তথ্যবিবরণী নম্বর: ৩৩৯৭
শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ --- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে শ্রমিকদের অবদান স্বীকার করতে হবে। তিনি বলেন, সকল সেক্টরে শ্রমজীবী মানুষের মর্যাদা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওএসএইচ ডে উদ্যাপন উপলক্ষ্যে ওএসএইচ কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ২০০৩ সাল থেকে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ২৮ এপ্রিলকে পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধের প্রচার এবং কর্মক্ষেত্রে প্রাণ হারানো শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ দিবস পালন করা হয়। এ বছরে দিবসটি উদ্যাপনের প্রতিপাদ্য-‘পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের রূপান্তর; বাংলাদেশে OSH -এর ভবিষ্যৎ’।এই প্রতিপাদ্য আমাদের অর্থনীতির মেরুদণ্ড শ্রমজীবী মানুষ - তাদের প্রাপ্য নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেয়।
পরিবহণ সেক্টরে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত হচ্ছে কি না তার খতিয়ে দেখা হবে। আমাদের বেশিরভাগ শ্রমিক ইনফরমাল সেক্টরের। কর্মক্ষেত্রে এসকল শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরো বলেন, এছাড়াও নারী শ্রমিকরা কর্মক্ষেত্রে ঝুঁকিতে থাকে। আমরা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সেইফটি নিশ্চিত করছি। যে সকল কনস্ট্রাকশন কোম্পানি শ্রম আইন অনুযায়ী তালিকাভুক্ত না তাদেরকে কোনো দরপত্রে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে উপদেষ্টা মতামত ব্যক্ত করেন।
উপদেষ্টা আরো বলেন, সম্প্রতি রাজশাহীতে DIFE -এর অধীনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI) প্রতিষ্ঠিত হয়েছে। এটি শ্রমিক দুর্ঘটনা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশের প্রথম বিশেষায়িত প্রতিষ্ঠান। এই সংস্থার মাধ্যমে, কারখানার শ্রমিক, মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে আগ্রহী সংস্থা ও ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই সংস্থা বাংলাদেশের শ্রম খাতে স্বাস্থ্য ও নিরাপত্তার সামগ্রিক উন্নয়ন, কর্মক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, পেশাগত দুর্ঘটনা, পেশাগত রোগ এবং শ্রমিকদের কল্যাণ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করছে। তিনি বলেন, একটি শক্তিশালী ঙঝঐ সংস্কৃতি তৈরি করার জন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক, সুশীল সমাজ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম সংস্কার কমিশন প্রধান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, আইএলও কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২২৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯৬
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। আজ সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, এদেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। হাজিদের নিবন্ধন থেকে শুরু করে সকল প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
আজ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটিতে (এসভি ৩৮০৩) পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকা ত্যাগ করবে ৩৯৮ জন হজযাত্রী।
প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান, বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম. আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবির ভূইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে দু’জন হজযাত্রী হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এবছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন। এ অনুষ্ঠানে হজ কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা-সহ বিভিন্ন দরকারি ফিচার সংবলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
#
আবুবকর/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২২৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯৪
দূষণরোধী অভিযানে ২৪ কোটি ৬১ লাখ টাকা জরিমানা,
৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ এবং ১ লাখ ৮৭ হাজার কেজি পলিথিন জব্দ
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ব্যাপক দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ২ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ১ হাজার ৭৫৫টি মামলা এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।
গত ৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত পলিথিন বিরোধী ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অপরদিকে, আজ ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়। এছাড়া আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। ১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, অবৈধ সিসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।
পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
#
দীপংকর/মেহেদী/মাহমুদুল/রানা/আব্বাস/২০২৫/২১২১ ঘণ্টা Handout Number: 3395
Over BDT 24 crore 61 lakh fines, 670 illegal brick kilns shut down
and 1lakh 87 thousand kg polythene seized in anti-pollution drives
Dhaka, 28 April:
Under the initiative of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment has been conducting extensive nationwide anti-pollution drives. Between 2 January and 28 April 2025, a total of 819 mobile court operations were conducted across the country.
During this period, 1 thousand 755 cases were filed, and BDT 24 crore 61 lakh 30 thousand 300 was realized in fines. As part of these operations, 460 illegal brick kiln chimneys were demolished and their operations shut down. Strict closure orders were issued for another 210 brick kilns, while raw bricks at 127 kilns were destroyed. Additionally, the electricity connection of one kiln was disconnected, and one individual was sentenced to one month of simple imprisonment. In a related effort, equipment used for smelting lead and batteries was seized from six establishments involving eight trucks, and the factories were shut down.
Since 3 November 2024, 383 mobile court operations have also been conducted against the production, sale, supply, and marketing of banned polythene. Through these drives, BDT 56 lakh 49 thousand 600 was realized in fines from 701 establishments, and approximately 1 lakh 86 thousand 908 kilograms of banned polythene were seized. On 28 April 2025 alone, two mobile courts operated in Dhaka’s Agargaon and Khilgaon areas against air pollution caused by the storage of construction materials, resulting in six cases and fines totaling BDT 35 thousand.
Furthermore, on the same day, three mobile court operations were carried out in Barisal, Chandpur, and Rajshahi districts against illegal polythene production and sale. Four cases were filed, fines amounting to BDT 30 thousand were imposed, and 670 kilograms of polythene were seized. Awareness messages were also delivered to shop owners and the general public regarding the harmful effects of polythene.
In addition, a mobile court operation was conducted against a tire pyrolysis factory in Ashulia, Dhaka, which led to a fine of BDT 2 lakh and dismantling of the factory. Similarly, an illegal lead/battery recycling factory in Ashulia was fined BDT 2 lakh and dismantled.
The Ministry of Environment, Forest and Climate Change confirms that such anti-pollution drives will continue to ensure environmental protection.
#
Dipankar/Mehedi/Mahmudul/Rana/Rafiqul/Joynul/2025/2130 hour
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯৩
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আগামী ৩০ এপ্রিল বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৯ এপ্রিল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩০ এপ্রিল বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।
আজ সন্ধ্যায় আশকোনা হাজি ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ সহকারী প্রশাসক মোঃ মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মোঃ নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
#
কাশেম/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯২
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের
অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কর্মশালা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর আয়োজনে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে পলিসি, রেগুলেশন ও সেবা সংক্রান্ত তিন দিনব্যাপী কর্মশালা।
২৮-৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এ কর্মশালা চলছে। এতে আয়োজক বাংলাদেশ-সহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ এবং ইরানের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রতিনিধিগণ, টেলিকম অপারেটর, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রায় ২শ’ বিশেষজ্ঞ প্রতিনিধি অংশগ্রহণ করছে। এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) এর সহযোগী সদস্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণ করেছে চায়নার হুওয়ায়ে (ঐঁধবির) টেকনোলজিস, অ্যামাজন ইন্ডিয়া, সিংগাপুরের ইন্টারনেট সোসাইটি এশিয়া লিমিটেড এবং বেলজিয়ামের কুলেন ইন্টারন্যাশনাল।
বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.) এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিশেষ অতিথি হিসেবে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি’র মহাসচিব মাসানরি কুন্ড এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির সদস্য ও এসএটিআরসি ওয়ার্কশপ অন পলিসি, রেগুলেশন এন্ড সার্ভিসের সভাপতি ড. খাওয়ার সিদ্দিক খোকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, প্রযুক্তির পরিবর্তনের সাথে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশই প্রায় একই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। টেলিকম শিল্পেও ব্যাপক পরিবর্তন আসছে এবং নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়ছে। ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য আমাদের মানসম্মত গ্রাহক সেবা ও ডিজিটাল সার্ভিস নিশ্চিতে কাজ করতে হবে, এক্ষত্রে পশ্চিমা বিশ্বের চেয়ে দক্ষিণ এশিয়ার রেগুলেটরি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরে সবাইকে অন্তর্ভুক্ত করতে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয় চিহ্নত করে আমাদের সুযোগগুলো খুঁজে বের করতে হবে। এজন্য সবাই মিলে একটি উত্তম নীতি প্রণয়নের বিকল্প
নেই ।
বিশেষ সহকারী আরো বলেন, আমরা টেলিকমিউনিকেশন এবং নগর ব্যবস্থাপনা নীতিমালার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে কেউ যেন পিছিয়ে না পড়ে। আমরা একটি বৈশ্বিক সম্প্রদায়ের অংশ, তাই আমাদেরকে বৈশ্বিক লক্ষ্যগুলোর প্রতিও দায়বদ্ধ থাকতে হবে। বিশেষত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর (ঝউএং) প্রতি। আমাদের এমনভাবে অবদান রাখতে হবে যেন আমরা একটি শিল্প গড়ে তুলতে পারি যা নিশ্চিত করে:শূন্য কার্বন নির্গমন, শূন্য দূষণ এবং শূন্য বেকারত্ব। এই ‘থ্রি-জিরো’ (ঞযৎবব তবৎড়) ধারণা প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস সবসময় প্রচার করেন, যেখানে তিনি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখান। এই ধারণাগুলোই প্রযুক্তিকে এমন এক পথে এগিয়ে নিতে সহায়তা করে, যা আমাদের সমাজে এবং বৈশ্বিক সমাজেও বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মাসানরি কুন্ডু বলেন, কর্মশালার উদ্দেশ্য হল সদস্য দেশসমূহের মধ্যে অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়া । এর মাধ্যমেই নিয়ন্ত্রক সংস্থাসমূহের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাব্য অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে, যা সদস্য দেশসমূহের রেগুলেটরি ও পলিসি প্রণয়নের ক্ষেত্রে অবদান রাখবে। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বিটিআরসিকে ধন্যবাদ জানান।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির সদস্য ও এসএটিআরসি ওয়ার্কশপ অন পলিসি, রেগুলেশন এন্ড সার্ভিসের সভাপতি ড. খাওয়ার সিদ্দিক খোকার বলেন, টেলিযোগাযোগ পরিষেবাগুলো সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি একটি দেশের জন্য অপরিহার্য। গ্রাহকের জন্য সুলভ ও সাশ্রয়ী ও মানসম্মত সেবা নিশ্চিতের জন্য সকল অংশীদারদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন। কর্মশালায় সকল অংশগ্রহণকারীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের টেলিযোগাযোগ খাতকে অনকেদূর এগিয়ে নিয়ে যাবে।
বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, এই অঞ্চলের দেশসমূহ ডিজিটাল অবকাঠামো উন্নত করা ও ভোক্তা সুরক্ষা জোরদারের পাশাপাশি ফাইভজি (৫এ), কৃত্তিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অভ্ থিংগস এর মতো প্রযুক্তি গ্রহণ করছে। এসব পদক্ষেপগুলো বিচ্ছিন্নভাবে না নিয়ে একটি পারস্পরিক আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে গ্রহণ করা হলে তা জাতীয় অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
তিন দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের বিভিন্ন সেশনে ভবিষ্যৎ উদীয়মান প্রযুক্তির যুগে ফিক্সড এবং মোবাইল ব্রডব্যান্ডের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাসমূহের চ্যালেঞ্জ মোকাবেলা, ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য ইউনিভার্সেল সার্ভিস রেগুলেশন তহবিলের যথাযথ ব্যবহার, সুপারিশ, কৌশল ও প্রভাব এবং টেকসই উন্নয়নের জন্য আইসিটি ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
#
জসীম/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯১
ঐকমত্য কমিশনের সহসভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ’র পরিচালকের বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সাথে আজ ঢাকায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এন্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক লীনা রিখিলা তামাং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ইন্টারন্যাশনাল আইডিইএ এর প্রোগ্রাম ম্যানেজার গ্রেইস প্রিয়েটো উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়৷ কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ২০টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন, যা ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি করবে।
বৈঠকে ইন্টারন্যাশনাল আইডিইএ’এর পরিচালক লীনা রিখিলা তামাং কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন৷
#
পবন/মেহেদী/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৯০
বিচার কাজে সময়, ব্যয় ও বিড়ম্বনা কমানোই প্রধান লক্ষ্য
--- আইন উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার কাজে সময় বাঁচানো, বিড়ম্বনা ও ব্যয় কমানোই প্রধান লক্ষ্য। এজন্য ইতোমধ্যেই আমরা বেশকিছু সংস্কার কাজ করেছি। এটা হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না কিন্তু আইন বিশেষজ্ঞগণ বিষয়টি উপলব্ধি করতে পারেন।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেওয়ানি কার্যবিধির যুগান্তকারী বেশ কিছু সংশোধন করা হয়েছে যা উপদেষ্টা পরিষদের আগামী সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করবে বলে আশা করা যায়। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধিতেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। যদি বিচার করার সময় অর্ধেকে নামিয়ে আনা যায় এবং ৪০ শতাংশ মামলা জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা যায়, তাহলে বিচারপ্রার্থী ব্যাপকভাবে উপকৃত হবেন।
আইন উপদেষ্টা বলেন, দেশে গড়ে প্রতিবছর প্রায় ৫ লাখ মামলা দায়ের হয়। আর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ৩৫ হাজার মামলা। সংস্থাটিতে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হলে আদালতে মামলার চাপ কমপক্ষে ৪০ শতাংশ হ্রাস পাবে। পারিবারিক মামলা, এনআই এক্টের (Negotiable Instrument, Act) মামলা, আপসযোগ্য ফৌজদারি মামলা-সহ ছোট ছোট মামলাগুলো বাধ্যতামূলকভাবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় পাঠানো সম্ভব হলে আদালতগুলোতে মামলাজট অনেক কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে মাত্র একজন করে সহকারী/সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারক কাজ করছেন। কাজের গতি বাড়াতে এসব অফিসে একজন সিনিয়র সহকারী জজ ছাড়াও একজন যুগ্ম জেলা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হবে। তিনি আরো বলেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে আমরা এমন একটা পর্যায়ে উন্নীত করতে চাই, যেখানে অন্তত এক লাখ মামলা নিষ্পত্তি হবে এবং আগামী এক বছরের মধ্যে সেখানে দুই লাখ মামলা নিষ্পত্তি হবে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সেরা লিগ্যাল এইড অফিসার ও সেরা প্যানেল আইনজীবীর হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন আইন উপদেষ্টা। স্বাগত বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে লিগ্যাল এইড রোড শো ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
#
রেজাউল/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৯
বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে
--- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে
হবে। তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দু’দেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। বাণিজ্য লক্ষ্য অর্জনে দু’দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কিভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।
পরে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাথে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (পিআরজিএমইএ) এর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিজিএমইএ’এর পক্ষে এর প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পিআরজিএমইএ এর পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৩৮৮
আজ সন্ধ্যা ৭টায় হজ ফ্লাইট ২০২৫ এর উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল):
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজ অফিসে
২০২৫ সালের হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও হজ ফ্লাইট-এ