Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০১৯

তথ্যবিবরণী ১৩ অক্টোবর ২০১৯

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৯১৮
 
আগামী কাল থেকে শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০১৯
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) : 
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধ্ ুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
এ সময় অন্যান্যোর মধ্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। 
প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যেসব দেশীয় প্রতিষ্ঠান প্রযুক্তি পণ্য উৎপাদন করছে, তাদের জন্য থাকবে আলাদা জোন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ কোনো স্বপ্ন নয়, বরং বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশের সুবিধা আমরা সবাই ভোগ করছি। তিন দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে নেওয়ার জন্য নানা সেমিনারের আয়োজন করা হয়েছে।
 
#
শহিদুল/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৩৯১৭

 

ট্যানারি শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করতে নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) :

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ট্যানারি শিল্পের শ্রমিকদের অধিকার বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার জন্য শ্রম পরিদর্শকদের নির্দেশ দেন।

 

আজ সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ারকার্স ইউনিয়নের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী শ্রমিকদের উন্নয়নের হাতিয়ার উল্লেখ করে বলেন মালিক-শ্রমিক মিলে কাজ করে পাট, চা, চামড়া শিল্পকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, যদি কোনো শ্রমিককে ছাঁটাই করতেই হয় সেক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার আন্তরিক উল্লেখ করে তিনি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র-সহ শ্রম আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়নে মালিকদের প্রতি আহ্বান জানান।

 

ট্যানারি ওয়ারকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি সংসদ সদস্য এডভোকেট মোঃ কামরুল ইসলাম ও সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ লেদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালাম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান, বাংলাদেশ ফিনিশড লেদারের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ বক্তৃতা করেন।

 

#

আকতারুল/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২১০৫ ঘণ্টা তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৯১৬
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর মাতার মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর মাতা মা চ য়ই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মা চ য়ই একজন মহিয়সী নারী ছিলেন। বীর বাহাদুরের সর্বসাধারণের নেতা হয়ে উঠার পেছনে তাঁর মা’র অবদান ছিল সর্বাধিক। 
ভূমিমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
#
নাহিয়ান/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৯১৫ 
 
দাবি মানার পরও আন্দোলনের পেছনে ‘ছাত্রদের আবেগ পুঁজি করে ফায়দা লোটার মহল’
                                        ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) : 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘বুয়েটে আবরার হত্যাকা-ের ঘটনায় ছাত্রদের আবেগ পুঁজি করে একটি মহল ফায়দা লুটতে চায়। আর সেকারণেই দাবি মানার পরও আন্দোলনের কথা তোলা হচ্ছে।’
আজ ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বুয়েটে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক, নৃশংস, নিন্দনীয়। কিন্তু বাংলাদেশে একটি মহল আছে, যারা দেশ অস্থিতিশীল হলে ফায়দা লুটতে পারে। আমরা লক্ষ্য করছি ছাত্রদের আবেগ অনুভূতিকে পুঁজি করে বিএনপি এবং তাদের মিত্রদের মহল ছাত্র অঙ্গনকে অশান্ত রেখে দেশকে অশান্ত করার দুরভিসন্ধি চালাচ্ছে। ছাত্রদের মধ্যে তারা তাদের এজেন্ট তৈরি করছে, যে কারণে দাবি মেনে নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসছে।’ 
‘স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যেখানে সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে, সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কেন?’ -উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি, সেখানে শিবির সক্রিয় হয়েছে, শিবির হচ্ছে রগ-কাটা বাহিনী। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলাম, শিবির আমাকে দুইবার হত্যাচেষ্টা চালিয়েছিল। আমি দুইবার মৃত্যুর হাত থেকে, শিবিরের হাত থেকে ফিরে এসেছি।’
মন্ত্রী বলেন, ‘সেখানে (বুয়েটে) শিবির সক্রিয় হয়েছে, ছাত্রদল সক্রিয় হয়েছে। স্বনামে নয়, বেনামে সক্রিয় হয়েছে। তারা বিষয়টাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি ছাত্রদের আবেগের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে এমন ঘটনা যেন আর না হয়, সেজন্য তাদের প্রতিবাদের সাথেও একমত পোষণ করে অনুরোধ জানাবো, কেউ যাতে এটিকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
ড. হাছান বলেন, ‘আপনারা জানেন, আমরা প্রথম থেকেই এ ঘটনার প্রতিবাদ করেছি এবং কেউ দাবি তোলার আগেই সরকার এ ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ কোনো মামলা হওয়ার আগেই ১০ জন আসামীকে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। এবং বালাদেশের ইতিহাসে এত তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়া হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বুয়েটে ছাত্রদলের দুই গ্রুপের ক্রসফায়ারে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সনি যখন হত্যাকা-ের শিকার হয়েছিল, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে হত্যাকা-ের সাথে যুক্তদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসীন হলের ছাত্র মাহমুদ মামুনকে হত্যা করে যে পানির ট্যাংকের মধ্যে ফেলে রাখা হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে সেই পানি ছাত্ররা খেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কারণে অপরাপর হত্যাকা-ের শিকার হয়েছে চুন্নু, বশিরেরা। এবং এই সমস্ত হত্যাকা-ের পর বিএনপি কোনো ব্যবস্থাই গ্রহণ করে নাই। সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং প্রশাসনিকভাবেও যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল কিন্তু তা করেনি।’
 
‘বুয়েটে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ পরিস্থিতি উত্তরণে সহায়ক’
 
বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা বিষয়ে মন্তব্য চাইলে মন্ত্রী বলেন, ‘সাময়িকভাবে যেটি বন্ধ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তা পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে, নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এটি একান্তই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যাপার। তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্রদেরও সেই দাবি ছিল।’ 
 
তবে দেশে ছাত্র রাজনীতি বন্ধ বা নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে করেন না মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে অনেক অর্জনের সাথে ছাত্রদের আন্দোলন, ছাত্র সংগঠন জড়িয়ে আছে। আজকে যারা প্রতিষ্ঠিত নেতা তারা বেশির ভাগই এসেছেন ছাত্র রাজনীতি থেকে। সুতরাং ছাত্র রাজনীতি একেবারেই বন্ধ করে দিলে ভালো হবে না।’
                                                    চলমান পাতা-২-
পাতা-২-
 
‘বিএনপি’র ভারতবিরোধী রাজনীতির পুরোনো ট্যাবলেট অকেজো’
 
ভারতের সাথে সম্পাদিত সাম্প্রতিক চুক্তি বিষয়ে বিএনপি’র বিরূপ মন্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ‘বিএনপি’র রাজনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে ভারত বিরোধিতা। তবে এই পুরোনো ট্যাবলেট আর কাজ করবে না।’
 
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহৎ প্রতিবেশি রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ককে যেমন নতুন উচ্চতায় নিয়ে গেছেন, একইসাথে তাদের কাছ থেকে স্বার্থে আদায় করার ক্ষেত্রেও অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভারত সফরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর করেছেন। প্রত্যেকটা চুক্তি বা সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ শুধু সংরক্ষণ নয়, বরং ভারতের কাছ থেকে আমরা স্বার্থ আদায় করেছি।’
 
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অতীতেও দেখেছেন ৬৮ বছরের পুরোনো ছিটমহল সমস্যা শেখ হাসিনার নেতৃত্বেই এই সমস্যার সমাধান হয়েছে। আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে প্রায় বাংলাদেশের সমান আয়তনের সমুদ্রসীমা বিজয়ের ক্ষেত্রে একচুলও ছাড় ভারতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেননি।’
 
‘সিঙ্গাপুর, নেদারল্যান্ড সমৃদ্ধ কেন ? বন্দরকে পৃথিবীর দেশগুলোর জন্য খুলে দেয়ার জন্য’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘পৌনে দুইশত বছর আগে যখন আমাদের দেশে চট্টগ্রাম বন্দর গড়ে তোলা হয়, তখন মূল উদ্দেশ্য ছিল ভারতের পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য। এখন চট্টগ্রাম বন্দর ভারত ব্যবহার করলে আমাদের রয়্যালিটি দিতে হবে। তাদের যত পণ্য আসবে তার এবং পরিবহনের জন্যও আমাদের রয়্যালিটি দিতে হবে। আমরা আয় করবো। যেভাবে সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও অন্যান্য দেশগুলো বন্দর থেকে আয় করে, সেভাবে আমরা আয় করবো। চালনা বন্দর ব্যবহার করলে আমরা সেখান থেকে আয় করবো, মোংলা বন্দর ব্যবহার করলে সেখান থেকে আয় করবো। সহজ বিষয়টা বিএনপি নেতারা যে বোঝেন না তা নয়, বোঝেন। বুঝেও জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন।’
 
রাডার চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে কয়েকটি সংবাদ মাধ্যমে এই নিয়ে ভুল ও অসত্য সংবাদ পরিবেশিত হয়েছে। প্রকৃতপক্ষে চুক্তি অনুসারে ভারত ২০টি রাডার কেনার জন্য গ্রান্ট দিবে অর্থাৎ এককালীন টাকা, যা ফেরত দিতে হবে না। সেই গ্রান্ট থেকে বাংলাদেশের কোস্ট গার্ড ২০টি রাডার কিনবে। কারণ কোস্ট গার্ডের ভালো রাডার নেই। আমাদের সমুদ্রসীমায় থাইল্যান্ডের জাহাজ আসে, মিয়ানমারের জাহাজ আসে, দেশের মাছ চুরি করে নিয়ে যায়, ভারত থেকেও আসে, আসে না যে, তা নয়। এদের ধরার জন্য আমাদের ভালো রাডার সিস্টেম নাই, সেই রাডার সিস্টেম উন্নত করার জন্য এটির মালিকানা আমাদের থাকবে। এটির পরিচালনাও আমরা করবো। সুতরাং এটি নিয়ে যে মিথ্যা বক্তব্য দেয়া হচ্ছে, সেটি প্রচ- ক্ষোভের উদ্রেককারী।’ 
 
তথ্যমন্ত্রী এ সময় ফেনী নদীর পানি প্রবাহের দুইশত ভাগের এক ভাগ পানি ছোট্ট শহর সাবরুমে খাবার পানি হিসেবে ব্যবহার এবং আমদানিকৃত ও উপজাত হিসেবে প্রাপ্ত এলপিজি গ্যাস ‘ভ্যালু-এড’ করে ভারতে রপ্তানি আমাদের অর্থনীতির জন্য সহায়ক হবার বিষয়ও ব্যাখ্যা করেন।
 
#
আকরাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯৪৭ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৯১৪
 
চাঞ্চল্যকর অপরাধগুলো অগ্রাধিকার দিয়ে বিচার করা হচ্ছে
            --- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) :
 
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনি প্রক্রিয়ায় সাজা দিতে কিছুটা সময় লাগে। তিনি বলেন, অত্যন্ত অল্প সময়ে আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাজন হত্যা মামলার সাজা দেওয়া হয়েছে। সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় হয়েছে। আগামী ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় হবে। কিছু দিনের মধ্যেই হাজী রমিজ উদ্দিন স্কুলের দুই শিক্ষার্থীকে বাস চাপায় হত্যা মামলার রায় হবে। তিনি বলেন, এই ধরণের অপরাধগুলোকে সরকার অগ্রাধিকার দিয়ে বিচার করছে। ঠিক একইভাবে আবরার হত্যা মামলাকে যতটুকু অগ্রাধিকার দিয়ে শেষ করা উচিত ততটুকু অগ্রাধিকার দিবে সরকার। 
 
আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত শিশু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
 
মন্ত্রী বলেন, আবরার হত্যা হত্যাকা- অত্যন্ত মর্মান্তিক। আমাদের সমাজে এটা হওয়া উচিত নয় এবং এটা যাতে আর না হয় সেরকম বিচারিক ব্যবস্থা সরকার নিবে। তিনি বলেন, আবরার ফাহাদের ছোট ভাই আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সহযোগিতা চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা দিতে প্রস্তুত। 
 
মন্ত্রী বলেন, এ কথা সর্বজন স্বীকৃত যে শিশুরাই উন্নয়নের চাবিকাঠি, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। শিশুদের জীবনে ভালো একটি শুরু তাদের পরিণত বয়সে সমৃদ্ধি বয়ে আনে যার প্রভাব পড়ে পুরো জাতির ওপর। অর্থাৎ শিশুদেরকে সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ।
চাইল্ড পার্লামেন্টের স্পিকার মারিয়াম আক্তার জিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বিশেষ অতিথির বক্তৃতা করেন।
#
 
রেজাউল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৯১৩
 
মুজিববর্ষ পালনে প্রণয়ন করা হবে আন্তর্জাতিক বর্ষপঞ্জি 
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির তৃতীয় সভা আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলমান আছে। এ সময় জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদশনী-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতার সংগ্রামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।
সভায় জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক উপকমিটির বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহের মাধ্যমে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মোঃ শহীদুল হক, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এম জমির ও চিত্রশিল্পী হাসেম খান-সহ কমিটির সদস্যবৃন্দ।
#
তৌহিদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৩৯১২

দেশের উন্নয়নে নবীন কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ

                                  ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে। সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে দেশের সুশাসন নিশ্চিত করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আজ সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব মূলত নবীন কর্মকর্তাদের। তাই সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে জনগণের আশা-আকাঙ্খা পূরণে সিভিল সার্ভিসের সদস্যদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মোঃ রকিব হোসেনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

#

শিবলী/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৩৯১১
 
শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে
                                 --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে যাতে কোন শিক্ষার্থী অন্যের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত না হয়। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‌্যাগিং ও যৌন নির্যাতন-সহ সকল নিপীড়ন বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা রোধে বিশেষ সেল গঠন করা যেতে পারে বলেও জানান তিনি।
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘গধফৎধংযধ ঊফঁপধঃরড়হ গধহধমবসবহঃ ধহফ ওহভড়ৎসধঃরড়হ ঝুংঃবস ( গঊগওঝ)’এর ওপর আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংশ্লিষ্ট সকলের সেবা প্রাপ্তিকে সহজ করবে এবং নতুন সফটওয়্যার ব্যবহার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যোগাযোগ আরো দ্রুত এবং স্বচ্ছ করবে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার শিক্ষক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে কর্মস্থলে বসেই প্রশিক্ষণ নেয়া যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি মোঃ শাহাবুদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাহমুদ উল হক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক।
#
জাহিদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৩৯১০
 
বিমানের প্রধান কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
 
ঢাকা, ২৮ আশি^ন (১৩ অক্টোবর) :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা’র নিচতলার লবিতে ‘মুক্তিযুদ্ধ কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোঃ ইনামুল বারী মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন। 
মুক্তিযুদ্ধ বিষয়ক ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধনকালে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, সকলের জন্য উন্মুক্ত এই মুক্তিযুদ্ধ কর্নার থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, সিডি ও অন্যান্য প্রকাশনা সামগ্রী দেয়া ও নেয়ার ব্যবস্থা রয়েছে। মুক্তিযুদ্ধ কর্নারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ওপর দেশের বিভিন্ন বরেণ্য ও খ্যাতনামা লেখক-লেখিকার বইয়ের সংগ্রহ রয়েছে। 
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক-সহ বিমান পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
#
তানভীর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৪০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর :৩৯০৯

কৃষির আধুনিকায়নই কৃষকদের আশার আলো দেখাবে

                                                  ---কৃষিমন্ত্রী

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) :

            কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কালের বিবর্তনে আজ কৃষিকাজের সাথে মানুষের সম্পৃক্ততা বেড়েছে। কিন্তু বর্তমানে কৃষকরা যে পারিশ্রমিক পায় তা নগণ্য। কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণই কৃষকদের আশার আলো দেখাবে। সেই সাথে কৃষি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে হবে। অপ্রচলিত অধিক মূল্যেও ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।

আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল উন্মোচন করেন ও ইলেকট্রনিক গেট; এবং ভবনের দশম তলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, বিএডিসিকে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করতে হবে। নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভবন করে মানুষের কাছে দ্রুত পৌঁছাতে হবে। প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধির জন্য সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বিএডিসি’র চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান ও সংসদ সদস্য আব্দুল মান্নান।

#

গিয়াস/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮০৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৩৯০৮

সর্বস্তরের মানুষ বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার

---মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) :

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী ও শিশু-সহ দেশের সর্বস্তরের মানুষ বাল্যবিবাহ প্রতিরোধ করতে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হয়েছে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে বিশ্বনেতারা ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এছাড়া বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে আজ দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে বাল্যবিবাহ নিরোধ দিবস পালনের লক্ষ্যে একযোগে দেশের সকল জেলা-উপজেলায় সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধনে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করে।

মানববন্ধনে আরো বক্তৃতা করেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও বাংলাদেশে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী-সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

#

আলমগীর/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৩৯০৭

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ প্রশংসিত

ঢাকা, ২৮ আশ্বিন ( ১৩ অক্টোবর) :

 

            বাংলাদেশ মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। গত ৭ থেকে ৮ অক্টোবর নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে অনুষ্ঠিত ‘মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট ইন ক্রাইসিস সিচুয়েশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রশংসা অর্জন করে বাংলাদেশ।

 

            স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ সেমিনারে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যনীতিতে মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে এর সার্বিক উন্নতিকল্পে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সকলের অবগতির জন্য তুলে ধরেন।

            স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতে মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি যথাযথ গুরুত্বারোপ করা না হলেও  বর্তমান সরকার এ সমস্যার প্রতিকারকল্পে দেশের সকল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পূর্ণমাত্রায় এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সীমিত পরিসরে এ সংক্রান্ত চিকিৎসা সুবিধা চালু করেছে।’

            নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সিগরিদ কাগ সম্মেলনের উদ্বোধন করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং মানবিক ও জরুরি ত্রাণ সহায়তা সংক্রান্ত সমন্বয়ক মার্ক লোকক, আন্তর্জাতিক রেডক্রসের সেক্রেটারি জেনারেল এলহাজ আস সি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউনিভার্সাল হেলথ কভারেজ সংক্রান্ত সহকারী মহাপরিচালক রেন মিং ঘুই, ইউরোপিয়ান কমিশনের মানবিক সহায়তা ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার ক্রিস্টস স্টিলিয়ান্ডেস-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

            উল্লেখ্য, মানসিক স্বাস্থ্য সেবায় অসাধারণ ভূমিকা রাখায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক গত সপ্তাহে
সায়মা হোসেন ওয়াজেদকে বিশ্বের সেরা ১০০ জন ইনোভেটিভ গ্লোবাল উইমেন লিডার ইন মেন্টাল হেলথের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রস্তাবিত পরিকল্পনাটি হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় সুবিধা-সহ চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে।

            নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলা

Todays handout (14).docx