Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৫

তথ্যবিবরণী ০২ জুলাই ২০২৫

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৭

 

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার

 

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

 

উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় আজ এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগে কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়।

 

অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবন-সহ একাধিক স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি দখলকৃত বনভূমিতে দুইটি গেট-সহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা। দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়। বনভূমি রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

 

উপকূলীয় বন বিভাগ সদরের সহকারী বন সংরক্ষক, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

 

দখলদারদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

#

 

দীপংকর/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৫/২১৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৬ 

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো দ্বিমত নেই

                                           - অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন ও কাঠামো এবং এর এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। 

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে। কমিশনের সহ-সভাপতি জানান এ বিষয়েও আজকের আলোচনায় উল্লেখযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ঐকমত্য হয়েছে। আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন (যদি ইতোমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে) এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা। 

দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রতি আদমশুমারী বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা ১ এর (গ) এর শেষে উল্লেখিত ‘এবং’ শব্দটির পর 'আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান" যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন ২০২১, যা ২০২৫ সালে সংশোধিত হয়েছে, তার ৮(৩) সঙ্গে যুক্ত করে ঐ কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় আবারও কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

#

পবন/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৯৪০ঘণ্টা

 

 

Handout                                                                                                           Number: 25

 

Mobile Court Fines Three Institutions at Aftabnagar for Air Pollution
 

Dhaka, 2 July 2025:

            The Ministry of Environment, Forest and Climate Change conducted a mobile court in B-Block of Aftabnagar area in Dhaka Metropolitan City today for causing air pollution by dumping construction materials openly on public roads.

            The mobile court was led by Jesmin Nahar, Deputy Secretary and Executive Magistrate of the Ministry. Prosecution was conducted by Md. Monir Uddin Ahmad, Inspector of the Department of Environment, Dhaka Metropolitan Office. Upon evidence of violation of Rule 11(g) of the Air Pollution (Control) Rules, 2022, three individuals from three institutions were fined a total of BDT 15,000, which was duly realized on the spot.

            The violators were also cautioned to refrain from causing such environmental hazards in the future. The Department of Environment will continue such enforcement drives regularly.

#

Dipankar/Mahmudul/Rafiqul/Konok/Joynul/2025/1900hours 

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জন মৃত্যুবরণ করেছেন। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৩ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

রিজওয়ানুর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৭৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৩

­­­

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষায় ১ জন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল

 

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী অন্যের মিথ্যা পরিচয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী ১৩০০৯৩৭২ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তীতে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

আয়শা/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২২

আফতাবনগরে নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ, মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

          ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে আজ পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করে।

           মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরউদ্দিন আহাম্মদ।

          ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

          এছাড়া ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

#

দীপংকর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৭৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২১

 

প্রকল্প পরিচালক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে

                                                --- কৃষি উপদেষ্টা

 

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

          কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রকল্প পরিচালক নিয়োগের জন্য অনেক কর্মকর্তা নানা উপায়ে তদবির করেন। যে কোনো ধরণের তদবির অযোগ্যতা হিসেবে ধরা হবে। প্রকল্প পরিচালক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

          উপদেষ্টা আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          উপদেষ্টা তাঁর বক্তব্যে টপ সয়েল রক্ষা, সারের ব্যবহার কমানো, কৃষি জমি নষ্ট করে স্থাপনা নির্মাণ না করা, প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি না করা-সহ বিবিধ বিষয়ে প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন।

          সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সভাপতিত্ব করেন। সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাল আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি। সরকার চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে আনতে। গণমাধ্যমের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি। দুর্নীতি দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুর্নীতির লাগাম এখনো পুরোপুরি টেনে ধরা না গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

          কৃষিভিত্তিক প্রকল্প নিয়ে উপদেষ্টা বলেন, জুন মাসে যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে কৃষকরা কতটা উপকৃত হবেন তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন, পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো ভিত্তিক সংরক্ষণাগার ও মৌসুমি সবজি সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ, বীজ আলু সংরক্ষণে পৃথক কোল্ড স্টোরেজ নির্মাণ  নিয়েও কাজ চলছে।

#

 

জাকির/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ২০

৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল

পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে প্রদানের সুপারিশ

                            -নৌপরিবহন উপদেষ্টা

 

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই): 

          আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

          উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করবে। আন্তর্জাতিকমানের অপারেটর নিয়োগ হলে বন্দরের গতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাসের সময় কমে আসবে এবং বিশ্বের বড় বড় জাহাজ বন্দরে ভিড়বে। নতুন নৌ রুট তৈরি হবে, জাহাজ ভাড়া কমে আসবে। বন্দরে বার্ষিক ১৫ থেকে ২০ শতাংশ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাবে।তবে এক্ষেত্রে যারা বর্তমানে কর্মরত আছেন তাদের চাকরির কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে ইতোপূর্বে যারা টার্মিনাল অপারেট করেছে বাংলাদেশ নৌবাহিনী তাদের থেকেও সহযোগিতা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

          দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কোম্পানির সাথে অদ্যাবধি কোনো চুক্তি সম্পাদিত হয়নি। বর্তমান সরকার কখনোই দেশ বিরোধী কোনো চুক্তি করবে না মর্মে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন,  দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের জীবনমানোন্নয়নে সরকার সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করছে।

          তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা আনা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করছে। দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সাথেও এনসিটি টার্মিনাল পরিচালনা বিষয়ে প্রাথমিকভাবে আলাপ আলোচনা চলছে এবং তারা কেবল সিপিএ’র অধীনে বিশ্বের উন্নত অন্যান্য বন্দরের ন্যায় চুক্তির মাধ্যমে নির্ধারিত মেয়াদে চট্টগ্রাম বন্দরেও কার্যক্রম পরিচালনা করবে। সার্বিক কর্তৃত্ব চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে থাকবে বলে উপদেষ্টা উল্লেখ করেন। এ সময় উপদেষ্টা সাইফ পাওয়ারটেকের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে বলে জানান। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

#

আরিফ/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/তানভীর/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১৫৪৩ঘন্টা

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৯

পাহাড়ি ফল সুস্বাদু এবং অর্গানিক খাদ্যের ভবিষ্যত প্রতিচ্ছবি

                                                    

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):  

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়ি ফল সুস্বাদু এবং অর্গানিক খাদ্যের ভবিষ্যত প্রতিচ্ছবি। তিনি বলেন, পাহাড়ি ফল মেলার এবারের আয়োজন কেবল একটি প্রদর্শনী নয় বরং পাহাড়ের মাটির ঘ্রাণ, নারীর শ্রম, আর প্রাকৃতিক ঐশ্বর্যের অপূর্ব সম্মিলন।

          রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে গতকাল পাহাড়ি ফল মেলার পাঁচ দিনব্যাপী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা আরো বলেন, রাজধানীর ব্যস্ত ও যান্ত্রিক জীবনের সুস্থতার কথা মাথায় রেখে এবারের পাহাড়ি ফল মেলা সাজানো হয়েছে। রাজধানীতে একটি ফল ‘হাব’ তৈরি করতে পারলে ঢাকাবাসী সরাসরি পাহাড়ি ফলের স্বাদ পাবে। পাহাড়ি নারীরা অর্গানিক ফল চাষে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন এবং সরকার তাঁদের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের গবেষণায় বর্তমানে পাহাড়ে বছরে দুইবার ফল উৎপাদন সম্ভব হচ্ছে, যা বৈপ্লবিক অগ্রগতি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

            মেলায় পাহাড়ি নারীদের চাষকৃত অর্গানিক ফলের মধ্যে রয়েছে আড়াই কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম, চিয়াংমাই আম, রাম্বুটান, প্যাশন ফ্রুট, বিদেশি পেঁপে, পাহাড়ি আনারস, কাঁঠাল, আম ও কলা।

          পাহাড়ি ফল মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।  

          মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। পাহাড়ি ফলমেলা ৫ জুলাই পর্যন্ত প্র্রতিদিন সকাল ৯টা থেকে রাত ০৮টা পর্যন্ত চলবে।

#

 রেজুয়ান/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/তানভীর/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১২৩৫ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১৮

­­­

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ এর আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

 

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন আজ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর শ্রম ভবনে আজ এ সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান।

শ্রম সচিব বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এ আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬,১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪,৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭ এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরো অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।

শ্রম সচিব আরো বলেন টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে। এ সেবার মাধ্যমে শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

ডাইফের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

#

মালেক/তৌহিদ/মেহেদী/মিতু/তানভীর/রমজান/শফিক/২০২৫/১৬০০ ঘণ্টা

 

 

.তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৭

জুলাইয়ের মাঝামাঝি জুলাই সনদ প্রনয়ণের প্রত্যাশা করি

                                         - অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলের সহযোগিতা থাকলে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ প্রনয়ণের প্রত্যাশা করি।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, এক বছর আগে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। এক বছর পর এখন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একতাবদ্ধ হয়ে আলোচনা করছি। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মান করতে আমরা সমবেত হয়েছি যেন রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়। আর যেন কেউ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার না হয়। জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনকে জনগণের সাফল্য উল্লেখ করে তিনি আরো বলেন, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এ সফলতার সুরক্ষা নিশ্চিত করতে হবে।

          জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্র্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা শুরুতে জুলাই অভ্যূত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

#

 

পবন/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/তানভীর/রমজান/শফিক/২০২৫/১৩৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৬

পাট খাতের উন্নয়নে সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প কর্মসূচির উদ্বোধন

ঢাকা : ১৮ আষাঢ় (২ জুলাই):  

          বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে পাট খাতের উন্নয়নে সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় স্টেট অব দ্যা ইন্ডাস্ট্রি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

          ওয়েবিনারটি বাস্তবায়নে সহযোগিতা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ WTO ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। ওয়েবিনারে পাটখাতভিত্তিক উদ্যোক্তা, রপ্তানিকারক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।

          পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাট পণ্যে বৈচিত্র্য আনয়ন, টেকসই মান সংরক্ষণ, পাটপণ্যের ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিই এ কর্মসূচির লক্ষ্য। জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদে এ কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওয়ান-টু-ওয়ান মেন্টরিং এবং একটি তিন দিনের ব্যবহারিক কর্মশালা অন্তর্ভুক্ত রয়েছে।

          বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ প্রধান ও EIF এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, EIF-এর প্রতিনিধিবৃন্দ, ITC-এর প্রকল্প সমন্বয়কারী ডুক ড্যাং এবং আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ টারা মুলহেয়ার উপস্থিত ছিলেন।

#

কামাল/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/৮৪০ ঘণ্টা
 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৫

১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকার অনুদান

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):  

          তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থবছরে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকার অনুদান দিয়েছে। প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

          মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ হলো : রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ The Time Keeper, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা এবং জুঁই।

          মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ হলো : মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

          প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তসাপেক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান প্রদান করা হবে।

#

মামুন/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/মেহেদী/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/৯০৫ ঘণ্টা

 

 

2025-07-02-16-26-2836ac4b11ad67bd84159af0de44e907.docx