Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০১৯

তথ্যবিবরণী ০৩/০৫/২০১৯

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৭৯৬ 
 
খ-িত নয়, পূর্ণাঙ্গভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে
                                                      --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন সে আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারলেই এদেশ সোনার বাংলা হবে। শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের সুফল পেতে রাজনৈতিক আদর্শ খোঁজার জন্য চেষ্টা করার দরকার হবে না, তার আদর্শ বঙ্গবন্ধুরই আদর্শ।
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সেমিনার কক্ষে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর প্রজ্ঞা তুলে ধরে বলেন, জাতির পিতার অসাধারণ ধ্যান ধারণা কল্পনা করাও কঠিন। তিনি তাঁর চারপাশের সাম্প্রদায়িকতাকে জয় করে ভাষা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, জাতির পিতার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কর্মসূচি। অথচ বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচিটি ঘোষণা করেছিলেন, আমরা পারত পক্ষে তা আলোচনার পাদপীঠে আনতে চাই না, এর ক্ষতিটা আমাদেরই হচ্ছে, বলেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, একটি মজার বিষয় হচ্ছে, পুঁজিবাদী দুনিয়া থেকে প্রণীত এসডিজি’র লক্ষ্যমাত্রায় এক, দুই বা দশের অভীষ্ট লক্ষ্যসমূহের মূল বিষয় হচ্ছে শোষণ-দারিদ্র্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ঘোষিত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বস্তুত শোষণ-বঞ্চনা-বৈষম্য-দারিদ্র্যহীন বাংলাদেশ গড়ে তোলার কর্মসূচি।
মন্ত্রী বলেন, সংবিধানে বিদ্যমান রাষ্ট্রীয় মূল চার নীতি বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে। এর কোন একটাকেও বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে বাংলাদেশ আওয়ামী লীগের গত দশ বছরের শাসনে বিশ্ব আজ এক নতুন বাংলাদেশ দেখছে। তলাবিহীন ঝুঁড়ি কিংবা বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ খ্যাত দারিদ্র্যক্লিষ্ট বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরের বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে আজ ভারত-পাকিস্তান এমনকি এশিয়ার বহু দেশ থেকে এগিয়ে রয়েছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশ আজ নেতৃত্বের গৌরবের জায়গায় পৌঁছেছে। অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। ২০৪১ সালে বিশ্বে উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবীর অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নাট্যজন রামেন্দু মজুমদার, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানবির হাসান জোহা এবং অনলাইন এক্টিভিস্ট মারুফ রসুল বক্তৃতা করেন। 
#
শেফায়েত/মাহমুদ/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯৫
 
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে
                                                                        -- ত্রাণ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ফণীর প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে লক্ষ্যে উপকূলীয় জেলার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। 
 
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং সরকারের প্রধান তথ্য অফিসার মোঃ জয়নাল আবেদীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ১৯টি জেলায় ইতিমধ্যে ৪০৭১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্কুল কলেজগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান খুলনার আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১ হাজার, সাতক্ষীরায় ৫০ হাজার ২২০, বাগেরহাটে ৪৩ হাজার ৪৩০, পিরোজপুরে ২৫ হাজার ২০০, বরগুনায় ১ লাখ ৪২ হাজার ৩২৫, পটুয়াখালীতে ৩ লাখ ৫০ হাজার, বরিশালে ৮ হাজার ১২০, ভোলায় ১ লাখ ৯০ হাজার, নোয়াখালীতে ৯৪ হাজার, লক্ষ্মীপুরে ১৫ হাজার, ফেনীতে ১৫ হাজার, চট্টগ্রামে ৫১ হাজার, কক্সবাজারে ১০ হাজার, ঝালকাঠিতে ১২ হাজার, চাঁদপুরে ৫ হাজার, শরীয়তপুরে ১৫ হাজার, মাদারীপুরে ৫ হাজার, গোপালগঞ্জে ৪ হাজার, ফরিদপুরে ৪ হাজার ৫শ’ অর্থাৎ মোট ১৯টি উপকূলীয় জেলায় ১২ লাখ ৪০ হাজার ৭শ’ ৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে ্র নেয়া হয়েছে।
                            
প্রতিমন্ত্রী আরো বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে সকলের জন্য পর্যাপ্ত শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের ব্যবস্থা রাখা আছে। এছাড়াও গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য নিরাপদে অবস্থান করার জন্য আশ্রয়কেন্দ্রে ব্যবস্থা আছে। রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থানকালীন যাতে অসুবিধা না হয় সে জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। 
 
#
 
সেলিম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯৪
 
জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাংলাদেশ গ্যালারি নির্মাণ করা হবে
                                               -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য চীন, জাপানসহ বিভিন্ন দেশের গ্যালারি রয়েছে। দেরিতে হলেও সেখানে বাংলাদেশ গ্যালারির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করছে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ইভেন্টস্ ও আর্কাইভ ৭১ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের নানা তথ্য, ছবি, আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনী- ‘কবির জন্মদিন’ -এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
 
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রাণপুরুষ। তিনি বলেন, দেশে রবীন্দ্র চর্চা প্রসার ও বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি রবীন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যার ডিজাইন প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা চূড়ান্ত করা হয়েছে এর নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে। 
 
বাংলাদেশ ইভেন্টস্ এর উপদেষ্টা সুভাষ সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। স্বাগত বক্তৃতা করেন আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু।
 
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯৫০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯৩
 
শিক্ষা কতটুকু জ্ঞানার্জনে প্রত্যাশা পূরণ করছে তা আমাদের ভাবতে হবে
                                                                 -- কৃষিমন্ত্রী
 
টাঙ্গাইল, ২০ বৈশাখ (৩ মে) 
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আঃ রাজ্জাক বলেছেন, শিক্ষা কতটুকু জ্ঞান অর্জনে প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং জাতির কল্যাণে আসছে তা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। শিশুদেরকে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহ্য সংস্কৃতি, খেলাধুলা ও জাতীয় দিবসগুলোতে কী ঘটেছে, কেন ঘটেছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ক্রমান্বয়ে জানাতে হবে এবং তাদের নৈতিক শিক্ষা দিতে হবে। 
 
মন্ত্রী আজ টাঙ্গাইলে মধুপুর উপজেলার কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
      
        অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমা আহমেদ পলি, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
 
#
 
গিয়াস/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৯২  

ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সতর্কতা অবলম্বনে উপকূলীয় এলাকায় প্রচার কার্যক্রম অব্যাহত

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :

জেলা তথ্য অফিসসমূহ উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড় ফণী সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে গমনের জন্য মাইকিং করে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। 

পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে জেলা তথ্য অফিসসমূহ উপকূলীয় এলাকা, চরাঞ্চল ও নি¤œভূমিতে বসবাসরত জনগণের নিকট মাইকিং করে বার্তা প্রচার করছে। 

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উপকূলীয় এলাকাসহ জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রম মনিটরিংয়ের জন্য গণযোগাযোগ অধিদপ্তরে একটি কো-অর্ডিনেশন সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে। কো-অর্ডিনেশন সেলের মোবাইল নম্বর : ০১৭১৫ ৮১৪৩১১, ০১৭২০ ৫৭৭৫২৬, ০১৭১২ ৪৩৫৩৫১, ০১৭১১ ৫৭৩৮৭৪ এবং ০১৭১৮ ৫১৫০৭২।

#

তৈয়ব/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৯১
 
ঘূর্ণিঝড় ‘ফণী’ 
তথ্য অধিদফতরের সংবাদকক্ষ সার্বক্ষণিক খোলা
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
ঘূর্ণিঝড় ‘ফণী’ উপলক্ষে তথ্য অধিদফতরের সংবাদকক্ষ আজ সকাল থেকে সার্বক্ষণিক খোলা রয়েছে। 
 
এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য সংবাদকক্ষের ফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল : ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স এবং ওয়েবসাইট : িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ এ যোগাযোগ করার জন্য বলা হলো। 
 
এছাড়া চট্টগ্রাম এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিস গতকাল থেকে সার্বক্ষণিক খোলা রয়েছে।
 
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বর যথাক্রমে ০৩১-২৫২১৩৬১, ০৩১-৭১০১০২ ও পঃম.ঢ়রফ@মসধরষ.পড়স এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বর যথাক্রমে: ০৪১-৭২০৮৭০; ০৪১-৭২০৮৫৩; ও শযঁষহধঢ়রফ@মসধরষ.পড়স.
 
#
 
মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর :১৭৯০  
 
শিক্ষা ও দক্ষতা দিয়েই রূপকল্প ৪১ অর্জন করতে হবে
                                            ---শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ও দক্ষতা দিয়েই আমাদের রূপকল্প ৪১ অর্জন করতে হবে। ২০৪১ সাল বেশি দূরে নয়। সময় কম, আমাদের যেতে হবে অনেক দূর। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাতে হবে। সরকার ইতোমধ্যে কারিকুলাম যুগোপযোগী করার কাজ হাতে নিয়েছে। 
 
মন্ত্রী আজ বিকালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর- রশীদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । 
 
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থী যদি পরিবেশ সচেতন হয় তাহলে সারা বাংলাদেশে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। 
#
 
খায়ের/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৯
 
উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে
                         -- পর্যটন প্রতিমন্ত্রী
 
হবিগঞ্জ, ২০ বৈশাখ (৩ মে) 
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, তরুণরা দেশের সম্পদ। দেশের উন্নয়ন কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। দেশ ও সমাজের সকল উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। আজ হবিগঞ্জের নালুয়াতে চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, তরুণদের উন্নয়নের জন্য সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া সরকার একটি সুস্থ সবল তরুণ প্রজন্ম তৈরি করার জন্য খেলাধুলার উন্নয়নে গুরুত্বারোপ করেছে।
 
মাহবুব আলী বলেন, চা বাগানের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব। এ দেশের চা বাগানগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হলে সেখানে কর্মরত শ্রমিকসহ আশপাশে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
 
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
তানভীর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৮২০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৮
 
ঘূর্ণিঝড় ‘ফণী’
নৌপরিবহন মন্ত্রণালয় এবং অধীনস্থ অফিস কন্ট্রোল রুম খুলেছে
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) 
 
ঘূর্ণিঝড় ‘ফণী’র বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর  কন্ট্রোল রুম খুলেছে। 
 
সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম নম্বর হলো ৮০১/ক এবং  এর টেলিফোন নম্বর ০২-৯৫৪৬০৭২।
 
মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ’র  কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-৯৫১৩১৭০; বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি’র কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-৯৬৭৩৭৭৯; চট্টগ্রাম সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০৩১-৭২৬৯১৬, ০৩১-২৫১০৮৬৬, ০৩১-২৫১৭৭১১, ০৩১-২৫১০৮৬৯;  মোংলা সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০৪৬৬২-৭৫৩৬৭, মোবাইল ফোন নম্বর ০১৮৭৮-০৯৯৪৯৮,০১৭১৪-০৭৪২৯৩, ০১৭১১-১৫১৬৫১ এবং পায়রা সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর ০১৭১১-০১০৩৬৬, ০১৯১১-৮৮২৬৮৫।
 
ঘূর্ণিঝড় ‘ফণী’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য  এসব কন্ট্রোল রুম খোলা হয়েছে।
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৮১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৭
 
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে
                                        -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) 
 
শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি বলেছেন,  ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে মানুষের জায়গা দখল করবে রোবট। চাকরি হারাবে শ্রমিক। আমাদেরকে সে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।  
 
মন্ত্রী আজ সকালে রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং জাপান বাংলাদেশ রোবটিকস এন্ড এডভান্স রিসার্চ সেন্টারের আয়োজনে ‘এডভান্স ইন সাইন্স,  ইঞ্জিনিয়ারিং এন্ড রোবটিকস টেকনোলজি’ শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
 
মন্ত্রী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ক্রিটিক্যাল রিজনিং ও এনালেটিক্যাল এবিলিটি বৃদ্ধির  প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের ছেলেরা সঠিকভাবে কমিউনিকেট করতে পারে না। অনেক সময় বাংলায়ও তারা ভালোভাবে কথা বলতে পারে না। ফলে তাদের চাকরি পেতে  সমাস্যা হয়। তিনি বিশ্ববিদ্যালয়সমূহের সাথে  নিয়োগকর্তাদের  সমন্বয়ের   প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়সমূহ নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েট তৈরি করতে সামর্থ্য হবে।
 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  এম এম শহিদুল হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ এডভাইজার ড. মোঃ ফরাস উদ্দীন,  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়েদ মঞ্জুর এলাহী প্রমুখ। 
 
#
 
খায়ের/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৮০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৬
 
সিলেট ল’ কলেজের প্রাক্তন অধ্যক্ষের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) 
 
সিলেট ল’ কলেজের প্রাক্তন অধ্যক্ষ এডভোকেট মনির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.  আব্দুল মোমেন।
 
পররাষ্ট্রমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন,  মনির উদ্দিন আহমেদের মৃত্যুতে জাতি একজন কর্তব্য পরায়ণ ও ন্যায়নিষ্ঠ আইনজীবীকে হারিয়েছে। ভাষা আন্দোলনেও ছিল তাঁর অসামান্য অবদান। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সিলেটবাসীর জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব।
 
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
 
#
 
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৭৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৮৫
 
আবহাওয়ার বিশেষ প্রতিবেদন
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ সকাল ১০টায় ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড় ১৮০ কিলোমিটার বেগে আঘাত করেছে। 
 
বর্তমানে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোংলা সমুদ্র বন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ (সাত) নম্বর (পুনঃ ৭) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে)।
 
চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ (ছয়) নম্বর (পুনঃ ৬) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপদ সংকেত (পুনঃ ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে)।
 
কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত (পুনঃ ৪ চার নম্বর) স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
 
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলীয় জেলাসমূহের অধিবাসীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। শেষ তথ্য পাওয়া পর্যন্ত উপকূলীয় জেলাসমূহ থেকে প্রায় ৪ (চার) লাখ লোককে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
 
#
 
তাসনীম/মাহমুদ/ইসরাত/রবি/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১৭৮৪
 
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে
                                 -- ত্রাণ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। ফণীর প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে লক্ষ্যে উপকূলীয় জেলার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
 
প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং তথ্য সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ১৯টি জেলায় ইতিমধ্যে ৪ হাজার ৭১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্কুল কলেজগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪ লাখ ৪ হাজার ২৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার মধ্যে বাকিদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এ লক্ষ্যে ৫৬ হাজার সিপিপি ভলানটিয়ারসহ হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে সকলের জন্য পর্যাপ্ত শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের  ব্যবস্থা রাখা আছে। এছাড়াও গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য নিরাপদে অবস্থান করার জন্য আশ্রয়কেন্দ্রে ব্যবস্থা আছে। রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থানকালীন যাতে অসুবিধা না হয় সেজন্য পর্যাপ্ত হ্যাজেক লাইট ও সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। 
 
#
 
সেলিম/মাহমুদ/ইসরাত/রবি/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৫০০ ঘণ্টা
Todays handout (9).docx