Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মে ২০১৯

তথ্যবিবরণী : 10 May 2019

তথ্যবিবরণী                                                                             নম্বর :  ১৮৮৯
 
প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে
                                               -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) : 
 
ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার পদে কর্মরত প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 
 
মন্ত্রী আজ রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এসোসিয়েশনের একজন প্রকৌশলীকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্তৃক লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবি করা হলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, ওই প্রকৌশলী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের একজন সদস্য। এর চেয়ে তার বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের একজন নাগরিক। তাই আগামীতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে লক্ষ্যে বিচার করা হবে।  
 
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যাডার করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমি বিষয়টি এইমাত্র জেনেছি, তাই এ ব্যাপারটি বুঝতে হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সমস্যা বুঝেন এবং যাকে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দিতে হয় তিনি তা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আমার বিশ্বাস আপনাদের দাবির যৌক্তিকতা থাকলে আপনারা কাক্সিক্ষত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবেন ইনশাআল্লাহ।
 
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. শামসুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/ইসরাত/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৮৮৮
 
 এ দেশ সকল ধর্মীয় সম্প্রদায়ের
         -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
 
ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) : 
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এ দেশ কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সকল ধর্মাবলম্বীরা সকল অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা। শেখ হাসিনা সরকারের আমলে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টি হয়েছে। আজকে দেশে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’ 
 
আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, ঢাকা আয়োজিত ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলন ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।
 
মাঝে মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি মসজিদে, মন্দিরে, গির্জায় আঘাত হানে উল্লেখ করে মন্ত্রী যোগ করেন, ‘ওদের কোনো ধর্ম নেই, ওরা সন্ত্রাসী। ওদের বিরুদ্ধে আমাদের সকলকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সরকার কাজ করছে। শেখ হাসিনার পাশে সম্মিলিতভাবে আমাদের সকলকে দাঁড়াতে হবে।’ 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার ম-ল প্রমুখ।
 
#
 
ইফতেখার/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
Todays handout (1).docx