তথ্যবিবরণী নম্বর: ৩৫০৭
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা দ্রুত বিচার-নিষ্পত্তি, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ আইন ও বিচার বিভাগ থেকে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়েছে।
#
রেজাউল/রানা/রফিকুল/শামীম/২০২৫/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির
সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিতে সফটওয়্যার উদ্বোধন
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করার জন্য Truepresence নামে একটি আধুনিক উপস্থিতি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।
আজ ঢাকার আব্দুল গনি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সফটওয়্যারটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, Truepresence সিস্টেমটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সকল সংস্থা এবং কোম্পানিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো বলেন, যদি সিস্টেমটি সফলভাবে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তবে এটি অন্যান্য সরকারি খাতে একটি মডেল হিসেবে কাজ করতে পারে। এই উদ্যোগটি সরকারি কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সরকারি কাজে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
উপদেষ্টা এই সফটওয়্যার চালুর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সৌদি আরবের নিবন্ধিত কোম্পানি SDM এবং এর সাথে সংশ্লিষ্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুলআজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বিশ্বব্যাপী মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ ডাটা সুরক্ষা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিতকরণে এ সফটওয়্যার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এছাড়া, মন্ত্রণালয় পর্যায়ে রিয়েল-টাইম ওভারভিউ এবং রিপোর্টিংয়ের কাজে এ সফটওয়্যার সহায়ক হবে বলেও জানান তিনি।
SDM এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, SDM কোম্পানি সফটওয়্যারটির উন্নয়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সহযোগিতা করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছে। এর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সফটওয়্যারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করবে যা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
নোবেল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০৫
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়
- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। এখনো সংবাদপত্র শিল্পে বেশ কিছু নেতিবাচক চর্চা রয়েছে। এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি গণমাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, গত ১২-১৩ বছরে ছাপা পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে। সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও এর কর্পোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তিনি সংবাদপত্রের কর্পোরেট কর ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন। তিনি আরো বলেন, ওয়েজবোর্ড ঢেলে সাজানো দরকার। তিনি সার্চ কমিটির মাধ্যমে ওয়েজবোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ভালো হয়েছে। তিনি কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদপত্রের ওপর সরকারের চাপ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের দিক থেকে সংবাদপত্রকে ভয় দেখানো হচ্ছে না।
সভায় নোয়াবের পক্ষ থেকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করা হয়।
মতবিনিময় সভায় দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
#
মামুন/মাহমুদুল/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৯৫৫ঘণ্টা
Handout Number: 3504
Illegal Battery Factories Sealed in Keraniganj
Ordered to remove Zinc Waste Within 7 Days
Dhaka, 8 May 2025:
A mobile court operation was conducted today in the Kakalia and Shakta areas of Keraniganj, targeting illegal battery factories. The operation was jointly carried out by the Dhaka District Office and the Monitoring and Enforcement Wing of the Department of Environment (DoE).
Two illegal battery factories—Sagar Battery House and Yespa Metal—located on Abdus Salam Chairman Road, were sealed during the drive. Their utility connections were disconnected, and two separate cases were filed against them.
It was found that a road in the area had been constructed using zinc factory waste. The factory owners were ordered to remove this hazardous waste within 7 days.
The operation was led by DoE's Executive Magistrate Md. Rezwan-ul-Islam. A team from Bangladesh Police extended support during the operation.
Additionally, in separate mobile court drives under the Air Pollution (Control) Rules 2022, two cases were filed and fines totaling Tk. 60,000 were realized from operations in Banglamotor and Jatrabari areas of Dhaka. One factory’s utility connection was also disconnected.
Under the Noise Pollution (Control) Rules 2006, drives in Eskaton and Dhamrai resulted in 13 cases and fines totaling Tk. 13,500.
Another mobile court operation against black smoke emissions in the Tejgaon industrial area led to 10 cases and fines amounting to Tk. 31,500.
The Department of Environment will continue such enforcement actions to protect the environment.
#
Dipankar/Mahmudul/Sanjib/Joynul/2025/1930 hour
তথ্যবিবরণী নম্বর: ৩৫০৩
কেরানীগঞ্জে অভিযানে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে আজ কেরানীগঞ্জের কাকালিয়া, শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে আব্দুস সালাম চেয়ারম্যান রোডে অবস্থিত সাগর ব্যাটারি হাউজ ও ইয়েসপা মেটাল নামক ২টি অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা করা হয়। কারখানা দুটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
দেখা যায়, একটি রাস্তা দস্তা কারখানার বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। উক্ত বর্জ্য ৭ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা প্রদান করে।
এছাড়া, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী, ঢাকার বাংলামটর ও যাত্রাবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, ঢাকার ইস্কাটন ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে টেকনিক্যাল এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
#
দীপংকর/মাহমুদুল/সঞ্জীব/শামীম/২০২৫/১৯০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০২
ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি উন্নয়ন কর দিতে মানুষ ভুলে গেছে। জলমহাল বালুমহাল নিয়ে প্রায়শই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় ভূমি ব্যবস্থাপনার মূল কাজ। এদু’টি কাজের মধ্যে ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণ কাজটি গুরুত্বপূর্ণ হলেও তা অনেকটা নীরস কাজ। অর্থাৎ এ কাজে সকলের আগ্রহ থাকে না। ডিজিটাউজেন হওয়ার ফলে পূর্বের বছরের তুলনায় এবছর ৩০ শতাংশ বেশি ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এবারের ভূমি সপ্তাহে ভূমিসেবার নানা দিকগুলোর সাথে করের ওপর গুরুত্ব দেওয়া হবে জানান ভূমি সচিব।
সভায় অনুষ্ঠানের নানা বিষয়ে আলোচনা হয় এবং বিভিন্ন কমিটি করা হয়।
সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান; অতিরিক্ত সচিব সায়মা ইউনুস, ড. মো. মাহমুদ হাসান, মো. আব্দুর রউফ, মো. এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ মাহফুজুর রহমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
গিয়াস/মাহমুদুল/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০১
শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে
- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণগত দিকগুলো শিখে থাকে। ছাত্র -শিক্ষকদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এসব বিষয়গুলো খুব সুন্দরভাবে শিশুরা শিখতে পারে। আমাদের টার্গেট শিশুরা মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে, কথা বলতে ও লিখতে পারবে এবং গাণিতিক ভাষা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বুঝতে পারবে। অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই নিজের স্বার্থেই শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে।
উপদেষ্টা আজ ঢাকায় মিরপুরস্থ পিটিআই অডিটরিয়ামে ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভাগীয় সেমিনার’-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ৫০ জন ছাত্র, অভিভাবক, শিক্ষক, শিক্ষক কর্মকর্তা অংশ নেয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
#
জাহাঙ্গীর/মাহমুদুল/সঞ্জীব/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ে আগামী ১২ মে সকাল সাড়ে ১০ টায় দু’দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন-স্বাস্থ্য সেবা বিভাগ।
#
সনজীদা/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মিতু/রমজান/আসমা/২০২৫/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৫০০
লেবাননের রাষ্ট্রপতির নিকট বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
লেবানন, ৮ মে:
লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের (General Joseph Aoun) নিকট গত ০৭ মে, সেদেশের রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ করেন। এ সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজী (Youssef Rajji) এবং লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র প্রদান শেষে লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত, লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন। লেবাননের রাষ্ট্রপতি লেবাননে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ-উত্তর দূর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ হতে প্রেরিত মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণের পাশাপাশি দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সরকার লেবানন সরকারের সাথে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।
#
মিশন লেবানন/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন।
এরপর উপদেষ্টাগণ সিভিল এভিয়েশন অথরিটি এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প সম্পর্কিত একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেশনে অংশ নেন।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনলাইনে অংশগ্রহণ করেন।
#
তরিকুল/মাহমুদুল/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৮
ভবিষ্যতে তরুণ প্রজন্মকে যেন আর কখনো প্রাণ দিয়ে অধিকার আদায় করতে না হয়
-অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে তরুণ প্রজন্মকে যেন আর কখনো প্রাণ দিয়ে অধিকার আদায় করতে না হয়। দীর্ঘ ১৬ বছর ধরে যে সকল রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সকলেরই চাওয়া এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নাগরিক অধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ এবং জবাদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকবে। এছাড়া, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী যেন ক্ষমতার ঊর্ধ্বে বা ক্ষমতার কেন্দ্রীভূত হয়ে না যান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেভাবে পরিবর্তনের ধারা সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটি আদর্শ জায়গা বলে বিবেচনা করতে পারে।
ঢাকায় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা সকলেই একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছি যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে। তিনি আরো বলেন, রাজনৈতিক শক্তিগুলোর সাথে ঐকমত্যে পৌঁছাতে কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে, তবেই লক্ষ্য অর্জন সম্ভব হবে।
আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু'র নেতৃত্বে দলটির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এবং প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল কাদের, পারভীন নাসের খান ভাসানী ও আমিনুল ইসলাম সেলিমসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে কমিশন ৩৫টি দলের মতামত পেয়েছে। ভাসানী অনুসারী পরিষদসহ এ পর্যন্ত ২৭ টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
#
পবন/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/রমজান/সুবর্ণা/মাসুম/২০২৫/১২৫৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৯৭
শ্রীলংকা মডেলের আদলে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
শ্রীলংকা মডেলের আদলে বাংলাদেশেও ডেঙ্গু রোগীদের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে পরিচালন বাজেট থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কীট ক্রয়েরও সিদ্ধান্ত গৃহীত হয়। ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে আশু করণীয় নির্ধারণে অংশীজনদের মতামত গ্রহণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গত ২১ এপ্রিল আলোচনাসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা মতামত পেশ করেন।
সভায় সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সচলপূর্বক ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) ও এনজিও বিষয়ক ব্যুরোর নিয়ন্ত্রণাধীন এনজিওসমূহের অধিক্ষেত্রে ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে পত্র দেওয়া হবে।
এছাড়া, পাড়া-মহল্লার ধর্মীয় নেতা, বিএনসিসি, স্কাউট, এনজিও, যুবসমাজসহ সচেতন নাগরিকদের সমন্বয়ে দল গঠনপূর্বক বাড়ি বাড়ি পাঠিয়ে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। মসজিদের ইমামরা প্রত্যেক জুম্মার খুতবার আগে ডেঙ্গু রোগের বিস্তার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করবেন। নির্মাণাধীন, পরিত্যক্ত ও অব্যবহৃত ভবন, অনাবাদি কৃষি জমি, ছাদকৃষি এবং পতিত জলাভূমিসহ অন্যান্য ডেঙ্গু প্রজননের সম্ভাব্য ক্ষেত্রসমূহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় সরকার বিভাগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এ সংক্রান্ত অপরাধের জন্য অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।
#
আলম/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/রমজান/আসমা/২০২৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৪৯৬
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে কুমিল্লার দৌলতপুরে
ঢাকা, ২৫ বৈশাখ (৮মে) :
এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ৩ (তিন) দিনব্যাপী কুমিল্লার দৌলতপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ঢাকা, ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় উদ্যাপিত হবে। চট্টগ্রামে নজরুল মেলা, নজরুল বিষয়ক আলোচনা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে। দৌলতপুরে মূল অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবার জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার।’ আগামী ২৫ মে সকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও সচিব ঢাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষ্যে ঢাকায় সকল সড়কদ্বীপে এবং অন্যান্য জেলায় জাতীয় কবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে। অন্যান্য জেলায় স্থানীয় নজরুল গবেষক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আলোচনাসভার আয়োজন করা হবে। এছাড়া, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশের বৈদেশিক দূতাবাসসমূহেও দিবসটি উদ্যাপন করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসস্টিটিউট কবিকে বর্তমান প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে কবির ছবি, পোস্টার ও বই প্রদর্শনী এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বই প্রদর্শনী, পাঠ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। দিবসটি পালন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬শত স্মরণিকা ও ২০ হাজার পোস্টার মুদ্রণ করবে।
#
মালেক/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/রমজান/মানসুরা/২০২৫/১০৩০ ঘন্টা