Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৯

তথ্যবিবরণী-19/5/2019

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৯৯০
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তিতে তথ্যমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এক অনন্য মাইল ফলক
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এক অনন্য মাইল ফলক’। 
আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি ও সেবা বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণকে দেশ ও আন্তর্জাতিক খাতের অপূর্ব সমন্বয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস এর সাথে এ কৃত্রিম উপগ্রহ নির্মাণ, উৎক্ষেপণ ও ভূ-উপগ্রহ কেন্দ্র নির্মাণের জন্য একটি টার্ন-কী চুক্তি স্বাক্ষর করে। এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে স্থাপনের জন্য বিটিআরসি রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ভূ-স্থির কক্ষপথ ব্যবহারের জন্য চুক্তি সম্পন্ন করে। একই সাথে থ্যালেস এলেনিয়া স্পেস আমেরিকার বিখ্যাত ‘স্পেস এক্স’ এর সাথে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য চুক্তিবদ্ধ হয়।’ 
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি উপলক্ষে ১০ টাকার একটি ডাকটিকিট, একই মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডাটাকার্ড উদ্বোধন করেন মন্ত্রী।   
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসিএল)'র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।      
এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণে চুক্তিবদ্ধ প্রথম চারটি দেশি টেলিভিশন দীপ্ত, মাই, সময় ও বিজয় এর চুক্তি হস্তান্তর এবং সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেন বিসিএসসিএল’র চেয়ারম্যান।    
উল্লেখ্য, গত বছর ১২ মে বাংলাদেশ সময় রাত ২ টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে ‘স্পেস এক্স’ এর স্যাটেলাইট উৎক্ষেপণকারী যান ফ্যালকন-৯ এর সর্বশেষ সংস্করণ ব্লক-৫ বুস্টার এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট-এর স্বত্বাধিকারী হিসেবে আত্মপ্রকাশ করে।
এ কৃত্রিম উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণের সার্বিক কার্যক্রম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ বিটিআরসি’র প্রকল্প ‘একটি যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রাকপ্রস্তুতি ও তদারকি প্রকল্প’ এবং ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প’-এর মাধ্যমে জাতির এই স্বপ্ন বাস্তবায়িত হয়। উৎক্ষেপণ পরবর্তী বিক্রয়, বিপণন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
#
আকরাম/ইসরাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৮৯
 
মন্ত্রিপরিষদে দপ্তর পুনর্বিন্যাস ও পুনর্বণ্টন
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
মন্ত্রিপরিষদ বিভাগ দুইজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস এবং একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুর্নবণ্টন করেছে। আজ মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স¦াক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অভ্ বিজনেস, ১৯৯৬ এর রুল অনুযায়ি মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের দায়িত্ব পুর্নবিন্যাস ও পুনর্বণ্টন করেছেন।
মন্ত্রণালয়ের দায়িত্ব পুর্নবিন্যাস করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, স¦পন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী, জুনাইদ আহ্মেদ পলককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
#
 
শফিউল/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                      নম্বর : ১৯৮৮

 

তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন

 

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :

 

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো (Zhang Zuo)। 

 

আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।’ 

 

তথ্যমন্ত্রী এ সময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।’ 

 

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমি’র বিষয়ে জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।’

 

তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

#

 

আকরাম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/২০১৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৮৭
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেবে সরকার 
                                                         --- আইনমন্ত্রী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য, বাক স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য নয়। তিনি বলেন, এ আইনের যাতে অপপ্রয়োগ বা অপব্যবহার না হয় সেজন্য সরকার সব রকমের ব্যবস্থা নেবে এবং আইনটিকে আধুনিক করার ব্যাপারে সরকার কাজ করবে।
আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, জার্মানি, সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি, জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। 
মন্ত্রী বলেন, প্রতিনিধিদলটি মূলত দুটো ইস্যু নিয়ে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের মর্যাদা ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীতকরণ। তিনি বলেন, কমিশনের এই মর্যাদা বৃদ্ধির বিষয়ে তারা সহযোগিতা করতে চেয়েছেন। একই সঙ্গে পরামর্শ দিয়েছেন, কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের যে বিধান রয়েছে তা বহাল রাখার পাশাপাশি সিভিল সোসাইটির সাথে আলোচনা করে চেয়ারম্যান নিয়োগ করা হলে তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আর এটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেলে যারা মানবাধিকার কমিশনকে আপগ্রেডেশন করেন তারাও সন্তুুষ্ট হবেন এবং ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে যাওয়ার পথ সুগম হবে।
 আনিসুল হক বলেন, প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের আর্থিক স্বাধীনতার বিষয়েও কথা বলেছেন। তাদেরকে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন ইতোমধ্যে আর্থিকভাবে স্বাধীন। কমিশনের যে বাজেট প্রয়োজন হয় তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়। তাদের আয়-ব্যয়ের হিসাব আইন মন্ত্রণালয়কে দিতে হয় না। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইনের জুরিসডিকশন বাড়ানোর ব্যাপারেও প্রতিনিধিদল মত দিয়েছেন। সেটা নিয়ে আলাপ-আলোচনা চলবে। 
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে মনিটরিং বাড়ানোর বিষয়েও তারা সুপারিশ করেছেন বলে মন্ত্রী জানান। তিনি বলেন, এ আইনের বাস্তবায়ন কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটা সুস্পষ্ট জায়গা থাকা উচিত। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনা চলছে। 
#
রেজাউল/ফারহানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা 

Z_¨weeiYx                                                                                        b¤^i : 1986

 

বিডা এবং বিল্ড-এর যৌথ উদ্যোগে কর অবকাশ সংক্রান্ত বৈঠক

 

XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সভাকক্ষে আজ বিডা এবং বিল্ড (বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, BUILD) এর আয়োজনে ‘Revisiting Tax Holiday Policy of Bangladesh for Promoting Investment and Export’ শীর্ষক ট্যাক্স হলিডে বা কর অবকাশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন কানন কুমার রায়, সদস্য (আয়কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড। সেশন চেয়ারপার্সন হিসেবে  বক্তৃতা করেন ঢাকা চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সহসভাপতি মোঃ হুমায়ুন রশিদ।

কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘শিল্প ও বাণিজ্য বিকাশে ট্যাক্স হলিডে একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা, যা সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে দিয়ে আসছে। বিশেষ করে বেজা, বেপজা, হাইটেক পার্ক অথরিটির অধীনে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন মেয়াদে ও পরিমাণে কর অবকাশের সুবিধা প্রদান করা হচ্ছে। সরকার বাণিজ্য ও বিনিয়োগ বিকাশের ক্ষেত্রে সর্বদা সজাগ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানসমূহ সকল দিক বিবেচনা করেই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

বৈঠকে বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যমান কর অবকাশ সুবিধার চিত্র তুলে ধরেন। তিনি বিশ্বের উন্নয়নশীল কয়েকটি রাষ্ট্র, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, প্রভৃতির কর অবকাশের চিত্র তুলে ধরে বাংলাদেশের সঙ্গে তুলনা করেন এবং বাংলাদেশের কর ব্যবস্থাপনায় আরো অধিক কর অবকাশের দাবিসহ  আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারাসমূহকে যুগোপযোগী করে তোলার আহ্বান জানান।

#

 

শহীদুল/ফারহানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০১৯/১৮৩৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৮৫
 
মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, মেহেরপুরের মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা অনেক বেশি। মেহেরপুরের প্রায় ৫৭ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরে এসে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গণির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 
সেমিনারে তিন উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
#
রাশেদুজ্জামান/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                        নম্বর : ১৯৮৪
 
কৃষকদের বাঁচাতে প্রয়োজনে চাল আমদানি সীমিতকরণ করা হবে
                              -- অর্থমন্ত্রী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) : 
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘চলতি বছর ধান উৎপাদন বেশি হয়েছে। কিন্তু এখন চালের দাম আন্তর্জাতিক বাজারেও কম। যার কারণে ধানের দাম নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের কৃষককে বাঁচাতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে যেটা করতে পারি, সেটা হলো আমরা চাল আমদানি নিরুৎসাহিত করে সীমিতকরণ করতে পারি। সরকারিভাবে আমরা এই কাজটি করব। চাল আমদানি আমরা পুরোপুরি বন্ধ করে দেয়া যাবে না। পাশাপাশি চাল রফাতানির দিকেও আমাদের জোর দিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানির পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 
আজ রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আগামী ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব প্রস্তাব হিসেবে অর্থমন্ত্রীর কাছে সুপারিশমালা প্রদান করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
কৃষি যন্ত্রপাতির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার নামমাত্রে মূল্যে কৃষকদের কৃষি যন্ত্রপাতিগুলো দেয়। সবাইকে অবহিত করতে হবে, যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাহলে উৎপাদন বাড়বে। ব্যয়ও কমে যাবে। এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে। আগামীতে উৎপাদন কম বেশি যাই হোকনা কেন যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিতকরণে জোর দিতে হবে। 
#
 
তৌহিদুল/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৯/১৮৩২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৮৩
 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
আজ তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, গোলাম মোহাম্মদ কাদের, কাজী কেরামত আলী, মুহাম্মদ শফিকুর রহমান, আকবর হোসেন পাঠান (ফারুক), খঃ মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’ অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য গঠিত ১নং সাব-কমিটি মূল কমিটির নিকট রিপোর্ট উপস্থাপন করে।
কমিটি ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’ এর সংশোধনীসমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। এছাড়া কমিটি মূল বিলের সাথে সংশোধনীসমূহ অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
#
 
আবছার/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                        নম্বর : ১৯৮২
 
চিনিশিল্পকে লাভজনক করার নির্দেশনা শিল্প প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) : 
দেশের চিনিশিল্পকে লাভজনক করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, চিনির ডিলারদের অবশ্যই দেশীয় চিনি বিক্রয় করতে হবে। নতুবা তাদের ডিলারশিপ বাতিল করে নতুন করে ডিলারশিপ প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৮-১৯ অর্থবছরের আরএডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্প সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে সভায় শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন কর্পোরেশন ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সরকারি অলাভজনক শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে প্রয়োজনীয় সকল কিছু করার নির্দেশনা প্রদান করেছেন। বহু বিদেশি উদ্যোক্তা বাংলাদেশের শিল্প কারখানাগুলোকে লাভজনক করা ও নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপের উন্নত যন্ত্রপাতি স্থাপন করে রুগ্ন শিল্প-কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এগুলোকে লাভজনক করতে হবে। শিল্প প্রতিমন্ত্রী এসময় সরকারি শিল্প-কারখানার জমি যাতে বেহাত না হয়ে যায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এসকল জমিকে উৎপাদন কাজে ব্যবহারের প্রকল্প গ্রহণ করতে হবে। 
শিল্প সচিব বলেন, সরকারি শিল্প-কারখানাসমূহে লোকসানের পরিমাণ কমিয়ে এনে লাভজনক করতে এসকল প্রতিষ্ঠানকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আনা হবে। সভায় জানানো হয়, বাস্তবায়নাধীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজারের মূল নির্মাণ কাজের জন্য এ বছর জুলাইয়ে প্রকল্প এলাকা ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হবে। আরো জানানো হয়, সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীর কারখানাসমূহ যাতে লেদার ওয়ার্কিং গ্রুপের মানদ- অনুযায়ী পৃথক ক্রোম লাইনে বর্জ্য নিষ্কাশন ও সেফটি ট্যাংকের যথাযথ ব্যবহারসহ অন্যান্য বিষয় মেনে চলে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। 
এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরো শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করার জন্য এ প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া যে সকল প্রকল্পের ২০১৯-২০ অর্থবছরের কর্মপরিকল্পনা ও ক্রয় পরিকল্পনা এখনো মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি, সেগুলো অতি দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের জন্য তাগিদ দেয়া হয়। 
#
 
মাসুম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭৩৮ ঘণ্টা

Z_¨weeiYx                                                                                        b¤^i : 1981

 

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ

XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ১৯ এপ্রিল, ২০১৯ তারিখে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন।

উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২  পর্যায়ে ৪ হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬  জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ সর্বমোট ১ লাখ ৫২ হাজার জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় ২০ দশমিক ৫৩ শতাংশ।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result. লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।

#

 

খায়ের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৯৮০

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের সিদ্ধান্ত

XvKv, 5 ˆR¨ô (19 ‡g) :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশে ও বিদেশে আয়োজন করা হবে সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা। আজ রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সেমিনার, ওয়ার্কশপ উপকমিটির এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপকমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী জাতীয় উদ্যাপন কমিটির আহবায়ক এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কমিটির সদস্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল আব্দুর নাসের, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক,  বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপকমিটির সদস্য সচিব মোঃ সোহরাব হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম, সংগ্রাম, ত্যাগ, প্রশাসন, রাজনীতি, লেখনী, প্রভৃতি বিষয়ে বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সভা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।  এসব সেমিনারে যা আলোচিত হবে তার আলোকে প্রকাশনা বের হবে। যা হবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল।। সেমিনারের বিষয়বস্তু ও তারিখ শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।

#

 

খায়ের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭১৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৯৭৯
 
এবারের ঈদযাত্রা অধিকতর স্বস্তিদায়ক হবে
            -- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) : 
 
এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসাকে জীবনের দ্বিতীয় অধ্যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা বিধান এবং বড় প্রকল্পগুলো যথাসময়ে শেষ করাই এ অধ্যায়ের বড় চ্যালেঞ্জ।
 
দীর্ঘ প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরে মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এরপর তিনি মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।
 
এ সময় মন্ত্রী জানান, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত ২য় মেঘনা ও গোমতী সেতু এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দুটি সেতু, দুটি ফ্লাইওভার এবং চারটি আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। এতে এ দুটি মহাসড়ক দিয়ে যাত্রীদের ঘরে ফেরা নির্বিঘœ হবে বলে তিনি জানান।
 
মন্ত্রী বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিআরটিসি’র জন্য পাঁচশত ট্রাকের মধ্যে চারশত আশিটি এবং ছয়শত বাসের মধ্যে একশত ঊনআশিটি ঢাকায় পৌঁছেছে। এবারে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে প্রায় এগারোশ’ বাস। এছাড়া জরুরি অবস্থা মোকাবিলায় পঞ্চাশটি বাস প্রস্তুত রাখা হবে বলে মন্ত্রী জানান।
 
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৭৮
মে মাসের বেতন-ভাতাদি ২৮ মে প্রদান করা হবে
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 
নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের মে ২০১৯ মাসের 
বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মে ২০১৯ মাসের অবসর ভাতা আগামী ২৮ মে প্রদান করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ট্রেজারি রুলস এর এস আর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে আজ অর্থবিভাগ এ আদেশ জারি করে।
#
মফিজ/নাছির/জসীম/শামীম/২০১৯/১৪২৯ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৭৭
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার, গোলাম মোহাম্মদ কাদের, মনজুর হোসেন এবং আবিদা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় কয়েকটি নির্বাচনী এলাকায় পরিকল্পিত উন্নয়ন প্রকল্প প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়। ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত এডিপিতে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন: সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনাকে ভূমি ব্যবহারের মাধ্যমে সম্পৃক্তকরণ’, ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ এবং ‘প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্লান ফর কুষ্টিয়া সদর উপজেলা’ শীর্ষক প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে পাইলট প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে পাঁচটি প্রকল্প নির্বাচন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতি ও অর্থ ব্যয়ের সর্বশেষ অবস্থা এবং উন্নয়ন কর্মকান্ডের মান সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।                            
 
#
সামিয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১৪২৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৯৭৬ 
 
বাংলাদেশ এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের মিরাকল হিসেবে পরিচিত
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) : 
 
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০টি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ক্রয় ক্ষমতার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতির দেশ হলেও ২০৩০ সালের মধ্যে এ দেশ বিশ্বের ২৮তম এবং ২০৫০ সাল নাগাদ ২৩তম বৃহৎ অর্থনীতির রাষ্ট্র হিসেবে স্থান দখল করবে। পাবলিক সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে উন্নত পারফরমেন্স ব্যবস্থাপনা চালুর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের মিরাকল হিসেবে পরিচিতি পেয়েছে। 
আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আধুনিক পাবলিক সেক্টর প্রত
Todays handout (13).docx