তথ্যবিবরণী নম্বর : ১৯৮৮
তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো (Zhang Zuo)।
আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।’
তথ্যমন্ত্রী এ সময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।’
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমি’র বিষয়ে জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।’
তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
আকরাম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/২০১৩ ঘণ্টা
Z_¨weeiYx b¤^i : 1986
বিডা এবং বিল্ড-এর যৌথ উদ্যোগে কর অবকাশ সংক্রান্ত বৈঠক
XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সভাকক্ষে আজ বিডা এবং বিল্ড (বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, BUILD) এর আয়োজনে ‘Revisiting Tax Holiday Policy of Bangladesh for Promoting Investment and Export’ শীর্ষক ট্যাক্স হলিডে বা কর অবকাশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন কানন কুমার রায়, সদস্য (আয়কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড। সেশন চেয়ারপার্সন হিসেবে বক্তৃতা করেন ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সহসভাপতি মোঃ হুমায়ুন রশিদ।
কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘শিল্প ও বাণিজ্য বিকাশে ট্যাক্স হলিডে একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা, যা সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে দিয়ে আসছে। বিশেষ করে বেজা, বেপজা, হাইটেক পার্ক অথরিটির অধীনে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন মেয়াদে ও পরিমাণে কর অবকাশের সুবিধা প্রদান করা হচ্ছে। সরকার বাণিজ্য ও বিনিয়োগ বিকাশের ক্ষেত্রে সর্বদা সজাগ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানসমূহ সকল দিক বিবেচনা করেই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
বৈঠকে বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যমান কর অবকাশ সুবিধার চিত্র তুলে ধরেন। তিনি বিশ্বের উন্নয়নশীল কয়েকটি রাষ্ট্র, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, প্রভৃতির কর অবকাশের চিত্র তুলে ধরে বাংলাদেশের সঙ্গে তুলনা করেন এবং বাংলাদেশের কর ব্যবস্থাপনায় আরো অধিক কর অবকাশের দাবিসহ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারাসমূহকে যুগোপযোগী করে তোলার আহ্বান জানান।
#
শহীদুল/ফারহানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০১৯/১৮৩৬ ঘণ্টা
Z_¨weeiYx b¤^i : 1981
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ
XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ১৯ এপ্রিল, ২০১৯ তারিখে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন।
উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ সর্বমোট ১ লাখ ৫২ হাজার জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় ২০ দশমিক ৫৩ শতাংশ।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result. লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।
#
খায়ের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৮০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের সিদ্ধান্ত
XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশে ও বিদেশে আয়োজন করা হবে সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা। আজ রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সেমিনার, ওয়ার্কশপ উপকমিটির এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপকমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী জাতীয় উদ্যাপন কমিটির আহবায়ক এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কমিটির সদস্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল আব্দুর নাসের, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপকমিটির সদস্য সচিব মোঃ সোহরাব হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম, সংগ্রাম, ত্যাগ, প্রশাসন, রাজনীতি, লেখনী, প্রভৃতি বিষয়ে বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সভা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসব সেমিনারে যা আলোচিত হবে তার আলোকে প্রকাশনা বের হবে। যা হবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল।। সেমিনারের বিষয়বস্তু ও তারিখ শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।
#
খায়ের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭১৭ ঘণ্টা