Handout Number: 95
Environment Advisor Urges Law Enforcement
Agencies to Ensure a Crime-Free Sundarbans
Dhaka, 9 July:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has directed all relevant law enforcement and stakeholder agencies to work in a coordinated manner to keep the Sundarbans free from all forms of criminal activities. She emphasized that isolated or uncoordinated efforts are not sufficient to protect this unique ecosystem.
The Environment Advisor gave these remarks while speaking as the chief guest at a virtual stakeholder consultation on the challenges and prospects of Sundarbans management, held today. Speaking from her residence, she highlighted the urgent need for integrated action involving the Forest Department, Navy, RAB, Coast Guard, BGB, Police, and local community patrol groups.
Advisor Rizwana Hasan identified key challenges in Sundarbans including threats to local livelihoods, forest banditry, deer poaching, plastic pollution, forest fires, toxic fishing practices, illegal entry, and unauthorized vehicle movement. She called for a comprehensive and collaborative action plan to address these issues.
The Sundarbans is not just a forest—it is a part of our life. Its survival ensures the safety of our environment, biodiversity, and the lives of coastal communities, the Environment Adviser remarked.
She also mentioned that several ongoing initiatives, such as the Tiger Response Team, Dolphin Team, and regular patrol units are active in protecting the forest. She urged the immediate finalization of the Eco-Tourism Guideline and the Sundarbans Visit Policy to ensure sustainable tourism practices.
Also speaking at the event were Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, and Chief Conservator of Forests Md. Amir Hossain Chowdhury. A keynote presentation was delivered by Md. Imran Ahmed, Conservator of Forests, Khulna region. The event also featured remarks from the Divisional Commissioner of Khulna, and representatives from RAB, Coast Guard, Bangladesh Navy, local district administration, police, Department of Environment, Water Development Board, and Fire Service and Civil Defence.
#
Dipankar/Mehedi/Mahmudul/Rana/Sanjib/Salim/2025/22.15 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ৯৪
সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপ-সহ সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, একক বা বিচ্ছিন্ন উদ্যোগে সুন্দরবন রক্ষা করা সম্ভব নয়।
আজ সুন্দরবন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি অনলাইন মতবিনিময় সভায় তাঁর বাসভবন হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় সৈয়দা রিজওয়ানা হাসান সুন্দরবনে স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এটি টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা। তিনি আরো বলেন, সুন্দরবন সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। তিনি
ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন।
সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: ইমরান আহমেদ। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনার, র্যাব, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ বাহিনী, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ফায়ার ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
#
দীপংকর/মেহেদী/মাহমুদুল/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৯৩
শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৮৮তম সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৮৮তম সভা আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় শ্রম আইন ২০০৬ সংশোধন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে শ্রম সচিব বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও কমিশনের সুপারিশ শ্রম আইনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে আইন সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশগুলোর যৌক্তিকতা তুলে ধরেন। শ্রম আইনে ১০টি সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করেন যা শ্রম আইন সংশোধনে কারিগরি কমিটি পর্যালোচনা করে বাস্তবায়ন করবে।
বিশেষ অতিথি হিসেবে সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়। রপ্তানি ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ বিদ্যমান তা মোকাবিলায় সংশ্লিষ্ট সকলের কাজ করা উচিত। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে এবং শ্রম আইন সংশোধনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আইএলও, ইইউ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
#
মালেক/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৯২
তথ্য উপদেষ্টার সাথে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ-এর সাক্ষাৎ
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সাথে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, সাংবাদিকতার অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। গণমাধ্যম-বিষয়ক আরো কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। সাক্ষাতে উপদেষ্টা আরো জানান, গণমাধ্যমপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে ইউনেস্কোর আইন ও মত প্রকাশের স¦াধীনতা বিভাগের আন্তর্জাতিক কনসালটেন্ট খবহধ ঋড়ী উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৯১
আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ২টায় অনুষ্ঠেয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) এর আসন বিন্যাস বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্র্থীগণ আগামী ১০ জুলাই হতে কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সংশ্লিষ্ট সকলকে উক্ত ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
আফরীন/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৯০
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৫ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮৯
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তরে আনুষ্ঠানিকতা থাকছে না
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই):
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তরে আনুষ্ঠানিকতা থাকছে না। দুই মাসের কম সময়ের মধ্যেই সকল বোর্ডের ফলাফল প্রকাশিত হচ্ছে। ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিজেদের মতো করে আগামীকাল প্রকাশ করবে।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ বিষয়ে এসব কথা বলেন। গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১৩ মে শেষ হয়। সারাদেশে ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
#
সিরাজ/তৌহিদ/শাহিদা/মেহেদী/তানভীর/আসমা/২০২৫/১৬৩০ ঘণ্টা