Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০২৫

তথ্যবিবরণী ৫ জুলাই ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫৪

 

পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত এবং অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ

                                                                                              -- পার্বত্য উপদেষ্টা

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ি ফল মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়, বরং এটি পাহাড়ি জীবনের সঙ্গে নগরবাসীর একটি আত্মিক সংযোগ। পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত এবং অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ। এই মেলার মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে তুলে ধরেছি।

 

আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত পাহাড়ি ফল মেলা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার যে দৃষ্টিভঙ্গি তারই প্রতিফলন ঘটেছে পাঁচ দিনব্যাপী পাহাড়ি অর্গানিক ফল মেলায়।

 

সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকার গ্রামীণ অর্থনীতি ও নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাহাড়ি নারীরা অর্গানিক ফল চাষে যে নিষ্ঠা ও শ্রম দিয়ে ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুকরণীয়। পার্বত্য চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উৎসাহিত করতে মন্ত্রণালয় তাঁদের পাশে আছে এবং প্রশিক্ষণ, প্রণোদনা ও বাজার সংযোগে সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান উপদেষ্টা।

 

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য আমরা কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, নারীর ক্ষমতায়ন ও পরিবেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০টি স্কুলে স্টারলিংক সংযোগের মাধ্যমে ই-লার্নিং চালু করা হবে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লবী পরিবর্তন আসবে। এটি শুধু শিক্ষার মান উন্নয়ন নয়, বরং সামাজিক ন্যায়বিচার, প্রযুক্তিগত অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের পথ খুলে দেবে। তিনি বলেন, এই পাহাড়ি ফল মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয়, বরং একটি সমন্বিত শিক্ষা, পরিবেশ ও সাংস্কৃতিক বিনিময়ের মঞ্চ। আমরা চাই, রাজধানীবাসী পাহাড়ি সংস্কৃতিকে শুধু দেখবে না, অনুভব করবে। এই আয়োজন একটি টেকসই ভবিষ্যতের পথে আমাদের অগ্রযাত্রার প্রতীক।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

#

 

রেজুয়ান/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৫/২১৪৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫৩

 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে

স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

২০২৪’র জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করা যাবে।

প্রতিযোগিতায় দলীয়ভাবে যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

 

সম্ভাব্য আইডিয়াসমূহ: দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী/প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই অভ্যুত্থান সম্পর্কিত অন্য যে কোনো ধারণা।

 

#

 

সুরাইয়া/মেহেদী/মাহবুব/সায়েম/খায়ের/সঞ্জীব/সেলিম/শামীম/২০২৫/২১৪৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫২

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে জাতীয় নীতিমালা প্রয়োজন

                                                             - প্রাণিসম্পদ উপদেষ্টা

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২১ আষাঢ় (৫ জুলাই):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতিমালা তৈরি প্রয়োজন। তিনি বলেন, ‘খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে ন্যায্য মূল্য নির্ধারণ এবং খরচ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।’

উপদেষ্টা আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর পোতাজিয়া ডেইরি পিজিতে ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুধ উৎপাদনে সিরাজগঞ্জ জেলার অবদানের ভূয়সী প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের একক জেলা হিসেবে সিরাজগঞ্জে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জেলার খামারিদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।’ তিনি জানান, সিরাজগঞ্জে দুধ সংগ্রহকেন্দ্র (চিলিং সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এই অঞ্চলের খামারিরা সহজে দুধ সংরক্ষণ ও বিপণনের সুবিধা পান।

খাদ্য ব্যয়ের চাপ কমাতে গবাদিপশুর জন্য ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘাসের চাষ বাড়ালে খামারিদের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। গরুর খুরা রোগ প্রতিরোধে দেশের চারটি জেলার মতো সিরাজগঞ্জেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের ফলে খামারিরা খুরা রোগজনিত ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং উৎপাদন আরও বাড়বে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক প্রমুখ।

এর আগে উপদেষ্টা পাবনা জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পরে উপদেষ্টা বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন। এছাড়াও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে বেঙ্গল মিটের লাল মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা, কসাইখানা, মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও জৈব গ্যাস প্লান্ট পরিদর্শন করেন।

#

মামুন/মেহেদী/মাহমুদুর/সায়েম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২১১০ঘণ্টা

 

 

টিভি স্কল                                                                                                            নম্বর: ০১

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:  

‘জেলা পর্যায়ে তরুণদের অংশগ্রহণে ‘‘আমার চোখে জুলাই বিপ্লব’’ প্রতিযোগিতায় ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে) আবেদন জমা দেওয়া যাবে –স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

 

 

(মুঃ সুমন মেহেদী)

উপপ্রধান তথ্য অফিসার

ডিউটি অফিসার

সংবাদকক্ষ, বিকালের পালা

            ফোন: ৯৫৪০০১৯, ৯৫১২২৪৬

  •  
  •  

 

প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা সম্পাদক/ সংবাদদাতা

ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫১

মডেল মসজিদ পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে

                                                        ----ধর্ম উপদেষ্টা

 

 

বান্দরবান, ২১ আষাঢ় (৫ জুলাই):   

 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পর্যটন নগরী বান্দরবানে ইসলামের আদর্শ, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশে ‘জেলা মডেল মসজিদ’ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

 

উপদেষ্টা আজ বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদ কমপ্লেক্সকে ঘিরে নানামুখী ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা-সহ নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামি দাওয়াতের জন্য সম্মেলনকক্ষ-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো: শহিদুল আলম, জেলা প্রশাসক শারমিন আরা রিনি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রমুখ।

 

পরে উপদেষ্টা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় আরেকটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা।

 

#

শায়লা/মেহেদী/সায়েম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/কনক/আব্বাস/২০২৫/২০১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫০

 

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, খুব শিগ্‌গিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে

                                                                              ---খাদ্য উপদেষ্টা

 

 

যশোর, ২১ আষাঢ় (৫ জুলাই):   

 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। খুব শিগ্‌গিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে।

আজ যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। দেশে খাদ্য মজুদ বর্তমানে অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতিমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। 

বাজারে চালের মূল্য কমছে না কেন—এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, বোরো উৎপাদন ভালো হয়েছে, খাদ্য মজুতও সন্তোষজনক। শিগ্‌গিরই চালের বাজার সহনীয় হয়ে আসবে । চালের দাম বাড়াতে বাজারে কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আরো বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে ধান সংগ্রহে কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলার উপপরিচালক মো. মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাবৃন্দ।

 

#

ইমদাদ/সায়েম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮০৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৪৯

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের  মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৪ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

 

 রিজওয়ানুর/সায়েম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৫/১৭৫০ঘণ্টা

 

Handout                                                                                  Number: 48 

 

Bangladesh will Cooperate with Malaysia in the Terror Investigation

 

Dhaka, 5 July 2025:

          Bangladesh will cooperate with Malaysia in the terror investigation. The Government of Bangladesh is closely monitoring the developments and the Bangladesh High Commission in Kuala Lumpur is in close contact with the concerned Malaysian authorities and will extend necessary support to the expatriate Bangladeshis wherever needed, Foreign Ministry sources said today.

Last week, Malaysian authorities announced that they had arrested 36 Bangladeshis in the recent security operations for their alleged involvement in a radical militant movement. 

Bangladesh High Commission in Kuala Lumpur immediately got engaged with the relevant Malaysian authorities and formally requested for the identities of the individuals and information regarding the allegations brought against them.

Of the arrested or detained individuals, formal charges have been filed against five in Malaysian courts. The rest are in the process of either further investigation or deportation.

Bangladesh once again reiterates its firm stand against all forms of terrorism, violent extremism and militancy and remains ready to extend full cooperation to the Malaysian authorities in this regard. 

#

Kamrul/Fatema/Romzan/Shafiq/2025/1600 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৪৭

 

চলচ্চিত্র অনুদাননিজেদের মধ্যেই ভাগবাঁটোয়ারা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই) :   

‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় ৪ জুলাই ২০২৫ তারিখে ‘চলচ্চিত্র অনুদান নিজেদের মধ্যেই ভাগবাঁটোয়ারা’ শিরোনামে প্রকাশিত সংবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে, যারা অনুদান দেবেন তারাই এবার নিয়েছেন অনুদান। প্রকাশিত সংবাদে অনুদান কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

উল্লিখিত বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যাখ্যা হলো, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫ মেনেই অনুদানের জন্য চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। এই নীতিমালার আলোকে গঠিত ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের আবেদন যাচাই-বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে। এই দুই কমিটি ছিল ১১ সদস্যবিশিষ্ট, যেখানে চলচ্চিত্র সম্পর্কে অভিজ্ঞ পাঁচ জন ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি কর্তৃক বাছাইকৃত গল্প/চিত্রনাট্য এবং আবেদন অনুদান কমিটি মূল্যায়ন করেছে। নীতিমালা অনুযায়ী, অনুদান প্রদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচনের লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করা হয়। উভয় কমিটি ছিল নয় সদস্যবিশিষ্ট, যেখানে চলচ্চিত্র বিষয়ে অভিজ্ঞ চার জন ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। নীতিমালার আলোকে অনুদান কমিটি সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই করেছে।’’

সংবাদে আরো বলা হয়েছে, ‘‘সিনেমা নির্মাণের জন্য অনুদান পাওয়া মো. আবিদ মল্লিক চলচ্চিত্র অনুদান উপ-কমিটির সদস্য।’’ এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হলো, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫-এ ‘চলচ্চিত্র অনুদান উপ-কমিটি’ নামে কোনো কমিটি নেই।’’ সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘‘মোহাম্মদ সাইদুল আলম খান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারে সার্চ কমিটির সদস্য।’’ বিষয়টিতে মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ‘‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটির মেয়াদ কয়েক মাস আগেই শেষ হয়েছে।’’ সংবাদে আরো বলা হয়েছে, ‘‘সাদিয়া খালিদ রীতি চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি এবং চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য।’’ এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ‘‘সাদিয়া খালিদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলেন। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে ছিলেন না। তিনি ছিলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটির সদস্য। তাঁর ক্ষেত্রে স্বার্থের সংঘাতের বিষয়টি প্রযোজ্য হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্য কোনো কমিটির সদস্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য আবেদন করতে পারবেন না—এমন কোনো বিষয় পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫-এ কোথাও উল্লেখ নেই।’’

সংবাদে অন্য যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলোও ভিত্তিহীন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় ‘চলচ্চিত্র অনুদান নিজেদের মধ্যেই ভাগবাঁটোয়ারা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছে।

#

মামুন/ফাতেমা/রমজান/মানসুরা/২০২৫/১৬১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৬

 

জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে

                                                                                ­- ধর্ম বিষয়ক উপদেষ্টা

 

বান্দরবান, ২১ আষাঢ় (৫ জুলাই):                                                                                                                                                  

 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত ছড়িয়ে দিতে চাই। বিদআত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে—নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে।

উপদেষ্টা আজ বান্দরবানের মেঘলায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ভব। সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়ে, তখন গুনাহের কাজ ও অশ্লীলতা কমে যায়। 

আ ফ ম খালিদ হোসেন বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা বা মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ এবং ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, মডেল মসজিদ প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাইছার ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম।

#

 

পিআইডি, চট্টগ্রাম/ফাতেমা/রমজান/শফিক/২০২৫/১৫১৪ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৪৫


শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনে কাজ করতে

মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

­­

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):                                                                                                                                                  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এ তিনটি শূন্য অর্জনে প্রয়োজন সামাজিক দায়িত্ববোধের চর্চা। সম্মেলনে আগত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

রাজধানীর গুলশানে আজ একটি হোটেলে অনুষ্ঠিত “আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়। উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের উপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে, এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে। তিনি ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে বলেন, প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরে।

ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়। তিনি বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে কথা বলে না। নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।

উপদেষ্টা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি পরীক্ষিত এবং কার্যকর মডেল হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক কর ব্যবস্থায় আমরা কর দেই, আশা করি রাষ্ট্র গরিবদের সহায়তা করবে। কিন্তু বাস্তবে সেই অর্থ ব্যয় হয় বড় প্রকল্পে, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউয়ের মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের  চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউয়ের হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটিয়ের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ-এর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।

 

#


দীপংকর/ফাতেমা/রমজান/শফিক/২০২৫/১৩০০ ঘন্টা
 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪৪

 

পবিত্র আশুরা উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে 

 

ঢাকা,  ২১ আষাঢ় (৫ জুলাই) :   

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল রবিবার সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ৬ জুলাই ১.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গূরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুমদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: মুজির উদ্দীন এবং সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

#

শায়লা/ফাতেমা/রমজান/মানসুরা/২০২৫/১৩০৫ ঘণ্টা

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                              &nb

2025-07-06-11-36-ef80c406bbe065e304e9e4914dcc63fa.docx