তথ্যবিবরণী নম্বর : ২৭৪৯
লন্ডন আর নয়া পল্টনই গুজবের কারখানা
-- তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘বর্তমানে লন্ডন আর নয়া পল্টন হচ্ছে গুজব তৈরির কারখানা। ছেলেধরা গুজব প্রথমে লন্ডন থেকে পোস্ট দেওয়া হয়। আর সেটা এখানকার কিছু বিএনপি- জামাতের নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে দেন’।
মন্ত্রী বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নূরজাহান ক্লাব ময়দানে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। মন্ত্রী এ সময় গুজবের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘এখন আবার গুজব ছড়ানো হচ্ছে বিদ্যুৎ না থাকলে ছেলেধরা আসবে। গুজব রটনাকারীদের প্রতিহত করতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে’।
মন্ত্রী বলেন, ‘ছেলে ধরা গুজবের হোতা লন্ডনে বসে আছেন। সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে। আর সেটার ডালপালা গজিয়ে ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হত্যা মামলার আসামী হিসেবে সবার বিচার হবে। শুধু মানুষ হত্যাকারীদের বিচার নয় গুজব যারা রটিয়েছে তারাও সমভাবে দোষী। তাদের বিরুদ্ধেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে’।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম ও আকতার হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মলনের প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি উন্মাদের মতো আচরণ করছে’ উল্লেখ করে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘তাদের যুগ্মমহাসচিব রিজভী আহমেদ সাংবাদিক সম্মেলন করে বলেছেন ‘মশার কামড়ের জন্যও নাকি আওয়ামী লীগ দায়ী। এরকম হাস্যকর বক্তব্যই প্রমাণ করে তারা যে রাজনৈতিক কতটা দেউলিয়া। মাঠে না থাকলেও ঘাপটি মেরে থাকা বিএনপির ব্যাপারে লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে’।
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। এই দলকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু নেতৃত্বের আসনে যে কাউকে আমরা বসাতে পারি না। নেতৃত্বের আসনে তাদেরই বসাতে হবে যারা দলের দুঃসময়ে বুকে পাথর বেঁধে দল করেছে। এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। কিন্তু নৌকায় আমরা সবাইকে নেব না। আমাদের নৌকা ইতিমধ্যে ভরে গেছে। যারা পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চান, তাদের নেয়া যাবে না’।
উদ্বোধকের বক্তব্যে এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘ফেইসবুকে গুজব রটানো ও অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে মৃত্যুদ- অথবা যাবজ্জীবন দ- দেয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন’।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, রাঙ্গুনিয়ার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। দলের প্রয়াত নেতাদের শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক আবু তাহের। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।
#
আকরাম/নাইচ/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৮
নদী দূষণ ও দখল রোধে ব্যবস্থা নিয়েছে সরকার
-- স্থানীয় সরকার মন্ত্রী
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, নদী দূষণ ও দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। শিল্পের কোনো বর্জ্য নদীতে পড়ে নদী দূষণ করতে দেওয়া হবে না। নদীর জায়গা দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করার ব্যপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আজ নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ‘মেঘনা নদী দূষণ ও দখলরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে যোগ দেওয়া বিদেশি বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররা নদীদূষণ বন্ধ করার ব্যাপারে তারা তাদের পক্ষ থেকে অবদান রাখবে এবং সাহায্য করবে বলে আশ্বস্ত করেছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মেঘনা নদীর তীরবর্তী জেলার জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মানীর রাষ্ট্রদূত, ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ এডিবি, ডানিডা ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা।
মেঘনা নদীতে ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ডিইএসডব্লিউএসপি প্রকল্প এবং সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী ও একই জেলার সোনারগাঁও উপজেলার হাড়িয়া এলাকা থেকে পানি নেওয়া হবে। মতবিনিময় সভা শেষে মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
#
হাসান/নাইচ/সঞ্জীব/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৭
বিআইএসএফ পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী
দৈনিক ভিত্তিতে কর্মরত শ্রমিকদের স্বল্পতা পূরণে উদ্যোগ নেয়া হবে
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)-এ দৈনিক ভিত্তিতে কর্মরত শ্রমিকদের স্বল্পতা পূরণে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, নতুন প্রযুক্তি, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিনিয়োগের সমন্বয় ঘটিয়ে অলাভজনক সরকারি শিল্পপ্রতিষ্ঠানসমূহকে লাভজনক করা হবে। এক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশসমূহের সহযোগিতা গ্রহণ করা হবে।
শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। বিআইএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হক, বিসিআইসির পরিচালক (অর্থ) মোঃ বিল্লাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যনতুন দৃষ্টিনন্দন স্যানিটারি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিআইএসএফ-এর পণ্যের গুণগত মান বাড়াতে হবে। এ সময় তিনি বিআইএসএফ-এর পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়াতে যুগোপযোগী মার্কেটিং কৌশল অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিআইএসএফ-কে অন্যত্র স্থানান্তরের পূর্বে বর্তমান স্থাপনায় এটি যাতে পূর্ণ গতিতে কাজ করতে পারে সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় শিল্প প্রতিমন্ত্রী বিআইএসএফকে একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠানে পরিণত করতে এই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের প্রতিটি সদস্যকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
#
মাসুম/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৬
প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারা বিশ্ব হবে কর্মক্ষেত্র
-- পররাষ্ট্রমন্ত্রী
সিলেট, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গুণগত শক্ষিা ও উন্নত প্রশক্ষিণরে মাধ্যমে শক্ষর্িাথীদরেকে যোগ্য করে গড়ে তুলতে না পারলে উন্নয়নরে মহাসড়কে হোঁচট খাবাে। প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারা বিশ্ব হবে কর্মক্ষেত্র। জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখা দেবে। গুণগত শিক্ষার বিষয়ে কোনো আপস করা যাবে না। সেই শিক্ষক নিয়োগ দিতে হবে যারা সত্যিকারের শিক্ষা প্রদান করতে পারবেন।
মন্ত্রী আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট-১ আসনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, শিক্ষার্থীদেরকে জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের ৪৯ শতাংশ জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের মধ্যে এবং ৭৪ শতাংশ মানুষ কর্মক্ষম। এই বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, সরকারি টাকার যাতে অপচয় না হয় তা দেখার দায়িত্ব সকলের। তিনি সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক বক্তৃতা করেন।
এরপর মন্ত্রী সিলেট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য গাছের চারা বিতরণ করেন।
#
তৌহিদুল/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৫
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশের ১৩টি সরকারি হাসপাতালে ৪৩৮ জন, ৩৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জনসহ ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৩ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স¦াস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এছাড়া বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৬শ’ ৭১ জন রোগী। গত পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭ হাজার ৮শ’ ৪৯ জন।
বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
#
নাইচ/রাহাত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৪
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (দুপুর ২টা পর্যন্ত) : উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
২৭ জুলাই সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস : ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস : সিনপ্টিক অবস্থা : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং বাংলাদেশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা : বিগত ২৪ ঘণ্টায় পানির সমতল হ্রাস ৫৯টি ও বৃদ্ধি ৩২টি স্থানে।
সরকার গত ১ জুলাই ২০১৯ থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৭,৩৫০ মে. টন চাল, ৪,৭১,৫০,০০০/- টাকা ১১৩,০০০ কার্টুন শুকনা খাবার, ৮,৫০০ সেট তাবু, ৩,৭০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১,১১,০০,০০০/- টাকা, শিশু খাদ্য ক্রয়ে ১৬,০০,০০০/- টাকা, গো খাদ্য ক্রয়ে ২২,০০,০০০/- টাকা বরাদ্দ প্রদান করেন।
#
কাদের/ইসরাত/আব্বাস/২০১৯/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪৩
শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার পরামর্শ শিল্প প্রতিমন্ত্রীর
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট শেয়ার করা বা লাইক দেওয়ার পূর্বে ঘটনাটির সত্যতা যাচাই করে নিতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে গণপিটুনি এবং ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মিরপুর মডেল থানা আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একটি চক্র অন্তর্ঘাতমূলক কর্মকা-ের মাধ্যমে দেশকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়েছিল। তাদের অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে, তখন দেশকে পিছিয়ে দিতে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী চক্র কাজ করছে। যে কোনো মূল্যে এদের ষড়যন্ত্র রুখতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। জ¦র হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন শিল্প প্রতিমন্ত্রী।
মিরপুর জোনের সহকারী কমিশনার খায়রুল আমিন ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির আলোচনা সভায় বক্তৃতা করেন। মনিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
মাসুম/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪২
জনগণ শেখ হাসিনাকে সবসময় দেশ পরিচালনায় দেখতে চায়
-- সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার থেকে জাতিকে আলোর মাঝে নিয়ে এসেছেন। জনগণ সামনের দিনে আর কোনো পরিবর্তন চায় না, তারা আজীবন শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চায়।
মন্ত্রী আজ রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে জীবন বীমা কর্পোরেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং ৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোজামে¥ল হক।
মন্ত্রী বলেন, জীবন বীমা কর্পোরেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু নিজেও বীমা পেশার সাথে জড়িত ছিলেন। বর্তমান বিশে^ বীমা খাত একটি বিশাল অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশে এ খাতের অপার সম্ভাবনা রয়েছে। বীমা খাতের ভাবমূর্র্তি বজায় রেখে এ খাতকে আরো ঢেলে সাজিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নাগরিকদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। সরকার এসব কর্মসূচির পাশাপাশি অসহায় নাগরিকদের জন্য বীমার বিষয়ে চিন্তা-ভাবনা করছে।
এর আগে মন্ত্রী জীবন বীমা কর্পোরেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
জাকির/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭৪১
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (দুপুর ২টা পর্যন্ত) :
আবহাওয়ার সর্তক র্বাতা
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চমিবঙ্গ ও বাংলাদশেরে উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ছে।ে এর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মঘেমালা তরৈী অব্যাহত রয়ছে।ে বাংলাদশেরে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহরে উপর দয়িে ঝড়ো হাওয়া বয়ে যতেে পার।ে
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তনি নম্বর (পুনঃ) তনি নম্বর স্থানীয় সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরর্বতী নর্দিশে না দয়ো র্পযন্ত উপকূলরে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়ছে।ে
২৭ জুলাই সন্ধ্যা ০৬ টা র্পযন্ত দশেরে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহরে জন্য আবহাওয়ার র্পূবাভাস:
ঢাকা, ফরদিপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরশিাল, পটুয়াখালী, নোয়াখাল,ি কুমল্লিা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসংিহ এবং সলিটে অঞ্চলসমূহরে উপর দয়িে দক্ষণি/দক্ষণি-র্পূব দকি থকেে ঘন্টায় ৪৫-৬০ ক.িম.ি বগেে বৃষ্ট/িবজ্রবৃষ্টসিহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যতেে পার।ে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে
আজ সন্ধ্যা ০৬ টা থকেে পরর্বতী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাস:
সনিপ্টকি অবস্থাঃ উত্তরপশ্চমি বঙ্গোপসাগর এবং পশ্চমিবঙ্গরে উপকূলীয় এলাকা এবং বাংলাদশেে অবস্থানরত লঘুচাপটি র্বতমানে গাঙ্গয়ে পশ্চমিবঙ্গ ও তৎসংলগ্ন এলকায় অবস্থান করছ।ে মৌসুমী বায়ুর অক্ষরে র্বধতিাংশ রাজস্থান, উত্তর প্রদশে, বহিার, পশ্চমিবঙ্গ, লঘুচাপরে কন্দ্রেস্থল হয়ে বাংলাদশেরে মধ্যাঞ্চল অতক্রিম করে উত্তরর্পূব দকিে আসাম র্পযন্ত বস্তিৃত রয়ছে।ে মৌসুমী বায়ু বাংলাদশেরে উপর সক্রয়ি এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়ছে।ে
র্পূবাভাসঃ ঢাকা, রাজশাহী, খুলনা, বরশিাল ও চট্টগ্রাম বভিাগরে অধকিাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসংিহ ও সলিটে বভিাগরে অনকে জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থকেে মাঝারী ধরণরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার।ে সইে সাথে দশেরে কোথাও কোথাও মাঝারী ধরনরে ভারী থকেে অতি ভারী র্বষণ হতে পার।ে
তাপমাত্রাঃ সারাদশেে দনি এবং রাতরে তাপমাত্রা প্রায় অপরর্বিততি থাকতে পার।ে
পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দনি): উল্লখেযোগ্য পরর্বিতন নইে।
গতকালরে র্সবোচ্চ ও আজকরে র্সবনম্নি তাপমাত্রা (ডগ্রিী সলেসয়িাস):
বভিাগরে নাম ঢাকা ময়মনসংিহ চট্রগ্রাম সলিটে রাজশাহী রংপুর খুলনা বরশিাল
র্সবোচ্চ তাপমাত্রা ৩২.২ ৩১.৭ ৩২.৩ ৩৪.০ ৩১.০ ৩৩.১ ৩২.৩ ৩১.২
র্সবনম্নি তাপমাত্রা ২৪.৬ ২৬.০ ২৪.১ ২৫.৮ ২৬.০ ২৫.৫ ২৫.৫ ২৫.৫
* গতকালরে র্সবোচ্চ তাপমাত্রা ছলি শ্রীমঙ্গল ৩৪.০০ এবং আজকরে র্সবনম্নি তাপমাত্রা চাঁদপুর ২৪.১০ সঃে।
বৃষ্টপিাত ও নদ-নদীর অবস্থা
এক নজরে নদ-নদীর পরস্থিতি:ি
ক্স কুশয়িারা ব্যতীত দশেরে সকল প্রধাব নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস পাচ্ছে ।
ক্স বাংলাদশে আবহাওয়া অধদিপ্তররে তথ্য অনুযায়ী, বাংলাদশেরে দক্ষণি-র্পূবাঞ্চল এবং দক্ষণি-মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা রয়ছে।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় কুশয়িারা এবং দশেরে দক্ষণিাঞ্চলরে নদীসমূহ ব্যততি অন্যান্য সকল নদ-নদীর পানি সমতল হ্রাস পতেে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় সারা দশেরে বভিন্নি অংশে বরিাজমান বন্যা পরস্থিতিি উন্নতি হতে পার।ে
নদ-নদীর অবস্থা (আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত):
র্পযবক্ষেণাধীন পানি সমতল স্টশেন ৯৩ বগিত ২৪ ঘন্টায় পানি সমতল অপরর্বিততি ০২
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি ৩২ মোট তথ্য পাওয়া যায়নি ০০
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস ৫৯ বপিদসীমার উপরে ১৮
বপিদসীমার উপর দয়িে প্রবাহতি স্টশেন (১২ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/ ২৭ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী):
জলোর নাম পানি সমতল স্টশেন নদীর নাম বগিত ২৪ ঘন্টায়
বৃদ্ধ(ি+)/হ্রাস(-) (স.েম.ি) বপিদসীমার উপরে (স.েম.ি)
সলিটে শরেপুর-সলিটে কুশয়িারা +১ +২৪
অমলশীদ কুশয়িারা +৩০ +৪৪
শওেলা কুশয়িারা +১১ +২৬
কানাইঘাট সুরমা +৪ +৪১
সুনামগঞ্জ সুনামগঞ্জ সুরমা -১৩ +৭
ব্রাহ্মণবাড়য়িা ব্রাহ্মণবাড়য়িা ততিাস -২ +২৪
কুড়গ্রিাম চলিমারী ব্রহ্মপুত্র -১৫ +১৭
কুড়গ্রিাম ধরলা -২৭ +১৯
গাইবান্ধা ফুলছড়ি যমুনা -১২ +৪১
গাইবান্ধা ঘাঘট -৭ +২০
জামালপুর বাহাদুরাবাদ যমুনা -১৭ +৩৮
বগুড়া সারয়িাকান্দি যমুনা -৬ +১৯
সরিাজগঞ্জ কাজপিুর যমুনা -৯ +১৬
বাঘাবাড়ি আত্রাই -৫ +২২
সরিাজগঞ্জ যমুনা -৭ +৬
টাঙ্গাইল এলাশনি ধলশ্বেরী -৩ +৪১
রাজবাড়ী গোয়ালন্দ পদ্মা +১ +৮
নাটোর সংিড়া গৌর +১০ +৮
বৃষ্টপিাতরে তথ্য:
গত ২৪ ঘন্টায় বাংলাদশেে উল্লখেযোগ্য বৃষ্টপিাত (গতকাল সকাল ০৯:০০ টা থকেে আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত) :
স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি)
কক্সবাজার ৮০.০ যশোর ৭৪.০
জারয়িাজাঞ্জাইল, নত্রেকোনা ৭৩.০ র্দূগাপুর, নত্রেকোনা ৪৮.০
বন্যা সংক্রান্ত তথ্য:
জলো প্রশাসনরে নকিট থকেে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যা পরস্থিতিি নম্নিে প্রদান করা হলো:
১। কুড়গ্রিাম
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/ি হতাহতরে ববিরণ মন্তব্য
কুড়গ্রিাম জলোয় ব্রহ্মপুত্র নদরে পানি চলিমারী পয়ন্টেে বপিদসীমার ১৭ স.েম,ি ধরলা নদীর পানি বপিদসীমার ১৯ স.েম.ি উপর দয়িে উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
দুধকুমার নদীর পানি বপিদসীমার ২৪ স.েম.ি ও তস্তিা নদীর নদীর পানি বপিদসীমার ৩০ স.েম.ি নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৯টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০৩টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৬০টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৮৯৪ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিার সংখ্যাঃ ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৭,৪১২ জন (সর্ম্পূণ), ৯,৫৮,৩২৮ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)।
৮। ক্ষতগ্রিস্ত ফসলাদঃি ১৯,৬৩৮ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান(শক্ষিা/র্ধমীয়): ২ টি (সর্ম্পূণ), ১,০২৬ টি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ৩০.৫০ ক:ি মি (সর্ম্পূণ), ১,৩৩৩.৬৮ কঃিমঃি (আংশকি),
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ৪১টি
১২। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ৪০ কঃিমঃি (আংশকি)
১৩। ক্ষতগ্রিস্ত টউিবয়লেঃ ৯,৭৩৪টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ৩৮৬টি
২। আশ্রতি লোক সংখ্যাঃ ২০,১৪০ জন
৩। মডেকিলে টমিঃ ৮৫টি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ০৮টি
* নদ-নদীর পানি কমতে শুরু করছে।ে
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার (র্কাটুন) ঢউেটনি (বান্ডলি) গৃহ মঞ্জুরী (টাকা) তাঁবু (সটে) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
৩০,০০০০০ (বশি লক্ষ) ১,৭০০ (এক হাজার দুইশত) ১১,০০০ (নয় হাজার) ৪০০ (চারশত) ১২,০০,০০০ (বার লক্ষ) ১,০০০ (এক হাজার) ৪,০০,০০০
(চার লক্ষ) ২,০০,০০০ (দুই লক্ষ)
২। বগুড়া
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/ি হতাহতরে ববিরণ মন্তব্য
যমুনা নদীর পানি সারয়িাকান্দি পয়ন্টেে বপিদসীমার ১৯ স.েম.ি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৩টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ২টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ২৩ টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ২৫৪টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৬৭,৫০৭ টি
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ২,৬৭,৪৪৪ জন
৭। নদী ভাংগনে ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৩০৫টি (সর্ম্পূণ), ৪,৪৯৫টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়/অন্যান্য): ২০৮টি (আংশকি)
৯। ক্ষতপ্রিস্ত ফসলি জমঃি ২৩,০৩০ হক্টের (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ১৮৮ ক:িম;ি (কাঁচা আংশকি), পাকা ৭৭.৬০ কঃিমঃি (আংশকি)
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ১১টি
১২। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৩,২৭৯ টি
১৩। মৃত হাঁস-মুরগীঃ ৮টি নাই ১। বাঁধে আশ্রতি লোকসংখ্যা ১১৬০০ জন ও অন্যান্য স্থানে আশ্রতি লোকসংখ্যা ৩৬৯২ জন।
২। মডেকিলে টমিঃ ৩২ টি
৩। পানি বশিুদ্ধকরণ ট্যাবলটেঃ ৩৬,৩৫০ টি
* নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়ছে।ে
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি (বান্ডলি) গৃহ মঞ্জুরী (টাকা) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
১৭,০০,০০০ (সতরে লক্ষ) ১,০০০
(এক হাজার) ৩,০০০
(তনি হাজার) ৫০০ (পাঁচশত) ৩০০ (তনিশত) ৯,০০,০০০
(নয় লক্ষ) ১,০০,০০০ (এক লক্ষ) ১,০০,০০০ (এক লক্ষ)
৩। গাইবান্ধা
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
যমুনা নদীর পানি ফুলছড়ি পয়ন্টেে বপিদসীমার ৪১ স.েমি এবং ঘাঘট নদীর গাইবান্ধা পয়ন্টেে বপিদসীমার ২০ সঃে মঃি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৭টি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িন/পৌরসভা- ৪৯ টি ইউনয়িন,
২টি পৌরসভা
৩। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪২৪ টি
৪। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৩৫,৯১৩ (সর্ম্পূণ), ১,১২,৮৫২ (আংশকি)
৫। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১,৩৪,৫৯০ জন (সর্ম্পূণ), ৪,৬২,৯০৭ জন (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৬,৩১২ টি (সর্ম্পূণ) ৫৬,৮৫৮ টি (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১৪,০২১ হক্টের (আংশকি)
৮। মৃত গবাদি পশুঃ ০২টি
৯। মৃত হাস-মুরগীঃ ৪,৮২০টি
১০। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ১৫ টি (সর্ম্পূণ), ১,০৩৭ টি (আংশকি)
১১। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ২৬ কঃিমঃি (সর্ম্পূণ), ৮৩৩ ক:ি ম:ি (আংশকি)
১২। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ৩৯টি
১৩। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ১.৫ ক:িমি (সর্ম্পূণ), ৯৭.৫ ক:ি ম:ি (আংশকি)
১৪। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ১১,০০৫ টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ১৯৫ট।ি
২। আশ্রতি লোকসংখ্যাঃ ৬৫,০১৭ জন
৩। গঠতি মডেকিলে টমিঃ ১০৯ট।ি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ৪টি
* বন্যা পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি বরাদ্দ গৃহ নর্মিাণ মঞ্জুরী গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
২৫,৫০,০০০ (পঁচশি লক্ষ পঞ্চাশ হাজার) ১,৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) ৬,০০০ (ছয় হাজার) ৫০০ (পাঁচ শত) ৫০০ বাণ্ডলি ১৫,০০,০০০ (পনরে লক্ষ) ৪,০০,০০০ (চার লক্ষ) ২,০০,০০০ (দুই লক্ষ)
৪। সরিাজগঞ্জ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
যমুনা নদীর পানি কাজীপুর পয়ন্টেে বপিদসীমার ১৯ স.েমি এবং আত্রাই নদীর পানি বাঘাবাড়ি পয়ন্টেে বপিদসীমার ১৬ স.েমি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পয়েছেে এবং আত্রাই নদীর পানি হ্রাস পয়েছে।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৬টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ৩টা
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৪১টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪০৮ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৩,২৮৩টি (সর্ম্পূণ), ৭৯,১৯৮টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১৫,৪৩৪ জন (
