Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৫

তথ্যবিবরণী ২৩ জুলাই ২০২৫

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৩০০

স্থগিতকৃত আলিম ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাসমূহের নতুন সময়সূচি প্রকাশ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)-এর স্হগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচী:

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার স্হগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র, উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি ২য় পত্র ১৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন স্হগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র, যুক্তিবিদ্যা ১ম পত্র ১০ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্থগিত হওয়া রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা), ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২২ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৭ আগস্ট ২০২৫ রবিবার অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া অর্থনীতি ১ম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট ২০২৫ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের স্থগিতকৃত আলিম পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি:

স্হগিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্র ১৭ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২২ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৭ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) এবং তাজবীদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৪ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র গোপালগঞ্জ জেলার আরবি দ্বিতীয় পত্র ১৫ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৩ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ২১ আগস্ট ২০২৫ তারিখ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষাবোর্ডে প্রেরণ করতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদাভাবে এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

#

সিরাজ/মেহেদী/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৫/২৩০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৯৯

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের

কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার পাঁচ গর্ভনর

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

          ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ গভর্নর। এ প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহের শিক্ষার গুণগতমান ও কেন্দ্র ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য ইফার পাঁচ গর্ভনরকে অনুরোধ করা হয়েছে।

          আজ রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্নরসের ২২৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অভ্ গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

          সভায় ইসলামিক ফাউন্ডেশনের গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের আধুনিকায়নের ডিপিপি প্রণয়ন, হালাল সনদের ফি পুনর্নির্ধারণ, ইফার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, ডিপিপি অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও হিসাব পরিচালনা এবং ইসলামিক মিশন সেন্টার স্থাপনসহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

          সভায় বোর্ড অভ্ গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ নেছারুল হক উপস্থিত ছিলেন।

#

আবুবকর/মেহেদী/সায়েম/সঞ্জীব/জয়নুল/২০২৫/২২২০ঘণ্টা

 

Handout                                                                                                             Number: 298

 

We Must Save the Critical Rivers Across the Country

                                                   - Syeda Rizwana Hasan

Dhaka, 23 July:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Water Resources and the Ministry of Environment, Forest, and Climate Change, stated that the critical rivers across the country we must be saved. To this end, she instructed the River Research Institute to prepare a list of these rivers.

The advisor made these remarks while presiding over the 56th board meeting of the River Research Institute's Board of Directors at the conference room of Pani Bhaban in Dhaka today.

Advisor Rizwana Hasan added that a list should be compiled, in conjunction with the National River Protection Commission, of rivers that are dying due to siltation and that can be saved.

The Water Resources Advisor also directed the River Research Institute to adopt an action plan for the critical rivers that can be rescued. And for this,  necessary measures can be taken with support from the Climate Change Trust Fund.

The advisor further stated, We need to identify the crises affecting these critical rivers and determine what actions are necessary to overcome them. For this purpose, Advisor Rizwana Hasan instructed the concerned authorities to form a five-member committee comprising representatives from BUET, CEGIS, a Board member, an expert from the River Research Institute, and one Officer from the Ministry. This committee will evaluate the critical rivers and provide necessary recommendations.

The board meeting was attended by Nazmul Ahsan, Secretary of the Ministry of Water Resources; Engineer Md. Enayet Ullah, Director General of Bangladesh Water Development Board; Malik Fida A. Khan, Executive Director of CEGIS; researcher and professor Dr. Md. Manzurul Kibria; Abu Horayra, Director General (Joint Secretary) of the River Research Institute; and other board members.

#

 

Mamun/Mehedi/Sayeam/Ferdows/Sanjib/Shamim/2025/2240hour

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ২৯৭

দেশের সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে

                                    -- পানি সম্পদ উপদেষ্টা

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

 

দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

 

আজ ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইনস্টিটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতাকালে উপদেষ্টা এ নির্দেশ দেন। তিনি বলেন, যেসব নদীতে পলি পড়ে মরে যাচ্ছে এবং যেগুলোকে আমরা বাঁচাতে পারবো নদী রক্ষা কমিশনকে সাথে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে।

 

সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন পানি সম্পদ উপদেষ্টা। যাতে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

 

উপদেষ্টা আরো বলেন, আমাদেরকে সংকটাপন্ন নদীগুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে আমাদের কী কী করণীয় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। আর এজন্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বুয়েট, সিইজিআইএস, বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজন-সহ মোট পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং এর জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

 

বোর্ড সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইনস্টিটিটিউটের মহাপরিচালক আবু হোরায়রা-সহ বোর্ডের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৫/২১১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৬

ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

          আজ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি।

          বৈঠকের শুরুতেই মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

          তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

          এছাড়াও, দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

          সাক্ষাতের এক পর্যায়ে মহসিন রাজা নকভি উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

          এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বিশেষত যুব, ক্রীড়া, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

#

নূর আলম/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ২৯৫

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ

অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের বৈঠক

 

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সদর দপ্তরের সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি বৈঠক করেছেন।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর কার্যক্রম, বীজ উৎপাদন, পাট পণ্যের বাজার বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বলেন, পাট ও পাটজাত পণ্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সোনালি আঁশ পাট একসময় দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল এবং বর্তমানেও এর গুরুত্ব অপরিসীম।

উপদেষ্টা আরো বলেন, আমাদের লক্ষ্য পাটের সোনালি অতীতকে ফিরিয়ে এনে বৈশ্বিক বাজারে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব পণ্যের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য গবেষণা, বিনিয়োগ এবং বিপণনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা এই কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

আনপিং ইয়ি বলেন, পাট পণ্যের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের পাট পণ্যের বাজার বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী। এ দেশের কৃষি পণ্যের উন্নয়নে অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে দুই শতাধিক জনবল কাজ করে যাদের অধিকাংশ এদেশেরই। এ সময় তিনি পাট পণ্যের উৎপাদন ও বাজার বৃদ্ধিতে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

#

কামাল/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর: ২৯৪

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত নিহত ২৯

২২ মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

 

          ঢাকার উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।

 

          স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

#

ডা. আহসান/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/রেজাউল/২০২৫/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৩

 

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক

 

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন।’ ‘আজ সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বসেছিলাম। প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে—কে কী ওষুধ পাবে, কার অপারেশন লাগবে, কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি।’

পরিচালক জানান, দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। আমাদের মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সাথে চিকিৎসা প্রটোকল নিয়েও আলোচনা হয়েছে। তারা কিছু সিদ্ধান্ত শেয়ার করেন। চিকিৎসায় আমরা তাদের দেওয়া সিদ্ধান্তও একীভূত করছি।

ডা. নাসির উদ্দিন জানান, ‘বার্নের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রসেস। ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরো জানান, ওষুধ ও যাবতীয় চিকিৎসা উপকরণ পর্যাপ্ত রয়েছে।

#

শাহাদাত/মেহেদী/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ২৯২

 

নেপালের রাষ্ট্রদূতের সাথে পার্বত্য উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari) সাক্ষাৎ করেছেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। ত্রিপক্ষীয় সভা, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি সুরক্ষা ইত্যাদি বিষয়ে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন।

উপদেষ্টা এ সময় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম উপদেষ্টাকে আগামী ১৮-১৯ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য HKH Parliamentarians’ Meet 2025-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, উপদেষ্টার একান্ত সচিব ও মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং-এর সহকারী সচিব তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মেহেদী/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২৯১

নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

          বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আজ কিশোরগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ২টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৭৩ কেজি পলিথিন জব্দ করা হয়।

          অভিযান চালানোর সময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

          পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গত ৩ নভেম্বর ২০২৪ তারিখ থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোট ৪৯৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানগুলোতে ৯২৭টি প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ ৭৪ হাজার একশত  টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২ লাখ ৫১ হাজার ৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া, দেশজুড়ে ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে।

          পরিবেশ অধিদপ্তর দূষণবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

#

দীপংকর/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯০

সংস্কৃতি উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

          বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন আজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎ করেন।

          সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময়, বাংলাদেশি তরুণদের জন্য চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

          সংস্কৃতি উপদেষ্টা  অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তাঁর মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সাথে নানা কর্মসূচি গ্রহণের আগ্রহের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

#

তুহিন/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ২৮৯

 

 

প্রধান নির্বাচন কমিশনার-সহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি

                                                                             - অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের ১৮তম দিনের আলোচনায় নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারগণের নিয়োগ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যমান সংবিধানের ১১৮ (১) সংশোধন করে নতুন সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংশোধিত প্রস্তাবে প্রধান নির্বাচন কমিশনার এবং আইনে নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন থাকবে উল্লেখ করে তিনি বলেন, স্পিকারের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি বিদায়ি নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে পরবর্তী ৫ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারগণকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে 'ইচ্ছাপত্র' ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্য আহ্বান করা-সহ নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৮তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

কমিশনের সহ-সভাপতি বলেন, স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্য সদস্যরা হবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা, বিরোধীদলীয় ডেপুটিস্পিকার, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপীল বিভাগের একজন বিচারপতি। এই কমিটি আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্তসমূহ স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে, সর্বসম্মতিক্রমে তাদের মধ্য থেকে এক জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে এক জন করে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে এবং রাষ্ট্রপতি তাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগ দান করবেন। স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। তিনি আরো বলেন, বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হলে অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পরবর্তী দিন হতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া, জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশনের ওপর জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক আইন ও আচরণ বিধি প্রণয়নের বাধ্যবাধকতা সংযুক্ত করা হয়েছে। তবে, বিদ্যমান সংবিধানের উপানুচ্ছেদ ২,৩,৪,৫ ও ৬ অপরিবর্তিত থাকবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

#

পবন/মাহমুদুল/সায়েম/ফেরদৌস/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৬৩ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৮ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

 রিজওয়ানুর/মাহমুদুল/ফেরদৌস/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর: ২৮৭

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই): 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি করা হয়েছে। আজ থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে।

ডাটা নিশ্চয়নের তারিখ আজ থেকে ৩১ জুলাই পর্যন্ত এবং ৩ থেকে ৪ আগস্ট সোনালী সেবার মাধ্যমে এ সংক্রান্ত টাকা জমা দেওয়া যাবে। এছাড়া, গত ১৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। 

#

মোস্তাফিজ/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/মানসুরা/২০২৫/১৬৩০ ঘণ্টা

Handout        

2025-07-23-17-10-d80acf51e268d7ffc3e5ebaeae8b5d96.doc