তথ্যবিবরণী নম্বর: ৩৬১৭
তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি
-- যুব ও ক্রীড়া উপদেষ্টা
সাভার (ঢাকা), ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এদেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।
যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭ শ’ জন যুব ও যুবনারীর অংশগ্রহণে আজ ঢাকার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে। সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো ট্রেনিং মডিউল প্রস্তুত করা হচ্ছে। নতুন নতুন AI (Artificial Intelligence) প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেয়া হয়েছে। এই নীতিমালাকে সময়ের চাহিদা অনুযায়ী করতে কাজ করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা হয়েছে।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ সম্পর্কে যুব ও যুব নারীদের অবহিতকরণ, প্রশিক্ষিত যুব ও যুবনারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলবন্ধন সৃষ্টি ও তাদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে প্রতি বছর এ ইনস্টিটিউট যুব সমাবেশ পালন করে আসছে।
#
নূর আলম/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৬১৬
‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে বিসিএস (কর) এবং
বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার কর্মকর্তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করা হবে
--- অর্থ উপদেষ্টা
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরের সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সদস্যবৃন্দ এবং বিসিএস (কর) ক্যাডার এবং বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিদের সাথে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এফসিএমএ মোঃ আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
আলোচনায় ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি, বিসিএস (কর) ক্যাডার এবং বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য এবং মতামত তুলে ধরেন। জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ, পরামর্শ এবং মতামত গুরুত্বসহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে বিবেচনা করা হবে মর্মে অর্থ উপদেষ্টা আশ্বাস প্রদান করেন।
#
গাজী তৌহিদুল/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
Handout Number: 3615
Norwegian State Secretary meets Environment Adviser
Dhaka, 20 May 2025:
A high-level Norwegian delegation, led by Stine Renate Håheim, State Secretary to the Minister of International Development at the Norwegian Ministry of Foreign Affairs, held a meeting today with Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Environment, Forest and Climate Change of Bangladesh, at the Bangladesh Secretariat.
Senior officials from the Norwegian Embassy, including Senior Advisers Gunhild Eriksen and Kristin Lunden, as well as Ambassador Arne Harald Gulbradsen, were also present at the meeting.
The discussions focused on bilateral cooperation in areas such as climate crisis response, renewable energy, forest conservation, and sustainable development. The Norwegian delegation praised Bangladesh’s ambitious renewable energy policies.
Syeda Rizwana Hasan emphasized the Ministry’s role in ensuring equitable climate finance distribution and implementing adaptation projects, especially for providing safe drinking water to communities affected by salinity and floods. Regarding forest and river conservation, she stated, “We are committed to protecting Bangladesh’s rivers and forests. A significant portion of the climate fund is being allocated to these areas, with a focus on land restoration and afforestation to restore ecological balance. She also highlighted progress in the initiative to build small cold storages for farmers.
The Adviser expressed deep concern over environmental and human rights issues in the shipbreaking industry, citing persistent problems in worker safety, waste management, and pollution. She stressed that without reforms aligned with international standards, this sector cannot be promoted as ‘green.’ The Norwegian side expressed interest in joint research and policy support on this issue.
The delegation also underscored the importance of investing in renewable energy and environmentally friendly projects in Bangladesh. Rizwana Hasan, in turn, highlighted the need to improve the investment climate through political stability and reduction of corruption.
Rizwana Hasan reiterated, Bangladesh’s priority in tackling the climate crisis is to protect vulnerable communities. We are working to safeguard our rivers and forests, but we will not compromise on environmental or human rights issues in sectors like shipbreaking.
State Secretary Stine Renate Håheim affirmed Norway’s strong support for Bangladesh’s progress in climate adaptation and renewable energy and expressed keen interest in collaborating for sustainable development. Both sides pledged to strengthen cooperation in addressing climate challenges, conserving forests, and promoting green industries.
#
Dipankar/Mahmudul/Mosharaf/Joynul/2025/1830 hour
তথ্যবিবরণী নম্বর : ৩৬১৪
১৫ বছর ধরে দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে
- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই গত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার সক্ষমতাও নষ্ট করা হয়েছে।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে প্রতিযোগিতা নীতি: সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ক্ষমতায় এসে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিটেন্স ও রপ্তানিতে সুদিন এসেছে। ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রেও সফলতা আসছে। তিনি বলেন, পনেরো বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমাদের ক্রনিজ (ঘনিষ্ঠ বন্ধু দল) তৈরি হয়েছে। সম্পদের অসম্ভব রকম অসম বণ্টন তৈরি হয়েছে এবং এ অসম বণ্টন এমন কিছু ক্রনিজ তৈরি করেছে যারা মার্কেটে নতুন প্রতিযোগীকে প্রবেশে বাধাগ্রস্ত করছে।
এসময় তিনি বলেন, অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ খুব বেশি সুফল পায়নি। দেশের মানুষ তাদের প্রত্যহিক জীবনে প্রতিযোগিতার সুফল দিতে হলে এ কমিশনকে সে জায়গায় নিয়ে যেতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতের তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে কম দামে পণ্য বিক্রি করে তাদের ধ্বংস করছে। প্রতিযোগিতা কমিশনকে দোষীদের শাস্তি দিতে হবে।
শেখ বশিরউদ্দীন বলেন, যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট-টাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ দরকার। ব্যবসায়ীদেরও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার চর্চা ও দেশের সম্পদের সুষ্ঠু বণ্টন করতে হবে।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান ও বাংলাদেশে ইউএনডিপির উপ আবাসিক প্রতিনিধি মিজ সোনালি দয়ারাত্নে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে ৫/৬টি প্রতিষ্ঠান একই উৎস থেকে পণ্য ক্রয় করে এবং বাজারজাত করে। তাদের খরচও মোটামুটি একই রকম হওয়ায় বাজারে খুব বেশি প্রতিযোগিতা দেখা যায় না। বর্তমান সরকার বাজারকে প্রতিযোগিতামূলক করতে পদক্ষেপ নিচ্ছে।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতা কমিশন শুধু কোম্পানিগুলোকে জরিমানা করে না, সুরক্ষাও দেয়। ছোট ছোট প্রতিষ্ঠান যারা বাজারে অসম প্রতিযোগিতায় পড়ছে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা কাজ করছি। গুটিকয়েক কোম্পানির সিন্ডিকেট ভেঙে সব কোম্পানিকে সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন কমিশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (আইন) ড. আফরোজা বিলকিস, ফরেন কমনওয়েলথ এন্ড ডেভলপমেন্ট অফিসের ইকনোমিক অ্যাডভাইজর ইসাম মোসাদ্দেক এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান।
#
কামাল/মাহমুদুল/মোশারফ/রেজাউল/২০২৫/১৭২৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬১৩
জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত ও মানবাধিকার বিষয়ে সংস্কার প্রয়োজন
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত ও মানবাধিকার সংক্রান্ত সমস্যার সংস্কার প্রয়োজন। তিনি বলেন, এই শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ উদ্বেগজনক। আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার ছাড়া এটিকে ‘সবুজ’ হিসেবে প্রচার করা যায় না।
বাংলাদেশ সচিবালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আজ নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর স্টেট সেক্রেটারি স্টাইন রেনাটে হাহেইমের নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠকে তিনি এসব কথা বলেন। এছাড়া, এ বৈঠকে নরওয়ের দূতাবাসের সিনিয়র উপদেষ্টা গানহিল্ড এরিকসেন, ক্রিস্টিন লুন্ডেন ও রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রাডসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি, বন সংরক্ষণ ও টেকসই উন্নয়নসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের উচ্চাভিলাষী নবায়নযোগ্য শক্তি নীতির প্রশংসা করেন নরওয়ের প্রতিনিধিদল। রিজওয়ানা হাসান জানান, জলবায়ু তহবিলের সুষম বণ্টন, লবণাক্ততা ও বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য সুপেয় পানি ও অভিযোজন প্রকল্পে মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বন ও নদী সংরক্ষণ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের নদী ও বনাঞ্চল রক্ষায় আমরা বদ্ধপরিকর। জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ এখানেই ব্যয় করা হচ্ছে। আমাদের লক্ষ্য, ভূমি পুনরুদ্ধার ও বনায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা। এসময় কৃষকদের জন্য ক্ষুদ্র কোল্ড স্টোরেজ নির্মাণের প্রকল্পের অগ্রগতির বিষয় উল্লেখ করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতি কমানোর মাধ্যমে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার হলো দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা। আমরা নদী ও বন রক্ষায় কাজ করছি, কিন্তু জাহাজ ভাঙ্গা শিল্পের মতো ক্ষেত্রে পরিবেশ ও মানবাধিকারের প্রশ্নে আপস করব না।
নরওয়ের প্রতিনিধিরা জাহাজ ভাঙা শিল্পের বিষয়ে যৌথ গবেষণা ও নীতিগত সহায়তার আগ্রহ প্রকাশ করেন। স্টাইন রেনাটে হাহেইম, নরওয়ে বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তি খাতের অগ্রগতিতে সমর্থন জানিয়ে টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষ জলবায়ু সংকট মোকাবিলা, বন সংরক্ষণ ও সবুজ শিল্পের প্রসারে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
#
দীপংকর/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬১২
জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে জাহাজ দু’টিতে অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রত্যেক পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে চারটি পরিবারকে মোট এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক প্রদানকালে উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের উপর্যুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্হাপন করতে সমর্থ হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দু’টি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক মোঃ নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন। এছাড়া গত ৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে বিএসসি’র পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক উপস্থিত ছিলেন
#
আরিফ/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬১১
কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়
- তথ্য ও সম্প্রচার সচিব
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।
ঢাকার তথ্য ভবনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সচিব এসব কথা বলেন।
আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে দেশে আইনের শাসন যতবেশি প্রতিষ্ঠিত, সেই দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এ কারণে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই।
সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা
মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
#
মামুন/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/সাঈদা/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৬১০
পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার
রাঙ্গামাটি, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।
উপদেষ্টা গতকাল রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সমাজে নারীদের অধিকার নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সমাজকল্যাণ সচিব ড. মোঃ মহিউদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
রফিকুল/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৩০০ ঘণ্টা