Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৫

তথ্যবিবরণী ২৪ জুন ২০২৫

   

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯৩২

 

এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক

পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

 

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

 

আগামী ২৬ জুন সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

 

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৪ ধারা অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে মর্মে মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সংবলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড-সহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ বছর কারাদণ্ডে বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫(১) (খ) অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ বছর কারাদণ্ডে বা অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।

 

এছাড়া প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবকে অগ্রাহ্য করে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল পরীক্ষার্থী এবং অভিভাবককে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

#

 

ইয়ানুর/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২২২০ ঘণ্টা

                                                                                                                   নম্বর: ৮৪

 

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

 

            সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:

 

            মূলবার্তা

            “আগামী ২৬ জুন থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড কন্ট্রোল রুম খুলেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০, মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ এবং ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd; ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫, ০২-৫৮৬১০০৭১ মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ এবং ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd -শিক্ষা মন্ত্রণালয়।”

 

#

            

ইয়ানুর/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৯৩১

ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে

                                                                                ---তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

          তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে। এর জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। আজ আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

          বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দলিলাদি এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আর্কাইভকে  বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আর্কাইভে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি।

          ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা বলেন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার  থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকেও চলচ্চিত্রসংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে।

          মাহফুজ আলম বলেন, বর্ষীয়ান ও গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। তিনি আরো বলেন, আর্কাইভে সংরক্ষিত সকল ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে। এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। উপদেষ্টা ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

          মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। বক্তব্যে তিনি ফিল্ম আর্কাইভের কার্যক্রম, সীমাবদ্ধতা ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান-সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

          মতবিনিময় সভার পূর্বে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম হাসপাতাল, ফিল্ম ভল্ট ও লাইব্রেরি পরিদর্শন করেন।

#

মামুন/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২২১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ৩৯৩০

 

জালালাবাদ গ্যাস ও লাফার্জহোলসিমের মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি

 বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র মধ্যে আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে দুইটি গ্যাস বিক্রয় চুক্তি (একটি শিল্প শ্রেণিতে এবং অপরটি ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস লাফার্জ হোলসিম-কে আগামী দশ বছরে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে, যা ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের কোম্পানি সচিব জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ কোম্পানির পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অভ্‌ ডেলিগেশন মাইকেল মিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচোয়া দ্য চিনছেক্র, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এবং জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক-সহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিডা, পেট্রোবাংলা, জেজিটিডিএসএল ও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি  বাংলাদেশের জ্বালানি খাত একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জ্বালানি খাতে ভরতুকি অনেক বেশি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন, অন্যথায় কোনো চুক্তি অনুমোদিত হবে না।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, এই চুক্তিতে দু’টি নতুন বিষয় সংযুক্ত হয়েছে: নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং বার্কের (BARC) অধীনে আনা হয়েছে, ফলে বার্কের মাধ্যমে মূল্য হ্রাস-বৃদ্ধি হবে। ইরান-ইসরাইল যুদ্ধের ফলে তেল-গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, এটি যুদ্ধের স্থায়িত্বের ওপর নির্ভর করবে, তবে স্বল্প সময়ের মধ্যে দাম বাড়ানো হবে না। তিনি বলেন, শর্ট টার্মের জন্য ব্যবস্থা আছে, জ্বালানি তেলের জন্য ছয় মাসের চুক্তি আছে এবং এলএনজি'র জন্য দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তিনি আরো যোগ করেন, সরকার মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে তেল-গ্যাস সংগ্রহ করে, তাই যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে স্বল্প সময়ের জন্য তেল-গ্যাসের দাম বৃদ্ধির কথা চিন্তা করছে না।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশ্বব্যাপী FDI (Foreign Direct Investment) কমে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, FDI বৃদ্ধি করতে হলে বিদ্যমান কোম্পানিগুলো থেকে বেশি পরিমাণে নতুন বিনিয়োগ আসা উচিত এবং নতুন বিনিয়োগ আকর্ষণে চেষ্টা করতে হবে। লাফার্জহোলসিমের সাথে প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এই চুক্তি বাংলাদেশে শিল্পের জন্য একটি স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী বলেও উল্লেখ করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে লাফার্জহোলসিম এই খাতে আরো বেশি অবদান রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের পরোক্ষ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, স্পেন গত দুই দশক ধরে বাংলাদেশের সাথে কাজ করছে এবং বাংলাদেশ স্পেনের জন্য চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য। লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

#

শফিউল্লাহ/মাহমুদুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩৯২৯

বিচার ব্যবস্থা ডিজিটাইজেশন কাজের অগ্রগতি দৃশ্যমান হবে ছয় মাসের মধ্যে
                                                                                      --- আইন উপদেষ্টা

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):
    আগামী ছয় মাসের মধ্যে বিচার ব্যবস্থা ডিজিটাইজেশন কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
    আজ রাজধানীর গুলশানে কমনওয়েলথ চার্টার বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা 
এ কথা বলেন।
    আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশও সংশোধন করেছে। গত সরকারের আমলে এ আইনের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছিলেন। তিনি বলেন, কমনওয়েলথ চার্টার কমনওয়েলথভুক্ত দেশগুলোকে সীমানা ছাড়িয়েও একত্র রাখে। বর্তমান সরকারের চলমান সংস্কার কার্যক্রমও কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো ধারণ করে।
    উপদেষ্টা বলেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা শুধু আগামী দিনের নেতা নন, তাঁরাই হবেন আগামী দিনের পরিবর্তন সৃষ্টিকারী। তিনি আরো বলেন, তরুণদের সক্রিয়তা ইতিমধ্যেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ছাপ ফেলেছে। রাস্তা থেকে নীতিনির্ধারণের জায়গা পর্যন্ত তরুণেরা দেখিয়েছেন, তাঁদের ভূমিকা শুধু নিস্ক্রিয় পর্যবেক্ষণের নয়।
    সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। এ সময় ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কমনওয়েলথ সেক্রেটারিয়েটের উপদেষ্টা মাইকেল স্কোবি।
#
 রেজাউল/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২২১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৯২৮

এইচএসসি পরীক্ষা ২০২৫ উপলক্ষ্যে কন্ট্রোল রুম খুলছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

          আগামী ২৬ জুন থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হবে। উক্ত পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড কন্ট্রোল রুম খুলেছে।

          মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০, মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ এবং ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd; ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫, ০২-৫৮৬১০০৭১ মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ এবং ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd

#

ইয়ানুর/মাহমুদুল/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৫/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৯২৭

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

          টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি উদ্ধার করা হয়। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজনের দখলে ছিল।

          আজ উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।

          ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার করা জমিতে ১১ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাল, চিকরাশি, পিতরাজ, জারুল, পলাশ, লোহাকাঠ, কড়ই, আমলকি, হরীতকী, বহেড়া ও নিম প্রজাতির চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#

দীপংকর/মাহমুদুল/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯২৬

 

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে

                                              -- স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

 

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

 

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

উপদেষ্টা বলেন, নির্বাচন করতে যতো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে— এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।

 

জাতীয় নির্বাচন নিয়ে আর কি আলোচনা হয়েছে— এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আজকের এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা এসময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।

 

বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গতকাল (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সবাই যেমন আশা করেছিলো তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে।

 

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

#

 

ফয়সল/মাহমুদুল/মোশারফ/কনক/সেলিম/২০২৫/১৯২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৯২৫

 

গ্রিন হাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র

                                              --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র। বিশ্বের ধনী দেশগুলো বিপুল পরিমাণ কার্বন নির্গত করলেও বাংলাদেশকে এর ভয়াবহ প্রভাব বহন করতে হচ্ছে; অথচ বৈশ্বিক নিঃসরণে আমাদের অবদান মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।’

          প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আজ কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি হল রুমে প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় দুধ ও গরু পালন কার্যক্রম সংক্রান্ত তথ্য এবং আইপিসিসির টায়ার-২ ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নির্গমন পরিমাপ- লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) হস্তক্ষেপের প্রভাব’ শীর্ষক একটি যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলো বহুবার সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা কখনোই বাস্তবায়ন হয়নি। তাই অন্যদের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের সক্ষমতার ওপর ভর করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রাণিসম্পদখাতে জলবায়ু পরিবর্তন ও কার্বন নির্গমন ইস্যুতে আগামীতে  আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। বিশ্বব্যাপী কার্বন নির্গমনে প্রাণিসম্পদ খাতের কিছুটা ভূমিকা থাকলেও বাংলাদেশে এর দায় তুলনামূলকভাবে নগণ্য।

          প্রাণিসম্পদখাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, প্রোটিনের উৎস হিসেবে মাংস অপরিহার্য, তবে এর সাথে মিথেন গ্যাস নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে আমাদের প্রযুক্তিগত ও গবেষণাভিত্তিক প্রস্তুতি নিতে হবে। কর্মকর্তাদের দক্ষ করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণার মান আরো উন্নত করা সম্ভব।

          কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওচুন শি (Jiaoqun Shi), বিশ্বব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ও টাস্ক টিম লিডার আমাদু বা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

#

মামুন/মাহমুদুল/ফেরদৌস/মোশারফ/কনক/জয়নুল/২০২৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩৯২৪

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

 

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। 

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ১৯ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫১৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

 

#

 

রিজওয়ানুর/মাহমুদুল/মোশারফ/কনক/সেলিম/২০২৫/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৩৯২৩

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ৩০ শিল্পপ্রতিষ্ঠান  

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

দেশের শিল্পখাতকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩০টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এ পুরস্কার বিতরণ করেন।

উপদেষ্টা  বলেন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ। আমরা চাই শিল্পখাত উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা রাখুক। তিনি বলেন, এ পুরস্কার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। ১৬টি শিল্প সেক্টরের ৭২টি প্রতিষ্ঠান থেকে পরিবেশগত ব্যবস্থাপনা, শ্রমিক সুবিধা, নিরাপত্তা ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে ৩০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। 

উপদেষ্টা শ্রমিক-মালিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক তার শ্রমিকদের সন্তানের মতো দেখেন, যা প্রশংসনীয়। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আইএলও’র নীতিমালা অনুসরণেরও তাগিদ দেন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাববিলায় অসামান্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপরও জোর দেন। তিনি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমানে পৌঁছে দেবে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে না, বরং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের
সহ-সভাপতি ও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও টিসিসি সহসভাপতি মোঃ আরদাশির কবিরসহ আইএলও এর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#

মালেক/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/রমজান/আলী/আসমা/২০২৫/১৬৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩৯২২

আগাম সতর্কবার্তা শুধু একটি তথ্য নয়, জীবন রক্ষার অন্যতম উপায়

                                     -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন):

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্ৰতীক বলেছেন, বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে আগাম সতর্কবার্তা শুধু একটি তথ্য নয়, জীবন রক্ষার অন্যতম উপায়। এটি একটি জাতীয় অগ্রযাত্রা, যেখানে দেশের প্রত্যেক নাগরিককে নিরাপদ রাখার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগে ১৯৭০ সালে এক রাতে দশ লাখ মানুষের মৃত্যু হলেও বর্তমানে এটা এক অংকে বা শূন্যে নেমে এসেছে। আমাদের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’ বিশ্বের আদর্শ।

 

উপদেষ্টা আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘National Early Warnings for All, Roadmap Validation and Sharing’ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন এবং নানাবিধ প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আমাদের আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি বহুমাত্রিক দুর্যোগকে বিবেচনায় নিতে হচ্ছে। আমরা ঘূর্ণিঝড় ও বন্যার সাথে সাথে ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও নগরভিত্তিক দুর্যোগের আগাম সতর্কবার্তাকে শক্তিশালী করার চেষ্টা করছি।

ফারুক ই আজম বলেন, ইতোমধ্যে সরকার এ খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। তবে এটি সরকারের একার কাজ নয়। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। আমরা কমিউনিটির অংশগ্রহণ, স্বচ্ছ তথ্যপ্রবাহ ও সহজবোধ্য এবং স্থানীয় ভাষায় বার্তা ডিজাইন ও বিতরণের ওপর জোর দিচ্ছি। আমাদের লক্ষ্য, শুধু তথ্য সরবরাহ নয়, সেটি গ্রহণ করে সাড়াদানের সক্ষমতা গড়ে তোলা।

 উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জলবায়ু অভিযোজন ও দুর্যোগ সহনশীলতা নিয়ে তাঁর আন্তর্জাতিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ সরকারের দুর্যোগ ঝুঁকিহ্রাসে ক্রমাগত গুরুত্বারোপ, বিনিয়োগ এবং পরিকল্পনার ভিত্তিতেই বাংলাদেশ ‘Early Warning for All’ গ্লোবাল উদ্যোগ সম্মিলিতভাবে গৃহীত হয়েছে। ‘সকলের জন্য আগাম সতর্কবার্তা’ একটি চলমান প্রক্রিয়া। এ রোডম্যাপ জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর মোঃ আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক Gwyn Lewis, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি হেড Pedro Motos, সুইডিশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত Maria Stridsman এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, সরকারি ও বেসরকারি অংশীদারগণ বক্তৃতা করেন।

#

এনায়েত/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৪৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                         &

2025-06-24-16-46-a7174b7fec5b6dda6783cdcb60f27b0f.docx