তথ্যবিবরণী নম্বর: ২০৩
SpaceX প্রতিনিধিদল ঢাকায় আসছে কাল
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX-এর সহযোগী প্রতিষ্ঠান Starlink-এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল ঢাকায় আসছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে Starlink-এর সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্বের দিকগুলো মূল্যায়ন করবে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবে।
লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।
SpaceX ও Starlink-এর এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামীকাল প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। পরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবে। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং আগামী ১৯ জুলাই প্রতিনিধিদল দেশে ফিরে যাবেন।
#
জসীম/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০২
জুলাই যোদ্ধাদের ঐক্যই আমাদের শক্তি
- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণতন্ত্র ও ন্যায্য অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা যে ঐক্যে লড়াই করেছে সে ঐক্যই আমাদের শক্তি। আজ ঢাকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি)-এ প্রফেসর ড. এম এইচ খান অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বলেন, আপনাদের সাহসিকতার কারণেই আজকে আমরা এই দিনটি পেয়েছি। ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশকে রক্ষা করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আমাদেরকে কেউ উপহার দেয়নি। এটা আপনাদের কণ্ঠস্বরের ফসল। সেই কণ্ঠস্বরের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।
উপদেষ্টা আরো বলেন, “আমি নিজেও আন্দোলনের সময় ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজপথে ছাত্র-জনতার সঙ্গে ছিলাম। এই আন্দোলনের পেছনে রয়েছে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের প্রস্তুতি, যা পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।” তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে অনেক ষড়যন্ত্র রয়েছে। আমরা কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানের শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না। নতুন প্রজন্ম এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটাই আমাদের প্রত্যাশা।
ফরিদা আখতার বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবে এবং এই সময়ে জনগণের জন্য ভালো কাজগুলো করে যেতে হবে। এই ভালো কাজগুলো রক্ষা করার দায়িত্ব ছাত্র-জনতার।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এইউএসটি’র চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মুহ. মাহবুবুর রহমান। জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তৃতা করেন এইউএসটি’র ছাত্র শাফি আহম্মেদ উল্লাহ, আরেফিন ফয়সাল আলভী, তৌহিদ হাসান রিমন ও মোস্তাকিম বিল্লাহ শ্রেষ্ঠ। পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে স্থিরচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
#
মামুন/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/শামীম/২০২৫/২২১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০১
বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
-- উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। কিন্তু এখনো বেকারত্বের হার খুব একটা পরিবর্তন হয়নি। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সম্মেলনকক্ষে আয়োজিত ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করা হচ্ছে। যার ফলে যেকোনো স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি উপকৃত হতে পারে। যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। এই ঋণের সিলিং দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে, এটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সামনে এলডিসি গ্র্যাজুয়েশনে অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।
কর্মশালায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম সেভাবে তৈরি করা হয়নি। আমরা স্টার্টআপ তৈরির কাজের চেষ্টা করছি। এই কাজ স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে। আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। মফস্বলে যারা আছে, তাদেরও সেই পাইপলাইনে রাখতে হবে। সেগমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।
#
নূর আলম/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২০০
শিক্ষার্থীদের মাঝে গাছ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে
জাতীয় বৃক্ষমেলায় ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫’ উপলক্ষ্যে গাছ ও পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করা হয়। প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা শহরের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ-সহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে বিভক্ত করা হয়—ক গ্রুপ (৬ষ্ঠ–৮ম শ্রেণি), খ গ্রুপ (৯ম–১০ম শ্রেণি) এবং গ গ্রুপ (একাদশ–দ্বাদশ শ্রেণি)। প্রতিটি গ্রুপে শিক্ষার্থীদের ২৫টি দেশীয় বনজ, ফলদ, ভেষজ ও শোভা বর্ধনকারী প্রজাতির গাছ শনাক্ত করতে হয়।
ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া বিনতে জামান, দ্বিতীয় হয় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোছা. মারিয়া আক্তার সিনহা এবং তৃতীয় হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান সিনহা।
খ গ্রুপে প্রথম স্থান পায় গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরা মনি, দ্বিতীয় হয় শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাজ সাহা এবং তৃতীয় হয় নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের হিলারি তাসনিম রিফা।
গ গ্রুপে প্রথম হয় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের হুমায়রা তাসনিম পূর্ণতা, দ্বিতীয় হয় সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁওয়ের মো. রবিউল ইসলাম এবং তৃতীয় হয় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রুদ্রনীল দেবনাথ।
প্রতিযোগিতা শেষে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে একটি মনোজ্ঞ পাপেট শো উপস্থাপন করে, যা শিক্ষার্থী, শিক্ষক ও মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রাইজ বন্ড এবং সনদপত্র প্রদান করা হবে।
#
দীপংকর/মাহমুদুল/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা
টিভি স্ক্রল নম্বর: ০৮
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই, ২০২৫):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
‘‘গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। সকাল ১১টা থেকে তিন ঘণ্টা শিথিল থাকার পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে ’’ -স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মোহাম্মদ মাহমুদুল হাসান
উপপ্রধান তথ্য অফিসার
ও
ডিউটি অফিসার
সংবাদকক্ষ, বিকালের পালা
ফোন: ৯৫৪০০১৯, ৯৫১২২৪৬
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা সম্পাদক/সংবাদদাতা
ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা
তথ্যবিবরণী নম্বর: ১৯৯
গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি এখন অনেকটা শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল এনসিপি’র সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আমাদের ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ইতোমধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত আরো ৩ জন পুলিশ সদস্যকে রাজারবাগ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং হবে। কাউকে কোনোরকম ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত সব অপরাধীরা ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনা লাইভ টেলিকাস্ট করায় সাংবাদিক-সহ সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোকে ধন্যবাদ জানান।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
#
ফয়সল/মাহমুদুল/রানা/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৮
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭
‘জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’ উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৬ টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে।
অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ করা হবে। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।
জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণ-অভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ড্রোন শো। অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
#
তুহিন/তৌহিদ/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৬
গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ
ময়মনসিংহ, ২ শ্রাবণ (১৭ জুলাই):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় সেবার মান, ওষুধ প্রাপ্তি, চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান এবং কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি চিকিৎসা শিক্ষার গুণগত মান বজায় রাখা, মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এসময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শাহাদাত/তৌহিদ/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১৪৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৫
রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা
-ড. শেখ মইনউদ্দিন
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ড. শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০-৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
রেজাউল/তৌহিদ/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১৩১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৪
জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল সকল জেলায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা। এছাড়া, রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিকাল ৫.৩০ টা থেকে ট্র্যাশন শো আয়োজিত হবে।
গণ-অভ্যুত্থান স্মরণে এদিন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করবে। এ অনুষ্ঠানে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। হাতিরঝিলে জুলাইয়ের গানসহ ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’, ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র দুইটি প্রদর্শন করা হবে। রাতে ড্রোনের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার গল্প তুলে ধরা হবে।
এদিকে ১৮ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আওয়াজ উডা’। এ ভিডিওটিকে ১৮ জুলাই রিমেম্বারেন্স নামে শেয়ার করা হবে। ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।
#
সাইফুল/তৌহিদ/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/আসমা/২০২৫/১১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩
গোপালগঞ্জে সৃষ্ট ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই):
গোপালগঞ্জে গতকাল সৃষ্ট ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত করা হয়নি। যে কোন পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার দেশের যে কোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর। ইন্টারনেট বন্ধ করা বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়েছে, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোন জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোন নির্দেশনা জারি করেনি। অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ইন্টারনেট বন্ধের প্রশ্ন অবান্তর।
দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে স্বৈরাচার এবং তাদের দোসররা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন ছড়ানোর পূর্বে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
#
জসীম/তৌহিদ/মেহেদী/মিতু/তানভীর/সাঈদা/মানসুরা/২০২৫/৯৩০ ঘণ্টা