তথ্যবিবরণী নম্বর : ১৭৯৬
খ-িত নয়, পূর্ণাঙ্গভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে
--- মোস্তাফা জব্বার
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন সে আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারলেই এদেশ সোনার বাংলা হবে। শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের সুফল পেতে রাজনৈতিক আদর্শ খোঁজার জন্য চেষ্টা করার দরকার হবে না, তার আদর্শ বঙ্গবন্ধুরই আদর্শ।
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সেমিনার কক্ষে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর প্রজ্ঞা তুলে ধরে বলেন, জাতির পিতার অসাধারণ ধ্যান ধারণা কল্পনা করাও কঠিন। তিনি তাঁর চারপাশের সাম্প্রদায়িকতাকে জয় করে ভাষা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, জাতির পিতার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কর্মসূচি। অথচ বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচিটি ঘোষণা করেছিলেন, আমরা পারত পক্ষে তা আলোচনার পাদপীঠে আনতে চাই না, এর ক্ষতিটা আমাদেরই হচ্ছে, বলেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, একটি মজার বিষয় হচ্ছে, পুঁজিবাদী দুনিয়া থেকে প্রণীত এসডিজি’র লক্ষ্যমাত্রায় এক, দুই বা দশের অভীষ্ট লক্ষ্যসমূহের মূল বিষয় হচ্ছে শোষণ-দারিদ্র্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ঘোষিত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বস্তুত শোষণ-বঞ্চনা-বৈষম্য-দারিদ্র্যহীন বাংলাদেশ গড়ে তোলার কর্মসূচি।
মন্ত্রী বলেন, সংবিধানে বিদ্যমান রাষ্ট্রীয় মূল চার নীতি বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে। এর কোন একটাকেও বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে বাংলাদেশ আওয়ামী লীগের গত দশ বছরের শাসনে বিশ্ব আজ এক নতুন বাংলাদেশ দেখছে। তলাবিহীন ঝুঁড়ি কিংবা বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ খ্যাত দারিদ্র্যক্লিষ্ট বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরের বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে আজ ভারত-পাকিস্তান এমনকি এশিয়ার বহু দেশ থেকে এগিয়ে রয়েছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশ আজ নেতৃত্বের গৌরবের জায়গায় পৌঁছেছে। অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। ২০৪১ সালে বিশ্বে উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবীর অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নাট্যজন রামেন্দু মজুমদার, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানবির হাসান জোহা এবং অনলাইন এক্টিভিস্ট মারুফ রসুল বক্তৃতা করেন।
#
শেফায়েত/মাহমুদ/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৯৫
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে
-- ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ফণীর প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে লক্ষ্যে উপকূলীয় জেলার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং সরকারের প্রধান তথ্য অফিসার মোঃ জয়নাল আবেদীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ১৯টি জেলায় ইতিমধ্যে ৪০৭১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্কুল কলেজগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান খুলনার আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১ হাজার, সাতক্ষীরায় ৫০ হাজার ২২০, বাগেরহাটে ৪৩ হাজার ৪৩০, পিরোজপুরে ২৫ হাজার ২০০, বরগুনায় ১ লাখ ৪২ হাজার ৩২৫, পটুয়াখালীতে ৩ লাখ ৫০ হাজার, বরিশালে ৮ হাজার ১২০, ভোলায় ১ লাখ ৯০ হাজার, নোয়াখালীতে ৯৪ হাজার, লক্ষ্মীপুরে ১৫ হাজার, ফেনীতে ১৫ হাজার, চট্টগ্রামে ৫১ হাজার, কক্সবাজারে ১০ হাজার, ঝালকাঠিতে ১২ হাজার, চাঁদপুরে ৫ হাজার, শরীয়তপুরে ১৫ হাজার, মাদারীপুরে ৫ হাজার, গোপালগঞ্জে ৪ হাজার, ফরিদপুরে ৪ হাজার ৫শ’ অর্থাৎ মোট ১৯টি উপকূলীয় জেলায় ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে ্র নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে সকলের জন্য পর্যাপ্ত শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের ব্যবস্থা রাখা আছে। এছাড়াও গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য নিরাপদে অবস্থান করার জন্য আশ্রয়কেন্দ্রে ব্যবস্থা আছে। রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থানকালীন যাতে অসুবিধা না হয় সে জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
#
সেলিম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৯৪
জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাংলাদেশ গ্যালারি নির্মাণ করা হবে
-- সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য চীন, জাপানসহ বিভিন্ন দেশের গ্যালারি রয়েছে। দেরিতে হলেও সেখানে বাংলাদেশ গ্যালারির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ইভেন্টস্ ও আর্কাইভ ৭১ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের নানা তথ্য, ছবি, আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনী- ‘কবির জন্মদিন’ -এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রাণপুরুষ। তিনি বলেন, দেশে রবীন্দ্র চর্চা প্রসার ও বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি রবীন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যার ডিজাইন প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা চূড়ান্ত করা হয়েছে এর নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে।
বাংলাদেশ ইভেন্টস্ এর উপদেষ্টা সুভাষ সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। স্বাগত বক্তৃতা করেন আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু।
#
ফয়সল/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৯৩
শিক্ষা কতটুকু জ্ঞানার্জনে প্রত্যাশা পূরণ করছে তা আমাদের ভাবতে হবে
-- কৃষিমন্ত্রী
টাঙ্গাইল, ২০ বৈশাখ (৩ মে)
কৃষিমন্ত্রী ড. মোঃ আঃ রাজ্জাক বলেছেন, শিক্ষা কতটুকু জ্ঞান অর্জনে প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং জাতির কল্যাণে আসছে তা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। শিশুদেরকে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহ্য সংস্কৃতি, খেলাধুলা ও জাতীয় দিবসগুলোতে কী ঘটেছে, কেন ঘটেছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ক্রমান্বয়ে জানাতে হবে এবং তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।
মন্ত্রী আজ টাঙ্গাইলে মধুপুর উপজেলার কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমা আহমেদ পলি, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
#
গিয়াস/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৯২
ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সতর্কতা অবলম্বনে উপকূলীয় এলাকায় প্রচার কার্যক্রম অব্যাহত
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
জেলা তথ্য অফিসসমূহ উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে গমনের জন্য মাইকিং করে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে জেলা তথ্য অফিসসমূহ উপকূলীয় এলাকা, চরাঞ্চল ও নি¤œভূমিতে বসবাসরত জনগণের নিকট মাইকিং করে বার্তা প্রচার করছে।
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উপকূলীয় এলাকাসহ জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রম মনিটরিংয়ের জন্য গণযোগাযোগ অধিদপ্তরে একটি কো-অর্ডিনেশন সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে। কো-অর্ডিনেশন সেলের মোবাইল নম্বর : ০১৭১৫ ৮১৪৩১১, ০১৭২০ ৫৭৭৫২৬, ০১৭১২ ৪৩৫৩৫১, ০১৭১১ ৫৭৩৮৭৪ এবং ০১৭১৮ ৫১৫০৭২।
#
তৈয়ব/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৯১
ঘূর্ণিঝড় ‘ফণী’
তথ্য অধিদফতরের সংবাদকক্ষ সার্বক্ষণিক খোলা
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
ঘূর্ণিঝড় ‘ফণী’ উপলক্ষে তথ্য অধিদফতরের সংবাদকক্ষ আজ সকাল থেকে সার্বক্ষণিক খোলা রয়েছে।
এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য সংবাদকক্ষের ফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল : ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স এবং ওয়েবসাইট : িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ এ যোগাযোগ করার জন্য বলা হলো।
এছাড়া চট্টগ্রাম এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিস গতকাল থেকে সার্বক্ষণিক খোলা রয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বর যথাক্রমে ০৩১-২৫২১৩৬১, ০৩১-৭১০১০২ ও পঃম.ঢ়রফ@মসধরষ.পড়স এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বর যথাক্রমে: ০৪১-৭২০৮৭০; ০৪১-৭২০৮৫৩; ও শযঁষহধঢ়রফ@মসধরষ.পড়স.
#
মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :১৭৯০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ও দক্ষতা দিয়েই আমাদের রূপকল্প ৪১ অর্জন করতে হবে। ২০৪১ সাল বেশি দূরে নয়। সময় কম, আমাদের যেতে হবে অনেক দূর। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাতে হবে। সরকার ইতোমধ্যে কারিকুলাম যুগোপযোগী করার কাজ হাতে নিয়েছে।
মন্ত্রী আজ বিকালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর- রশীদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থী যদি পরিবেশ সচেতন হয় তাহলে সারা বাংলাদেশে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যবিবরণী নম্বর : ১৭৮৯