Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০২৫

তথ্যবিবরণী ১৮ জুলাই ২০২৫

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২১৫                                                                                         

 

মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন

                          -- ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন। নামাজ আদায়ের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে মসজিদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

 

আজ খুলনায় নূরনগরে বিভাগীয় ইমাম সম্মেলন এবং মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। ইত্যেমধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। এসকল মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠিত হবে। একটি ভাতৃত্বপূর্ণ আবহ তৈরিতে মডেল মসজিদ অগ্রণী ভূমিকা রাখবে।

 

নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যত বেশি মসজিদ তৈরি হবে তত বেশি মুসল্লী তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।

 

ড. খালিদ বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশিত হবে। এর ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা তৈরি হবে। কেউ সহজেই তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তিনি খুতবার আগে ইসলামের আলোকে সামাজিক সমস্যাগুলো মুসল্লিদের মাঝে তুলে ধরতে ইমামদের প্রতি অনুরোধ জানান।

 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও ইসলামিক ফাউন্ডেশনের বোড অব গভর্নরসের গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ বক্তৃতা করেন। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার এতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

উল্লেখ্য, চারতলা বিশিষ্ট খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এ মসজিদে পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম শিশু কর্নার, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

 

এ অনুষ্ঠানে উপদেষ্টা নির্বাচিত দুস্থ ও অসহার ব্যক্তিদের মাঝে সরকারি জাকাত ফান্ডের চেক বিতরণ করেন।

 

শেষে উপদেষ্টা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উম্মোচন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।

#

 

আবুবকর/সায়েম/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২১৪                                                                                           

 

হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ (১৮ জুলাই) প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর পর পরিবেশিত হয় জুলাইয়ের গান ও কনসার্ট। গান পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল-রেপার কালেক্টিভ ও আর্টসেল। জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।

 

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা-সহ প্রাইভেট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

#

 

মাহবুবুর/সায়েম/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২১৩                                                                                            

 

১৯ জুলাই বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদানের

ফলে স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

 

১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের প্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বাপর ইতিহাস বা নজির না জেনে তারা পক্ষপাতমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

 

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বক্তব্য হচ্ছে, এতে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো প্রকার ব্যত্যয় ঘটেনি। অতীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষ্যে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। রাজনৈতিক দলের জনসমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ।

 

এ ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান না করলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেনের টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন ও দুরূহ হয়ে পড়ে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীগণ কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায়। এতে বাংলাদেশ রেলওয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

 

অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান করার ফলে নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে দলের নেতাকর্মীগণ উক্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এতে বাংলাদেশ রেলওয়ে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আয় করতে সক্ষম হবে, অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীগণও তেমনি বাড়তি ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে।

 

উক্ত চারজোড়া বিশেষ ট্রেন সাপ্তাহিক অফ-ডে থাকা নির্ধারিত রেক দ্বারা পরিচালনা করা হবে। এছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে। ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোনো ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না অর্থাৎ এ সকল রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। আলোচ্য ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষ্যে তারা প্রায় ৩২ লাখ নগদ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে যাতে করে রেল এর আয় বৃদ্ধি পেয়েছে।

 

মূলত, এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সাথে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। পূর্বের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই।

 

            আজ রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

#

 

রেজাউল/সায়েম/রানা/রফিকুল/কনক/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা

Handout                                                                                                                        Number: 212

Forest Department Conducts Raid at Mirpur

Bird Market: 61 Birds and 2 Turtles Rescued

Dhaka, 18 July:

In an effort to enforce the Wildlife Protection Act, the Wildlife Crime Control Unit of the Department of Forest conducted a successful operation today at the Mirpur-1 bird market in Dhaka. The raid resulted in the rescue of a total of 61 birds and 2 turtles.

Among the rescued birds were 41 parakeets, 3 green pigeons and doves, 10 munias, and 5 common mynas. Two turtles were also recovered during the operation. Following the raid, all the rescued animals were released into the Mirpur Botanical Garden this afternoon.

The Wildlife Crime Control Unit stated that selling and caging birds and other wild animals is a punishable offense under the Bangladesh Wildlife (Conservation and Security) Act, 2012. Such operations are regularly conducted to raise public awareness and curb illegal wildlife trade.

Md. Amir Hosain Chowdhury, Chief Conservator of Forests, Department of Forest, emphasized that wild animals have a natural right to roam freely in nature. He stated that the caging and selling of numerous wild animals in urban bird markets is not only illegal but also cruel. He confirmed that the rescued animals were released into a safe environment after initial observation.

The Department of Forest urges all citizens to refrain from buying, selling, and caging wild animals, and encourages them to cooperate by providing information about such illegal activities. The Department confirms that these operations will continue.

#

Dipankar/Sayeam/Rana/Rafiqul/Konok/Shamim/2025/1850 hour

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২১১

পররাষ্ট্রপার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাদ্বয়ের কাপ্তাই লেক পরিদর্শন

রাঙ্গামাটি, ৩ শ্রাবণ (১৮ জুলাই)

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটির বার্গী লেইক ভ্যালী থেকে শুভলং ঝর্ণা এবং শুভলং বাজার হয়ে রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পিড বোটে চড়ে কাপ্তাই লেক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য হলো পাহাড় ও কাপ্তাই লেক। এই লেক পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে তীরবর্তী জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত না হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে, তা ভুলে গিয়ে আমাদের অপার সম্ভাবনাময় কাপ্তাই লেককে কাজে লাগাতে হবে। এই লেক স্বর্ণের মতো মূল্যবান সম্পদ, যা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। তিনি আরো বলেন, সরকার সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সুপ্রদীপ চাকমা জানান, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সকল দরজা খুলে দিয়েছে। পাহাড়ি জনগণ কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, যা পরিবর্তন করতে হবে। পাহাড়িরা দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চায়।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/সায়েম/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৮৩৩ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২১০ 

 

সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে

                                                 – বাণিজ্য উপদেষ্টা

 

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে। বিগত সময়ের আসা ব্যাপক অনিয়মের ফলে প্রচুর ক্রিমিনাল ক্যাপিটাল তৈরি হয়েছে যা ব্যবসার ন্যায্য প্রতিযোগিতাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

আজ দি ইনস্টিটিউট অভ্‌ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অভ্‌ বাংলাদেশ (আইসিএমএবি)-এর আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অভ্‌ একাউন্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে। যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পদের সুষম বণ্টন করা যায় তাহলে আমরা যে অবস্থানে আছি তা থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, বিগত সময়ে আমরা দেখেছি কীভাবে অর্থনৈতিক পরিসংখ্যান ম্যানুপুলেট করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাকে সামনে রেখে অর্থ পাচার করা হয়েছে। একাজে পেশাদার হিসাববিদগণ মূল ভূমিকা পালন করতে পারে। অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার  আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, সাউথ এশিয়ান ফেডারেশন অভ্‌ একাউন্ট্যান্স  (সাফা)-এর প্রেসিডেন্ট আসফাক ইউসুফ তোলা, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, দি ইনস্টিটিউট অভ্‌ চার্টার্ড অ্যাকাউন্টান্টস অভ্‌ বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট এন কে এ মুবিন এবং ইনস্টিটিউট অভ্‌ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্স অভ্‌ বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডি বোর্ড অভ্‌ ট্রাস্টিজ সদস্য ও ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘The Future of Bangladesh Economy’। সার্কভুক্ত দেশসমূহের প্রায় ৬ শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি-মেকার, কর্পোরেটলিডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

#

কামাল/সায়েম/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৯৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২০৯

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা ৩ শ্রাবণ (১৮ জুলাই)

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

 রিজওয়ানুর/সায়েম/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৭৩৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                       নম্বর: ২০৮

মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান

ঢাকা ৩ শ্রাবণ (১৮ জুলাই)

বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আজ রাজধানীর মিরপুর-১ এলাকায় অভিযান পরিচালনা করেছে। আজ মিরপুর-১ পাখির হাটে পরিচালিত এই অভিযানে মোট ৬১টি পাখি এবং ২টি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- ৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক। এছাড়া উদ্ধার করা হয়েছে ২টি কচ্ছপ। অভিযান শেষে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পাখিগুলো অবমুক্ত করা হয়।
         বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি করে বিক্রি করা হচ্ছে, তা শুধু বেআইনি নয়-নিষ্ঠুরও বটে। তিনি জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন অধিদপ্তর সকল নাগরিককে বন্যপ্রাণী কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#

 

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৫৫০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                   নম্বর: ২০৭

১৮ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্মারক উদ্যোগ: দেশজুড়ে গ্রাহকদের জন্য ১ জিবি ইন্টারনেট ফ্রি

ঢাকা ৩ শ্রাবণ (১৮ জুলাই)

গত বছরের ১৮ জুলাই তারিখে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তিতে এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ৫ দিন মেয়াদে দেশের সকল মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের প্রতি এই প্রস্তাব রাখে। মোবাইল অপারেটররা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের ৫ দিন মেয়াদে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ বিষয়ে আগেই অবহিত করেছে।

আজ ১৮ জুলাই থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে গ্রাহকরা তাদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে পারবেন। মোবাইল অপারেটর ডায়াল কোড গ্রামীণফোন *121*1807#, বাংলালিংক *121*1807#, রবি / এয়ারটেল *4*1807# এবং টেলিটক *111*1807#

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার প্রথমে মোবাইল এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৮ জুলাই দেশের সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনার বার্ষিকীতে স্মারক হিসেবে এবার সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্রদান করা হচ্ছে।

#

জসীম/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৩৩৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২০৬

ঢাকা ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও জরিমানা আদায়

ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই):

জ্বালানি সাশ্রয় এবং অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে জ্বালানি বিভাগের নির্দেশনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের অভিযান আরো জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণ অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এই অভিযানে বাণিজ্যিক ও আবাসিক উভয় শ্রেণির অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিতাস গ্যাস মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫টি খানাডুলি কারখানায় বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, দুটি আবাসিক সংযোগ থেকে খানাডুলিতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়। সর্বমোট ৬৩০০ সিএফটি অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের হাটাবো এলাকায় পরিচালিত অভিযানে ৩টি স্পটে ২" ডায়ার বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। আনুমানিক ৬৭০টি বাড়িতে প্রায় ৬৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে সিটি মার্কেট, হাটাবো এবং আতলাপুর, মাছুমাবাদ এলাকার প্রায় ১ কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগসমূহ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়।

মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, চিটাগং রোড এবং ডেমরার পাইটি, পাড়াডগার, কোনাপাড়া এলাকায় ৪টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোট ৪৩টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ২২০০ সিএফটি লোড কর্তন করা হয়। এই অভিযানে প্রায় ৮০০ ফুট বিভিন্ন আকারের পাইপ, ৯টি রেগুলেটর, ৮টি বার্নার সহ অসংখ্য সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া, নারায়ণগঞ্জের তালতলা, আমতলা ও জালকুড়ি এলাকায় অভিযানে ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগের উৎস পয়েন্ট কিলিং করা হয়। এছাড়াও, একটি অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় যা থেকে প্রায় ২০০ বাড়ির ৬৫০টি চুলায় অবৈধভাবে গ্যাস ব্যবহৃত হচ্ছিল। মোবাইল কোর্ট চলাকালে দোষ স্বীকার করায় উল্লিখিত ৪টি প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ টাকা করে, সর্বমোট চার লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

জ্বালানি অপচয় রোধ এবং বৈধ উপায়ে গ্যাস ব্যবহারে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, আবিবি-রূপগঞ্জ জোনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার অভিযানগুলি পরিচালিত হয়।

#

শফিউল্লাহ/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১২০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ২০৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা ৩ শ্রাবণ (১৮ জুলাই)

আজ ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। এই বিশেষ কর্মসূচিতে বিভিন্ন বয়সের প্রতিযোগিদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এ প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনের অন্যতম অংশ। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যারাথন শেষে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

এক হাজার প্রতিযোগি নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী ম্যারাথনটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।

#

আলম/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১৩০৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ২০৪

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা ৩ শ্রাবণ (১৮ জুলাই)

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে আগামীকাল প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে। জেলায় যতজন শহিদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিও’র ইউআরএল প্রেরণ করা হবে। এছাড়া, ঢাকার সাভারে শহিদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

এদিনে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ' ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

#

সাইফুল/ফাতেমা/সুবর্ণা/মানসুরা/২০২৫/১২০০ ঘণ্টা   

2025-07-18-16-27-36fcee61db170f5327530951a3db10a5.doc