২৬৯০
 
‘বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে সতর্ক থাকতে বিদ্যুৎ বিভাগের আহ্বান
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, একটি মহল অসৎ উদ্দেশ্যে দেশে বিদ্যুৎ থাকবে না বলে রটাচ্ছে। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চাহিদার বিপরীতে গতকাল পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট। কোথাও লোডশেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫১ মেগাওয়াট।
 
 দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে না; আগামী দিনেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ বিভাগ গুজব রটানোকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
 
#
 
আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৬৮৯
 
হয়রানি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই
                                                     --- আইসিটি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সময় এবং খরচ কমিয়ে হয়রানি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় মানবসম্পদ উন্নয়ন, ইন্টারনেট সংযোগ, ই-গভর্নেন্স, তথ্য-প্রযুক্তি শিল্পখাত গড়ে তোলা এ চারটি মৌলিক স্তম্ভের ওপর দেশকে দাঁড় করানো হচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর এক হোটেলে ভিয়েতনাম দূতাবাস ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: ভিয়েতনাম ও বাংলাদেশের অপরচুনিটি ও চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন।
পলক বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে বিগত জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি এবং সুশাসন এই তিনটি বাতিঘরের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেয়ার ঘোষণা দেন। শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া, তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন। বিগত ১০ বছরে তথ্য-প্রযুক্তি খাত অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ৪ হাজার ইউনিয়নে হাইস্পিড ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে। এর মাধ্যমে গ্রামে বসেই জনগণ শহরের সুবিধা পাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের আইসিটি খাতের যথাযথ বিকাশে ২৮টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করছে। ইতিমধ্যে ৩টি হাইটেক পার্কের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সরকার হাইটেক পার্কের বিনিয়োগকারীদের কর মওকুফসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি এসব হাইটেক পার্কে শিল্প স্থাপন করেছে। তিনি ভিয়েতনামের কোম্পানিসমূহকে জয়েন্ট কোলাবরেশন বা এককভাবে বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান জানান।  
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া, বেসিস এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, ভিয়েতনাম সফ্টওয়্যার কোম্পানির চেয়ারম্যান সোয়ান ন্যায় তিয়েন।
#
শহিদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর : ২৬৮৮
 
ডিজিটাল নিরাপত্তায় আপসের সুযোগ নেই
                        -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কেবল ডিজিটাল যুগেরই নিরাপত্তা না, ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য। তিনি বলেন, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যাপ্তি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু সেটি একটি পাসওয়ার্ডে সীমাবদ্ধ থাকে, বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি এই লক্ষ্যে ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ তৈরি করতে ইনস্টিটিউট অভ্ কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট বাংলাদেশ (আইসিএমএবি) কে  কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তার জায়গায় আপস করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যত ডিজিটাল হচ্ছে, ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি তত বাড়
Todays handout (12).docx