তথ্যবিবরণী নম্বর: ৩১১৭
টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছে। আজ উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরো দুই তরুণ।
নিহত দু’জন হলো কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দু’জন হলো ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ায় এবং ভিডিও বানাতে শুরু করে। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলো। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস এন্টেনার তারে জড়িয়ে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মিয়া নামের একজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তারেক মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সম্পূর্ণ বেআইনি। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। এ কারণে ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য রেল কর্তৃপক্ষ বরাবরই সতর্কতামূলক নির্দেশনা জারি করে থাকে। তথাপি অতি উৎসাহী কতিপয় যাত্রী অবৈধভাবে ছাদে ভ্রমণের চেষ্টা করে থাকে। এতে প্রায়ই প্রাণহানি ঘটে। ভবিষ্যতে যেন কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ না করে সে ব্যাপারে রেল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।
#
রেজাউল/পবন/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/২০৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১১৬
বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে
-- উপদেষ্টা মাহফুজ আলম
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে। আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহিদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।
মাহফুজ আলম বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহিদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহিদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহিদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।
#
মামুন/পবন/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/১৭৪৬ ঘণ্টা
তথ্যববিরণী নম্বর: ৩১১৫
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
অস্ট্রেলিয়া, ১৯ চৈত্র (২ এপ্রিল):
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন আজ সেদেশে ক্যানবেরার সরকারি ভবনে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসি-এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গর্ভনর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারি গেরাল্ড মার্টিন
এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র্রমন্ত্রীর প্রতিনিধি ক্যাটরিনা কুপার, হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
এসময় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলি আলোচনা হয়।
গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পূর্বে এফ এম বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
#
ক্যানবেরা হাইকমিশন/পবন/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/১৭২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১১৪
দ্রুততম সময়ের মধ্যে থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে
-- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):
জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর ছয়টি থানা (খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা ভাড়া ভবনে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে একদিকে যেমন জনগণের সমস্যা হচ্ছে, অন্যদিকে থানাগুলোও কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারছে না। তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব থানাগুলোকে নিজস্ব জায়গায় ভবন নির্মাণপূর্বক স্থানান্তরের চেষ্টা করছি। ভালো জায়গায় থানা হলে জনগণের যেমন সুবিধা হবে, তেমনি থানাগুলো আরো সক্রিয় হবে ও কার্যক্রম চালাতে সুবিধা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি। এ ধরনের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, যা আরো উন্নতির অবকাশ রয়েছে। এটাকে ক্রমান্বয়ে আরো ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সবাই কিন্তু ছুটিতে আছে। একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। জনগণের জানমাল রক্ষা-সহ সার্বিক নিরাপত্তা বিধানে তারা নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, সাধারণ জনগণ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সক্রিয় রয়েছে।
এসময় উপদেষ্টা আরো জানান, কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো সন্ত্রাসী ও অপরাধী ছাড় না পায়। যারা দুষ্কৃতকারী তাদের কোনো ছাড় দেয়া হবে না।
#
ফয়সল/পবন/নোবেল/সঞ্জীব/কানাই/২০২৫/১৬০৫ ঘণ্টা