তথ্যবিবরণী নম্বর: ১৪০
সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হবিগঞ্জ, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি, যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে, যা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের ওপর আরো গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেয়া যায়, তবে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি। এর ফলে সে নিজ উদ্যোগেই পড়তে পারবে এবং এগিয়ে যাবে।
অনুষ্ঠানে হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু, প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয়না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ও সিলেট বিভাগের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
#
শিবলী/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৯
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। প্রকাশিত ১০টি পোস্টারের সবগুলোই জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক।
পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পোস্টকার্ড ‘নোটস্ অন জুলাই’-এ সব শ্রেণি-পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিপুল সংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করবেন। এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কার্যক্রম চলমান উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেন্দ্রীয়ভাবে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মাঠপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসসমূহ প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শন-সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/মাহমুদুল/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৭
জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে লাগবে মন্ত্রিসভার অনুমোদন
--- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ১২তম দিনের আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ১৪১(ক)-এ সুনির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। বিষয়গুলো হল, অনুচ্ছেদ ১৪১(ক) সংশোধনের সময় ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দগুলোর পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে৷ জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন যুক্ত করতে হবে৷ তিনি আরো জানান, জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধীদলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া, জরুরি অবস্থা চলাকালীন অনুচ্ছেদ ৪৭(ক)-এর বিধানসাপেক্ষে, কোনো নাগরিকের জীবনের অধিকার (Right to life) এবং বিচার ও দন্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। উল্লেখ্য, গত ৭ জুলাইয়ের আলোচনায় বিদ্যমান সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদ সংশোধন এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়, সে বিষয়ে সবকটি রাজনৈতিক দল এবং জোট একমত হয়েছিলো।
আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা জানান। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দল এবং জোটসমূহ আজ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ৯৫-এ সুস্পষ্টভাবে কিছু বিষয় যুক্ত করার প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে। এক্ষেত্রে যা যুক্ত করতে হবে, রাষ্ট্রপতি আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করবেন। কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তারা সংবিধানে আপীল বিভাগের জ্যেষ্ঠতম দুইজন বিচারপতির মধ্যে থেকে যেকোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন—এমন বিধান সংযোজন করতে পারবে। তবে শর্ত থাকে যে, অসদাচরণ ও অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করা যাবে না।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৬
সরকারি মাধ্যমে যাওয়া ৪ হাজার ৯৭৮ হাজিকে ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত প্রদান করা হবে
--- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাড়ি ভাড়া বাবদ টাকা কম খরচ হওয়ায় সরকারি মাধ্যমের ৪ হাজার ৯৭৮ হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত প্রদান করা হবে।
আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের পারফরমেন্স বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ তথ্য জানান।
হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, হাজিদের সেবা করাই সরকারের একমাত্র ব্রত। এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য্য করা হয়েছিলো তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কম রেটে সার্ভিস চার্জও মিলেছে। এর ফলে প্যাকেজের কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত টাকা সরকারি মাধ্যমের প্রত্যেক হাজিকে ফেরত প্রদান করা হবে।
উপদেষ্টা সাংবাদিকদের জানান, সাধারণ হজ প্যাকেজ-১-এর পূর্ণ প্যাকেজের যে সকল হাজি চার ও ছয় নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। চার নম্বর বাড়ির শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। এই প্যাকেজের পাঁচ নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন। পাঁচ ও ছয় নম্বর বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজি রাখা ছিলো না।
উপদেষ্টা আরো জানান, সাধারণ হজ প্যাকেজ-২-এর পূর্ণ প্যাকেজের যে সকল হাজি এক নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা এবং শর্ট প্যাকেজের হাজীরা প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। দুই নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ ও শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে যথাক্রমে ২১ হাজার ১৪২ টাকা এবং ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। তিন নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন। এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি ছিলেন না। এই টাকা হাজিদের ব্যাংক একাউন্টে ফেরত পাঠানো হবে।
এ বছরের হজ ব্যবস্থাপনাকে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, এবছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সৌদি সরকারের গাইডলাইন অনুসারে আমরা সকল প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করেছি। হজযাত্রী নিবন্ধন, হজের আবশ্যিক ব্যয়ের টাকা আইবিএনের মাধ্যমে সৌদিতে প্রেরণ, নুসুক মাসার নামক অনলাইন প্লাটফর্মের মাধ্যমে মিনা-আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ, বাড়িভাড়া ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, পরিবহন চুক্তি, ভিসা প্রক্রিয়াকরণ করা হয়। এছাড়া, হজ ফ্লাইট সিডিউল পর্যালোচনা সাপেক্ষে হজযাত্রী পুনঃবণ্টনের প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা হয়।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, হজ ব্যবস্থাপনার সকল বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা ছিলো প্রো-অ্যাক্টিভ। কোনো সংকট তৈরি হওয়ার পূর্বেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা একটি টিম স্পিরিট নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। এর ফলে, এবছর হজে যেতে না পারার বেদনায় কাউকে কাঁদতে হয়নি। কোনো হজ ফ্লাইট বিপর্যয় হয়নি। হজযাত্রীদের মধ্যে কোনোরূপ হট্টগোল, হৈচৈ, শোরগোল দেখা যায়নি। বাংলাদেশের নিবন্ধিত শতভাগ হজযাত্রী হজ পালন করতে পেরেছেন।
চলমান পাতা - ২
--- ২ ---
দেশবাসীকে প্রতারক হতে সাবধান হতে পরামর্শ দিয়ে ড. খালিদ বলেন, হাজীদের রিফান্ড কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বা দুস্থদের আর্থিক সহায়তা-সহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সকল ধরণের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। এরূপ টাকা পাঠাতে মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করা কিংবা তার কাছ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ বা নগদ কিংবা রকেটের কোনো পিন নম্বর চাওয়া হয় না। এমনটি যদি কেউ করে তাহলে সে প্রতারক।
ড. খালিদ আরো বলেন, এবছর হজযাত্রী হারানো সংখ্যা হ্রাস পেয়েছে। এবার ৮৯২ জন হজযাত্রী হারানো গিয়েছিলো যার মধ্যে ৮৯১ জনকেই খুঁজে পাওয়া গেছে। এ মৌসুমে যে ৪৫ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন তাদের সকলেরই নানা ধরনের জটিল রোগব্যাধিতে আক্রান্তের পূর্ব ইতিহাস ছিলো।
হজ ব্যবস্থাপনা টিম ওয়ার্ক হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, সকলে টিম স্পিরিট নিয়ে কাজ করতে পারলে হজ ব্যবস্থাপনা সুন্দর ও সাবলীল হবে-এটাই স্বাভাবিক। এ মৌসুমে হজ ব্যবস্থাপনায় টিম স্পিরিটেরই প্রতিফলন ঘটেছে। আমরা প্রত্যেক স্টেকহোল্ডারের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। তিনি হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স এবং হাবের সভাপতি ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব ড. মোঃ আয়াতুল ইসলাম, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/জয়নুল/২০২৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৫
চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দ্রুতই চিরুনি অভিযান পরিচালনা করা হবে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দ্রুতই বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান-সহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দ্রুত চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মিটফোর্ডের নৃশংস হত্যাকান্ডের ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনা-সহ দেশব্যাপী সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটেছে-এসব হত্যাকান্ডে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে ও অপরাধীদেরকে গ্রেফতার করছে।
উপদেষ্টা আরো বলেন, মিটফোর্ডের হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর)-তে উল্লিখিত ১৯ জনের মধ্যে ইতোমধ্যে সাত জনকে র্যাব, সেনাবাহিনী-সহ পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেক (দুইজন) কে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরো দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত শুক্রবার রাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় ডিবি আরো দুইজনকে গ্রেফতার করেছে। সবমিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, তদন্তে আরো আসামি পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ডিবির টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তা সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ড হত্যাকান্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে খুলনার হত্যাকান্ডেও একজনকে গ্রেফতার করা হয়েছে। সরকার বিশ্বাস করে যে অপরাধী অপরাধীই তা সে যে দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দিবে না।
সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা; মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ; দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গিবাদ প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহের অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ; গার্মেন্টস ও শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা; গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প-সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ; জুলাই হত্যাকাণ্ডের শহিদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি; সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি; রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা-সহ সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়।
সভায় উপদেষ্টা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
#
ফয়সল/মেহেদী/মাহমুদুল/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৪
জুলাই উইমেন্স ডে' উপলক্ষ্যে কাল কেন্দ্রীয় শহিদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে 'জুলাই উইমেন্স ডে'-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল ১৪ জুলাই ২০২৫ সোমবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত জুলাইয়ের শহিদ নারীদের উপর নির্মিত টিভিসি প্রদর্শন করা হবে। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ', 'জুলাই ওমেন’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকবে জুলাই শহিদ পরিবারের নারী ও জুলাই নারী যোদ্ধাদের স্মৃতিচারণ। অনুষ্ঠানে জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন ও এলিটা করিম এবং ব্যান্ডদল- ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।
জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’। ‘ড্রোন শো’ পরবর্তীতে জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন পুনরায় প্রতিধ্বনিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে।
অনুষ্ঠানে সকল স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল নারীর অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করা হয়েছে।
#
তুহিন/মেহেদী/মাহমুদুল/সঞ্জীব/রেজাউল/২০২৫/১৭২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩৩
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মেহেদী/মাহমুদুল/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩২
৪৪তম বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরতদের ফরম পূরণের নির্দেশনা
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
৪৪তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরতদের ফরম পূরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থী এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে googleform (https://forms.gle/XDRX2YoBoAhUpxTB8) পূরণ করে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
#
মাসুমা/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/আলী/মাসুম/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩১
বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ওয়েব পোর্টাল চালু হচ্ছে
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অগ্রগতি পর্যালোচনা, অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব তুলে ধরা এবং জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) ওয়েব পোর্টাল চালু হচ্ছে।
পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহযোগিতায় রাজধানীর গুলশানের একটি হোটেলে উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে। সভায় বিডিসিপি’র সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আলোচনায় পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ, পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা এতে অংশ নেন।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সাম্প্রতিক অগ্রগতি এবং ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও কার্যকারিতা উপস্থাপন করেন।
#
দীপংকর/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/আলী/মাসুম/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০
গণ-অভ্যুত্থানে নারীর গৌরবময় ভূমিকার ওপর সকল জেলায় ও বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আগামীকাল ৬৪টি জেলায় ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৪ জুলাইয়ের Remembrance মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।
জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালা-২০২৫ পালন উপলক্ষ্যে সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালার কর্মসূচি অনুযায়ী এ দিনে Testimony of a martyr’s family ডকুমেন্টাারি প্রচার করা হবে। নারায়ণগঞ্জের দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুবুল আলমের স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। এছাড়া, রাত ৯টা থেকে টিএসসিতে বিদেশি মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, জুলাই নারীদের অবদান এবং আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন ও জুলাইয়ের গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গত বছরের ১৪ জুলাই রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। এ স্মরণে আগামীকাল রাত ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রত্যেকটি জেলায় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে।
‘Notes on July’ কর্মসূচি পালন উপলক্ষ্যে এ গণ-অভ্যুত্থানের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে যা স্বেচ্ছাসেবকরা জনসমাগমের কাছে নিয়ে যাবেন এবং জনগণ ইচ্ছামত পোস্টকার্ডে নিজেদের জুলাই অভিজ্ঞতা লিখতে পারবেন। এছাড়াও জুলাইয়ের টি-শার্ট, হেডব্যান্ড তৈরি ও বিতরণ করা হবে।
#
সাইফুল/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/মেহেদী/মিতু/তানভীর/আসমা/২০২৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৯
৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন
-অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে শহিদদের প্রতি দায়িত্ববোধের প্রেক্ষিতে ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন।
ঢাক