Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০২৫

তথ্যবিবরণী ২০ জুন ২০২৫

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৮৯৩

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):

 

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ। 

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫০৬ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

 

#

 

 রিজওয়ানুর/মাহমুদুল/রফিকুল/সেলিম/২০২৫/২১০০ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৮৯২

 

হজযাত্রীর কোটা এজেন্সি প্রতি এক হাজার বহাল রাখার অনুরোধ ধর্ম উপদেষ্টার

 

 

 

জেদ্দা (সৌদি আরব), ২০ জুন:

 

সৌদি সরকারের পক্ষ হতে গতবছর জানানো হয়েছে ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে দুই হাজার জন। তবে হজযাত্রীর কোটা এজেন্সি প্রতি এক হাজার বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

আজ সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সাথে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা এ অনুরোধ জানান।

 

২০২৫ সালে সুশৃঙ্খল ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অননুমোদিত হজ পালন বন্ধকরণ, হাজিদেরকে যথাসময়ে নুসুক কার্ড সরবরাহ, মাশায়ের এলাকায় ঝামেলাহীন পরিবহণ সেবা ও নিবিড় স্বাস্থ্যসেবা প্রদান এবং মৃত্যুহার হ্রাসে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ধর্ম উপদেষ্টা ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে সহজ ও মসৃণ করার ক্ষেত্রে কতিপয় পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি নুসুক মাসার ড্যাশবোর্ডকে তথ্যসমৃদ্ধ করা এবং এ তথ্য পরিবীক্ষণ ও যাচাইয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তিনি মক্কা রূট ইনিশিয়েটিভসের মাধ্যমে হাজিদের লাগেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরএফআইডি ট্র্যাকিং সিস্টেম চালু করা, মাশায়ের এলাকায় টয়লেট সুবিধা বৃদ্ধি ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং মিনা ও আরাফার তাঁবুতে বেডের সাইজ বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করেন। এছাড়া, হজের আবশ্যিক খরচ অগ্রীম ঘোষণা দেওয়া এবং হজযাত্রী পরিবহণে দু’দেশের জাতীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার চালু করার বিষয়ে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

 

ডেপুটি মিনিস্টার ড. আল হাসান বাংলাদেশের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং তা বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত ও রোডম্যাপ অনুসারে সকল কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ জানান।

 

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম এবং কনসাল মোঃ আসলাম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

 

#

 

আবুবকর/মাহমুদুল/রফিকুল/কনক/সেলিম/২০২৫/২০১৫ ঘণ্টা

তথ্যবিবরণ                                                                                                       নম্বর: ৩৮৯১

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক

           -খাদ্য উপদেষ্টা

পটুয়াখালী, ৬ আষাঢ় (২০ জুন):

খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এবছর দেশে বোরো আবাদ যেমন ভালো হয়েছে, তেমনি আমনও যদি ভালো হয় তাহলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।

উপদেষ্টা আজ পটুয়াখালীর সার্কিট হাউসে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ বিষয়ে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষককে মূল্য সহায়তা দেওয়ার জন্য গত বছরের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বৃদ্ধি করে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হচ্ছে। ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হয়েছে এবং এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে। তিনি জেলার খাদ্য সংগ্রহ এবং বিতরণে জেলা প্রশাসকগণকে নিবিড়ভাবে তদারক করার জন্য নির্দেশনা দেন।  

খাদ্য উপদেষ্টা আরো বলেন, সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে খাদ্য নিশ্চিত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য ভরতুকিতে বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য ভরতুকিতে বরাদ্দ রয়েছে ৮ হাজার ৫৯ কোটি টাকা। এছাড়া, সরকার ওএমএস  এবং টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করেছে। আগামী অর্থবছরে এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারকে মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। বর্তমানে এ কার্যক্রম বছরে পাঁচ মাস চালু আছে, আগামী অর্থবছর থেকে পাঁচ মাসের স্থলে ছয় মাস চালু থাকবে। এছাড়া, দুর্যোগপ্রবণ জেলা হিসেবে পটুয়াখালী ও বরগুনাকে বিশেষ বিবেচনায় নিয়ে খাদ্য সরবরাহ চ্যানেল নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।  

উল্লেখ্য, পটুয়াখালী জেলার বোরো মৌসুমে ধান ১ হাজার ৯২৫ মেট্রিক টন এবং চাল ৫ হাজার ৬৯৫মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৯২৫ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৯৯৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বরগুনা জেলার বোরো মৌসুমে ধান ৫০০ মেট্রিক টন এবং চাল ১ হাজার ৫১৩ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০০ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৩৪৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া মতবিনিময় সভায় জানানো হয়, বরগুনা জেলার ছয়টি এলএসডির ধারণ ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন।

 পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে বরিশাল বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, পটুয়াখালী ও বরগুনা জেলার ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

#

ইমদাদ/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৫১৫ ঘন্ট

তথ্যবিবরণ                                                                                                      নম্বর: ৩৮৯০

বেদখল হওয়া খাসজমি উদ্ধারে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে

                                                         - খাদ্য উপদেষ্টা

পটুয়াখালী, ৬ আষাঢ় (২০ জুন):

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বেদখল হওয়া খাসজমি উদ্ধারে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেদখল হওয়া খাসজমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলার অবৈধভাবে দখলকৃত খাসজমি উদ্ধারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উপদেষ্টা আজ পটুয়াখালীর সার্কিট হাউসে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ খাসজমিসহ জেলার খাসজমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, খাসজমির মালিক ভূমি মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড এবং ভূমি সহকারী কর্মকর্তাদের খাসজমি দেখার দায়িত্ব। সংশ্লিষ্টদের অবহেলা এবং উদাসীনতার কারণে দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ খাসজমি বেদখল হয়েছে। কেউ প্রভাব খাটিয়ে বা জাল দলিল করে এসব খাসজমি দখল করেছে। খাসজমি যার দখলেই থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। 

পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এসিল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।    

#

ইমদাদ/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৫১৫ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর: ৩৮৮৯

বাংলাদেশ সরকার ও এডিবি’র মধ্যে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলারের চারটি ঋণচুক্তি স্বাক্ষর

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)'র মধ্যে আজ চারটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।  ঋণচুক্তি চারটির মোট অর্থমূল্য এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার। ঋণ সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিকায়ন, আর্থিক ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ বেগবান হবে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি'র পক্ষে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong এ ঋণচুক্তি চারটি স্বাক্ষর করেন। এ চুক্তিপত্র স্বাক্ষরকালে বাংলাদেশ সরকার ও এডিবি'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত চুক্তিসমূহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাত সংস্কারে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সাপোর্ট। এ কর্মসূচি  অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে দেশের আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ঋণ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করবে। কর্মসূচির প্রধান নীতি-সংস্কার ক্ষেত্রসমূহ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক খাতের স্থিতিশীলতা ও সহনশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যাংকগুলোকে ঋণ প্রদানের উপযোগী করে গড়ে তোলা। ঋণের সুদের হার SOFR + শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং তিন বছর গ্রেস পিরিয়ডসহ মোট ১৫ (পনেরো) বছরে পরিশোধযোগ্য।

এছাড়া, জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সাপোর্ট রয়েছে, যা অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কার্যক্রম বিভাগ-পরিকল্পনা কমিশন ও স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হবে। এ কর্মসূচির প্রধান নীতি-সংস্কার ক্ষেত্রসমূহ হলো টেকসই ও জলবায়ু-কেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের ঝুঁকি মোকাবিলা, বিপদাপন্নতা হ্রাস ও সহনশীলতা বৃদ্ধি করা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও নিম্ন-কার্বন অর্থনীতির দিকে অগ্রসর হওয়া; ঋণের সুদের হার দুই শতাংশ এবং পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ (পঁচিশ) বছরে পরিশোধযোগ্য।

এসব চুক্তির মধ্যে আরো আছে  SASEC ঢাকা-উত্তর পশ্চিম করিডোর ২য় পর্যায় (ট্রাঞ্চ ৪) প্রকল্পে ২০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে সড়ক ও জনপথ অধিদপ্তর SASEC ঢাকা-উত্তর পশ্চিম করিডোর ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নয়ন করা হবে। ট্রাঞ্চ ৪ ঋণসহ এ প্রকল্পে এডিবির মোট বিনিয়োগ ২০১৭ সাল থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলারে পৌঁছাল। ঋণের সুদের হার SOFR + শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ (পঁচিশ) বছরে পরিশোধযোগ্য। 

চুক্তির আওতায় আরো আছে, ২০০ মিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি আধুনিকায়ন প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে নয়টি আপগ্রেডেড সাবস্টেশন ও ১৪১ কিলোমিটার নতুন ট্রান্সমিশন লাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডকে আধুনিকায়ন করা হবে, যা দক্ষিণ চট্টগ্রাম থেকে নবায়নযোগ্য শক্তি সংযোজনের পথ সুগম করবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২০৩০ সালের জুনের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। প্রকল্পের মূল উপাদান বিদ্যুৎ অবকাঠামো আধুনিকায়ন, নবায়নযোগ্য শক্তি সংযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। ঋণের সুদের হার SOFR + শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ (পঁচিশ) বছরে পরিশোধযোগ্য।

এডিবি বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে ১৯৭৩ সাল থেকে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৩৩ দশমিক ৮০১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করেছে। এডিবির উন্নয়ন সহায়তা প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পানি সম্পদ, গভর্নেন্স ও আর্থিক খাতকে অগ্রাধিকার দেয়।

#

রুমানা/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১২৩০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর: ৩৮৮৮

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে

  -পররাষ্ট্র উপদেষ্টা

নিউইয়র্ক, ২০ জুন:

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর দারিদ্র্য, উন্নয়নঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আট বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়; এটি অর্থনৈতিক, পরিবেশগত ও ক্রমবর্ধমানভাবে নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নিজ দেশ মিয়ানমারে নির্মম নির্যাতনের কারণে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকারের সাথে প্রত্যাবাসনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তারুণ্যের গৌরবের প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে তরুণরা বারবার পরিবর্তনের অগ্রভাগে থেকেছে । ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবসহ সকল আন্দোলনে অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিল বাংলাদেশের তরুণ সমাজ। তিনি বলেন, তরুণরা যদি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে তারা সহজেই চরমপন্থার শিকার হতে পারে। এছাড়া, দারিদ্র্য, বৈষম্য ও উন্নয়নঘাটতি যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে একপর্যায়ে তা সহিংসতা ও অস্থিরতায় রূপ নিতে পারে।

বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক বিদ্যমান অসাম্যের প্রসঙ্গে প্রফেসর ইউনূসের তিন শূন্য নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি ভবিষ্যৎ চাই যেখানে থাকবে-শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। এ লক্ষ্যে পৌঁছাতে হলে উন্নয়ন ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টাকে একসূত্রে যুক্ত করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। এছাড়া, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক কমিশন এবং সাম্প্রতিক কালে গঠিত পিসবিল্ডিং কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান, যাতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলো বাস্তবভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ‘সামাজিক ব্যবসায়’ ব্যবস্থার প্রাসঙ্গিকতার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রবর্তিত এই মডেল দারিদ্র্যবিমোচন ও সংঘাত প্রতিরোধে একটি কার্যকর মাধ্যম হতে পারে।

একটি সমৃদ্ধ, ন্যয়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও সুইডেন, উরুগুয়ে ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

#

মিশন নিউইয়র্ক/ফাতেমা/রমজান/আলী/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৮৮৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:

“প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বাংলাদেশ নৌবাহিনীসহ দিবসটি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর দিবসটির প্রতিপাদ্য-‘Seabed Mapping: Enabling Ocean Action’-যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি।  

বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদকে আরো কার্যকরভাবে ব্যবহারে বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার হাইড্রোগ্রাফিক জরিপ, চার্ট প্রস্তুত, সকল দেশি ও বিদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য-উপাত্ত বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন (UNCLOS) অনুযায়ী, আমাদের মহীসোপান অঞ্চল নির্ধারণ এবং সুনীল অর্থনীতি বিকাশে হাইড্রোগ্রাফিক বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমাদের সামরিক ও নৌ-নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাইড্রোগ্রাফি বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরো সক্রিয় ভূমিকা পালন করবে। 

বাংলাদেশের অর্থনীতির ভিতকে আরো মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। আমাদের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরো পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করার জন্য দেশের হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আমি আহ্বান জানাই। 

আমি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”

#

আশরোফা/ফাতেমা/রমজান/আলী/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

2025-06-20-15-05-39779665540945dcacd07002cbf31eae.docx