তথ্যবিবরণী নম্বর: ৩৮২৭
আইটিইউসির সাথে বৈঠকে শ্রম আইন সংশোধন ও শ্রমিক কল্যাণে সরকারের অঙ্গীকার
জেনেভা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
সুইজারল্যান্ডের জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সাথে গতকাল ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রম সচিব বলেন, শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, শ্রমিক-মালিক সমন্বয় এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
এ সময় সচিব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম একাডেমিক অংশীদারিত্ব।
এছাড়া ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সেক্টরে সামাজিক সংলাপ জোরদার করা হচ্ছে। সম্প্রতি শ্রমিক-মালিক পক্ষ ১৮ দফা যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যা শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ।
সচিব আরো জানান, শ্রমিকদের অংশগ্রহণমূলক উন্নয়ন নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা হবে।
এ সময় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মালেক/বিবেকানন্দ/ফেরদৌস/রেজাউল/২০২৫/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮২৬
আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
জেনেভা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সাথে বৈঠক করেন।
বৈঠকে শ্রম উপদেষ্টা বাংলাদেশের শ্রমখাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন। এছাড়া, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সকল শিল্পখাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও উপস্থাপন করেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেন তিনি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
#
মালেক/বিবেকানন্দ/ফেরদৌস/আলী/রেজাউল/২০২৫/১৬৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮২৫
শব্দদূষণ রোধে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান
হাইড্রোলিক হর্ণ জব্দ ও জরিমানা আদায়
ঢাকা, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন । অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর একটি চৌকস দল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
#
দীপংকর/বিবেকানন্দ/ফেরদৌস/আলী/রেজাউল/২০২৫/১৬৪৮ ঘণ্টা
Handout Number: 3824
Mobile Court Drive Noise Pollution in Rajbari
Hydraulic Horns Seized and Fined
Dhaka, 13 June 2025:
A mobile court was conducted in the Khan Khanapur Railgate area of Rajbari Sadar Upazila to control noise pollution by taking action against vehicles using banned hydraulic horns.
The drive, held yesterday, was led by Molla Iftekhar Ahmed, Assistant Commissioner and Executive Magistrate of the Rajbari District Administration. During the operation, four hydraulic horns were seized from two vehicles and subsequently destroyed. A total fine of Tk. 2 thousands 500 was realized from the offenders.
The Department of Environment’s Rajbari District Office Inspector, Md. Imran Hossain, prosecuted the cases in the mobile court. A team from Rajbari Police Lines provided necessary law enforcement support during the operation.
Authorities have affirmed that such drives will continue.
#
Dipankar/Vivekananda/Ferdous/Ali/Rezaul/2025/1652 hours