তথ্যবিবরণী নম্বর : ১২৮
নিরাপদ আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে মানুষের চিকিৎসার প্রয়োজন হবে না
- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
চন্দনাইশ (চট্টগ্রাম), ২৮ আষাঢ় (১২ জুলাই):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদভাবে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিত করা হলে জনগণের প্রয়োজনীয় আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
উপদেষ্টা আজ চন্দনাইশ উপজেলা মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ উৎপাদনে কীটনাশকের ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে নিরাপদ উৎপাদনের বিষয়ে সচেতনতা তৈরিতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমানে খামারিরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অনেক খামারি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে এবং জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীরসহ প্রাণিসম্পদ ও মৎস্যখামারিরা এসময় উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/মোশারফ/শামীম/২০২৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৭
স্বৈরাচার সরকারের নীতিমালাকে বাদ দিয়ে আধুনিক টেলিকম নীতিমালা করা হবে
---ফয়েজ আহমদ তৈয়্যব
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্বৈরাচার সরকারের নীতিমালাকে বাদ দিয়ে আধুনিক টেলিকম নীতিমালা করা হবে। তিনি আজ রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং অবকাঠামো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই নীতিমালার উদ্দেশ্য হলো জেনারেশনাল ট্রান্সফরমেশন (প্রজন্মগত রূপান্তর) এবং আমরা এই রূপান্তর বাস্তবায়নের জন্য কাজ করছি।
বিশেষ সহকারী আরো বলেন, নীতিমালায় লাইসেন্সের সংখ্যা কতগুলো হবে তা নির্ভর করবে লাইসেন্স অবলিগেশন এন্ড কেপিআই পারফরমেন্সের ওপর। তবে বিটিআরসি বেসরকারি গবেষণা সংস্থার মাধ্যমে জানতে পারে কী পরিমাণ লাইসেন্স লাগবে বা কী পরিমাণ লাইসেন্স থাকলে অপটিমাল হয়। তবে এই লাইসেন্স সংখ্যার নাম করে নতুন বিনিয়োগকারীদের বাধা দেওয়া যাবে না। তাছাড়া টোল কালেক্টর হিসেবে যে লাইসেন্সগুলো বিগত সরকারের সময় দেওয়া হয়েছিল সেগুলো অব্যাহত থাকবে না। বিদেশি কোম্পানির দেশীয় প্রতিনিধিদের দেশের বৃহত্তর স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মোবাইল অপারেটররা সেবার মান না বাড়ালে গ্রাহক হারাবে। আমরা নেটওয়ার্ককে কানেকটিভিটি থেকে সার্ভিস ওরিয়েন্টেড করতে চাই। পাশাপাশি লোয়ার ব্যান্ডের ফ্রিকোয়েন্সি অবমুক্ত করা এবং এক্সিটিং ইকোসিস্টেমকে রিফর্মের জন্য কাজ করছি । নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শগুলো বিবেচনা করা হবে। একইসাথে সরকারের ভালো উদ্যোগকেও স্বাগত জানানো উচিত।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এর আগে এতো গণতান্ত্রিক উপায়ে কোনো নীতিমালা হয়নি। পলিসি নিয়ে ব্যক্তিগতভাবে সবার সাথে কথা বলেছি। নতুন লাইসেন্স নিয়ে যারা আসবে তারা আরো বেশি শক্তিশালী হয়ে কাজ করবে। লাইসেন্স লিমিটেড হবে না।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নির্বাহী পরিচালক টিআইএম নূরুল কবির, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, বিশ্বব্যাংক পরামর্শক মাহতাব উদ্দিন আহমেদ এবং মোবাইল অপারেটরদের সংগঠন এমটব সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুলফিকার বক্তৃতা করেন।
টিআরএনব’র সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলালিংক এর সিইও, গ্রামীণ ফোনের সিইও-সহ টেলিকম সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
#
জসীম/মেহেদী/সায়েম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/কনক/আব্বাস/২০২৫/২০৩৫ ঘণ্টা
(সংশোধিত)
তথ্যবিবরণী নম্বর : ১২৬
জুলাই অভ্যুত্থান স্মরণে ১৪ জুলাই কেন্দ্রীয় শহিদ মিনারে কনসার্ট ও ড্রোন শো
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে ‘জুলাই ওমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’, ‘জুলাই বীরগাঁথা’ চলচ্চিত্রগুলো প্রদর্শনী ও শহিদ পরিবারের স্মৃতিচারণ করা হবে। এতে ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, পারসা মাহজাবিন, এলিটা করিম, ইলা লালা ও এফ মাইনর।
পরে রাত ১০ টায় প্রদর্শিত হবে ড্রোন শো।
#
মাহবুব/মেহেদী/সায়েম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯০০ঘণ্টা
Handout Number:125
Alternative Livelihoods and Sustainable Planning to Save Saint Martin’s Island
---Environment Advisor
Dhaka, 12 July:
The Government is emphasizing integrated planning and environmentally friendly alternative livelihoods to protect the endangered Saint Martin’s Island, said Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources. She stated that improving the quality of life for the island’s local population is an essential part of the conservation strategy.
The Adviser made these remarks while presiding over a meeting held today at the Department of Environment in Agargaon Dhaka. The meeting focused on developing strategies for conserving the island’s ecosystem and biodiversity and ensuring sustainable livelihoods for its residents.
The Advisor highlighted that poor farming families would receive support for cultivating salt- and climate-resilient vegetables and crops. Initiatives will include training, demonstration programs, and technical assistance. Support will also be provided for compost and vermicompost production. Training will be offered on organic pest control in coconut cultivation, along with assistance for poultry and livestock farming and establishing small home nurseries.
Rizwana Hasan further announced that food assistance would be increased during the fishing ban period. Fisherfolk will receive sustainable fishing equipment, including eco-friendly nets. Skill development programs will be introduced for tailoring, cap making, midwifery, and trades like computer operations, motor driving, boat navigation, electronics, and hotel management. Local youths will be trained as tourist guides, and a group of ‘Environment Guards’ will be formed and trained to support conservation efforts.
PowerPoint presentations were made at the meeting on four key areas: ‘Studies and Planning,’ ‘Environment-Friendly Alternative Livelihood Project,’ ‘Eco-Tourism Development Proposal,’ and ‘Sustainable Solid Waste Management Plan.’ Detailed discussions were held, and it was unanimously decided to formulate a sustainable plan to protect the biodiversity of Saint Martin’s Island.
Notable attendees included Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment; Additional Secretaries Md. Navid Shafiullah, Dr. Fahmida Khanom, and Md. Khayrul Hasan; Director General of the Department of Environment Dr. Md Kamruzzaman; and Chief Conservator of Forests Md. Amir Hossain Chowdhury. Representatives from the Coast Guard, Tourist Police, CEGIS, Department of Fisheries, and various other public and private organizations also participated.
#
Dipankar/Mehedi/Sayeam/Khair/Ferdows/Sanjib/Konok/Abbas/2025/1955 Hours
তথ্যবিবরণী নম্বর : ১২৪
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকার সমন্বিত পরিকল্পনা এবং পরিবেশবান্ধব বিকল্প জীবিকার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্টমার্টিন রক্ষার অংশ হিসেবে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় উপদেষ্টা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পনা প্রণয়ন এবং বিকল্প জীবিকা সংস্থানের বিষয়টি গুরুত্ব পায়।
উপদেষ্টা বলেন, দরিদ্র কৃষিজীবী পরিবারকে লবণ ও জলবায়ু সহনশীল শাকসবজি ও ফসল চাষে সহায়তা দেওয়া হবে। থাকবে প্রশিক্ষণ, প্রদর্শনী ও কারিগরি সহযোগিতা। কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট তৈরিতেও সহায়তা দেওয়া হবে। নারকেল গাছে জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে সহায়তা এবং বাড়ির আঙিনায় ছোট নার্সারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিজওয়ানা হাসান জানান, মাছ ধরার নিষিদ্ধ সময়ে খাদ্য সহায়তা বাড়ানো হবে। পরিবেশবান্ধব জাল-সহ টেকসই উপায়ে মাছ ধরার সরঞ্জাম দেওয়া হবে। জামাকাপড় সেলাই, টুপি তৈরি, ধাত্রীবিদ্যা ও বিভিন্ন ট্রেডে (কম্পিউটার, মোটর ড্রাইভিং, নৌযান চালনা, ইলেকট্রনিকস, হোটেল ম্যানেজমেন্ট) প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা হবে এবং ‘পরিবেশ গার্ড’ গঠন করে প্রশিক্ষণ দেওয়া হবে।
সভায় ‘স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং’, ‘পরিবেশবান্ধব বিকল্প জীবিকা প্রকল্প’, ‘ইকো-ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোপোজাল’ এবং ‘সাস্টেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান’—এই চারটি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় টেকসই প্ল্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ড. ফাহমিদা খানম ও মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ। এছাড়া, কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, সিইজিআইএস, মৎস্য অধিদপ্তর-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
#
দীপংকর/মেহেদী/সায়েম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৩
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৫ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২২
চন্দনাইশের ‘স্বপ্ন বিলাস’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
চন্দনাইশ (চট্টগ্রাম), ২৮ আষাঢ় (১২ জুলাই):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা সফলতা অর্জন করতে পারে। চন্দনাইশের স্বপ্ন বিলাশের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
আজ সকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে ‘স্বপ্নবিলাস বিদ্যানিকেতন’-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা-তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মানসিকতা দেশের অগ্রগতির চালিকাশক্তি হতে পারে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তাদের এই অগ্রযাত্রা থেমে গেলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে তাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রাণিসম্পদে সমৃদ্ধ। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এ জাতগুলো রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীর রুই, কাতলা ও মৃগেল আদিজাত, এখানে কোনো মিশ্রণ নেই—এগুলো আমাদের ঐতিহ্য। তিনি বলেন, যে উন্নয়ন জনগণের উপকারে আসে না, সেটি আমরা চাই না। জনগণই উন্নয়নের ধরণ নির্ধারণ করবে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ডা. শাহাদত হোসেন, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সেমিনারে সরকারি কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
#
মামুন/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৫৫০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ১২১
মিটফোর্ডের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে
-স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।
উপদেষ্টা আজ রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং ট্রাফিক এন্ড ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। মিটফোর্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, গতকাল বিকালে অস্ত্রসহ দু'জনকে এবং রাতে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাইকে মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে।
আইন-শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী মোটেও নির্লিপ্ত নয়।
ব্রিফিংকালে আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি
মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
#
ফয়সল/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৪১০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ১২০
সাভারে এক লাখ চারাগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
টেকসই উন্নয়নে জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না। তিনি বলেন, ঢাকা শহর ও আশেপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এ পরিবর্তনের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।
উপদেষ্টা আজ সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ শ্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে এক লাখ চারাগাছ রোপণ করা হচ্ছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ঢাকার জেলাপ্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার আবুবকর সরকার বক্তৃতা করেন ।
পরে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় এক দিনে এক লাখ চারাগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি বলেন, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
#
দীপংকর/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৩৪০ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৯
জুলাই ‘পুনর্জাগরণ’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও ড্রোন শো
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
২০২৪-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানমালা জুলাই ‘পুনর্জাগরণ’-এ আগামী ১৪ জুলাই ২০২৫ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
এতে শিল্পী সায়ান, এলিটা করিম, পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ইলা লালা উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন।
এছাড়া, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের উপরে ড্রোন শো ‘জুলাই বিষাদ সিন্ধু’ প্রদর্শিত হবে।
#
তুহিন/ফাতেমা/রমজান/আলী/মানসুরা/২০২৫/১২৪৫ ঘণ্টা