Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 28/7/2019

তথ্যবিবরণী                                                               নম্বর : ২৭৬৮

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আত্মকর্মসংস্থানে আগ্রহী হতে হবে
                                            -- বস্ত্র ও পাট মন্ত্রী
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :

    টেক্সটাইল খাতের উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আরো বেশি আগ্রহী হতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

    মন্ত্রী আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) টেক্সটাইল কৌশল বিভাগের উদ্যোগে বাংলাদেশে টেকনিক্যাল টেক্সটাইলের গুরুত্ব শীর্ষক এক সেমিনারে একথা বলেন।

    গোলাম দস্তগীর গাজী বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কেন চাকুরি করবে। আপনাদের (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) আত্ম-কর্মসংস্থানে আরো বেশি আগ্রহী হতে হবে। নিজেদের খাতকে শক্তিশালী করতে, নিজেদের উদ্যোগের কোনো বিকল্প নেই। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস মর্যাদা দিতে জনমত তৈরি করতে হবে। জনমত তৈরি করা ছাড়া কোনো সুপারিশ করলে সেটা কাজে আসবে না।

    মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে হবে। ব্যবসাখাতে টেক্সটাইলের গুরুত্ব অনেক। বিজেএমসি লোকসানে আছে তাই নতুন করে কোনো মিল চালু করা হবে না। আমরা সরকারি মিলগুলোকে প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নত করতে চাই। সেজন্য ইতোমধ্যে ২টি মিল প্রাইভেট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো মিলগুলোকে প্রাইভেট মাধ্যমে দেওয়া হবে। সেজন্য যারা আগ্রহী তাদেরকে আমরা সুবিধা দিতে চাই।

    সেমিনারে উপস্থিত ছিলেন, আইইবি’র সভাপতি প্রকৌশলী মোঃ আবদুস সবুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহাবুবুল হক, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আবুল কাশেম প্রমুখ।

#

সৈকত/নাইচ/রফিকুল/রেজাউল/২০১৯/২২২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                   নম্বর : ২৭৬১ 
বঙ্গবন্ধুর আদর্শ সর্বকালীন ও সার্বজনীন
              ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শারীরিকভাবে হত্যা করতে পারলেও তার আদর্শ, স্বপ্ন ও দর্শনকে ধ্বংস করতে পারেনি। জাতির পিতার আজীবন লালিত স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। 
 
মন্ত্রী আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তাঁর বক্তব্যে এসব কথা বলেন ।
 
মন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশকে মুক্ত করার জন্য আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। ʼ৫২ এর ভাষা আন্দোলন, ʼ৫৪ এর নির্বাচন, ʼ৫৮ এর আইয়ুব বিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় অধিকাংশ সময়ই তাকে জেলে কাটাতে হয়েছে। জাতির পিতা প্রদত্ত ১৯৬৬ সালের ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ। পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে তাঁর নিরন্তর আপসহীন সংগ্রাম ও সীমাহীন ত্যাগের কারণে ১৯৬৯ সালে তিনি ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন ।
 
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত তাঁর মহাকাব্যিক ভাষণ নয় মাসের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত বীর মুক্তিযোদ্ধাদের শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। তিনি তাঁর ভাষণে মুক্তিযুদ্ধের যাবতীয় প্রস্তুতি ও নির্দেশনা প্রদান করেছিলেন। তাঁর ভাষণে উদ্বুদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধাগণ জীবনপণ যুদ্ধ করে মাতৃভূমিকে শক্রমুক্ত করেন। 
 
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গরিব দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গেছেন। আমরা দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে তাঁর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলে জাতির পিতার বিদেহী আত্মা শান্তি পাবে । 
 
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যকরী সভাপতি মোঃ মজিবুর রহমান মাতব্বর, সাধারণ সম্পাদক জিএসএম 
বাবুল-সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।
 
#
দীপংকর/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/২০৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                               নম্বর : ২৭৬৭

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে সচেতন হতে হবে
                       -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের বিশেষ মহলের ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, স্বাধীনতায় অবিশ্বাসী দেশের শত্রুরা সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ধ্বংসাত্মক ও জীবননাশী গুজবের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, গুজবের মতো ক্ষতিকর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার কল্যাণকর সংবাদ পরিবেশন করতে হবে। নিরপেক্ষ নয়, গণমাধ্যমকে অবশ্যই সত্যের পক্ষে হতে হবে।

    মন্ত্রী আজ রাজধানীর ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দৈনিক দেশবার্তা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

    মন্ত্রী বলেন, পাকিস্তানি আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিলো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি বলেই আমরা নিজেদের মতো স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বর্তমানে গণমাধ্যমের সার্বিক স্বাধীনতা প্রদান করেছেন । তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।

    দৈনিক দেশবার্তা পত্রিকার সফলতা কামনা করে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেন, সরকার শীঘ্রই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে। তিনিও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে ।

    দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী জাহিদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদোয়ান খন্দকার, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোঃ নুর উদ্দিন মোল্লা প্রমুখ।

    আলোচনা সভার পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

#

দীপংকর/নাইচ/রফিকুল/রেজাউল/২০১৯/২২১০ ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                          নম্বর : ২৭৬৬
  
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
 
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) : 
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (রাত ৮টা পর্যন্ত) : গঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 
 
২৮ জুলাই রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস: ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি/বজ্র-সহ বৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস : সিনপটিক অবস্থা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। 
 
বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা : বিগত ২৪ ঘণ্টায় পানির সমতল হ্রাস ৬৩টি ও বৃদ্ধি ৩০টি স্থানে।
 
সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৭ হাজার ৩৫০ মে. টন চাল, ৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ১ লাখ ১৩ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাবু, ৩ হাজার ৯০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১ কোটি ১৭ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা,  গো খাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন।
#
 
কাদের/ফারহানা/রাহাত/রফিকুল/আব্বাস/২০১৯/২২০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                            নম্বর : ২৭৬৫

সরকার দুর্যোগ মোকবিলায় শতভাগ সফল
  -- প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় শতভাগ সফল। দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হচ্ছে।

    মন্ত্রী আজ গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বন্যাকবলিত এলাকার খোঁজখবর এবং ত্রাণ সহায়তায় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নিয়োজিত রেখেছেন। সরকারের এ ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। যেখানেই বানভাসি মানুষের খবর পাওয়া যায়, সেখানেই ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার।

    গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এএসপি সার্কেল (গোয়াইনঘাট) নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ বক্তৃতা করেন।

    এর আগে প্রধান অতিথি উপজেলা শহিদ মিনার চত্বরে ৬ দিনব্যাপী কৃষি বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসেনসহ পদস্থ কর্মকর্তাগণ এবং গোয়াইনঘাট সরকারি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

#

রাশেদুজ্জামান/নাইচ/মোশারফ/রেজাউল/২০১৯/২১৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                   নম্বর :  ২৭৬৪

বন্যা ও দুর্যোগ সংক্রান্ত বিস্তারিত  প্রতিবেদন
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) : 
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নিম্নরূপ (রাত ৮টা পর্যন্ত) :
 
গঙ্গয়ে পশ্চমিবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চমি বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকয় অবস্থান করছ।ে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মঘেমালা তরৈী অব্যাহত রয়ছে।ে বাংলাদশেরে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহরে উপর দয়িে ঝড়ো হাওয়া বয়ে যতেে পার।ে
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তনি নম্বর (পুনঃ) তনি নম্বর স্থানীয় সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরর্বতী নর্দিশে না দয়ো র্পযন্ত উপকূলরে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়ছে।ে 
২৮ জুলাই রাত ০১ টা র্পযন্ত দশেরে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহরে জন্য আবহাওয়ার র্পূবাভাস:
ঢাকা, ফরদিপুর, মাদারপিুর,যশোর, খুলনা, বরশিাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমল্লিা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সমূহরে উপর দয়িে দক্ষণি/দক্ষণি-র্পূব দকি থকেে ঘন্টায় ৪৫-৬০ কঃি মঃি বগেে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পার।ে এ সকল এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে
আজ সন্ধ্যা ০৬ টা থকেে পরর্বতী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাস: 
সনিপটকি অবস্থাঃ গাঙ্গয়ে পশ্চমিবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তরপশ্চমি বঙ্গোপসাগর এলকায় লঘুচাপটি অবস্থান করছ।ে মৌসুমী বায়ুর অক্ষরে র্বধতিাংশ রাজস্থান, হরয়িানা, উত্তর প্রদশে, মধ্য প্রদশে, বহিার, লঘুচাপরে কন্দ্রেস্থল, বাংলাদশেরে মধ্যাঞ্চল হয়ে উত্তরর্পূব দকিে আসাম র্পযন্ত বস্তিৃত রয়ছে।ে মৌসুমী বায়ু বাংলাদশেরে উপর সক্রয়ি এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়ছে।ে 
র্পূবাভাসঃ বরশিাল ও চট্টগ্রাম বভিাগরে অধকিাংশ জায়গায়; ঢাকা ও রাজশাহী বভিাগরে কছিু কছিু জায়গায় এবং রংপুর, ময়মনসংিহ ও সলিটে বভিাগরে দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থকেে মাঝারী ধরণরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার।ে সইে সাথে দশেরে কোথাও কোথাও  মাঝারী ধরনরে ভারী থকেে ভারী র্বষণ হতে পার।ে 
তাপমাত্রাঃ সারাদশেে দনি এবং রাতরে তাপমাত্রা প্রায় অপরর্বিততি থাকতে পার।ে 
পরর্বতী  ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দনি): বৃষ্ট/িবজ্রসহ বৃষ্টপিাতরে প্রবনতা বৃদ্ধি পতেে পার।ে
আজকরে র্সবোচ্চ ও  র্সবনম্নি  তাপমাত্রা (ডগ্রিী সলেসয়িাস):   
বভিাগরে নাম ঢাকা ময়মনসংিহ চট্রগ্রাম সলিটে রাজশাহী রংপুর খুলনা বরশিাল
র্সবোচ্চ তাপমাত্রা ৩৩.০ ৩২.০ ৩৩.০ ৩৪.০ ৩২.০ ৩৩.০ ৩৩.২ ৩২.২
র্সবনম্নি তাপমাত্রা ২৬.০ ২৭.০ ২৪.০ ২৬.০ ২৬.২ ২৬.৫ ২৫.৯ ২৫.৫
    
* আজকরে র্সবোচ্চ তাপমাত্রা ছলি শ্রীমঙ্গল ৩৪.০০  এবং র্সবনম্নি তাপমাত্রা টকেনাফ ২৪.০০ সঃে।
বৃষ্টপিাত ও নদ-নদীর অবস্থা
এক নজরে নদ-নদীর পরস্থিতিঃি 
ক্স কুশয়িারা  ব্যতীত দশেরে সকল প্রধাব নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস পাচ্ছে । 
ক্স বাংলাদশে আবহাওয়া অধদিপ্তররে তথ্য অনুযায়ী, বাংলাদশেরে দক্ষণি-র্পূবাঞ্চল এবং দক্ষণি-মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা রয়ছে।ে 
ক্স আগামী ২৪ ঘণ্টায় কুশয়িারা এবং দশেরে দক্ষণিাঞ্চলরে নদীসমূহ ব্যততি অন্যান্য সকল নদ-নদীর পানি সমতল হ্রাস পতেে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় সারা দশেরে বভিন্নি অংশে বরিাজমান বন্যা পরস্থিতিি উন্নতি হতে পার।ে 
নদ-নদীর অবস্থা (আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত):
র্পযবক্ষেণাধীন পানি সমতল স্টশেন ৯৩ বগিত ২৪ ঘন্টায় পানি সমতল অপরর্বিততি ০০
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি ৩০ মোট তথ্য পাওয়া যায়নি ০০
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস ৬৩ বপিদসীমার উপরে ১৩
 
বপিদসীমার উপর দয়িে প্রবাহতি স্টশেন (১২ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/ ২৭ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী): 
ক্রঃ জলোর নাম পানি সমতল স্টশেন নদীর নাম বগিত ২৪ ঘন্টায়
বৃদ্ধ(ি+)/হ্রাস(-) (স.েম.ি) বপিদসীমার উপরে (স.েম.ি)
০১ সলিটে শরেপুর-সলিটে কুশয়িারা -০১ +২২
অমলশীদ কুশয়িারা -০৯ +৩৫
শওেলা কুশয়িারা +০১ +২৭
কানাইঘাট সুরমা -২১ +২০
০২ ব্রাহ্মণবাড়য়িা ব্রাহ্মণবাড়য়িা ততিাস -০৩ +২১
০৩ কুড়গ্রিাম চলিমারী ব্রহ্মপুত্র -১১ +০৬
০৪ গাইবান্ধা ফুলছড়ি যমুনা -১৪ +২৭
গাইবান্ধা ঘাঘট -১৯ +০১
০৫ জামালপুর বাহাদুরাবাদ যমুনা -১৮ +২০
০৬ সরিাজগঞ্জ বাঘাবাড়ি আত্রাই -০৬ +১৪
০৭ টাঙ্গাইল এলাশনি ধলশ্বেরী -০৭ +৩৪
০৮ রাজবাড়ী গোয়ালন্দ পদ্মা -০৫ +০৩
০৯ নাটোর সংিড়া গুর -০৫ +০৩
 
বৃষ্টপিাতরে তথ্য:
গত ২৪ ঘন্টায় বাংলাদশেে উল্লখেযোগ্য বৃষ্টপিাত (গতকাল সকাল ০৯:০০ টা থকেে আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত) :
স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি)
- - - -
বন্যা সংক্রান্ত তথ্য:
জলো প্রশাসনরে নকিট থকেে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যা পরস্থিতিি নম্নিে প্রদান করা হলো: 
১। কুড়গ্রিাম 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/ি হতাহতরে ববিরণ মন্তব্য
কুড়গ্রিাম জলোয় ব্রহ্মপুত্র নদরে পানি চলিমারী পয়ন্টেে বপিদসীমার ১৭ স.েম,ি ধরলা নদীর পানি বপিদসীমার ১৯ স.েম.ি উপর দয়িে উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
 
দুধকুমার নদীর পানি বপিদসীমার ২৪ স.েম.ি ও তস্তিা নদীর  নদীর পানি বপিদসীমার ৩০ স.েম.ি নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৯টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০৩টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৬০টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৮৯৪ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিার সংখ্যাঃ ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৭,৪১২ জন (সর্ম্পূণ), ৯,৫৮,৩২৮ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ১,৮৫৩ (সর্ম্পূণ), ২,৩৮,৬৭২ (আংশকি)।
৮। ক্ষতগ্রিস্ত ফসলাদঃি ১৯,৬৩৮ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান(শক্ষিা/র্ধমীয়): ৬ টি (সর্ম্পূণ), ১,০২৬ টি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ৩০.৫০ ক:ি মি (সর্ম্পূণ), ১,৩৩৩.৬৮ কঃিমঃি (আংশকি), 
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ৪১ টি
১২। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ৪০ কঃিমঃি (আংশকি)
১৩। ক্ষতগ্রিস্ত টউিবয়লেঃ ৯,৭৩৪টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ৩৮৬টি
২। আশ্রতি লোক সংখ্যাঃ ৩১,৫২৪ জন
৩। মডেকিলে টমিঃ ৮৫ টি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ০৮টি
 
* নদ-নদীর পানি কমতে শুরু করছে।ে 
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) ঢউেটনি (বান্ডলি) গৃহ মঞ্জুরী (টাকা) তাঁবু (সটে) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
৩০,০০০০০ (বশি লক্ষ) ১,৭০০ (এক হাজার দুইশত) ১১,০০০ (নয় হাজার) ৪০০ (চারশত) ১২,০০,০০০ (বার লক্ষ) ১,০০০ (এক হাজার) ৪,০০,০০০ 
(চার লক্ষ) ২,০০,০০০ (দুই লক্ষ)
 
২।  বগুড়া
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
 
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহান/ি হতাহতরে ববিরণ মন্তব্য
যমুনা নদীর পানি সারয়িাকান্দি পয়ন্টেে বপিদসীমার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৩টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ২ টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ২৩ টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ২৫৪টি 
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৬৭,৫০৭ টি
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ২,৬৭,৪৪৪ জন 
৭। নদী ভাংগনে ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৩০৫টি (সর্ম্পূণ), ৪,৪৯৫টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়/অন্যান্য): ২০৮টি (আংশকি) 
৯। ক্ষতপ্রিস্ত ফসলি জমঃি ২৩,০৩০ হক্টের (আংশকি) 
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ১৮৮ ক:িম;ি (কাঁচা আংশকি), পাকা ৭৭.৬০ কঃিমঃি (আংশকি)
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ১১টি 
১২। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৩,২৭৯ টি
১৩। মৃত হাঁস-মুরগীঃ ৮টি নাই ১। বাঁধে আশ্রতি লোকসংখ্যা ১১,৬০০ জন ও অন্যান্য স্থানে আশ্রতি লোকসংখ্যা ৩৬৯২ জন।
২। মডেকিলে টমিঃ ৩২ টি
৩। পানি বশিুদ্ধকরণ ট্যাবলটেঃ ৩৬,৩৫০ টি
 
* নদ-নদীর পানি কমছ।ে 
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি (বান্ডলি) গৃহ মঞ্জুরী (টাকা) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
১৭,০০,০০০ (সতরে লক্ষ) ১,০০০ 
(এক হাজার) ৩,০০০ 
(তনি হাজার) ৫০০ (পাঁচশত) ৩০০ (তনিশত) ৯,০০,০০০ 
(নয় লক্ষ) ৩,০০,০০০ (তনি লক্ষ) ৩,০০,০০০ (তনি লক্ষ)
 
৩।  গাইবান্ধা
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
যমুনা নদীর পানি ফুলছড়ি পয়ন্টেে বপিদসীমার ২৬ স.েমি এবং ঘাঘট নদীর গাইবান্ধা পয়ন্টেে বপিদসীমা বরাবর দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
 
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৭টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ২ টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িন- ৪৯ টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪২৪ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৩৫,৯১৩ (সর্ম্পূণ), ১,১২,৮৫২ (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১,৩৪,৫৯০ জন (সর্ম্পূণ), ৪,৬২,৯০৭ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৬,৩১২ টি (সর্ম্পূণ) ৫৬,৮৫৮ টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১৪,০২১ হক্টের (আংশকি)
৯। মৃত গবাদি পশুঃ ০২টি
১০। মৃত হাস-মুরগীঃ ৪,৮২০টি
১১। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ১৫ টি (সর্ম্পূণ), ১,০৩৭ টি (আংশকি)
১২। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ২৬ কঃিমঃি (সর্ম্পূণ), ৮৩৩ ক:ি ম:ি (আংশকি)
১৩। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ৩৯টি
১৪। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ১.৫ ক:িমি (সর্ম্পূণ), ৯৭.৫ ক:ি ম:ি (আংশকি)
১৫। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ১১,০০৫ টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ১৫৯ট।ি
২। আশ্রতি লোকসংখ্যাঃ ৪০,৫৫৩ জন
৩। গঠতি মডেকিলে টমিঃ ১০৯ট।ি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ৪টি
 
* বন্যা পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে
* গাইবান্ধা শহররে বন্যার পানি নমেে গছে।ে
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি বরাদ্দ গৃহ নর্মিাণ মঞ্জুরী গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
২৫,৫০,০০০ (পঁচশি লক্ষ পঞ্চাশ হাজার) ১,৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) ৬,০০০ (ছয় হাজার) ৫০০ (পাঁচ শত) ৫০০ বাণ্ডলি ১৫,০০,০০০ (পনরে লক্ষ) ৪,০০,০০০ (চার লক্ষ) ২,০০,০০০ (দুই লক্ষ)
 
৪। সরিাজগঞ্জ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
আত্রাই নদীর পানি বাঘাবাড়ি পয়ন্টেে বপিদসীমার ১৬ স.েমি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
 
যমুনা নদীর পানি হ্রাস পয়েে বপিদসীমার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৬টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ৩টা
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৪১টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪০৮ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৩,০৭৯টি (সর্ম্পূণ), ৮২,৪৭১টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১৫,৪৩৪ জন (সর্ম্পূণ), ৩,১৩,৯৯৭ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত বাড়ঘিরঃ ৬,৫০৫ টি (সর্ম্পূণ), ৪৪,০১৩টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলী  জমঃি ৩,৪০০ হক্টের (সর্ম্পূণ), ১৪,৭০১ হক্টের (আংশকি)
৯। মৃত হাঁস-মুরগীর সংখ্যাঃ ৩,৮৮৫ টি
১০। মৃত গবাদি পশুঃ ০৪ টি
১১। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ৭ টি (সর্ম্পূণ), ২৫৬ টি (আংশকি)
১২। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ৫৫.৩৪২ কঃিমঃি (সর্ম্পূণ), ১৮০.৪৩১ কঃিমঃি (আংশকি),
১৩। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ২৯ ট।ি
১৪। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ০২ কঃিমঃি (আংশকি)
১৫। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৫,৭৪১ টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ১৮৯ ট,ি 
২। আশ্রতি লোকসংখ্যাঃ ২৬,৮৩৪ জন।
৩। মডেকিলে টমিঃ ৫৭ টি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্ট: ১টি
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
৮,০০০০০ (আট লক্ষ) ৭০০ (সাতশত) ২০০০ (দুই হাজার) ৫০০ (পাঁচশত) ১,০০,০০০ (এক লক্ষ) ১,০০,০০০ (এক লক্ষ)
৫। শরেপুর
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য: 
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
জলোর চারটি নদীর পানি বপিদসীমার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
 
জলো ত্রাণ ও র্পূণবাসন র্কমর্কতা, শরেপুর অদ্য ২৮/০৭/২০১৯ খ্রঃি তারখি বকিালে টলেফিোনে জানান য,ে ব্রহ্মপুত্র নদরে পানি শরেপুর ফরেীঘাট পয়ন্টেে বপিদসীমার ৬০ স.েমি নীচ দয়িে এবং চল্লোখালী নদীর পানি চল্লোখালী পয়ন্টেে বপিদসীমার ৮৮ স.েমটিার নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে ভোগাই নদীর পানি নালতিাবাড়ি পয়ন্টেে বপিদসীমার ২.৭৯ মটিার নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে নাকুগাও নদীর পানি নাকুগাও পয়ন্টেে বপিদসীমার ৩.৮৭ মটিার নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে বন্যা কবলতি ৫টি উপজলোর মধ্যে শরেপুর সদর ব্যাততি বাকী ৪টি উপজলোর বন্যার পানি নমেে গছে।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৫ টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০১টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৪২টি
৪।। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ২০৩ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৭৫টি (সর্ম্পূণ), ১৬,০১০টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৫০০ জন (সর্ম্পূণ), ১,১৪,০০০ জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৯০টি (সর্ম্পূণ), ২,২০৫ টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১,০৯০ হক্টের (সর্ম্পূণ), ৩,৬৬৭ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ০১টি (সর্ম্পুণ),  ১৪৫ টি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ২৬৬ ক:ি ম:ি (আংশকি)
১১। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ০৫টি
১২। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ০১ ক:িম:ি (সর্ম্পূণ), ৮.৭৫ ক:ি ম:ি (আংশকি)
১৩। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৮৩৫ টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ২টি
২। আশ্রতি লোকসংখ্যাঃ ২৯১ জন
৩। মডেকিলে টমি: ৫৭ টি
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) ২৫০ (দুইশত পঞ্চাশ) ০ ০
 
৬। টাংগাইল
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
ধলশ্বেরী নদীর পানি এলাশনি পয়ন্টেে বপিদসীমার ৩৪ স.েমি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
 
পানি হ্রাস অব্যাহত আছ।ে
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ১০টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০৬টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৬২টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪৯৯ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ১,২৯,৮৭৭টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৫,৩০,৭৯৮জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ী- ১,৩৮০ টি (সর্ম্পূণ), ২৭,০১৫ টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১৬,৬৭২ হক্টের (আংশকি)
৯। মৃত গবাদি পশুর সংখ্যাঃ ০৪টি
১০। মৃত হাঁসমুরগীর সংখ্যাঃ ৫,৩০০ টি
১১। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ০১ টি (সর্ম্পূণ), ২৫৭ টি (আংশকি)
১২। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ২৮ ক.িম.ি (সর্ম্পূণ), ৪৬৮ ক.িমি (আংশকি)  
১৩। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ১৩টি (আংশকি)
১৪। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ১৪ কঃিমঃি (আংশকি)
১৫। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৪,২৩০ টি নাই ১। আশ্রয়কন্দ্রেরে সংখ্যাঃ ১৬ টি 
২। আশ্রতি লোকসংখ্যাঃ ২,২৫০ জন।
৩। মডেকিলে টমি- ৬৯ টি
৪। ওয়াটার ট্রটিমন্টে প্ল্যান্টঃ ১টি
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) গো-খাদ্য ক্রয় বাবদ (টাকা) শশিু খাদ্য ক্রয় বাবদ (টাকা)
১৫,০০,০০০/- (পনরে লক্ষ) ৭০০ (সাতশত) ৩,০০০ (তনি হাজার) ৫০০ (পাঁচশত) ১,০০,০০০ (এক লক্ষ) ১,০০,০০০ (এক লক্ষ)
 
৭। জামালপুর 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়ন্টেে বপিদসীমার ২০ স.েমি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
 
বন্যা পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৭টি
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ০৭টি
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৬২টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৮৩৯ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ২২,৪৮৪ টি (সর্ম্পূণ), ২,৫৬,২৫০ টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৪,০৫,৯২০ (সর্ম্পূণ), ৮,৭৭,৮৭০ (আংশকি) জন ১৩। ক্ষতগ্রিস্ত পুল/কালর্ভাটঃ ১৩৫ টি (আংশকি)
 
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৭,২৫০ টি (সর্ম্পূণ), ৪৫,৫৮০টি (আংশকি),
৮। ক্ষতগ্রিস্ত ফসলঃ ২৫,৮৪৫ হক্টের (আংশকি)
৯। মৃত হাঁসমুরগী সংখ্যাঃ ৬,৭৬০ টি
১০। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠ
Todays handout_28 July.docx