Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৫

তথ্যবিবরণী ১৬ জুলাই ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৯১                                            

সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

 

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের শিপিং সেক্টর-সহ অন্যান্য সেক্টরে আরো বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা আজ সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের দপ্তরে সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ফু’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো থেকে প্রতি বছরই দক্ষ ও মেধাবী মেরিনারগণ গ্রাজুয়েশন সম্পন্ন করছেন। সিঙ্গাপুরের শিপিং সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা সিঙ্গাপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে একইসাথে বাংলাদেশও বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এছাড়াও বাংলাদেশ পোশাক শিল্পেও অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশের পোশাক বিশ্বমানের। ইউরোপ আমেরিকা-সহ সারা বিশ্বে বাংলাদেশের পোশাকের বিশাল চাহিদা রয়েছে। বাংলাদেশের পাটজাত পণ্যেরও বিশ্বজুড়ে সুখ্যাতি রয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বাংলাদেশের তৈরি উন্নতমানের পোশাক ও পাটজাত বিভিন্ন দ্রব্য সামগ্রী আমদানি করতে পারে।

সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী বাংলাদেশকে সিঙ্গাপুরের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণ ও ব্যবসা বাণিজ্যে ভারসাম্য আনয়নের লক্ষ্যে বাংলাদেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিঙ্গাপুর সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়াও বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নেও সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিঙ্গাপুরকে বাংলাদেশের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী দেশ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে জাহাজ শিল্প, তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, পাটজাত পণ্য ও অন্যান্য সেক্টরে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে।

বৈদেশিক বিনিয়োগের সকল প্রক্রিয়া এখন উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। এ সময় উপদেষ্টা বাংলাদেশে নির্মাণাধীন একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে আন্তর্জাতিকমানের একটি ডকইয়ার্ড / শিপইয়ার্ড নির্মাণে সিঙ্গাপুর সরকারকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশী নাবিকদের জন্য সিঙ্গাপুর সরকার কর্তৃক ট্রানজিট বা ওয়ার্কিং ভিসা প্রদানের আহ্বান জানান। তিনি বাংলাদেশী বন্দর ব্যবস্থাপনায় যে সকল জনবল নিয়োজিত রয়েছে তাদেরকে আধুনিক ও উন্নত মানের প্রশিক্ষণ প্রদানের জন্য সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/মেহেদী/মাহমুদুল/সায়েম/রানা/ফেরদৌস/রফিকুল/কনক/সেলিম/২০২৫/১৯৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৮৯ 

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে

                                                                 - পার্বত্য উপদেষ্টা

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের এগুতে হবে। জুলাই বিপ্লবের এ পরিবর্তন আমাদের নতুনভাবে চলার প্রেরণা যুগিয়েছে।

          আজ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহিদদের মনে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ২০২৪ সালের এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের অগ্রযাত্রায় থেকে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা সরকারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

          উপদেষ্টা জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাত করার আন্দোলনে জীবন দানকারী সকল শহিদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের মঙ্গলের জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন ও যারা চির পঙ্গুত্ব বরণ করেছেন দেশবাসী তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচারি শাসনামলের অবসানই নয়, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই জুলাই বিপ্লব। আজ আমি উপদেষ্টা হয়েছি এই জুলাই বিপ্লবের শহিদদের বদৌলতেই। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুন্দর বাংলাদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ারের কাজে নিজেদের নিবেদন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।

          এ সময় শহিদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্ট-সহ নানা ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক।     অনুষ্ঠান শেষে জুলাই শহিদদের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মো. মনিরুল ইসলাম, প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, অতুল সরকার, মো. মমিনুর রহমান-সহ মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৯৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৮৮

সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে

                                        - সৈয়দা রিজওয়ানা হাসান

রংপুর, ১ শ্রাবণ (১৬ জুলাই):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে কাজ করছে। স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে জলাভূমিসমূহের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে।

 

আজ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ সময় উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এই বিলগুলো শুধু পানি বা মাছের উৎস নয়, এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ ছাড়া এগুলোর জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অবিলম্বে বিল দুটির পরিবেশ সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য টেকসইভাবে ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, রংপুর পাউবো’র প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলাম, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এবং তাঁকে বিল এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

 

উপদেষ্টা স্থানীয় বাসিন্দাদের সাথেও মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

 

#

দীপংকর/মেহেদী/মাহমুদুল/সায়েম/রানা/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৯৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮৭

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

          জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ কমিশনের সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সভার শুরুতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

          সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সাথে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য দূরীকরণে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়।

          আলোচনার শেষে কমিশনের সদস্যগণ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে স্বতঃস্ফূর্ত এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

          সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

          জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

#

পবন/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮৬

জুলাইয়ের সকল শহিদের স্মরণে দেশের ৮৪৪ স্থানে স্মৃতিফলক স্থাপন করা হবে

                                                                                   --- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

চট্টগ্রাম, ১ শ্রাবণ (১৬ জুলাই):

          মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জুলাইয়ের সকল শহিদের স্মরণে দেশের ৮৪৪ টি স্থানে শহিদ স্মৃতি ফলক স্থাপন করা হবে।

          উপদেষ্টা আজ চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, আজ এখানে একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেসব স্থানে শহিদেরা প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হবে। দেশের ৮৪৪টি জায়গায় এমন ফলক স্থাপন করা হবে।

           জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসব স্মৃতি ফলক নির্মাণ করা হবে।

          এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব মোঃ মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

          পরে উপদেষ্টা পাচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে (জাতিসংঘ পার্ক) ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

          এছাড়াও চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। আলোচনা শেষে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

          এর আগে দুপুরে উপদেষ্টা সার্কিট হাউসে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

#

এনায়েত/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৮৫

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে

                                                         - আইন উপদেষ্টা

 

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে।

উপদেষ্টা আজ শহিদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যায়নি। আবু সাঈদ এর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের এক হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকে প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি।

আসিফ নজরুল বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেপ্তার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারো কোনোরকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, ‘অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখতে পাবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা এমন একটি বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে।

উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।                                                                                   

#

 

রেজাউল/মেহেদী/মাহমুদুল/ফেরদৌস/রফিকুল/কনক/শামীম/২০২৫/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ১৮৪

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

 

#

 

 রিজওয়ানুর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/কনক/রেজাউল/২০২৫/১৭০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর: ১৮৩

তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যে

                                   -পরিবেশ উপদেষ্টা

রংপুর, ১ শ্রাবণ (১৬ জুলাই):  

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের চুক্তি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ নানা প্রকল্প চলমান। এছাড়া, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

          রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ ‘জুলাই শহিদ দিবস ২০২৫’ এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, শহিদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয় আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে-এটি আমাদের প্রত্যাশা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিলেন। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

          অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি’র চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

          এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্যান্য অতিথিদের সঙ্গে শহিদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

#

দীপংকর/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১৪৪৬ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ১৮২

ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন                                                                  

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন।

আইসিটি টাওয়ারে বিসিসি অডিটোরিয়ামে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষ্যে আয়োজিত ‘Youth Power: Language Movement 1952 to Quota Reform Movement 2024’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেমিনারের শুরুতে জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে আইসিটি টাওয়ারের নিচতলায় নবনির্মিত জুলাই কর্নারের উদ্বোধন করেন প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ আমাদের জন্য একটি দুঃখের দিন। যে তরুণরা তাদের জীবন দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং নতুন দায়িত্ব দিয়েছেন। আমরা কতটা শ্রদ্ধাশীল থেকে সেই দায়িত্ব পালন করেছি, আজ তা বুঝে নেয়ার দিন। আমরা যে কাজগুলো শুরু করেছি অনেক ক্ষেত্রেই গত এক বছরে সফল হ‌ইনি। আগামী দিনে কিভাবে সফল হতে পারি সে পরিকল্পনা আমাদের করতে হবে। প্রতিদিন আমার মনে হয় অনেক কাজ বাকি। আমি ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে বলে তিনি আবেগতাড়িত হয়ে যান। আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করব জুলাইয়ের আহতদের আইসিটি স্কিল দিয়ে একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় জীবনের নিশ্চয়তা দিতে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, একই সাথে নাগরিক সেবা নামে একটা প্ল্যাটফর্ম চালু করেছি, এর মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনে মানুষকে হয়রানি মুক্ত সেবা প্রদান করার প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সফটওয়্যার পার্কগুলো করা হয়েছে যেগুলো দাঁড়িয়ে আছে বিল্ডিং হিসেবে, যার মধ্যে ট্রেনিং কিংবা স্কিল ডেভেলপমেন্টের কোন ব্যবস্থা নেই। সেখানে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর বিষয়ে আমরা কাজ করছি বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাঙালি মরতে জানে কিন্তু হারতে জানে না। জুলাই আন্দোলনে দুহাজারের বেশি মানুষকে হারিয়ে আমরা জগদ্দল পাথর সরিয়েছি।

জুলাই যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দীক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়েছে। তিনি বিচার‌ এবং যথাযথ সংস্কারের পর নির্বাচন আয়োজনের জন্য অর্ন্তবর্তী সরকারকে অনুরোধ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আহসান ইয়াসির শারার বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহার চান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকার। বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ মেহেদী হাসানসহ আন্দোলনে আহত ছাত্র ছাত্রীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

#

জসীম/তৌহিদ/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/আসমা/২০২৫/১৬৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                             নম্বর: ১৮১

গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ

                    -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):  

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গৃহকর্মীদের ন্যায্য অধিকার বিষয়টি শ্রমিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একই সাথে নারী আন্দোলনেরও অবিচ্ছেদ্য অংশ।

          উপদেষ্টা আজ সকালে দ্য ডেইলি স্টারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘গৃহকর্মীদের অধিকার ও বাস্তবায়নে চ্যালেঞ্জ: নীতিমালা থেকে আইন প্রণয়ন নিয়ে সংলাপ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে যদি গৃহকর্মী না থাকতেন, তাহলে নারীদের নিজেদেরকে সেই কাজগুলো করতে হতো। তাই নারীদের মধ্যেই পারস্পরিক সহানুভূতি ও সমর্থনের মনোভাব গড়ে তোলা প্রয়োজন। তাদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং গৃহকর্মী শব্দের ব্যবহার নিয়েও আমাদের চিন্তা করা উচিত। তিনি আরো বলেন, ফ্ল্যাট বাড়িগুলো আধুনিক হলেও সেখানে গৃহকর্মীদের বিশ্রামের স্থান রাখা হয় না। ভবিষ্যতের বাড়ি নির্মাণে তাদের জন্য উপযুক্ত বিশ্রাম ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

          উপদেষ্টা বলেন, গৃহকর্মীদের স্বাস্থ্য ভালো না থাকলে পুরো পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। অথচ তারাও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী। অনেক সময় ক্ষুধা নিবৃত্ত করতে তারা জর্দা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য গ্রহণ করেন। সময়মতো খাবার নিশ্চিত করলে এই সমস্যা কমে আসবে। 

          সবুজের অভিযান ফাউন্ডেশন, অক্সফাম এবং দ্য ডেইলি স্টার আয়োজিত অনুষ্ঠানে  ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় আরো বক্তৃতা করেন নারী সংস্কার কমিশনের সাবেক সদস্য মাহীন সুলতান, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য রেজকুজ্জামান রতন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম। সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তৃতা করেন সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।

#

মামুন/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/৯১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর: ১৮০

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আজ দুপুর ১.৩০ মিনিটে ঢাকায় বায়তুল মুকাররম মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মুহিবুল্লাহিল বাকী। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মোঃ মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের জন্য গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।  

#

শায়লা/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/আসমা/২০২৫/১৫৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                 নম্বর: ১৭৯

‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে এক লাখ মানুষের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই):

‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে এক লাখ মানুষের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইতোমধ্যে সকল জেলা তথ্য অফিসে এসব পোস্টকার্ড প্রেরণ করা হয়েছে।

সকল জেলা তথ্য অফিস সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের সঙ্গে সমন্বয় করে ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গণ-অভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা ও অভিজ্ঞতা সংগ্রহ করছে। আগামী ৫ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। জনগণের স্মৃতিকথা-সংবলিত এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে। 

#

2025-07-16-14-43-0983dfe1c76b7b4812f8e00a6d5b1c92.doc