তথ্যবিবরণী নম্বর: ৬৭
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ প্রয়োজন
---শারমীন এস মুরশিদ
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন।
উপদেষ্টা আজ ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ।
বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম ‘লোক নাট্যদল’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪৪ বছরে এই নাট্য দলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে। তিনি বলেন, আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে।
শারমীন এস মুরশিদ আরো বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়, সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
#
রফিকুল/মাহবুব/মোশারফ/আব্বাস/২০২৫/২২৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬৬
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা
- ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম, ২২ আষাঢ় (৬ জুলাই):
ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা।
আজ চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।
হাদিসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।
ড. খালিদ বলেন, আমাদের সকলের উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা। তিনি এতিম শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক নইম কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মাহবুব/মোশারফ/শামীম/২০২৫/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬৫
সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে দেশ একজন গুণী মানুষকে হারালো।
উল্লেখ্য, অধ্যাপক মাহমুদা বেগম আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
#
মামুন/মাহবুব/মোশারফ/আব্বাস/২০২৫/২০৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬৪
ভৈরবে মোবাইল কোর্ট : ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
ভৈরব (কিশোরগঞ্জ), ২২ আষাঢ় (৬ জুলাই):
আজ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ভৈরব থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
#
দীপংকর/মাহবুব/মোশারফ/শামীম/২০২৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬৩
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের
- মৎস্য উপদেষ্টা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ), ২২ আষাঢ় (৬ জুলাই):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানেই থাকবেন। জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের-এটা আর কারো হতে পারে না। যথাযথভাবে পুকুর খনন করে তাতে মাছের পোনা ছাড়া গেলে শুধু নিজেদের চাহিদা পূরণ নয়, বরং দেশের অন্যান্য এলাকাতেও মাছের চাহিদা মেটানো সম্ভব।
উপদেষ্টা আজ নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এ ধরনের প্রকল্প অত্যন্ত জরুরি। প্রকল্পের সফলতা নির্ভর করে প্রকৃতপক্ষে কতজন মানুষ এর সুফল পেয়েছেন তার ওপর। এ প্রকল্পকে দীর্ঘ মেয়াদি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হেমায়েত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, জয়সাগর দীঘি সুফলভোগীদের পক্ষে মোঃ বাকি বিল্লাহ, মাধবগাড়া পুকুর সুফলভোগীদের পক্ষে মায়া রাণী, জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সেলের কেন্দ্রীয় সদস্য হুযাইফা সম্রাট রাব্বি।
এর আগে উপদেষ্টা নিমগাছিতে অবস্থিত জয়সাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন এবং নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থাপিত মৎস্য হ্যাচারি পরিদর্শন করেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে পাবনা এবং সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্হাপনা প্রকল্পটি চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭৭৯টি পুকুরে ১০ হাজার ৫০০ জন সুফলভোগী রয়েছে।
#
মামুন/মাহবুব/মোশারফ/রেজাউল/২০২৫/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৪ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মাহবুব/মোশারফ/শামীম/২০২৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬১
গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে
-প্রাণিসম্পদ উপদেষ্টা
শাহজাদপুর, ২২ আষাঢ় (৬ জুলাই):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে। তিনি বলেন, এই দুটি রোগ গবাদি পশুর জন্য অত্যন্ত মারাত্মক এবং ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সেজন্য সঠিক পরিকল্পনা ও টিকাদান কার্যক্রমের মাধ্যমে রোগ নির্মূলের চেষ্টা করতে হবে।
উপদেষ্টা আজ সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানার সম্মেলনকক্ষে জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আগামী কোরবানিতে কেউ যেন বলতে না পারে এলএসডির কারণে কোরবানির পশুর চামড়া ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। এজন্য কর্মকর্তা- কর্মচারীদেরকে খামারিদের দ্বারে গিয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ। এসব জেলার গবাদিপশু এফএমডি ও এলএসডিমুক্ত ঘোষণা করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
এসময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: হেমায়েত হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, এলডিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, এলডিডিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ গোলাম রব্বানী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হকসহ বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ও ভেটেরিনারি ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মামুন/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬০
জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোনো দিন ভুলবে না
-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোনো দিন ভুলবে না। তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নারায়ণগঞ্জের নয়ামাটিতে জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আজ এসব কথা জানান।
এ সময় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রবিউল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামীমা ফেরদৌস, নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জুলাই কন্যারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জুলাই মাস জুড়ে গণ-অভ্যুত্থানে শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ নেয়ার পাশাপাশি শহিদ পরিবারের পাশে থাকার বিষয়টি আশ্বস্ত করেন। জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগে তাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি দেশের নারী ও শিশুরা যাতে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে সমাজকে পুনর্গঠন করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা শারমিন মুরশিদ। উপদেষ্টা শারমীন মুরশিদ পরে সিদ্ধিরগঞ্জে নিহত নারী সুমাইয়ার বাড়ি গিয়ে পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।
#
রফিকুল/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৯
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না
-স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা আজ রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সম্প্রতি কিছু এলাকায় মব সহিংসতার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। তিনি বলেন, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এখন মিডিয়া ও তথ্য প্রযুক্তির কল্যাণে এ জাতীয় অপরাধের তথ্য দ্রুত পাওয়া যাচ্ছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সম্পর্কে লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের জনবলের ঘাটতি রয়েছে। দেশে যেহেতু শিল্প ও কলকারখানার সংখ্যা দিনদিন বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে সরকার ইতোমধ্যে কাজ করছে বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে প্রস্তুত থাকতে হয়। তিনি বলেন, আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করে যাবে।
এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
ফয়সল/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৫৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৮
সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোকপ্রকাশ
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
উপদেষ্টা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারানোর পাশাপাশি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে হারিয়েছি। আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
#
রফিকুল/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৭
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই
-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই। সকলের সহযোগিতায় জঙ্গি তৎপরতা নির্মূল করা সম্ভব হয়েছে৷ এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপদেষ্টা আজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
মালয়েশিয়ায় বাংলাদেশীদের জঙ্গি ট্যাগ দেয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি না। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছে সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সাথে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই।
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। তিনি বলেন, কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফলমূল ও শাক-সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। উপদেষ্টা এসময় জানান, যেহেতু আমাদের দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ রয়েছে সেটিকে আরো বড় করার পরিকল্পনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের যে নতুন এক্সপোর্ট টার্মিনাল করা হচ্ছে সেখানে যদি কোনো মালামাল বা পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে সঙ্গে সঙ্গে এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে। তিনি বলেন, আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
#
ফয়সল/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে
-শারমীন এস মুরশিদ
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে। শহিদ পরিবারের সদস্যদের কল্যাণে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের শিক্ষা সহায়তায় এবং আহতদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে। জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করতে এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না।
ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় শারমীন এস মুরশিদ এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা তৈরি করা কঠিন হলেও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের মাধ্যেমে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আহত এবং শহিদ পরিবারের সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে এক ছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ফারহানা শারমিন ইমুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান, জুলাই শহিদ তাহির জামান প্রিয়'র মা সামসি জামান আরা কলি, জুলাই যোদ্ধা উমামা ফাতেমা ও ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশলী আবদুল আউয়ালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।
#
রফিকুল/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/শফিক/২০২৫/১১১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৫৫
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে
স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা
১০ জুলাইয়ের মধ্যে আবেদন আহ্বান
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতায় দলীয়ভাবে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত অন্য যে কোনো ধারণা সম্ভাব্য আইডিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে।
২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।
#
সুরাইয়া/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১০৩০ ঘণ্ট
তথ্যবিবরণী নম্বর : ২
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২২ আষাঢ় (৬ জুলাই):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
স্থানীয় সরকার বিভাগ আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী তরুণরা দলীয়ভাবে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে ১০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য www.lgd.gov.bd-এ পাওয়া যাবে। -স্থানীয় সরকার বিভাগ
#
শফিকুর/ফাতেমা/মিতু/রমজান/সুবর্ণা/শফিক/২০২৫/১০৩০ ঘণ্টা