Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুন ২০২৫

তথ্যবিবরণী ১৫ জুন ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৮৪৪

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না

                                                               --পার্বত্য সচিব

 

রাঙ্গামাটি, ১ আষাঢ় (১৫ জুন): 

 

      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। তিনি বলেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া বহুতল কোনো ইমারত নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণে প্রকৃতিগতভাবে নিরাপদ বিবেচনা করতে হবে।

    আজ রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে পার্বত্য সচিব এসব কথা বলেন।

    রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা ও কর্মচারী তিন দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণের জন্য সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

    রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটর ছিলেন।

 

                                                  #

রেজুয়ান/রানা/মোশারফ/আব্বাস/২০২৫/২২৩২ ঘণ্টা

Handout                                                                                                           Number: 3843

Nationwide Operations against Banned Polythene, Noise, and Air Pollution: Fines, Imprisonment, and Factory Sealing
Dhaka, 15 June:

            Three mobile court operations were conducted today in Gaibandha, Gazipur, and Keraniganj, Dhaka, for violations of the Bangladesh Environment Conservation Act. As part of these initiatives by the Ministry of Environment and the Department of Environment, the owner of a banned polythene manufacturing factory was sentenced to three months of rigorous imprisonment. Additionally, 8,615 kg of polythene were seized, and the factory was sealed. Several super shops and stores were also warned to cease the use of polythene.

            Furthermore, in accordance with the Air Pollution Control Rules, 2022, two mobile courts were conducted in Pallabi and Adabor, Dhaka, targeting air pollution caused by construction materials. A total of BDT 23,000 was collected in fines across four cases, and nearby establishments were warned. Instructions were also given for the immediate removal of some construction materials.

            Under the Noise Pollution Control Rules, 2006, three mobile courts in Rajbari and Darus Salam, Dhaka, resulted in the collection of BDT 19,000 in fines across 11 cases, and 7 hydraulic horns were seized. Drivers involved in these operations were given cautionary messages.

            Additionally, to prevent black smoke emissions, a mobile court was conducted today in Darus Salam, Dhaka. Here, a total of BDT 6,000 in fines was collected in two cases, and transport drivers were warned.

            Such operations to curb pollution will continue regularly.

#

Dipankar/Mehedi/Rana/Ferdows/Sanjib/Joynul/2025/2020 hours 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৩৮৪২

 

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারা দেশে অভিযান: জরিমানা, কারাদণ্ড ও কারখানা সিলগালা

 

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন):

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, এতে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

#

দীপংকর/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৮৪১

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।  

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৫০৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

#

 

রিজওয়ানুর/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৮৫০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                     নম্বর: ৩৮৪০

বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয়

                                    -স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন):

          বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

          উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

          উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে মারধর করলে পুলিশকে সচল বলে ভাবা হতো। কিন্তু বর্তমান সরকার মানবিক পুলিশ চাইছে। যারা সবার সাথে ভালো আচরণ করবে। তিনি বলেন, এখনকার পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি। বর্তমান পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি সক্রিয়।

          আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন নির্বাচনের সময় ঘোষণা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী প্রস্তুত রয়েছে। 

          ভারতের পুশ-ইন বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে উপযুক্ত চ্যানেলে তাদের পাঠালে আমরা নিবো। কিন্তু তাদের জঙ্গলের ভিতর-নদীতে ফেলে যাওয়া কোন সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়।

          ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/তৌহিদ/শাহিদা/মেহেদী/সুর্বণা/শফিক/২০২৫/১৪৩৩ ঘন্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ৩৮৩৯  

এ বছর কোরবানিতে দেশীয় খামারিদের অনেক বেশী গরু বিক্রি হয়েছে

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন): 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ বছর কোরবানিতে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তর সারা বছর বিভিন্ন বিষয়ে খামারিদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ফলে এবছর পশু আমদানি করা হয়নি।

গবাদিপশুর চামড়ার সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সরকারের পক্ষে থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো সঠিক ও যৌক্তিক। তিনি আরো বলেন, এতিমখানা ও মাদ্রাসা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছে। বিনামূল্যে লবণ সরবরাহ করা হলেও পশুর চামড়া সংরক্ষণে অভিজ্ঞতা না থাকার ফলে কিছুটা সমস্যা হয়েছে। চামড়ার দাম কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও পূর্বের যেকোন বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 #

মামুন/তৌহিদ/শাহিদা/মেহেদী/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর: ৩৮৩৮

ছুটি শেষে নতুন উদ্যমে কাজ শুরু করার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টার

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন): 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা ছুটি শেষে নতুন উদ্যমে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানিয়েছেন।   

সভায় উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে আমরা সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছি। আমরা যে কাজগুলো ছুটির আগে শুরু করেছিলাম-বিশেষ করে ট্রাভেল এজেন্সি-সংক্রান্ত কার্যক্রম, আইন-কানুনের সংস্কার-সেগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে।

উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশের পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন আনতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি। যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

তরিকুল/তৌহিদ/শাহিদা/মেহেদী/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৫৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর: ৩৮৩৭

ভাঙন পরিলক্ষিত হলে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততার সাথে সাড়া দিতে হবে

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন):

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোথাও কোন ভাঙন পরিলক্ষিত হলে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততার সাথে সাড়া দিতে হবে। 

সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া, তিনি দপ্তর-সংস্থাসমূহের কার্যক্রম গতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#

মামুন/তৌহিদ/শাহিদা/মেহেদী/সুর্বণা/শফিক/২০২৫/১৪৩৩ ঘন্টা  

তথ্যবিবরণী                                                                            নম্বর: ৩৮৩৬

শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে

জেনেভা (সুইজারল্যান্ড), ১ আষাঢ় (১৫ জুন): 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের সুরক্ষা, শোভন কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শীঘ্রই সংশোধন করবে।

সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এসব কথা বলেন। এছাড়া, বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশ্যাল ডায়লগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ বছর ২৪টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হবে। এছাড়া, আগামী ১৭ জুন শ্রমিক কল্যাণে বেটার ওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এদিকে, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

#

মালেক/তৌহিদ/শাহিদা/মেহেদী/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৩৫২ ঘণ্টা

Handout                                                                           Number: 3835

“Use of Eco-friendly Bamboo Furniture Must Be Increased”

                  – Environment Adviser Syeda Rizwana Hasan
Dhaka, 15 June:

Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized on the need to promote the use of eco-friendly bamboo furniture. She stated that the pressure on timber is steadily increasing in the country. To ease this burden, the use of bamboo must be encouraged as a sustainable alternative in furniture production. Bamboo is available, fast growing, and environment-friendly, she added.

She made these remarks while attending a post-Eid greetings with the ministry officials on the first working day after Eid-ul-Azha, held at the conference room of the Ministry of Environment. The adviser called upon them to work with renewed commitment toward environmental protection.

She instructed the Chairman of the Bangladesh Forest Industries Development Corporation (BFIDC) to take necessary measures to boost the production of bamboo-based furniture. She also stressed the importance of developing bamboo processing technologies and innovating modern and sustainable bamboo products through the Bamboo Research Centre.

“By producing modern, durable, and aesthetic bamboo furniture, we can meet domestic demand and also tap into international markets,” she said.

Dr. Farhina Ahmed, Secretary of Ministry were present at the meeting.

#

Dipankar/Tohidul/Sahida/Mehedi/Mansura/2025/1330 hours 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৮৩৪

পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে

                                - পরিবেশ  উপদেষ্টা

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, দেশে কাঠের ওপর চাপ দিন দিন বাড়ছে। এই চাপ কমাতে আসবাবপত্র তৈরিতে কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহারে উদ্যোগী হতে হবে। বাঁশ সহজলভ্য, দ্রুত বেড়ে ওঠে এবং পরিবেশবান্ধব।

উপদেষ্টা পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ ঈদুল আজহা পরবর্তী ১ম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবেশ রক্ষায় নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বাঁশ দিয়ে আসবাবপত্রের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে বাঁশ গবেষণা কেন্দ্রে বাঁশ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়ন ও আধুনিক পণ্য উদ্ভাবনের ওপর জোর দেন। তিনি বলেন, আধুনিক, টেকসই ও রুচিশীল বাঁশের আসবাবপত্র তৈরি করে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রধানগণসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#

দীপংকর/তৌহিদ/শাহিদা/মেহেদী/আসমা/২০২৫/১৩৫০ ঘণ্টা

2025-06-15-16-44-12d88dc6772176d069f806c3018f9d5a.docx