Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 25/7/2019

তথ্যবিবরণী                          নম্বর : ২৭২৫
 
শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে পরিপত্র জারি
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
শিক্ষা প্রতিষ্ঠানে গুজব রটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সরকার আজ এক পরিপত্র জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ সোহরাব  হোসাইন স¦াক্ষরিত এ পরিপত্রে বলা হয়েছে, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষের ওপর আক্রমণ করা হয়েছে এবং কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ গুজব প্রতিরোধের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণসহ গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। শিক্ষার্থীদের আধিক্য এবং বয়সজনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে গুজব রটনা সহজ বিধায় অসাধু মহল অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বসাধারণকে এ কাজে ব্যবহার করছে। 
 
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী এ অবস্থায় গুজব থেকে সাবধান থাকার জন্য অভিভাবক ও  কোমলমতি শিক্ষার্থীদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ সচেতন করবেন। এছাড়া এ ধরনের  কোনো ঘটনা আর যাতে কোথাও না ঘটতে পারে সে জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করতে হবে এবং জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে বিশেষ সতর্ক  থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
 
#
 
আনোয়ারুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭২৪
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র জারি
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয় বিষয়ে সরকার আজ এক পরিপত্র জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন স¦াক্ষরিত এ পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডেঙ্গু এডিস মশা বাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের খেলার মাঠ এবং ভবনসমূহের মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র অনুযায়ী নি¤েœাক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে হবে :
খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার রাখতে হবে, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে  ফেলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য্য বর্ধনের জন্য যে সকল ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ প্রত্যহ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।
#
আনোয়ারুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২২০০ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৭২৩
রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তির গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন
                                                              -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তি নানা ধরনের গুজব রটিয়ে দেশে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, প্রতিরোধ গড়ে তুলুন।’
‘এ ঘৃণ্য গুজব রটনাকারী অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শতকরা সত্তর ভাগের বেশিই হচ্ছে বিএনপি-জামাত গোষ্ঠীর, আর ত্রিশ ভাগ গড্ডালিকায় গা ভাসিয়েছে এবং গুজবের প্রথম যে পোস্ট বিদেশ থেকে দেয়া হয়, তার পরিচয়ও উদঘাটিত হয়েছে’, জানান মন্ত্রী। 
আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ন্যাপ ভাসানী চেয়ারম্যান এম এ ভাসানী’র সভাপতিত্বে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক এমপি নাজমুল হক প্রধান প্রমুখ সভায় বক্তব্য রাখেন।  
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের বিম্ময়কর উন্নয়ন, বিশ্বব্যাপী প্রশংসা এবং বিশ্বব্যাংকে হতবাক করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে একটি মহল প্রচ-ভাবে হতাশ। তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত এবং নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারই অংশ হিসেবে কিছুদিন আগে সরকারের অনুমোদন নিয়ে না কি পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে, তাও একটা দুটা নয় এক লক্ষ শিশু - এ রকম একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে রটিয়ে দেয়া হয়েছে।’
‘সেই সূত্র ধরেই দেশে ছেলে ধরার আতঙ্ক সৃষ্টি হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘কিছু আতঙ্কিত মানুষ আর কিছু দুষ্কৃতকারী বিভিন্ন স্থানে নিরীহ মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, কয়েকজনকে হত্যা করেছে। এ সবগুলোই হত্যাকা-। জড়িত সবাই হত্যা মামলার আসামী। তাদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’ 
‘যেখানে গুজব সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ’
গুজব রটনাকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের উদাত্ত আহ্বান জানিয়ে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘যারা দেশের উন্নয়নের পক্ষে, যারা প্রগতির পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে বলবো, এই ধরনের গুজব রটনা বা আইন নিজের হাতে তুলে নেয়ার অপচেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে নানা ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠন ও মোস্তাক ভাসানীর দল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষের সব দলকে অনুরোধ জানাই এদেরকে কঠোর হস্তে প্রতিহত করতে হবে। যারা যেখানে গুজব রটাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অনুরোধ জানাই।’ 
‘মাওলানা ভাসানী ক্ষমতার জন্য নয়, জনতার জন্য রাজনীতি করেছেন’
  তথ্যমন্ত্রী এ সময় ৬২ বছর পার হয়ে ৬৩তম বর্ষে পদার্পণ করায় ন্যাপ ভাসানীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘মওলানা ভাসানী ক্ষমতার জন্য রাজনীতি করেন নাই। মওলানা ভাসানী জনতার জন্য রাজনীতি করেছেন। মওলানা ভাসানী যদি ক্ষমতার জন্য রাজনীতি করতেন বা ক্ষমতার জন্য যদি তাঁর তীব্র বাসনা থাকতো তাহলে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারতেন বা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেতে পারতেন। কিন্তু মওলানা ভাসানী সেই পথে যাননি। রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছেন।’
‘কিন্তু মওলানা ভাসানীর দলের অনেকেই মওলানা ভাসানীকে ছেড়ে চলে গেছেন, তার ইন্তেকালের পর যারা মওলানা ভাসানীর দল করতেন তারা ক্ষমতার লিপ্সাকে ত্যাগ করতে পারেননি’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজকের বিএনপির বড় বড় অনেক নেতা তারা মওলানা ভাসানীর দল করতেন। তারা আদর্শ থেকে বিচ্যূত হয়ে জিয়াউর রহমানের রাজনীতির হাতের পণ্য হয়ে বিক্রি হয়ে গেছেন। পরবর্তীতে এরশাদ যে রাজনীতির হাট বসিয়েছিল সেই হাটেও মওলানা ভাসানীর দলের অনেক নেতা বিক্রি হয়েছেন। কিন্তু মোস্তাক বিক্রি হন নাই। সেই জন্য আমি মোস্তাক সাহেবকে অভিনন্দন জানাই,  হাঁটি হাঁটি পা পা করে প্রচ- প্রতিকূলতার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে তিনি মওলানা ভাসানীর প্রতীকটিকে জাগিয়ে রেখেছেন, সেই জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’ 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                          নম্বর : ২৭২২
 
নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত, যাবে মন্ত্রিসভায়
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
সংবাদপত্র ও বার্তাসংস্থার কর্মীদের বেতন-ভাতা বাড়াতে নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করেছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চূড়ান্ত অনুমোদনের জন্য কমিটির এই সুপারিশ এখন মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
 
সভাশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা নবম ওয়েজবোর্ডের রিপোর্ট চূড়ান্ত করেছি, কিন্তু এই রিপোর্টই চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র মন্ত্রিসভা। স্টেক হোল্ডারেদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভা কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে তা বাস্তবসম্মত এবং যুক্তিসংগত।’
 
সেতুমন্ত্রী বলেন, ‘এই রিপোর্টটি এখন কেবিনেট ডিভিশনে আমরা পাঠিয়ে দেব। কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত হবে এবং মন্ত্রিসভা বৈঠকের অনুমোদনের পর এটা গেজেট আকারে প্রকাশিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট দেশে ফিরলে মন্ত্রিসভার যে কোনো বৈঠকে নবম ওয়েজবোর্ডের সুপারিশ তোলা হবে।’
 
‘অহেতুক আমরা এখন বিষয়টি নিয়ে আলোচনা করে জল্পনা-কল্পনা বা গুজব সৃষ্টি করতে চাই না, গুজবের ডালপালা বিস্তার করতে চাই না’ উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েই যাবে, এটা ম্যাটার অভ্ টাইম।’ ইলেকট্রানিক মিডিয়ার কর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন হবে, সেই আইনে সেটা থাকবে।’
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এ বিষয়ে বলেন, ‘নবম ওয়েজবোর্ডের সুপারিশে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা একটি নীতিমালা করার কথা বলা আছে। কিন্তু নবম ওয়েজবোর্ড শুধু সংবাদপত্রের জন্যই। কারণ নবম ওয়েজবোর্ডের ম্যান্ডেটের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া নেই। সে কারণে নবম ওয়েজবোর্ডে এটা অন্তর্ভুক্ত করা সম্ভবপর নয়।’
 
গণমাধ্যমকর্মী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ের ‘ভেটিং’য়ে রয়েছে জানিয়ে হাছান মাহ্মুদ বলেন, ‘ঐ আইন পাস হলে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের বেতন কাঠামোর আওতায় আনা হবে।’
#
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৭২১
নগর দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে
                            --- সমাজকল্যাণ মন্ত্রী 
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার দেশের পশ্চাৎপদ ও দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। শহরাঞ্চলে বসবাসরত নি¤œ আয়ের জনগোষ্ঠীর দারিদ্র্যতা দূর করতে ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে । 
মন্ত্রী আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের অতি দারিদ্র্য এবং নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ আয়োজিত ‘নগরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণ: বৈষম্য ও দারিদ্র্য নিরসনে আইন প্রণেতাগণের ভূমিকা’ শীর্ষক লিডারশিপ ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে  প্রধান  অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
সংসদ সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এ কে এম মূসা ।
মন্ত্রী  বলেন, শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় নগরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, সামাজিক কার্যক্রম গ্রহণ ও সুদ মুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে শহরে বসবাসরত দরিদ্র ব্যক্তিদের জনপ্রতি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৮৯১টি পরিবার উপকৃত হয়েছে যার মধ্যে মহিলা উপকারভোগীর সংখা ৪৪ হাজার ৮১৮ জন।
নূরুজ্জামান আহমেদ জানান, ৮০টি শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত মানব সম্পদ উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ২০টি ট্রেডে ৩৬০ ঘণ্টার বেসিক কোর্স-সহ নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সকল প্রশিক্ষণ কেন্দ্রসমূহ থেকে ২ লাখ ৬২ হাজার ১০৫ জন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। 
পরে মন্ত্রী ওরিয়েন্টশেন কর্মসূচিতে অংশগ্রহণকারী ২৫ জন সংসদ সদস্যের হাতে সনদপত্র তুলে দেন।
#
জাকির/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৭২০
 
‘জয় বাংলা’ রণধ্বনি সকল দেশপ্রেমিক বাঙালির
                       -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
মাগুরা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শক্তি ও প্রেরণাদায়ী ‘জয় বাংলা’ রণধ্বনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল বাঙালির। জয় বাংলা শব্দগুচ্ছে বাংলার জয় কামনা করা হয়েছে। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন এই ধ্বনি সকলের শক্তির উৎস হয়ে থাকবে।
 
মন্ত্রী আজ মাগুরা জেলা সদরের আছাদুজ্জামান অডিটোরিয়ামে তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে শালিখা ও শ্রীপুর উপজেলায় নবনির্মিত ২টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণের পাশাপাশি তাদের স্মৃতি রক্ষার্থে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করছে। সরকারি ব্যবস্থাপনায় আগামী মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে  মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য দু’হাজার দু’শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সকল বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হবে। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমও ডিজিটাল করা হয়েছে। 
 
মাগুরার জেলা প্রশাসক মোঃ আলী আকবারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা ১ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাছের বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজিল হোসেন খান-সহ মুক্তিযোদ্ধা কমান্ডাররা।
 
এর আগে মন্ত্রী ৫ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে ঝিনাইদহ জেলায় শৈলকূপা, হরিণাকু- ও মহেশপুরে ৩টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খালেদা খানম প্রমুখ। 
 
#
 
দীপংকর/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭১৯
২০৩৪ সালের আগেই বাংলাদেশের বার্ষিক বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার
                                                                  --- অর্থমন্ত্রী
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
‘গত দশ বছরের চেষ্টায় অর্থনৈতিক ক্ষেত্রে ১৭টি বড় বড় দেশকে পেছনে ফেলে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতে ৩২তম দেশ। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে ২৪তম অর্থনীতির দেশ। এ বছর বাজেট দেওয়া হয়েছে ৫ লাখ কোটি টাকার বেশি, ২০৩৪ সালের আগেই বাংলাদেশের বার্ষিক বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার। ট্রিলিয়ন ডলারের বাজেট আমাদের একটি স্বপ্ন, আর এ স্বপ্নটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ নানা ক্ষেত্রে সফলতা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমাদের অগ্রগতি সাধিত হচ্ছে, আমাদের রয়েছে জাতির পিতার দেখানো স্বপ্ন ও পথ। জাতির পিতা শুরু করেছিলেন ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সে পথেই আমরা বাস্তবায়ন করে চলেছি বর্তমানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবো।’ 
আজ রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুই দিনব্যাপী ‘গুড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফোরাম’-এর সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এডিবি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তারা এ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন প্রকল্পে ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এবং আরো ১০ বিলিয়ন ডলার পাইপলাইনে রয়েছে। একটি সময় ছিল যখন আমরা বিদেশি ঋণ ছাড়া কোন প্রকল্প বাস্তবায়ন করতে পারতাম না, আমাদের এডিপির পুরোটাই থাকত সেখানে। এখন আমরা সক্ষমতা অর্জন করেছি, বিদেশি ঋণের উপর নির্ভরশীল নই। এখন আমাদের যে সকল প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এগুলো সমাপ্ত হলে দেশের চেহারা কল্পনাতীতভাবে পরিবর্তন হবে। 
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের জন্য মডেল। এছাড়া অর্থনীতির অনেক ক্ষেত্রেই চালকের আসনে রয়েছে দেশটি। এমনকি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন অনেক চ্যালেঞ্জিং। এরপরও বিগত অর্থবছরে বাংলাদেশ ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। 
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, ইআরডির অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
#
গাজী তৌহিদুল/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৭১৮
 
জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন করা হবে
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ  রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। এ উৎসব সিনেমা হলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানের বড় পর্দায় ২০২০ সালের ২০-২৬ নভেম্বর প্রদর্শিত হবে।
 
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
    সভায় উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ  রফিকুল ইসলাম ও প্রধান সম্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং উপকমিটির সদস্য আহমেদ মুজতবা জামাল, নায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মৌসুমী প্রমুখ। 
 
#
 
রবীন্দ্রনাথ/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭১৭
সরকার নারীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে
                               --- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
 
সিলেট, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বলেছেন, সরকার উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সাথে সাথে নারীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। নারীরা যেখানে এক সময় স্বাধীনভাবে কথা বলতে পারতো না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, সেখানে আজ প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী-সহ বিদেশে শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
প্রতিমন্ত্রী আজ সিলেটে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তা সৃষ্টি ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কাজ করছে। নারীরা যেন সহজে ব্যবসা শুরু করতে পারে সেজন্য তিনি স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের সকল নীতি ও উন্নয়ন কার্যক্রম আপনারা বাস্তবায়ন করে থাকেন। সরকারি সকল সেবা জনগণ আপনাদের কাছ থেকে পেয়ে থাকে। আপনারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবেন’।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ কামরুল আহসান বিপিএম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী-সহ সিলেটে বিভাগীয় ও জেলা সরকারি কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী এর আগে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রঃ), হযরত শাহ পরান (রঃ) ও হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (রঃ) মাজার জিয়ারত করেন।
#
আলমগীর/মাহমুদ/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                          নম্বর : ২৭১৬
 
বাংলাদেশ সাফল্যের পথে এগুচ্ছে
                 -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় সম্ভাবনাময় বাংলাদেশ দ্রুতগতিতে সাফল্যের পথে এগুচ্ছে। নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। জ্বালানি নিরাপত্তা আগামী বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করছে। এখন আর জ্বালানি তেলের অভাব নেই; বিদ্যুতের জন্য মিছিল করতে হয় না; এলএনজি গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাফল্য অর্জন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
সভায় জানানো হয়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ প্রথম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় হয়েছে। বিদ্যুৎখাতের সকল সংস্থা/কোম্পানির নির্ধারিত বার্ষিক কর্মসম্পাদন সূচকসমূহের অগ্রগতির তথ্য সমন্বয় করা চ্যালেঞ্জ হলেও এ দু’টি বিভাগ সাফল্যের সাথে সমন্বয় করে যাচ্ছে। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার অটোমেশন, প্রি-পেইড মিটার স্থাপন, গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার প্রতি আরো গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে এটুআই এর সহায়তায় একটি নতুন ই-সার্ভিস চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। 
 
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বক্তব্য রাখেন। 
 
#
 
আসলাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                  নম্বর : ২৭১৫
 
ডেঙ্গু চিকিৎসায় বাংলাদেশের সাফল্য রয়েছে
   -- স্বাস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের সাফল্য বিশে^র অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত দেশগুলোর মধ্যে ফিলিপাইনে প্রায় ৫০০ জন, থাইল্যান্ড, মালয়েশিয়ায় প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অথচ বাংলাদেশে গত জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ৭ হাজার ৭৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও ৫ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগীই দেশের সরকারি হাসপাতালগুলো থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। এর মধ্যে মাত্র ৮ জনের প্রাণহানি ঘটেছে। ডেঙ্গু রোগে সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থাপনা সরকারি হাসপাতালে রয়েছে। তবে ডেঙ্গু রোগের বিস্তার রোধ করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে মশা মেরে ফেলতে আরো জোরালো ভূমিকা রাখতে হবে’।
 
মন্ত্রী আজ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিন আয়োজিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে ‘ডেঙ্গু জ¦রের বর্তমান সময়ের ভয়াবহতা ও কার্যকরী ব্যবস্থাপনার’ ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
অধিবেশনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ, বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিনের সভাপতি অধ্যাপক মোঃ বিল্লাল আলম ও মহাসচিব অধ্যাপক আহমেদুল কবির প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রোবেদ আমিন।
 
অধিবেশনে দেশে ডেঙ্গু জ¦র নিয়ে বিদ্যমান ভয়াবহতা ও ডেঙ্গু জ¦রের বর্তমান পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এ বিষয়ে  ভবিষ্যতে আরো সমন্বিত চিকিৎসা প্রয়োজন রয়েছে বলেও আলোচকগণ উল্লেখ করেন। 
 
#
 
মাইদুল/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                      নম্বর : ২৭১৪
 
চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে টাস্কফোর্স গঠন করা হবে
                                                              -- শিল্পমন্ত্রী
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
রপ্তানি বাজারে বাংলাদেশি চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বেসরকারিখাতের প্রতিনিধিদের সমন্বয়ে এটি গঠন করা হবে। এ টাস্কফোর্স প্রতি সপ্তাহে চামড়া শিল্পের অগ্রগতি পর্যালোচনা করে এর উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। 
মন্ত্রী আজ রাজধানীর ঢাকা ক্লাবে ‘চামড়া শিল্পনগরী, ঢাকায় ট্যানারি কারখানার চামড়া উৎপাদন পরিস্থিতি ও টেকসই উন্নয়নে প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) যৌথভাবে এর আয়োজন করে। 
 মন্ত্রী বলেন, সম্পূর্ণ দেশীয় কাঁচামালনির্ভর চামড়া শিল্পের অপার সম্ভাবনা থাকলেও এখনও তা পুরোপুরি কাজে লাগানো যায়নি। আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে হাজারীবাগ থেকে সাভারের পরিবেশবান্ধব শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে সক্ষম হয়েছে। চামড়া শিল্পনগরীতে সিইটিপি স্থাপন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ কাজগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে। টাস্কফোর্সের সিদ্ধান্তের আলোকে অবশিষ্ট কাজগুলোও বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে টিমওয়ার্কের ভিত্তিতে কাজ করছে। অচিরেই চামড়া শিল্পখাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
চামড়া শিল্পখাতে ব্যাপক অগ্রগতি হয়েছে উল্লেখ করে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ অগ্রগতির ধারাকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। বিশেষ করে, পাদুকা ও চামড়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য টাস্কফোর্স গঠনের পাশাপাশি দেশীয় চামড়া কাজে লাগাতে রাজশাহী ও চট্টগ্রামে দু’টি চামড়া শিল্পনগরী স্থাপনের বিষয়ে সরকার কাজ করছে। তিনি চামড়া শিল্পখাতে বহুমুখী পণ্য উৎপাদন এবং রপ্তানি প্রবৃদ্ধির জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। 
শিল্পসচিব বলেন, দেশীয় ট্যানারি শিল্পকে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও বিসিক চামড়া শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। চামড়া শিল্পের উন্নয়নে ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করে তা মন্ত্রিসভায় বিবেচনার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিইটিপি পরিচালনার জন্য একটি কোম্পানি গঠন করা হয়েছে। 
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের চামড়া শিল্পখাতে শতকরা ৬০ ভাগ মূল্য সংযোজনের সুযোগ থাকলেও দেশীয় চামড়াজাত পণ্যের অনুকূলে লেদার ওয়ার্কিং গ্রুপের ছাড়পত্র না থাকায় রপ্তানি প্রবৃদ্ধি কমে যা
Todays handout (16).docx