Handout Number: 112
Bangladesh Engages China, Canada on Trade, Investment and
Rohingya Crisis at ASEAN Forum in Kuala Lumpur
Kuala Lumpur (Malaysia) July 10:
China and Canada foresee intense collaboration with Bangladesh in trade diversification and investment and assured continued support for humanaterian assistance to Forcefully Displaced Myanmar Nationals. This has been conveyed by the Foreign Minister of China and Canada today during the meeting with the Foreign Adviser Md. Touhid Hossain on the margin of the 32nd ASEAN Regional Forum taking place in Malaysian capital, Kuala Lumpur.
While having meeting with the Chinese Foreign Minister Wang Yi, both sides expressed confidence in the future prospects of the bilateral ties. The Chinese Foreign Minister expressed China’s full support for the reform initiatives of the Government of Bangladesh and assured China's cooperation in many priority areas, such as medical tourism, water management, etc. Recalling recent Investment Conference of China in Bangladesh, he expressed China’s interest in working with Bangladesh in the field of textiles, energy and light engineering, among others. The Foreign Adviser acknowledged with deep appreciation the political and development support extended by China to the current Government led by Professor Muhammad Yunus. He reiterated Bangladesh’s call for an urgent and immediate solution of the Rohingya crisis and solicited China’s support in this regard. He also urged China to support Bangladesh in regional and multilateral platforms, including in the United Nations.
Later, the Foreign Adviser met with Canadian Foreign Minister Anita Anand, where both sides discussed possible means to expand bilateral relations, especially in the field of trade, including through trade diversification and resilience building. The Canadian Foreign Minister also expressed Canada’s support in addressing the longstanding Rohingya crisis.
The Foreign Minister was accompanied by Shameem Ahsan, High Commissioner of Bangladesh to Malaysia; Md. Forhadul Islam, Director General of the Ministry of Foreign Affairs; and other senior officials of Bangladesh.
The Foreign Adviser is leading the Bangladesh delegation to the 32nd ARF Ministerial Meeting that is scheduled to be held tomorrow.
#
Maruf/Mahmudul/Sayeam/Rana/Rafiqul/Salim/2025/2230 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ১১১
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত সম্পর্কে সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন ও বানোয়াট
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সংবলিত একটি ভিত্তিহীন প্র্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ রকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে দেওয়া হয়নি। এ ধরণের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি ও নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
মতিউর/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১০
নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড কাজ করছে
--- শিল্প উপদেষ্টা
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এ লক্ষ্যে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দেশে বিদ্যমান খাদ্য ও স্বাস্থ্য সেবায় কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের মাধ্যমে ভোক্তার আস্থা তৈরিতে কাজ করছে।
শিল্প উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত আলোচনা সভায় কথা বলেন।
উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা অর্থনীতির মেরুদণ্ড এবং মূল চালিকাশক্তি। কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপিতে এই খাতের রয়েছে বড় অবদান। এ্যাক্রেডিটেশন সনদ এসএমই খাতের সক্ষমতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিল্প উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এ পর্যন্ত ৯০টি টেস্টিং ল্যাবরেটরি, ২২টি ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ৯টি মেডিকেল ল্যাবরেটরি, ৩০টি পরিদর্শন সংস্থা ও ৪ টি সনদ প্রদানকারী সংস্থা-সহ মোট ১৫৫টি প্রতিষ্ঠানকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। এছাড়া দেশে বিদ্যমান বিভিন্ন সংস্থায় গুণগত মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কর্মরত ২ হাজার ৮৯৩ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান, বিআইএম'র মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএবির মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ।
এ বছর ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৫’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। ÔAccreditation: Empowering Small and Medium Enterprises (SMEs)Õ । মূল প্রবন্ধ উপস্থাপন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফাহিম বিন আসমত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মান ও এ্যাক্রেডিটেশন খাতের বিশেষজ্ঞ, বাণিজ্য সংগঠন এবং শিল্প ও ব্যবসায়িক খাতের প্রতিনিধিগণ।
#
আলমগীর/মাহমুদুল/রানা/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা
টিভি স্ক্রল নম্বর: ০৫
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
‘‘৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ -বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
মোহাম্মদ মাহমুদুল হাসান
উপপ্রধান তথ্য অফিসার
ও
ডিউটি অফিসার
সংবাদকক্ষ, বিকালের পালা
ফোন: ৯৫৪০০১৯, ৯৫১২২৪
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা সম্পাদক/ সংবাদদাতা
ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা
তথ্যবিবরণী নম্বর: ১০৯
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরো সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স Megan Bouldin উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দু'দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইনে যৌন হয়রানি প্রতিরোধ-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুরু থেকেই বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হয়েছে। সেজন্য উপদেষ্টা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ খাতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, প্রতিটি দেশই কম-বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়েছিলো। তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝেমধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং-মিছিলের চেষ্টা করে—যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। তিনি বলেন, শুধু সন্ত্রাসবাদ নয়, যেকোনো ধরনের অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদেরকে সে অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, যেকোনো দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে এ সংক্রান্ত এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য শেয়ারকরণ জরুরি বিষয়। বাংলাদেশের নিয়মিত পুলিশ ফোর্স, গোয়েন্দা সংস্থা (এনএসআই, এসবি), সিটিটিসি, এটিইউ (অ্যান্টি টেরোরিজম ইউনিট) প্রভৃতি এজেন্সিগুলোর মধ্যেও একইভাবে পারস্পরিক সংযুক্তি ও তথ্য আদান-প্রদান করা উচিত। তবেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী ও সুসংহত হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর Eric Geelan, পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার Josh Pope প্রমুখ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১০৮
গণমাধ্যম সংস্কারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ: ১২টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু সংস্কার-উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যম সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ইতোমধ্যে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সমূহ পর্যালোচনা করা হয় এবং ১২টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকদের অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে এই অধ্যাদেশ জারি করা হবে। সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষাপদ্ধতির সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি করা হবে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সম্পর্কে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বার্ষিক জরিপ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, বিজ্ঞাপন শিল্পে কোনো ধরনের যোগসাজশ এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিপন্থি কৌশল চর্চা হচ্ছে কি না, সে বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হবে। এছাড়া, এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি প্রদান করতে হবে। বিজ্ঞাপন থেকে আয়ের ২ শতাংশ সরকারি ফি হিসেবে যা কেটে নেওয়া হয়, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী, অতিথি উপস্থাপক ও আলোচকদের সম্মানীর ওপর অগ্রিম কর রহিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের সুপারিশের আলোকে টেলিভিশন চ্যানেলের আপ-লিংক এবং ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যধারা যুগোপযোগীকরণ-সহ প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তথ্য সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
#
মামুন/মাহমুদুল/রানা/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৮৫৫ঘণ্টা
Handout Number: 107
Strict Drives Against Banned Polythene by Joint Forces to Begin
--- Environment Advisor
Dhaka, 10 July 2025:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, stated that despite repeated warnings, those involved in the production and marketing of banned polythene will no longer be spared. Strict drives will commence with the support of joint enforcement forces.
The Advisor made these remarks on today afternoon during an exchange meeting held at the Ministry of Home Affairs in the Bangladesh Secretariat, presided over by Lt. Gen. Md. Jahangir Alam Chowdhury (Retd.), Advisor to the Ministry of Home Affairs, with participation from various law enforcement agencies.
At the meeting, it was decided to carry out rigorous operations against the production, import, marketing, sale, display for sale, storage, distribution, and commercial transportation of banned polythene shopping bags.
The Environment Advisor emphasized the need for a collective effort to protect the environment. She stated that a coordinated and uninterrupted action plan will be implemented involving the administration, law enforcement agencies, local government bodies, and the general public.
Senior Secretary of the Ministry of Home Affairs Nasimul Ghani, Additional Secretary Khandaker Mahbubur Rahman, Additional Secretary of the Ministry of Environment Dr. Fahmida Khanom, Director General of the Department of Environment Md. Kamruzzaman, RAB ADG (Operations) Colonel Iftekhar Ahmed, Commander of Azimpur Army Camp Lt. Col. Nahid-uz-Zaman Khan, RAB-10 Commander Mohammad Kamruzzaman, DMP Additional Commissioners Nazrul Islam and Faruq Ahmed, Chief Waste Management Officer of Dhaka South City Corporation Air Commodore Md. Mahbubur Rahman Talukdar, Dhaka Deputy Commissioner Tanvir Ahmed, and DMP DC of Lalbagh Mohammad Jasim Uddin were also present in the occasion.
#
Dipankar/Mahmudul/Rana/Sanjib/Konok/Joynul/2025/1940 hours
তথ্যবিবরণী নম্বর: ১০৬
প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দু’টি বিষয়ে ঐকমত্য হয়েছে
- অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দু’টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এগুলো হলো, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন এবং রাষ্ট্রপতি আপীল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। বিদ্যমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেন তিনি। তবে, প্রধান বিচারপতি হিসেবে কর্মে নিযুক্ত জ্যেষ্ঠতম একজনকে নয় কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজন নিয়োগ করা হবে সেই বিষয়ে দু’টি মত আছে। কমিশন এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ জানান, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বিষয়ে গত ৭ জুলাইয়ের আলোচনায় সংবিধানের অনুচ্ছেদ ১৪১(ক) সংশোধন এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়—এ দু’টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আজকের আলোচনায় অনুচ্ছেদ ১৪১(ক) সংশোধনের ‘অভ্যন্তরীণ গোলযোগ’-এর জন্য জরুরি অবস্থা ঘোষণার বিধান অপসারণ এবং জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, কমিশন এবং রাজনৈতিক দলগুলো মনে করে এ বিষয়টা আরো সুনির্দিষ্ট করতে হবে৷ এক্ষেত্রে আরো কী কী বিষয় সংযুক্ত করা যায় সেসব আগামী সপ্তাহের আলোচনায় সুস্পষ্ট হবে।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক দু’টি প্রস্তাব নিয়ে আজ আলোচনা হয় উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রতিটি রাজনৈতিক দল এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয় এবং যে ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন-সংগ্রামের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এই বিষয়েও আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
#
পবন/মাহমুদুল/সায়েম/রানা/সঞ্জীব/কনক/শামীম/২০২৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১০৫
নিষিদ্ধ পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথবাহিনীর কঠোর অভিযান
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এখন থেকে আর কোনো ছাড় থাকবে না। যৌথবাহিনীকে নিয়ে দেশব্যাপী কঠোর অভিযান শুরু হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ ও বাণিজ্যিক পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সংরক্ষণের স্বার্থে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। এ ব্যাপারে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, অতিরিক্ত সচিব খন্দকার মাহাবুবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, র্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, আজিমপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-উজ-জামান খান, র্যাব-১০-এর কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ও অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং ডিএমপি লালবাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।
#
দীপংকর/মাহমুদুল/রানা/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১০৪
শিক্ষা উপদেষ্টার সাথে বাংলাদেশে বসবাসকারী উর্দুভাষীদের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে বাংলাদেশে বসবাসকারী উর্দুভাষীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ ঢাকায় উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদল উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এ জনগোষ্ঠীর মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে ড. আবরার অগ্রণী ভূমিকা পালন করেছেন। উর্দুভাষী জনগোষ্ঠী তাঁর অবদান সবসময়ই স্মরণ করবে বলে তারা উল্লেখ করেন।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ক্যাম্প উচ্ছেদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের হুমকি পাচ্ছেন বলে প্রতিনিধিদল উল্লেখ করেন। ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের পূর্বে ক্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রশাসনিক বা নির্বাহী আদেশের জন্য তারা আবেদন জানান।
শিক্ষা উপদেষ্টা অতীতের মতো উর্দুভাষী জনগোষ্ঠীর সকল ন্যায়, ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবি পূরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
#
সিরাজ/মাহমুদুল/রানা/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১০৩
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৫ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মাহমুদুল/রানা/সঞ্জীব/কনক/জয়নুল/২০২৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১০২
এসএসসির ফল প্রকাশ, ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৮.২২ শতাংশ
ময়মনসিংহ, ২৬ আষাঢ় (১০ জুলাই):
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।
এ শিক্ষাবোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন। বিভাগে ছাত্রদের পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬১.৪৯ শতাংশ।
শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল www.educationboardresults.gov.bd থেকে অথবা এসএমএসের মাধ্যমে জানা যাবে।
#
রিদওয়ান/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/ফাতেমা/মেহেদী/তানভীর/রমজান/মানসুরা/২০২৫/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০১
দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের এবং উপসচিব মোঃ আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
এসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
এছাড়া অন্য একটি আদেশে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের ৯ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষিত হওয়ায় এবং এসোসিয়েশনের ১৩ ফেব্রুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
#
কামাল/তৌহিদ/বিবেকানন্দ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/তানভীর/রমজান/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী