Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 29/7/2019

তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৮৮
 
  
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক
ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারা নিয়ে আপত্তি আছে তা সমাধান করা হবে
 
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাইবার অপরাধ দমন করার জন্য করা হয়েছে। বাক্-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত করার জন্য এটি প্রণয়ন করা হয়নি। এই আইন প্রণয়নের সময় বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি, সিভিল সোসাইটি এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করা হয়েছে। তারপরও আইনটির যে ধারা নিয়ে স্টেক হোল্ডারদের কিছু অংশ আপত্তি জানাচ্ছে তা ‘ট্রায়াল অ্যান্ড এরর’ এর ভিত্তিতে সমাধান করা হবে। 
আজ সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার গরপযবষষব ইধপযবষবঃ  এর সঙ্গে আইনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেশন (ইউএনসিএটি) -এর পর্যালোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এখন জেনেভায় অবস্থান করছে। ৩০ ও ৩১ জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘ নির্যাতনবিরোধী কমিটি এ সভার আয়োজন করেছে। সভায় বাংলাদেশ থেকে পাঠানো নির্যাতনবিরোধী প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। বাংলাদেশ থেকে এবারই প্রথম নির্যাতনবিরোধী প্রতিবেদন জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটিতে দাখিল করা হয়েছে।
বৈঠকে আইনমন্ত্রী হাইকমিশনারকে জানান, মানবাধিকার বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিক এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সিভিল সোসাইটির মতামতের সুযোগ রাখা হয়েছে। 
  রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার শুরুতেই গরপযবষষব ইধপযবষবঃ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। এ সময় আইনমন্ত্রী তাকে বলেন, মিয়ানমার পরিদর্শনের পূর্বে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলে রোহিঙ্গা সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা সহজ হবে। তাই মিয়ানমার পরিদর্শনের পূর্বে হাইকমিশনারকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার আমন্ত্রণ জানান আইনমন্ত্রী। 
আইনমন্ত্রী হাইকমিশনারকে আশ্বস্ত করে বলেন, মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সব সময় জাতিসংঘ মানবাধিকার সংস্থার সাথে পারষ্পরিক আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান অংশ নেন।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৯/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী                                               নম্বর : ২৭৮৬ 
 
সচিবালয় রিপোর্টার্স ফোরামকে তথ্যমন্ত্রী
অসত্য সংবাদের বিরুদ্ধে সোচ্চার হোন
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
 
অসত্য সংবাদ ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
আজ দুপুরে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ এর নবনির্বাচিত পরিষদের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ-সহ পরিষদ সদস্যদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, সচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব (সম্প্রচার) নূরুল করিম সভায় অংশ নেন। 
মন্ত্রী বলেন, ‘কোনো একটি সংবাদ সমাজে কি প্রভাব ফেলতে পারে, সে বিবেচনা থেকেই গণমাধ্যমে সম্পাদনার প্রবর্তন, কারণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অসম্পাদিত বা আন-এডিটেড প্লাটফর্ম। এখানে যে কোনো সময় যে কেউ যে কোনো কিছু ব্যক্ত করতে পারে। ফলে সমাজে অনেক ক্ষেত্রে অস্থিরতা, হানাহানি, জাতিগত সংঘাত সৃষ্টি হয়। শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে নয়, এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ এবং সকল রাষ্ট্রে এ নিয়ে আলোচনা হচ্ছে।’
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এ ধরনের কোনো অসত্য বা উস্কানিমূলক তথ্য পরিবেশিত হয়, সেটির বিরুদ্ধে যদি সেই মাধ্যমের পাশাপশি গণমাধ্যমের পক্ষ থেকে আপনারাও সোচ্চার হন, তাহলে সমাজ অনেক কিছু থেকে রক্ষা পাবে’, বলেন ড. হাছান। ‘জাতি ও সমাজের প্রয়োজনে এক্ষেত্রে সরকার, গণমাধ্যম এবং সবাই মিলে একসঙ্গে কাজ করা প্রয়োজন’ , বলেন তিনি। 
‘সচিবালয় রিপোর্টার্স ফোরাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, এর কাজের পরিধি অনেক বিস্তৃত, প্রয়োজনীয়তাও অনেক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের পরিবারেরই একজন সদস্য। সেই হিসেবেই আমি প্রথম থেকেই কাজ করার চেষ্টা করছি।’ 
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই গণমাধ্যমের অভাবনীয় বিকাশ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে। ১৯৯৬ সালে যখন তিনি সরকার গঠন করেছেন তখন থেকেই বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে, প্রথম বেসরকারি টিভি, রেডিও সবই তাঁর অবদান। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও ব্যাপক বিস্তৃতি ঘটেছে।’
‘সরকার, দেশ ও সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে দায়িত্বশীলদের দায়িত্ব পালন যাতে সঠিক হয়, সমাজ যাতে সঠিক খাতে প্রবাহিত হয় সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এবং সেই দর্পণে দৃষ্টিপাত করে সরকার অনেক সিদ্ধান্ত গ্রহণ করে এবং অনেক সিদ্ধান্ত বদলায়।’
বিএসআরএফ সভাপতি দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে দৃষ্টিপাত করে মন্ত্রী তথ্য অধিদফতর থেকে সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়া ত্বরান্বিত করা, পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা, গণমাধ্যম কেন্দ্রে অফিস কক্ষ স্থাপন ও সচিবালয়ে সাংবাদিকদের যাতায়াতের জন্য পাঁচ নম্বর ফটক ব্যবহারের ব্যবস্থার উদ্যোগ নেবেন বলে জানান। 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১১২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৮৫
  
সংস্কৃতিকর্মীরা সবসময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি
                    --- সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, হাতে গোনা গুটিকয়েক বাদে সংস্কৃতিকর্মীরা সবসময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তাঁরা কখনো মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়ায়নি। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ রুখতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের বিভিন্ন কর্মোদ্যোগ গ্রহণের ফলে বিগত দশ বছরে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হয়েছে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের ছয় মাস মেয়াদি বেসিক প্রশিক্ষণ কোর্সের ২৯তম ব্যাচের সমাপনী প্রযোজনা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
কে এম খালিদ বলেন, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যম দেশে নতুন অভিনেতা-অভিনেত্রী, নাট্যনির্দেশক ও মঞ্চ সংশ্লিষ্ট কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তাই থিয়েটার স্কুল-সহ এ ধরনের প্রতিষ্ঠানসমূহকে বন্ধ হতে দেয়া যাবে না। এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যদিও এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে জায়গা ও আর্থিক সংকট বড় সমস্যা। তিনি এ সময় থিয়েটার স্কুলগুলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন।
 
আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের অধ্যক্ষ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট নাট্যনির্দেশক ড. ই¯্রাফিল শাহীন।
 
উল্লেখ্য, দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছয় মাস মেয়াদি বেসিক প্রশিক্ষণ কোর্সের ২৯তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় পর্বে ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় ড. ই¯্রাফিল শাহীন নির্দেশিত, হ্যারল্ড পিন্টার রচিত ও অধ্যাপক আবদুস সেলিম অনুদিত নাটক দ্য বার্থ ডে পার্টি মঞ্চস্থ হয়।
#
 
ফয়সল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                               নম্বর :২৭৮৪ 
 
 
নর্দার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন উদ্বোধন
 
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
 
আজ সকালে রাজধানীর বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটির বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
 
মন্ত্রী এ সময় বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেটি অন্যন্য উদাহরণ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপনের ফলে সেখানে বঙ্গবন্ধুর ওপর নানা ধরনের গবেষণা হবে, লেখালেখি হবে এবং সেখানে লাইব্রেরি স্থাপন করা হয়েছে, যা সকলের জন্য একটি মহান উদ্যোগ। সেই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত সকল বই যদি স্থান দেয়া সম্ভব হয়, সেটি একটি অসামান্য কাজ হবে।’
 
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা বাঙালিরা কখনো স্বাধীন ছিলাম না। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি প্রথম একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাঙালি নিজে নিজেদের শাসন করার অধিকার অর্জন করে। তার আগ পর্যন্ত বাঙালি সবসময় পরের দ্বারা শাসিত হয়েছে। সিরাজউদ্দৌলার জন্য আমরা সবসময় গর্ব করি। তিনি বাঙলার শেষ স্বাধীন নবাব বটে। কিন্তু তার অন্দরমহলের ভাষা বাঙলা ছিল না। তিনি বাঙালি ছিলেন না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই প্রকৃতপক্ষে বাঙালি স্বাধীনতা অর্জন করে। এ ঐতিহাসিক সত্যকে বুকে ধারণ করা আমাদের পবিত্র দায়িত্ব।’
 
নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান সম্মানিত অতিথি হিসেবে এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী ও নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 
 
#
আকরাম/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২১০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                               নম্বর : ২৭৮৩
 
পরিবেশ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত
                                 ---পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
 
উন্নয়ন সহযোগীরা কেউ না আসলেও পরিবেশ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আজ ঢাকার স্থানীয় এক হোটেলে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংঘের (ওহঃবৎহধঃরড়হধষ টহরড়হ ড়ভ ঈড়হংবৎাধঃরড়হ ড়ভ ঘধঃঁৎব-ওটঈঘ) আয়োজনে টেকসই জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বাংলাদেশ প্লাটফর্মের (ইধহমষধফবংয চষধঃভড়ৎস ভড়ৎ ঝঁংঃধরহধনষব ইরড়ফরাবৎংরঃু ঈড়হংবৎাধঃরড়হ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন ।
মন্ত্রী বলেন, আমাদের সরকার প্রধানের মূল বার্তা হলো আমাদের কাজ আমাদের করতে হবে।  আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড করেছি নিজেদের অর্থায়নে এবং সেটা দিয়েই পরিবেশ ঝুঁকি মোকাবিলা করছি। অগ্রাধিকার ভিত্তিতে দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহ, সড়ক যোগাযোগ উন্নয়ন ইত্যাদি কাজে বেশি নজর দিচ্ছি।
দেশের প্রকৃতি-পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃতিকে তার মতো থাকতে দিতে হবে, অহেতুক নাড়াচাড়া করা যাবে না। করলে বিপর্যয় নেমে আসবে। উন্নয়নের নামে ফসলি জমি নষ্ট, জলাশয় ভরাট, বনভূমি, পাহাড় কাটা ইত্যাদি করা যাবে না।
ওঈটঘ-এর বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন হাসনা জসিমউদ্দিন মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বিকাকেন (ঝরফংবষ ইশধশবহ), জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ।
 
#
শাহেদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৮২
  
 মশক নিধন ও ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মশক নিধন ও ডেঙ্গু বিস্তার রোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, এডিস মশা বাড়ির ছাদ, ফুলের টব ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মে। কাজেই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং নিজ উদ্যোগে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
আজ রাজধানীর ইস্কাটনে বিয়াম রোডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে জনসাধারণের উদ্দেশে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ২৫-৩১ জুলাই দেশব্যাপী ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করা হচ্ছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করি।  সেখানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যে সকল ওয়ার্ড কাউন্সিলর মশক নিধন ও ডেঙ্গু বিস্তার রোধে অধিক সাফল্য দেখাতে পারবেন তাদেরকে বিদেশ ভ্রমণ, যে কোনো বরাদ্দ প্রদানে অগ্রাধিকার-সহ বিভিন্ন সুযোগসুবিধা প্রদান করা হবে।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এবং সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পরে মন্ত্রী এলাকাবাসী এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
#
 
হাসান/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
 
তথ্যবিবরণী    নম্বর : ২৭৮১
 
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
 
গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৫৯১ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৪০ জনসহ ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স¦াস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
 
বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩ হাজার ৮শ’ ৪৭ জন রোগী। গত পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯ হাজার ৭শ’ ৮২ জন। 
 
বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু রোগ সংক্রান্ত সকল পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনা না মানলে জরুরি মিনিস্টার মনিটরিং সেল হটলাইন: ০১৩১৪৭৬৬০৬৯, ০১৩১৪৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬, ০২-৪৭১২০৫৫৭ এবং ই-মেইল: ministermonitoringcell@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
 
#
 
মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৮০
  
 শেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে
                                                         --- আইসিটি প্রতিমন্ত্রী
 
শেরপুর, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করতে শেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। তিনি আইসিটি শিল্পের উন্নয়নে ২৮টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আজ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে শেরপুর জেলাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাবের মনিটরিং কর্মকর্তা (ইউএনও), আইসিটি ও কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা সকলের নিকট পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার  ইনফো সরকার প্রকল্প-৩-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বর্তমানে সরকারি ৫০০ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে এবং আগামী তিন বছরে ২ হাজার সেবা অনলাইনে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি স্কুল, কলেজ মাদ্রাসার ইন্টারনেট ল্যাবগুলো শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত ব্যবহার করার পর এলাকার বেকার যুবক-যুবতীরা কম্পিউটার প্রশিক্ষণ নিবে এবং স্বাবলম্বী হতে পারবে।       
প্রতিমন্ত্রী গুজব বা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে প্রতিমন্ত্রী শেরপুর সদর উপজেলার হাই-টেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। 
শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনফো সরকার পেইজ-৩’র প্রকল্প পরিচালক যুগ্মসচিব বিকর্ণ কুমার ঘোষ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
#
শরিফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                 নম্বর : ২৭৭৯
  
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
 
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) : 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (রাত ৮টা পর্যন্ত) : উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 
 
২৯ জুলাই রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস: টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আজ রাত ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস : সিনপটিক অবস্থা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলকায় লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।  
 
বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা : বিগত ২৪ ঘণ্টায় পানির সমতল হ্রাস ৬৫টি ও বৃদ্ধি ২৩টি স্থানে।
 
সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৭ হাজার ৪৫০ মে. টন চাল, ৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ১ লাখ ১৩ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ১০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ২৩ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং  গো খাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।
#
কাদের/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২২১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                            নম্বর : ২৭৭৮
নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে সুবিদিত 
                              -এনামুল হক শামীম
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
নারী শিক্ষার প্রসার, লিঙ্গ বৈষম্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত ও অনন্য বলে অভিমত ব্যক্ত করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে ‘জেন্ডার, ওয়াটার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এমং রেডিমেট গার্মেন্ট ওয়ার্কার্স অভ বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।  
এনামুল হক শামীম বলেন, এদেশে নারীর ক্ষমতায়নের জন্য শুধু শেখ হাসিনাই ভেবেছেন ও সেই ভাবনার বাস্তব রূপায়ন করেছেন। তিনি মায়ের মমতায় ও ভগিনীর ¯েœহে নারীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করেছেন। এদেশে স্পিকার হতে সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রণালয়ের সচিব হতে সেনাবাহিনীর মেজর জেনারেল, উপাচার্য হতে জেলা প্রশাসক, রাষ্ট্রদূত হতে পুলিশ সুপার কোথায় নেই নারীর সফল ও সদর্প পদচারণ? নারীর এই অগ্রযাত্রা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছার জন্য। 
আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ সময় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বশেষ ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ রিপোর্ট উদ্ধৃত করে বলেন, শত প্রতিকূলতা ও বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বৈশ্বিক সূচকে ৫ম অবস্থানে রয়েছে।
শতভাগ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সকলের জন্য নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা শেখ হাসিনার সরকারের লক্ষ্য জানিয়ে উপমন্ত্রী আরো বলেন, গার্মেন্টস শ্রমিকরা অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করেন বলে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ও সুপেয় পানি পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছি। আশা করি ২০৩০ সালের মধ্যেই সকলের জন্য আমরা নিরাপদ স্যানিটেশন ও পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানি সুবিধা নিশ্চিত করতে পারব। 
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক সাদিয়া হক গার্মেন্ট শ্রমিকদের লিঙ্গ বৈষম্য, মাথাপিছু পানির প্রাপ্যতা ও গার্মেন্টসের নারী কর্মীদের ক্ষমতায়ন নিয়ে পরিচালিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার নানাবিধ ফলাফল তুলে ধরেন। গবেষণার ফলাফলে দেখা যায়, গার্মেন্ট কর্মীদের বসবাসের জায়গাগুলোতে মাথা পিছু পানি প্রাপ্যতায় নারী কর্মীরা পুরুষের চাইতে  অনেক পিছিয়ে আছে এবং সুপেয় পানি প্রাপ্তিতে নারীরা পিছিয়ে থাকায় তাদের শারীরিক ও মানসিক নানাবিধ ঝুঁকি বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সুপারনিউমারি অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল আহসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. এম এ সাত্তার ম-ল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
#
নাছের/অনসূয়া/পরীক্ষিৎ/শামীম/২০১৯/১৬০৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৭৭ 
বনশিল্প খাতে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি কোম্পানি  
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সাথে সৌদি আরবের একটি কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রামস্থ কালুর ঘাটে সৌদি অর্থায়নে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অত্যাধুনিক আসবাবপত্র কারখানা গড়ে তোলা হবে। এই কারখানার কাঁচামাল সরবরাহ করবে বিএফআইডিসি। কারখানার আর্থিক লাভের একটি অংশ বিএফআইডিসি পাবে বলে তিনি জানান। উৎপাদিত আসবাবপত্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হবে এবং বাংলাদেশের বহু লোকের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।    
 অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং সৌদি দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#
কামাল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৫৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৭৬
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালিত হবে
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে। জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সম্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক এ সময় উপস্থিত ছিলেন। 
বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন ও শিক্ষা ভাবনা সম্পর্কে আলোচনা অনুষ্ঠান ও সেমিনার আয়োজনের বিষয়ে আলোচনা হয়। 
#
রবি/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                    নম্বর : ২৭৭৫
ডাকটিকিট সংগ্রহে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকটিকিট একটি জাতির  ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে কথা বলে। ডাকটিকিটে যে তথ্য পাওয়া যাবে গুগলেও তা পাওয়া দুষ্কর। জ্ঞানার্জনের জন্য ডাকটিকিট সংগ্রহে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এবং মুক্তিযুদ্ধসহ  শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক পরিমন্ডলে অবদান রাখা মানুষগুলোকে নিয়ে স্মারক ডাক টিকিট প্রকাশের উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 
মন্ত্রী আজ  সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় ডাক টিকিট দিবস ২০১৯ উপলক্ষে স্মারক ডাক টিকেট অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস, বিটিআরসি চেয়ারম্যান 
মোঃ জহিরুল হক, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাবুদ্দিন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের প্রকাশিত আটটি ডাক টিকিট ইতিহাসের অংশ হিসে
Todays handout (14).docx