Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০২৫

তথ্যবিবরণী ১৯ মে ২০২৫

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর: ৩৬০৯

ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

আসন্ন পবিত্র ঈদুল আজহা/২০২৫ উপলক্ষে বিগত বৎসরের ন্যায় বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ০৩ জুন ২০২৫ তারিখ হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস' এর আয়োজন করেছে।

এ উপলক্ষ্যে আগামী ২৪ মে ২০২৫ তারিখ হতে বিআরটিসি'র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে এবং আগামী ১৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিম্নবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকিট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

যেসকল ডিপো হতে রুট পরিচালনা করা হবে তার মধ্যে মতিঝিল বাস ডিপো হতে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে; কল্যাণপুর বাস ডিপো হতে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে; গাবতলী ডিপো  হতে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে; জোয়ারসাহারা বাস ডিপো হতে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে; মিরপুর বাস ডিপো হতে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপো হতে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে; গাজীপুর বাস ডিপো হতে  ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও,কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ি বাস ডিপো হতে: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর,বরিশাল রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপো হতে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী,ভাঙ্গা, নেত্রকোনা রুটে; নরসিংদী বাস ডিপো হতে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ,কিশোরগঞ্জ,গোপালগঞ্জ,বগুড়া রুটে; কুমিল্লা বাস ডিপো হতে সিলেট, সুনামগঞ্জ রুটে; সিলেট বাস ডিপো হতে ময়মনসিংহ, রংপুর,লক্ষীপুর, চট্টগ্রাম রুটে; দিনাজপুর বাস ডিপো হতে ঢাকা-দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো হতে চট্টগ্রাম রুটে; বগুড়া বাস ডিপো হতে যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো হতে পঞ্চগড়, রংপুর, খুলনা,বরিশাল, ঢাকা রুটে; খুলনা বাস ডিপো হতে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো হতে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো হতে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো হতে রংপুর, সিলেট, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো হতে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে; বরিশাল বাস ডিপো হতে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীসাধারণকে বিআরটিসি'র “ঈদ স্পেশাল সার্ভিস” এর সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।     

বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাঃ ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবাঃ ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবাঃ ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবাঃ ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবাঃ ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবাঃ ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবাঃ ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবাঃ ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবাঃ ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবাঃ ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবাঃ ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

ডিজিএম, বিআরটিসি/মেহেদী/মোশারফ/আব্বাস/২০২৫/২১১৭ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ৩৬০৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা

তহবিলের (UNFPA) মধ্যে যুগান্তকারী অংশীদারীত্বের সূচনা

 ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল  (UNFPA) আজ একটি সমঝোতা স্মারক(MOU) স্বাক্ষর করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

        যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতি নির্ধারণে অবদান রাখার জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সাথে তাল মেলানো, একই সাথে পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগানো।

        জাতীয় যুব নীতি পর্যালোচনা করার পাশাপাশি এই অংশীদারিত্বের লক্ষ্য হলো জাতীয় ও জেলা পর্যায়ে যুব অংশগ্রহণমূলক প্রক্রিয়া কার্যকর করা, যাতে করে নীতি ও কৌশল গঠনে তরুণদের অর্থপূর্ণ ভূমিকা থাকে। এছাড়া তৃণমূল পর্যায়ের উদ্যোগের জন্য সমন্বয়, গ্রহণযোগ্যতা এবং সমর্থন বাড়ানোর জন্য যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর একটি ডাটাবেজ তৈরি করা হবে। এই অংশীদারিত্ব যুব ও জেন্ডার তথ্যের উপর ভিত্তি করে তথ্যপত্র তৈরির উপরও জোর দেবে, যা প্রমাণ-ভিত্তিক অ্যাডভোকেসি এবং কার্যক্রম পরিকল্পনা করতে সহায়ক হবে।

        যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে UNFPA -এর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, ‘জাতীয় যুব নীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।’

        ইউএনএফপিএ প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, ডাটাবেইজ সংরক্ষণ-সহ মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক  (MoU) এর মাধ্যমে UNFPA -এর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

        বাংলাদেশের যুবসমাজের জন্য অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনীমূলক এবং কার্যকরী ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে সমঝোতা স্মারকে বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে ইউএনএফপিএ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

#

নূর আলম/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৩৬০৭

 

শ্রম খাত এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর

                                                  --- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার  কাজ করছে।

        আজ উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর Michael  Milar এর সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

        উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের সাথে একাধিকবার বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি এর সাথে জাতীয় এবং সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে পুনরুজ্জীবনে কাজ করছে। এছাড়াও  দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি, বসবাসের উন্নত পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগসহ নানা সমস্যায় জর্জরিত। উপদেষ্টা জানান, চা বাগানগুলোর শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। 

        সাখাওয়াত হোসেন আরো বলেন, শ্রম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন দাখিল করেছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে। 

        এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে হটলাইন চালু করা হয়েছে। এছাড়া শ্রম অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সেবাগুলো অনলাইনে পাওয়া যাবে। 

        সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর শ্রম আইন ২০০৬ সংশোধনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও আইএলও রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ননারী শ্রমিকদের কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে ব্যবস্থা, চা শিল্প পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

মালেক/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৬০৬

বড়াল নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে

                                                --- পানি সম্পদ উপদেষ্টা

রাজশাহী, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজশাহী নাটোরের ওপর দিয়ে প্রবাহমান বড়াল নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বড়ালের ১৮ কিলোমিটার এলাকায় পানি প্রবাহ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

        আজ রাজশাহীর চারঘাটে বড়াল  নদীর উৎসমুখ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

        রিজওয়ানা হাসান বলেন, বড়ালের উৎসমুখে চারঘাট স্লুইসগেট সরিয়ে ফেলা হলে সমাধান হবে কিনা, বড়ালে পানির প্রবাহ আসবে কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করা হচ্ছে এবং এর সাথে আটঘরিয়ার দিকে যুক্ত বড়াল নদীর আরো ১৮ কিলোমিটার খনন করে এ নদীর  প্রবাহ ফিরিয়ে আনা যাবে কিনা সেটির কর্মপরিকল্পনা নির্ধারণ করতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

        উপদেষ্টা বলেন, নদীর প্রবাহ হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হয় বন্যা নিয়ন্ত্রণের জন্য, মানুষকে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করতে গিয়ে  যদি নদীটাই মরে যায় তাহলে তো এটি মেনে নেওয়া যায় না। আগে স্লুইসগেটগুলো করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য; কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে নদীকে মেরে ফেলা যাবে না বলে উপদেষ্টা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে উল্লেখ করেন।  যদি বলা হয় যে জমি অধিগ্রহণ করে নদী খনন  করা হবে তাহলে এক্ষেত্রে  নিরুৎসাহিত করা হবে।

        উপদেষ্টা বলেন, বড়াল নদীর প্রবাহ ফিরিয়ে আনার জন্য কর্মপরিকল্পনা যেন আমরা চূড়ান্ত করে যেতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে, বাকি কাজ পরবর্তী সরকার এসে করবে। পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্পই করুক না কেন তাকে জনগণের কথা শুনতে হবে কারণ তা জনগণের অর্থেই করা হবে। সুতরাং প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত প্রতিফলিত হতে হবে বলে উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা বলেন, ৬৪ জেলার ডিসি এবং এসপিদের বালু উত্তোলন বন্ধে  কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে সরকার শক্ত অবস্থান নিয়েছে।

        সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা রিজওয়ানা হাসান আরো বলেন, ফারাক্কার পানি বণ্টন  চুক্তিটির  মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। দুই দেশের একটি টেকনিক্যাল কমিটি নিয়মিতই মাঠ পর্যায় হতে তথ্য উপাত্ত নিচ্ছে। নিয়মিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এটা আমাদের ন্যায্য হিস্যা, এটার জন্য আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। যেহেতু আমাদের হাতে দেড় বছর সময় আছে সেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি।

         পরেউপদেষ্টা নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া নামক স্থানে বড়াল নদীর ওপর নির্মিত ৫ ভেন্ট রেগুলেটর এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড উত্তর -পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পরিকল্পনা মোঃ মোবাশ্বেরুল ইসলাম, রাজশাহী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম-সহ রাজশাহী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা

 

Handout                                                                                                            Number: 3605

Youth must take a more active role in protecting

 the environment to build a pollution-free Bangladesh
                                                  --- Environment Advisor

Natore, 19 May 2025:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, said that protecting the environment and controlling pollution is not the sole responsibility of the government—it is a collective duty. She emphasized the need for active participation from the general public, students, and social organizations. “The time to act for the environment is now. If the youth become aware and engaged, a pollution-free Bangladesh can truly become a reality,” she said.

            Advisor made these remarks while speaking as the chief guest at a discussion with local environmental organizations and students held at the Natore Circuit House today.

            In her speech, the Advisor expressed concern over industrial waste, calling it a serious threat to the environment. She noted that the government is taking active steps to control industrial pollution and emphasized the importance of effective liquid waste management. The Ministry of Environment has already undertaken several initiatives in this regard.

            The meeting was attended by Natore Deputy Commissioner Asma Shaheen, Superintendent of Police Md. Marufat Hossain, along with students from various educational institutions and environmental activists. The students expressed their commitment to environmental protection and raised various questions to the Advisor.

            In response, the Advisor urged the youth to become involved in the environmental movement. ‘Today’s conscious decisions will ensure a livable Bangladesh for future generations,’ she concluded.

#

Dipankar/Mehedi/Ferdows/Mosharaf/Joynul/2025/1920 hour

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৬০৪

তরুণরা পরিবেশ রক্ষায় সক্রিয় হলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ

                                                                               --- পরিবেশ উপদেষ্টা

নাটোর, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। তরুণরা যদি সচেতন হয়, তাহলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ।

        আজ নাটোর সার্কিট হাউজে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

        প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্য আমাদের পরিবেশের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

        মতবিনিময় সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পরিবেশকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা জানান এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

        উপদেষ্টা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, তরুণদের পরিবেশ আন্দোলনে যুক্ত হতে হবে। কারণ আজকের সচেতন সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।

#

দীপংকর/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৬০৩

অস্বচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান

 

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে অস্বচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আজ ১৭ জন ক্রীড়াসেবী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ২৭ লাখ ৬২ হাজার টাকা চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করেন যুব ও ক্রীড়া সচিব এবং  জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাহবুব-উল-আলম।

        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির, যাচাই-বাছাই কমিটির সদস্যগণ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ভাতাপ্রাপ্ত খেলোয়াড়বৃন্দ।

#

নূর আলম/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩৬০২

শেষ হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

        সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাথে অনুষ্ঠিত বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা।

        এই আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মোঃ এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, মোঃ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

        সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দু’মাস আগে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনার আজকে সমাপ্তি ঘটেছে৷ রাজনৈতিক দলগুলোর সাথে অব্যাহত এই আলোচনায় অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি এবং বেশ কিছু বিষয়ে আমাদের ভিন্নমতও রয়েছে৷ খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করে যে সকল বিষয়ে মতভিন্নতা রয়েছে তা বিষয়ভিত্তিকভাবে আলোচনা করে দ্রুত জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হতে পারবো।

        বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে আলোচনায় দলটির সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং  সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ-সহ ৭ সদস্যের প্রতিনিধিদলে কেন্দ্রীয় কমিটির সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী, আবিদ হোসেন, এডভোকেট আনোয়ার হোসেন রেজা এবং লুনা নূর উপস্থিত ছিলেন।

        উল্লেখ্য, সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয় এবং ২০ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে কমিশন। সে ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে কমিশন।

#

পবন/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৩৬০১

 

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে

                       ---মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

 

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এপ্রিল ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ নির্দেশনা প্রদান করেন।

 

উপদেষ্টা বলেন, প্রকল্পে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

 

ফারুক ই আজম বলেন, প্রকল্পে দুর্নীতি হয় বলেই জনমনে ধারণা রয়েছে। জনগণ এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে। তিনি বলেন. আপনারা সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন যাতে প্রকল্পের কাজে স্বচ্ছতা থাকে এবং কোনো অভিযোগ না আসে।

 

উপদেষ্টা বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়, যা মোটেই কাম্য নয়। সেজন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রকল্প রয়েছে নয়টি। চলমান প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ৯৩১ কোটি ৪০ লাখ টাকা। এপ্রিল ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৪৪ কোটি ২৬ লাখ টাকা । প্রকল্পের ব্যয় অনুযায়ী এপ্রিল ২০২৫ পর্যন্ত ব্যয়ের হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

 

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

#

এনায়েত/মেহেদী/মোশারফ/আব্বাস/২০২৫/১৮৩৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৬০০

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামানো যাবে না

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

            কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামানো হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

            উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল আযহার সময় সাধারণত আমাদের কোরবানির গরুর হাটগুলোর মধ্যে শৃঙ্খলার ঘাটতি দেখা যায়। সেজন্য দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব কোরবানির পশুর বা গরুর গাড়ি আসবে সেসবের সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে-সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।

            লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেন, নিরাপত্তার স্বার্থে প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে এবং কিছু হাটে কম-বেশি হতে পারে। উপদেষ্টা বলেন, নিরাপত্তার পাশাপাশি হাটে গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। তিনি বলেন, অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হয়, এজন্য ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে। এ বছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর থেকে ১০০ টাকায় ৪ টাকা হারে নিতে হবে। তিনি আরো বলেন, ঈদের পাঁচ দিন আগে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং ঈদের পর তিন দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলাচল করতে পারবে না।

            উপদেষ্টা আরো বলেন, ঈদ সামনে রেখে কোন বাস, ট্রেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। একই নিয়ম থাকবে পশু আনা নেয়ার ক্ষেত্রেও। তিনি বলেন, মানুষের বিভিন্ন দাবি থাকবেই। আমরা আহ্বান জানাবো সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে- সেটাও খেয়াল রাখতে হবে। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সের মধ্যে দাবির জন্য দাঁড়ায়। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা সৃষ্টি না করে।

            ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

ফয়সল/তৌহিদ/শাহিদা/মেহেদী/রমজান/মাসুম/২০২৫/১৫৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৫৯৯

জাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশ ও আলজেরিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করবে

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

          নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সাক্ষাৎকালে জাহাজ শিল্পে সহযোগিতার লক্ষ্যে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

          রাষ্ট্রদূত আজ সচিবালয়ে উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে বলেন, আলজেরিয়া সরকার বাংলাদেশের সাথে একটি ফলপ্রসূ সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশ জাহাজ শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আলজেরিয়া বাংলাদেশে নির্মিত আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজসহ অন্যান্য জলযান আমদানি করতে আগ্রহী। এছাড়াও, আলজেরিয়া সরকার বাংলাদেশের মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি কাজে লাগাতে চায়। এসময় রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে আলজেরিয়ার একটি

2025-05-19-15-30-a55653d1d2257997695d185b1c439532.docx