Handout Number: 3903
Initiative has been taken to clean up the Dhaka's Ramchandrapur canal sustainably
-- Syeda Rizwana Hasan
Dhaka, June 21:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Water Resources and the Ministry of Environment, Forest and Climate Change, has said that a sustainable cleaning initiative has been taken for the Ramchandrapur Canal in Dhaka.
Adviser said, ‘We must save this canal because it is considered the lifeline of this area. However, it had become severely polluted due to indiscriminate human waste dumping. Now, through a volunteer organization, we have begun the process of cleaning and clean up this canal. We hope that in the near future, clean water will once again flow through this canal.’
The Adviser made these remarks while responding to journalists after visiting the Ramchandrapur Canal cleaning activities in Adabor, Dhaka, today.
Rizwana Hasan further added, ‘A plan is being formulated to ensure that this cleaning initiative is sustainable. The involvement of the local community is crucial, and we must continue this work for at least one year with their participation so that people can see how a well-maintained canal can look.’ She emphasized that showcasing a clean and beautiful canal will inspire people to protect it.
‘If we do not involve the local community, the initiative will never be sustainable. We must ensure that household waste is not dumped into the canal. For this reason, dustbins have been provided to the local residents to dispose of their waste properly,’ said Adviser Rizwana Hasan. She added that similar cleaning work has also begun for the Shubhadya canal. ‘Public awareness is essential. Just because no one comes to collect your waste doesn’t mean you should dump it into the canal. We must not allow that to happen anymore,’ she stressed.
‘For now, the initiative has started with cleaning efforts,’ Adviser said.
Adviser Rizwana Hasan further noted that to revive the Ramchandrapur Canal, a comprehensive and integrated project will be taken that includes bank protection, dredging, solid waste management, sewage management, and beautification.
Mohammad Ejaz, Administrator of Dhaka North City Corporation, was present at the event.
It is worth mentioning that this clean up initiative for the Ramchandrapur Canal is being implemented by the volunteer organization ‘Footstep Bangladesh’ with financial support from IDLC, and Dhaka North City Corporation is providing logistical support, including the use of excavators.
#
Mamun/Mehedi/Mosharof/Salim/2025/2240 Hours
তথ্যবিবরণী নম্বর: ৩৯০২
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইস্তানবুল (তুরস্ক), ২১ জুন:
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
আজ তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে বক্তৃতাকালে এ আহ্বান জানান উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসরাইলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে’। তিনি অবিলম্বে এ ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা এবং ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধেরও আহ্বান জানান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এবং আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।’
পররাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে রোহিঙ্গা সমস্যা তুলে ধরেন। আইসিজেতে ওআইসির আইনি উদ্যোগ এবং ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজেতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলামভীতি মোকাবিলায় আরো বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখার জন্য ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা । তিনি বলেন, ‘বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচিত ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা।’
সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উটামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদভ বাখতিয়র ওদিলোভিচ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর সঙ্গে পৃথক বৈঠক করেন।
ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। সকালে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বিকালে ইরানের উপর ইসরাইলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
#
কামরুল/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৫/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯০১
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ১১ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫১০ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৫/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯০০
পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার
টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, মালিকের ৩ মাসের কারাদণ্ড
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গী এলাকার তিলারগাতী ও সাতাইশ এলাকায় আজ এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অভিযানকালে মোট সাতটি কারখানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পিপি (পলিপ্রোপিলিন) দানা জব্দ করা হয়। এসব পণ্য পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত কারখানাগুলোর মধ্যে অন্যতম ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরো দু’টি কারখানায় তল্লাশি চালানো হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
#
দীপংকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/সেলিম/২০২৫/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৯৯
শিশুশ্রম নিরসনরোধে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন
- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশু তথা নতুন প্রজন্ম দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। শিশুশ্রম নিরসনরোধে শিশুর পরিবার, সমাজ, মিডিয়া, শিল্পপতি ও রাষ্ট্র-সহ সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৯৫৯ সালে জাতিসংঘে শিশু অধিকার সনদ ঘোষণা করা হয়, যা চারটি ভাগে বিভক্ত। বর্তমানে বাংলাদেশের আইনে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের দেশে দিন দিন শিশুশ্রমিক বৃদ্ধি পাচ্ছে।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের শিশুশ্রম-এর অবস্থান শীর্ষক এ সমীক্ষায় শিশুশ্রমের যে কারণগুলো দেখানো হয়েছে তার মধ্যে চরম দারিদ্র্য, শিক্ষার অভাব, পরিবারের অস্বচ্ছলতা, পিতৃবিয়োগ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আইএলও’র জরিপ মতে, কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে ৪৫ ধরনের, তার মধ্যে শিশুরা ৪১টি কাজে অংশগ্রহণ করে থাকে। যারা গৃহপরিচালিকার কাজ করে তাদের বয়স ১৬ বছরের নিচে। ইউনিসেফের তথ্যমতে, গৃহপরিচালিকার ৮৬ শতাংশই মেয়ে।
শারমীন এস মুরশিদ বলেন, ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পথশিশুদের পরিসংখ্যানের কাজ শুরু হয়েছে। তাদের ডাটাবেজ তৈরি করে যোগ্যতা অনুযায়ী কর্মমুখী জায়গায় আনা হবে। সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা পারে শিশুশ্রম বন্ধ করতে।
অনুষ্ঠানে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ২০২৫ উপলক্ষ্যে ‘শিশুশ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয়, সমাজের’ শীর্ষক ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উপদেষ্টা চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার চেক ও রানারআপ দলকে ৩০ হাজার টাকার চেক-সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, বাংলাদেশস্থ আইএলও অফিসের শ্রম প্রশাসন বিভাগের প্রধান নীরান রামজুঠান বক্তৃতা করেন।
#
রফিকুল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০০৫ ঘণ্টা
Handout Number: 3898
Government Takes a Tough Stance Against Polythene Production
Polythene Seized in Taskforce Drive, Factory Owner Sentenced to Three Months
Dhaka, June 21:
The government has adopted a strict stance against the illegal production of banned polythene. A special taskforce operation, led by the Department of Environment, was conducted today in the Tilarghati and Sataish areas of Tongi, Gazipur, targeting unauthorized polythene production and distribution units.
The operation was headed by Executive Magistrates Md. Saiduzzaman Himu and Ishtiaq Ahmed. Members of the armed forces, police, Border Guard Bangladesh (BGB), Ansar, and officials from the Department of Environment actively participated in the raid.
Simultaneous drives were carried out in seven separate factories during the operation. A total of 2,400 kilograms of banned polythene and polypropylene (PP) granules-used as raw materials for polythene production were seized. These confiscated materials have been placed under the custody of the Deputy Director (DD) of the Department of Environment.
Among the factories raided, the owner of ‘Rafi Enterprise’, Nazrul Islam, was sentenced to three months’ imprisonment by a mobile court for violating environmental regulations. Other establishments raided include ‘Bhai Bhai Poly Packaging’, ‘Mayer Doa Packaging’, ‘Natex Thread & Trim’, and ‘Zonayed Packaging’, along with two additional packaging units.
The Department of Environment has initiated legal proceedings to file regular cases against three of the identified factories. It has confirmed that appropriate legal action is being taken in this regard.
The Department reaffirmed that nationwide operations against illegal polythene production and distribution will continue and that strict actions will be taken in the future to ensure the protection of the environment.
#
Dipankar/Mehedi/Ferdows/Sanjib/Konok/Salim/2025/1940 Hours
তথ্যবিবরণী নম্বর: ৩৮৯৭
সমুদ্র ও নাব্য জলপথের হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়ন নিশ্চিত করা হবে
- নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমুদ্র ও নাব্য জলপথের উন্নয়নে হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়নে আধুনিক পদ্ধতি ও অভিন্ন মান নিশ্চিত করা হবে।
আজ রাজধানীর বিজয় সরণীর মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ-এর উদ্যোগে ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে উপদেষ্টা একথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, জলবায়ু অভিযোজন, নিরাপদ নৌপরিবহন, ব্লু ইকোনোমি ও টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা জরুরি। তিনি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশে চারটি সমুদ্রবন্দর যার মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর (মাতারবাড়ী) ও ৫৪টি অভ্যন্তরীণ নৌবন্দর রয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া ফিশারি পোর্ট প্রকল্প নির্মাণের প্রস্তাব পেলে সরকার তা বাস্তবায়ন করার উদ্যোগ নেবে।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, দেশের সমুদ্র এলাকার হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা ও এ সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে।
সেমিনারে বক্তারা পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও কর্ণফুলী টানেলের মতো মেগাপ্রকল্প বাস্তবায়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বায়ত্তশাসিত ডুবোযান ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল ম্যাপিং ত্বরান্বিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান, জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
আরিফ/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৯৬
ঢাকার রামচন্দ্রপুর খালটিকে টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে
- পানি সম্পদ উপদেষ্টা
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার রামচন্দ্রপুর খালটিকে টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ খালটিকে আমাদের বাঁচাতে হবে কারণ খালটিকে এ এলাকার প্রাণ বলা যায়। কিন্তু খালটি বর্জ্যে চরমভাবে দূষিত হয়ে পড়েছিল। এখন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এটিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্তকরণের কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি, পরিষ্কার-পরিচ্ছন্নকরণের মাধ্যমে এ খালে স্বচ্ছ পানি প্রবাহিত হবে।
উপদেষ্টা আজ ঢাকার আদাবরে রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্নকরণের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্নকরণের কাজ যাতে টেকসই হয় সেজন্য নতুন কর্ম-পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্তত আগামী এক বছর স্থানীয় মানুষকে অন্তর্ভুক্ত করে এ কাজটা অব্যাহত রাখতে হবে যাতে একটা খাল সুন্দর হলে কেমন হয় এটাও মানুষ দেখতে পারে। তিনি বলেন, খালের সৌন্দর্য দেখলে মানুষের মধ্যে খালটিকে রক্ষা করার ইচ্ছা জাগবে। আর স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনো টেকসই হবে না।
উপদেষ্টা আরো বলেন, এই খালে যেন আর কেউ বিশেষ করে বাসা-বাড়ির বর্জ্য ফেলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এজন্য স্থানীয় জনগণকে এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে তারা যেন ডাস্টবিনে ময়লা ফেলে। রামচন্দ্রপুর খালকে যদি বাঁচাতে হয় তবে খালটির পাড় বাঁধাই, খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধন এসব অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করতে হবে।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইডিএলসি-এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ফুটস্টেপ রামচন্দ্রপুর খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক্সেবেটর-সহ লজিস্টিকস সহযোগিতা প্রদান করছে।
#
মামুন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৯৫
মৎস চাষে প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারিত হলে দেশে মাছের সংকট থাকবে না
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ময়মনসিংহ, ৭ আষাঢ় (২১ জুন):
বিজ্ঞানীদেরকে জাতির মূল্যবান সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মৎস চাষে প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারিত হলে দেশে মাছের সংকট থাকবে না। বিজ্ঞানীদের এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা সাধারণ মানুষের বোধগম্য হবে এবং উপকারিতা জনগণ সরাসরি বুঝতে পারবে। তিনি বলেন, তারা যেন তাদের মেধা দিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে, গবেষণায় আরো মনোনিবেশ করতে পারে—সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।
উপদেষ্টা আজ ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফরিদা আক্তার বলেন, ছোটোমাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বিএফআরআইকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ, বিএফআরআই এবং মৎস্য অধিদপ্তরকে অভিন্ন লক্ষ্যে আন্তঃসমন্বয় করে কাজ করতে হবে। তবেই বাংলাদেশের মৎস্য সম্পদের গুণগত পরিবর্তন সম্ভব।
উপদেষ্টা আরো বলেন, কৃষি কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক হাওর এলাকার মাছের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কীটনাশক নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলোর কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাওর অঞ্চলে কীটনাশক ব্যবহার উল্লেখযোগ্য হারে কমবে। ফলে জলজ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছ শনাক্তে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রজাতিগুলোকে লাল (বিপন্ন), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সাধারণ (নিরাপদ) শ্রেণিতে ভাগ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে মাছের সংকট নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে। সফল হলে তা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে একটি বড় মাইলফলক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণাকে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআইয়ের মধ্যে সমন্বয় জরুরি।
বিএফআরআইয়ের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিএফআরআইয়ের বিজ্ঞানীরা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা এবং মৎস্য খামারিরা এসময় উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাদু পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ গবেষণা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
এসময় উপদেষ্টা বিএফআরআইয়ের গবেষণা মাঠের ঘারুয়া, রাণী, মহাশোল, দেশী স্বঁরপুটি, ভাগনা, গুলশা, পাবদা, টেংরা, বাটা, বিএফআরআই তেলাপিয়া, বটমক্লিন সিস্টেম (পাবদা ও মাগুর), গুড়া চিংড়ি, কুচিয়া, কার্প রেণু হ্যাচারি এবং মুক্তা ল্যাব পরিদর্শন করেন।
#
মামুন/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৩৪০ ঘন্টা
তথ্যবিবরণ নম্বর: ৩৮৯৪
বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার
— সৈয়দা রিজওয়ানা হাসান
ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপদেষ্টা আজ রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বাড়বে এবং জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে। তিনি আরো বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরো সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব। উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক স্থান নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন ।
পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/ফাতেমা/রমজান/আলী/শফিক/২০২৫/১৩৪০ ঘন্টা