তথ্যবিবরণী নম্বর: ১৫৭
যতবার এদেশে অন্যায়-অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে --- শারমীন এস মুরশিদ
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এদেশে অন্যায়-অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যরা প্রতিবার ধেয়ে ধেয়ে আসবে।
আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই কন্যা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে জুলাই কন্যাদের নিয়ে রিক্সা র্যালি সমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, জুলাই মানে অত্যাচারীর অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে। তিনি নারী ও শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোনো গোষ্ঠী যদি নারীদের পিছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক না কেন, আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো। তিনি বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকদের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সমাবেশে জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহিদ নাইমা সুলতানার মা, শহিদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহিদদের অনুভূতির কথা ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের সদস্য, জুলাই কন্যারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিকশাচালক যোদ্ধারা, বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
#
মামুন/রফিক/রানা/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৫/২৩৩০ঘণ্টা
Handout Number:156
Advisor Rizwana Hasan Invites Egyptian
Investors to Explore Opportunities in Bangladesh
Dhaka, 14 July:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, extended a warm invitation to Egyptian entrepreneurs and investors to explore promising opportunities in Bangladesh’s infrastructure, energy, tourism, and hospitality sectors.
The Advisor made the call while delivering the keynote speech as chief guest at a reception marking the 73rd Anniversary of the Egyptian Revolution. The event, held today at a hotel in the capital, brought together the Ambassador of the Arab Republic of Egypt, members of the diplomatic corps, government officials, academics, and civil society representatives.
Rizwana Hasan congratulated the Egyptian people and government on their National Day, conveying greetings on behalf of the Government and people of Bangladesh. She emphasized the long-standing and historic ties between Bangladesh and Egypt, rooted in shared culture, faith, and mutual respect.
Reflecting on her personal visit to Egypt, The Environment Advisor described her deep admiration for the country’s rich heritage, iconic museums, and the timeless Nile River. ‘Every Egyptian has every reason to be proud of their rich history and cultural legacy,’ she noted.
The Advisor highlighted the growing bilateral cooperation in sectors such as trade, education, agriculture, energy, and investment. She welcomed the establishment of direct air connectivity between Bangladesh and Egypt as a meaningful step toward strengthening people-to-people ties.
Speaking on Bangladesh’s own democratic journey, Rizwana referred to the July-August Uprising of 2025, which she said has ushered in a renewed national dialogue centered on equality, justice, dignity, and a society free from discrimination. She expressed gratitude for the scholarships offered by Egypt to Bangladeshi students and reaffirmed Bangladesh’s commitment to collaborate with Egypt on regional and global platforms like the United Nations and the OIC.
Syed Refaat Ahmed, Chief Justice of Bangladesh and Omar Mohie Eldin Ahmed Fahmy, Ambassador of Egypt to Bangladesh also spoke in the occasion. Ambassadors, High Commissioners, Representatives of International Organizations also present in the occasion.
#
Dipankar /Mehedi/Mahmudul/Rana/Khair/Ferdows/Mosharaf/Abbas/2025/2046 Hours
তথ্যবিবরণী নম্বর:১৫৫
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ উপদেষ্টা রিজওয়ানা হাসানের
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে মিশরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।
আজ রাজধানীর একটি হোটেলে মিশরীয় বিপ্লবের ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপদেষ্টা এ আহ্বান জানান।
রিজওয়ানা হাসান মিশরের জাতীয় দিবসে সে দেশের সরকার ও জনগণকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
উপদেষ্টা বাণিজ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি ও বিনিয়োগ-সহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও মিশরের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ চালু হওয়াকে তিনি জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রসঙ্গে তিনি ২০২৫ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, এই অভ্যুত্থান একটি নতুন জাতীয় সংলাপের সূচনা করেছে—যা হবে সমতা, ন্যায়, মর্যাদা এবং বৈষম্যহীনতার ভিত্তিতে গঠিত।
রিজওয়ানা হাসান মিশরের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত বৃত্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতিসংঘ, ওআইসি’র মতো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে মিশরের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নিজের মিশর ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মিশরের সমৃদ্ধ ঐতিহ্য, জাদুঘর এবং নীল নদের অবিনশ্বর সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমিও বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৫/২১৫২ ঘণ্টা
Handout Number:154
To make climate change adaptation successful
and effective, we need to enhance our own capacities
--- Syeda Rizwana Hasan
Dhaka, 14 July:
Syeda Rizwana Hasan, Adviser to the Ministry of Water Resources and the Ministry of Environment, Forest and Climate Change, stated, If we want to make climate change adaptation successful and effective, we must further enhance our own capacities on weather and climate. She added, The government needs to invest a significant amount of money in making weather forecasts smarter. We need to strengthen disaster preparedness.
The Adviser made these remarks today as the chief guest at the 'A Significant Step Forward in Flood Preparedness: The Official Launch of the Flood Forecasting and Warning Centre's (FFWC) Upgraded Website and Decision Support System' event at the China-Bangladesh Friendship Conference Centre in Dhaka.
Rizwana Hasan further stated, To enhance climate accessibility and climate change adaptation capacity in Bangladesh, national tasks such as providing accurate information in advance through websites need to be made more effective comprehensive and widespread.
At the beginning of the event, Adviser Rizwana Hasan inaugurated the upgraded website of the Flood Forecasting and Warning Centre's (FFWC) Upgraded Website and Decision Support System, named ffwc.gov.bd.
During the event, a detailed presentation on the Flood Forecasting and Warning Centre's (FFWC) upgraded website (ffwc.gov.bd) was presented by Nazmul Ahsan Shawon, Country IT-Lead of Regional Integrated Multi-Hazard Early Warning Systems (RIMES-Bangladesh), and Sajib Hasan, IT Expert of RIMES. Rayhanul Hoque Khan, Country Program Lead of RIMES, delivered the welcome speech.
The event was chaired by AKM Tahmidul Islam, Director General of the Bangladesh Water Development Board, with Nazmul Ahsan, Secretary of Water Resources, delivering a special guest speech. Senior officials from the Ministry of Water Resources and its affiliated departments/agencies were present at the event.
#
Mamun/Mehedi/Mahmudu/Rana/Khair/Ferdows/Mosharaf/Abbas/2025/2046 Hours
তথ্যবিবরণী নম্বর:১৫৩
ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব প্রদান
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে নির্বাহী ক্ষমতা অনুশীলনের কর্তৃত্বসহ রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ৫ মার্চ ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য উপদেষ্টার উপদেশক্রমে নির্বাহী ক্ষমতা অনুশীলনের কর্তৃত্বসহ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ড. শেখ মইনউদ্দিনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেন।
উক্ত আদেশের অনুবৃত্তিক্রমে আজ তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৫/২১০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর:১৫২
শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা আশাব্যঞ্জক
---বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা আশাব্যঞ্জক। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে রেসিপ্রোকল ট্যারিফ অ্যাগ্রিমেন্টের খসড়া বিষয়ক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা হয়েছে। দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করে তৃতীয় ধাপের আলোচনার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে । আমরা চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাব। আশা করছি একটা ভালো ফলাফল আসবে।
শেখ বশিরউদ্দীন আরো বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের আলোচনা আশাব্যঞ্জক হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। দফাওয়ারি আমাদের সঙ্গে যারা নেগোশিয়েশনে যুক্ত ছিলেন তাদের ৩৫-৪০ জনের সঙ্গে আমাদের কথা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা বেশকিছু পরামর্শ পেয়েছি, আশা করছি এই আলোচনার মাধ্যমে রপ্তানির ওপর আমাদের জন্য যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক শুল্কহার নির্ধারণ করবে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি। ২০১৫ সাল থেকে আমরা শুল্ক পরিশোধ করে ব্যবসা করছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসা করে থাকে। যদি তুলনামূলকভাবে আমাদের সঙ্গে কোনো বৈষম্যমূলক অবস্থান তৈরি না হয় তাহলে আমাদের ব্যবসায়ীরা সফলতার সঙ্গে ব্যবসা করে যাবে। যৌক্তিক শুল্কহারের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যৌক্তিক শুল্কহার শূন্য।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড.সেলিম রায়হান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৫/২০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫১
বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে
--- আসিফ নজরুল
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনোরকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলেছে তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকণ্ডের বিচার হবে।
আজ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাটিতে যারা শহিদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল (অপরাধ) আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাঁকে জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই সেগুলোর চার্জশিট দিতে পারবেন বলে পুলিশ সুপার তাঁকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এ সমস্ত অপরাধের বিচার করা হবে।
উপদেষ্টা বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। তিনি বলেন, স্থানীয়ভাবে নানান ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলো, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবিষয়ে প্রশাসন সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।
#
রেজাউল/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০
সমাজের বিরাজমান বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করতে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন
--- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সমাজের বিরাজমান বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করতে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন। কিন্তু, কী পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে সে ব্যাপারে ঐকমত্য হওয়া যাচ্ছে না। এ বিষয়ে কমিশন থেকে দু’টি প্রস্তাব দেওয়া হয়েছে, একইসাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়ও কিছু কিছু প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।
আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফংকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদে নারীদের জন্য স্থায়ীভাবে ১০০ আসন করার ব্যাপারে সকলে একমত হয়েছেন উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, এক্ষেত্রেও পদ্ধতিগত প্রশ্ন এখনো রয়ে গেছে৷ যার ফলে এ পদ্ধতি নির্ধারণে আমরা এখনো একমত হতে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারিনি। বিদ্যমান ব্যবস্থায় আসন সংখ্যার সংখ্যানুপাতে ৫০ আসনকে ১০০ আসনে উপনীত করা বা সরাসরি নারী আসনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত এই দুই প্রস্তাবে একমত না হওয়ায় বিগত আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন থেকে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি হলো, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এক্ষেত্রে যে সকল রাজনৈতিক দল ২৫টির বেশি আসনে প্রার্থী দেয় তাদের মধ্য থেকে ন্যুনতম এক-তৃতীয়াংশ নারী প্রার্থী নিশ্চিত করা। তিনি আরো বলেন, এই প্রস্তাবের বাইরেও আলোচনায় আরো কিছু প্রস্তাব এসেছে। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য কমিশন আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৯
জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে
--- সৈয়দা রিজওয়ানা হাসান
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল ও কার্যকর করতে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। অর্থ, মেধা, শ্রম সবই বিনিয়োগ করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে A Significant Step Forward in Flood Preparedness: The Official Launch of the Flood Forecasting and Warning Center’s (ffwc) Upgraded Website and Decision Support System শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে জলবায়ু অভিগম্যতা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন সক্ষমতা বাড়াতে হলে ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে সঠিক তথ্য দেওয়ার মতো জাতীয় কাজগুলোকে আরো বেশি কার্যকর, ব্যাপক ও বিস্তৃত করতে হবে। যেমন-নদী ভাঙনের বিষয়গুলোকেও ওয়েবসাইটের মাধ্যমে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা রিজওয়ানা হাসান Flood Forecasting and Warning Center’s (ffwc) Upgraded Website and Decision Support System Gi ffwc.gov.bd নামের ওয়েবসাইট এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে Flood Forecasting and Warning Center’s (ffwc) আপগ্রেডেড ওয়েবসাইট ffwc.gov.bd এর উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিজিওনাল ইন্ট্রিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (রাইমস- বাংলাদেশ) এর কান্টি আইটি-লিড নাজমুল আহসান শাওন ও রাইমস এর আইটি এক্সপার্ট সজীব হাসান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। এসময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আব্দুল্লাহ আল মামুন/মেহেদী/মাহমুদুল/রানা/খায়ের/মোশারফ/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
Handout Number: 148
Inclusive and Discrimination Free Bangladesh Honors July Uprising Martyrs
--- Environment Advisor
Dhaka, 14 July 2025:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has said that the true way to honour the martyrs of the July uprising is by building an inclusive and discrimination-free Bangladesh. Speaking at the inauguration of the country’s first ‘July Martyrs’ Memorial’ in Narayanganj today implemented by the Ministry of Housing and Public Works, she emphasized that justice, proper recognition, and responsible governance are essential to truly pay tribute to the martyrs.
Advisor further stated that the families of the martyrs must be honoured, the list of the injured finalized, and compensation ensured. Moreover, she stressed the importance of ensuring that state forces can never again repeat the tragic act of killing their own citizens.
Referring to the sacrifice of those who were martyred and injured in the anti-autocracy student and mass uprising, the Advisor said their courage and sacrifice laid the very foundation of today’s independent and democratic Bangladesh. ‘The July uprising teaches us that establishing democracy requires fearless presence on the streets,’ she remarked. ‘This memorial is not only a remembrance of the past but a reminder of our responsibility toward the future. We must collectively strive to build a just, inclusive Bangladesh to truly honour the martyrs.’
The ceremony was attended by Dr. Asif Nazrul, Advisor to the Ministry of Law, Justice and Parliamentary Affairs; Adilur Rahman Khan, Advisor to the Ministry of Industries and Ministry of Housing and Public Works; Professor Dr. Chowdhury Rafiq-ul-Abar, Advisor to the Ministry of Education; Muhammad Fouzul Kabir Khan, Advisor to the Ministry of Power, Energy and Mineral Resources; Dr. Md. Mokhlesur Rahman, Senior Secretary to the Ministry of Public Administration; Md. Nazrul Islam, Secretary to the Ministry of Housing and Public Works; Sharaf Uddin Ahmed Chowdhury, Divisional Commissioner of Dhaka Division; and Mohammad Zahidul Islam Miah, Deputy Commissioner of Narayanganj, along with officials from various government and non-government organizations.
At the memorial, the advisors laid floral wreaths to pay homage to the martyrs. They also met with the family members of the victims, inquired about their well-being, and expressed deep sympathy. Later, Advisor Rizwana Hasan planted a tree in memory of the martyrs.
#
Dipankar/Mehedi/Mahmudul/Rana/Mosharaf/Joynul/2025/1930 hours
তথ্যবিবরণী নম্বর: ১৪৭
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তিনি বলেন, ন্যায়বিচার, যথাযথ স্বীকৃতি ও দায়িত্ব পালনের মাধ্যমেই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। শহিদ পরিবারগুলোকে সম্মান জানানো, আহতদের তালিকা চূড়ান্ত করে ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিক হত্যার পুনরাবৃত্তি যেন আর না
ঘটে—এই নিশ্চয়তা দিতে হবে।
আজ নারায়ণগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে তাঁর বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগই আজকের স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি। জুলাই অভ্যুত্থান আমাদের শেখায়—গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্ভীকভাবে রাস্তায় দাঁড়াতে হয়। এই স্মৃতিস্তম্ভ কেবল অতীতের স্মরণ নয়, এটি ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা তৈরি করে। তিনি বলেন, সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের স্মরণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন। পরে উপদেষ্টা শহিদদের স্মৃতিতে বৃক্ষরোপণ করেন।
#
দীপংকর/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৬
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ ক