তথ্যবিবরণী নম্বর : ২৭৩৮
বন্যা, গুজব ও ডেঙ্গু পরিস্থিতি
তথ্য অধিদফতরে সার্বক্ষণিক মিডিয়া সেল চালু
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
দেশের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও আশ্রয় কার্যক্রমে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদফতরে স্থাপিত মিডিয়া সেল সার্বক্ষণিক চালু রয়েছে। এর পাশাপাশি গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য উপাত্ত মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য নি¤œলিখিত টেলিফোন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো :
তথ্য অধিদফতর: টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল: piddhaka@gmail.com এবং ওয়েবসাইট:www.pressinform.gov.bd |
#
মাহমুদ/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২১৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩৭
গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না
-- স্থানীয় সরকার মন্ত্রী
কুমিল্লা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে। তবে গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।
আজ সকালে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার উদ্যোগে ‘বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় ভাতা বিতরণ ও শিক্ষা উপবৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বিভিন্ন প্রকল্পের আওতায় ২শ’ ৬৭ জনকে ১৯ লাখ ৮০০ টাকা অনুদানের চেক প্রদান করেন।
লাকসাম পৌর মেয়র আবুল খায়েরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
#
হাসান/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩৬
আইসিটি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে
-- মোস্তাফা জব্বার
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইনফোকম ২০১৯’ ঢাকায় শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ হোটেল ওয়েস্টিনে এই সম্মেলনের উদ্বোধন করেন। সার্ক চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে ১৩টি অধিবেশন অনুষ্ঠিত হবে। ইনফোকম ভারতের আনন্দ বাজার পত্রিকা গ্রুপের একটি আইসিটি প্রতিষ্ঠান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তাঁর উদ্বোধনী বক্তৃতায় তথ্যপ্রযুক্তি বিষয়ে আয়োজিত এই সম্মেলনকে প্রযুক্তি খাতের জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আনন্দ বাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে কাজ করছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশ কেবল অতীতের পশ্চাৎপদতা অতিক্রমই করেনি, প্রযুক্তি বিশ্বে নেতৃত্বের জায়গায় পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছে।
গত বছর কলকাতায় ইনফোকম সম্মেলনে বাংলা ভাষায় দেওয়া বক্তৃতার পর শ্রোতাদের উচ্ছ্বাসে বিমোহিত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আনন্দ বাজার গোষ্ঠীর কাছে বাংলা ভাষার একটা ঋণ আছে। বাঙালি জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী উল্লেখ করে বাংলা ভাষার প্রথম সফটওয়্যার বিজয়ের জনক মোস্তাফা জব্বার বলেন, ফাইভজি-সহ নতুন প্রযুক্তি এ দেশের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানে সার্ক চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কাউন্সিল ফর কমিউনিকেশন্স এন্ড আইটি চেয়ারম্যান সাফকাত হায়দার এবং ইনফোকম এবিপি লিমিটেডের সাংগঠনিক সম্পাদক কে কে মহাপাত্র বক্তৃতা করেন।
#
শেফায়েত/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩৫
বর্ষাকে স্বাগত জানাতে ‘মালহার উৎসব’
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যায় শুরু হয়েছে দু’দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীত উৎসব ‘মালহার উৎসব’ (ঞযব গধষযধৎ ঋবংঃরাধষ)। তাল, লয় ও সুরের মূর্ছনা ছড়িয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।
উৎসবে সংগীত পরিবেশন করছেন ভারতের শায়নি সেন্ধে, পন্ডিত দেবজ্যোতি বোস, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জী ও পন্ডিত কুশল দাস এবং বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস-সহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা এ মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা উপভোগ করেন।
বর্ষা ঋতুকে স্বাগত জানাতে দু’দিনব্যাপী (২৬ ও ২৭ জুলাই ২০১৯) এ আয়োজন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
#
ফয়সল/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩৪
মেধাবী তরুণ প্রজন্মই বাংলাদেশের নেতৃত্ব দেবে
-- পানিসম্পদ উপমন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রীর সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মকে বিশ্বমানের একটি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছে। তাই শরিয়তপুরের নতুন প্রজন্মকে উৎসাহিত ও উদ্দীপ্ত করতে আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। আজকের তরুণ প্রজন্মের এই মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শরিয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী শরিয়তপুরের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নড়িয়াকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে আমাদের ২৮ লাখ জিওব্যাগ ডাম্পিংয়ের লক্ষ্যমাত্রা ছিল, আমরা ইতোমধ্যেই ২৯ লাখ জিওব্যাগ ডাম্পিং করে নড়িয়াকে ভাঙনের কবল হতে রক্ষা করেছি৷
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
শরিয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, শরিয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট, ঢাকার মহাসচিব বি এম ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
#
নাছের/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩৩
স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে মানুষে সহমর্মিতা রাখুন
-- ‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে মানুষে সহমর্মিতা-সহিষ্ণুতা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় অটল থাকতে হবে’।
আজ সন্ধ্যায় ধানমন্ডির পুরাতন ৩২ নং রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু শব্দটি আমাদের’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আয়োজনের প্রশংসা ও শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিল্পীদের অগ্রণী ভূমিকা দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শক্তি যোগাবে’।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো ও তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে জাতির পিতা অমর হয়ে রয়েছেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নৃশংসভাবে হত্যা করার ফলে বাঙালি জাতিকে উন্নত করার সব স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সেই স্বপ্ন পূরণের পথে আগুয়ান’।
মন্ত্রী বলেন, ‘কিন্তু দেশের এ উন্নয়ন যাদের সহ্য হয় না, তারা নানা গুজব ও ষড়যন্ত্রের জাল বোনে। এদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’।
‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর হত্যাকা- ঘটিয়েছিল। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে। জাতির স্বার্থে এদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন’, বলেন ডক্টর হাছান মাহ্মুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তাঁর বক্তৃতায় দেশের সকল জেলায় এ ধরনের প্রদর্শনী আয়োজনে শিল্পকলা একাডেমি পূর্ণ সহায়তা দেবে বলে জানান।
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বাঙালির গণ-অভ্যুত্থানের প্রাক্কালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পাওয়ার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ৫৫ জন শিল্পীর চিত্রকর্মের এ প্রদর্শনী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বুধবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি উন্মুক্ত রয়েছে।
স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল আলম পপলুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্ত্রী অতিথিবৃন্দকে নিয়ে মঙ্গলদীপ জ্বেলে প্রদর্শনী উদ্বোধন করেন ও চিত্রকর্মগুলো দেখেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩২
দুর্যোগের স্থায়ী সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ
-- কৃষিমন্ত্রী
জামালপুুর, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটির নেতৃবৃন্দ আজ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা জামালপুরের মেলান্দহ, ইসলামপুর, সদর এর দু’টি স্থানে ও সরিষাবাড়ী উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে আরো অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, ত্রাণ সচিব মোঃ শাহ কামাল। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, বন্যার্ত একটি লোকও যেন অভুক্ত না থাকে। তাদের পাশে থেকে তা তদারকি করতে হবে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগের সাথে মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধে স্থায়ী সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ। নদীর খনন ও বাঁধ নির্মাণ করা হবে। বন্যার্তদের জন্য সরকার ঘর তৈরি করে দেবে। কৃষকদের পুনর্বাসন করা হবে। আস্থা রাখুন, সরকার যা প্রয়োজন সব করবে। আগামী মৌসুমে কৃষিপণ্যের মূল্য নিয়ে আর অরাজক অবস্থা হবে না। কৃষিকাজ লাভজনক করা হবে।
#
গিয়াস/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩১
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আলফাডাঙ্গা (ফরিদপুর), ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নতুন ও পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আধুনিক ডিজিটাল প্লাটফর্মের ওপর গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আজ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে শালথা, চরভদ্রাশন ও আলফাডাঙ্গার নবনির্মিত ৩টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও মুজিব নগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রকে আধুনিকভাবে সাজানো হবে। আগামী বছর থেকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১৫ হাজার টাকা এবং বছরে ৫টি বোনাস প্রদান করা হবে। তিনি বলেন, যে সকল স্থানে সম্মুখ যুদ্ধ হয়েছে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সকল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের নামের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের নামও উল্লেখ থাকবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন এবং ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।
মন্ত্রী এর পূর্বে দু’কোটি একান্ন লাখ টাকা ব্যয়ে আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দু’কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং দু’কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে নির্মিত চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন ঘোষণা করেন ।
#
দীপংকর/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৩০
শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে পরিপত্র জারি
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
শিক্ষা প্রতিষ্ঠানে গুজব রটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় গতকাল এক পরিপত্র জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন স¦াক্ষরিত এ পরিপত্রে বলা হয়েছে, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষের ওপর আক্রমণ করা হয়েছে এবং কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ গুজব প্রতিরোধের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণসহ গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। শিক্ষার্থীদের আধিক্য এবং বয়সজনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে গুজব রটনা সহজ বিধায় অসাধু মহল অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বসাধারণকে এ কাজে ব্যবহার করছে।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী এ অবস্থায় গুজব থেকে সাবধান থাকার জন্য অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ সচেতন করবেন। এছাড়া এ ধরনের কোনো ঘটনা আর যাতে কোথাও না ঘটতে পারে সে জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করতে হবে এবং জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে বিশেষ সতর্ক থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
#
আনোয়ারুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭২৯
শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র জারি
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গতকাল এক পরিপত্র জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন স¦াক্ষরিত এ পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডেঙ্গু এডিস মশা বাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের খেলার মাঠ এবং ভবনসমূহের মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র অনুযায়ী নি¤েœাক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে হবে :
খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার রাখতে হবে, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য্য বর্ধনের জন্য যে সকল ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ প্রত্যহ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।
#
আনোয়ারুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭২৮
সিলেটে অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী
তালিকা করে অতি দরিদ্রদের সাহায্য করতে হবে
সিলেট, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন অতি দরিদ্রদের তালিকা তৈরি করে তাদের সাহায্যে বিত্তবান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার অতি দারিদ্র্য আগামী পাঁচ বছরের মধ্যে দূর করতে চায়। যাতে কেউ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়। এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে।
আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন। এ সময় তিনি ৪১ জন ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন । এছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। ভবিষ্যতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ বক্তৃতা করেন।
#
তৌহিদুল/মাহমুদ/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :২৭২৭
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (দুপুর ২টা পর্যন্ত) :
আবহাওয়ার সর্তক র্বাতা
উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালণশীল মঘেমালা তরৈী হচ্ছ।ে এর প্রভাবে বাংলাদশেরে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহরে উপর দয়িে ঝড়ো হাওয়া বয়ে যতেে পার।ে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তনি নম্বর (পুনঃ) তনি নম্বর স্থানীয় সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরর্বতী নর্দিশে না দয়ো র্পযন্ত উপকূলরে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়ছে।ে
আজ ২৬ জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬ টা র্পযন্ত দশেরে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহরে জন্য আবহাওয়ার র্পূবাভাস:
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসংিহ, ঢাকা, ফরদিপুর, মাদারপিুর, কুষ্টয়িা, যশোর, খুলনা, বরশিাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমল্লিা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সলিটে অঞ্চল সমূহরে উপর দয়িে দক্ষণি/ দক্ষণি-র্পূব দকি থকেে ঘন্টায় ৪৫-৬০ ক.িম.ি বগেে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্ট/িবজ্রসহ বৃষ্টি হতে পার।ে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে
আজ সন্ধ্যা ০৬ টা থকেে পরর্বতী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাস:
সনিপটকি অবস্থাঃ দক্ষণিপশ্চমি বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চমিবঙ্গ ও বাংলাদশেরে উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ছে।ে মৌসুমী বায়ুর অক্ষরে র্বধতিাংশ রাজস্থান, হরয়িানা, উত্তর প্রদশে, বহিার, পশ্চমিবঙ্গ, লঘুচাপরে কন্দ্রেস্থল হয়ে বাংলাদশেরে মধ্যাঞ্চল অতক্রিম করে উত্তরর্পূব দকিে আসাম র্পযন্ত বস্তিৃত রয়ছে।ে মৌসুমী বায়ু বাংলাদশেরে উপর সক্রয়ি এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়ছে।ে
র্পূবাভাসঃ ঢাকা, রাজশাহী, খুলনা, বরশিাল, চট্টগ্রাম ও সলিটে বভিাগরে অধকিাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসংিহ বভিাগরে অনকে জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থকেে মাঝারী ধরণরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার।ে সইে সাথে দশেরে কোথাও কোথাও মাঝারী ধরনরে ভারী থকেে অতি ভারী র্বষণ হতে পার।ে
তাপমাত্রাঃ সারাদশেে দনি এবং রাতরে তাপমাত্রা সামান্য হ্রাস পতেে পার।ে
পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দনি): বৃষ্ট/িবজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পার।ে
আজকরে র্সবোচ্চ ও র্সবনম্নি তাপমাত্রা (ডগ্রিী সলেসয়িাস):
বভিাগরে নাম ঢাকা ময়মনসংিহ চট্রগ্রাম সলিটে রাজশাহী রংপুর খুলনা বরশিাল
র্সবোচ্চ তাপমাত্রা ৩৪.২ ৩১.০ ৩৪.০ ৩৩.৬ ৩৩.৮ ৩১.৫ ৩৫.২ ৩৩.২
র্সবনম্নি তাপমাত্রা ২৪.৭ ২৫.৮ ২৪.০ ২৫.৩ ২৭.০ ২৬.০ ২৫.২ ২৫.২
* আজকরে র্সবোচ্চ তাপমাত্রা ছলি যশোর ৩৫.২০ এবং আজকরে র্সবনম্নি তাপমাত্রা টকেনাফ ২৪.০০ সঃে।
বৃষ্টপিাত ও নদ-নদীর অবস্থা
এক নজরে নদ-নদীর পরস্থিতিি
ক্স যমুনা ব্যতীত দশেরে সকল প্রধান নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস পাচ্ছে ।
ক্স বাংলাদশে আবহাওয়া অধদিপ্তররে তথ্য অনুযায়ী, বাংলাদশেরে দক্ষণি-র্পূবাঞ্চল এবং দক্ষণি-মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা রয়ছে।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় কুশয়িারা এবং দশেরে দক্ষণিাঞ্চলরে নদীসমূহ ব্যততি অন্যান্য সকল নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস পতেে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় দশেরে উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং উত্তর-র্পূবাঞ্চলরে বন্যা পরস্থিতিরি উন্নতি হতে পারে । অপরদকিে মধ্যাঞ্চলরে বন্যা পরস্থিতিি অপরর্বিততি থাকতে পার।ে
নদ-নদীর অবস্থা (আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত)
র্পযবক্ষেণাধীন পানি সমতল স্টশেন ৯৩ বগিত ২৪ ঘন্টায় পানি সমতল অপরর্বিততি ০৩
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি ৩৬ মোট তথ্য পাওয়া যায়নি ০০
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস ৫৪ বপিদসীমার উপরে ১৯
বপিদসীমার উপর দয়িে প্রবাহতি স্টশেন (১১ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/ ২৬ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী):
জলোর নাম পানি সমতল স্টশেন নদীর নাম বগিত ২৪ ঘন্টায়
বৃদ্ধ(ি+)/হ্রাস(-) (স.েম.ি) বপিদসীমার উপরে (স.েম.ি)
সলিটে শরেপুর-সলিটে কুশয়িারা -০২ +২৩
অমলশীদ কুশয়িারা +০৬ +১৪
শওেলা কুশয়িারা -২১ +১৫
কানাইঘাট সুরমা -২৯ +৩৭
সলিটে সুরমা -০৮ +০১
সুনামগঞ্জ সুনামগঞ্জ সুরমা -০৯ +২০
ব্রাহ্মণবাড়য়িা ব্রাহ্মণবাড়য়িা ততিাস +৪ +২৬
কুড়গ্রিাম চলিমারী ব্রহ্মপুত্র -০৬ +৩২
কুড়গ্রিাম ধরলা -২৮ +৪৬
গাইবান্ধা ফুলছড়ি যমুনা +৭ +৫৩
গাইবান্ধা ঘাঘট +০৪ +২৭
জামালপুর বাহাদুরাবাদ যমুনা +৯ +৫৫
বগুড়া সারয়িাকান্দি যমুনা +৬ +২৫
সরিাজগঞ্জ কাজপিুর যমুনা +৯ +২৫
বাঘাবাড়ি আত্রাই -৬ +২৫
সরিাজগঞ্জ যমুনা +৮ +১৩
টাঙ্গাইল এলাশনি ধলশ্বেরী -৫ +৪৪
রাজবাড়ী গোয়ালন্দ পদ্মা -২ +৭
নত্রেকোনা কলমাকান্দা সোমশ্বেরী +৪ +১
বৃষ্টপিাতরে তথ্যঃ
গত ২৪ ঘন্টায় বাংলাদশেে উল্লখেযোগ্য বৃষ্টপিাত (গত কাল সকাল ০৯:০০ টা থকেে আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত) :
স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি)
পটুয়াখালী ১২০.০ নারায়নহাট ৫০.০ মাদারীপুর ৭৩.০
পাঁচপুকুরয়িা ৭০.০ টকেনাফ ৭২.০ লামা ৫৬.০
বরশিাল ৬৮.০ কক্সবাজার ৫০.০ নওগাঁ ৬২.০
চট্টগ্রাম ৪৪.০
বন্যা সংক্রান্ত তথ্য:
জলো প্রশাসনরে নকিট থকেে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যা পরস্থিতিি নম্নিে প্রদান করা হলো:
১। কুড়গ্রিাম
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/িহতাহতরে ববিরণ মন্তব্য
কুড়গ্রিাম জলোয় ব্রহ্মপুত্র নদরে পানি চলিমারী পয়ন্টেে বপিদসীমার ৩২ স.েম,ি ধরলা নদীর পানি বপিদসীমার ৪৬ স.েম.ি উপর দয়িে প্রবাহতি হচ্ছে এবং তস্তিা নদীর পানি ডালয়িা পয়ন্টেে বপিদসীমার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৯টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০৩টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৬০টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৮৯৪ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিার সংখ্যাঃ ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৭,৪১২ জন (সর্ম্পূণ), ৯,৫৮,৩২৮ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)।
৮। ক্ষতগ্রিস্ত ফসলাদঃি ১৯,৬৩৮ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান(শক্ষিা/র্ধমীয়): ২টা (সর্ম্পূণ), ১,০২৬টি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ৩০.৫০ ক:ি মি (সর্ম্পূণ), ১,৩৩৩.৬৮ কঃিমঃি (আংশকি),
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ৪১টি
১২। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ৪০ কঃিমঃি (আংশকি)
১৩। ক্ষতগ্রিস্ত টউিবয়লেঃ ৯,৭৩৪টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ৩৮৬টি
২। আশ্রতি লোক সংখ্যাঃ ৩১,৫২৪ জন
৩। মডেকিলে টমিঃ ৮৫টি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ০৮টি
* নদ-নদীর পানি কমতে শুরু করছে।ে
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার (র্কাটুন) ঢউেটনি (বান্ডলি) গৃহ মঞ্জুরী (টাকা) তাঁবু (সটে) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
৩০,০০০০০ (বশি লক্ষ) ১,৭০০ (এক হাজার দুইশত) ১১,০০০ (নয় হাজার) ৪০০ (চারশত) ১২,০০,০০০ (বার লক্ষ) ১,০০০ (এক হাজার) ৪,০০,০০০
(চার লক্ষ) ২,০০,০০০ (দুই লক্ষ)
২। বগুড়া
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/িহতাহতরে ববিরণ মন্তব্য
যমুনা নদীর পানি সারয়িাকান্দি পয়ন্টেে বপিদসীমার ২৫ স.েম.ি উপর দয়িে
