তথ্যবিবরণী নম্বর: ১৪
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয়
--- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হয়, তাহলেই বৈষম্য নিরসন হয়।
আজ ঢাকাস্থ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, রাষ্ট্র কখনো তার নাগরিককে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে তাদের অধিকারকে আলাদা করে না। একটি আধুনিক রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিক সমান- গণতন্ত্রেরও মূল কথা সেটাই। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন, আমাদেরকে সেই স্পিরিট ধারণ করতে হবে। আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বাসুদেব ধর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য রাখেন।
#
শিবলী/মাহমুদুল/সায়েম/রানা/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমে ডাক অধিদপ্তরের বিজনেস প্রসেস মডিউল ‘Supply of Funds and Other Remittance Transactions of Bangladesh Post’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে তিনি ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইবাসের সবগুলো মডিউলকে যদি আমরা এক জায়গায় এনে একটা সুপার অ্যাপ করতে পারি তাহলে আরো কার্যকর হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোকে আইবাসের মাধ্যমে সংকুলান করতে চাই। তিনি বলেন, ডিজিটাল ট্রান্সফর্মেশন মাস্টারপ্ল্যান কিংবা ডেটা গভর্নেন্স অথরিটির সাথে আইবাসের ইভ্যালুয়েশন প্ল্যানকে সেন্টার পয়েন্টে রাখতে হবে। ডাক বিভাগ অত্যন্ত পুরনো একটি সরকারি প্রতিষ্ঠানে অথচ এটার হিসাব বিভাগ ম্যানুয়াল। এই প্রতিষ্ঠানকে আইবাসের মাধ্যমে ডিজিটালাইজড করতে হবে। এ বিষয়ে ডাক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রয়োজনে প্রশিক্ষণের আয়োজন করবে বলেও তিনি মন্তব্য করেন।
ফয়েজ তৈয়্যব আরো বলেন, আইবাস প্লাস প্লাসের মতো যে কারিগরি স্থাপনাগুলো আছে সেগুলোকে সিআইই (ক্রিটিকাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার) হিসেবে ঘোষণা করা উচিত। এটা হলে স্থাপনাগুলো সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় কিছু সুরক্ষা পাবে। এর পাশাপাশি আমরা একটা ড্যাশবোর্ড করতে পারি যাতে রিয়েল টাইম ট্রানজেকশন দেখা যাবে, একাউন্টিংয়ের কেপিআইগুলো দেখা যাবে। যার মাধ্যমে সাকসেস রেটগুলো দেখতে পারবো।
উল্লেখ্য, iBAS++ সিস্টেমে নির্মিত এই মডিউলটি ডাক বিভাগের ৭২টি প্রধান ডাকঘরের মাধ্যমে কেন্দ্রীয় কোষাগারের সঙ্গে অর্থ উত্তোলন, জমা ও লেনদেন কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করবে। এই মডিউলের কার্যকর বাস্তবায়নের ফলে সরকারি হিসাব ব্যবস্থায় স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও নির্ভুলতা নিশ্চিত হবে। মডিউলটি সরকারের GIFMIS (Government integrated Financial Management Information System) এবং Treasury Single Account কাঠামো বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি ও অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী, হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
জসীম/মাহমুদুল/সায়েম/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২
রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা ২০২৫ শুরু
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফলমেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলায় পার্বত্য অঞ্চলের মৌসুমি ফল—যেমন আনারস, আম, কাঁঠাল, রাম্বুটান, লিচু ইত্যাদির সমাহার প্রদর্শিত হচ্ছে। একইসাথে আগত দর্শনার্থীরা পাচ্ছেন পাহাড়ি সংস্কৃতি, জীবনযাত্রা ও হস্তশিল্প ঘনিষ্ঠভাবে জানার সুযোগ।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। আয়োজকদের মতে, এই মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয় বরং একটি সমন্বিত শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানী-সহ মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
#
রেজুয়ান/মাহমুদুল/সায়েম/রানা/মোশারফ/রফিকুল/সেলিম/২০২৫/২১২০ ঘণ্টা
Handout Number: 11
‘Degraded Airsheds’ to be identified to Combat Air Pollution in Dhaka
--- Environment Advisor
Dhaka, 1 July 2025:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, has said that 'Degraded Airsheds' will soon be declared to control air pollution in Dhaka city. A scientific expert committee will be formed to provide recommendations on this matter.
The Advisor made the remarks while presiding over a high-level meeting held today at the Department of Environment in Agargaon to determine effective measures to tackle Dhaka’s worsening air quality. She directed officials of the Department of Environment to take strong and urgent action to address the situation.
The Environment Advisor stated that a committee will be formed to identify pollution sources in areas surrounding Dhaka. She also announced that brick kilns in sensitive regions such as the Chittagong Hill Tracts and Ramgati in Lakshmipur would be banned to control emissions.
Rizwana Hasan emphasized that joint enforcement operations, in coordination with BRTA, must be continued against unfit and outdated vehicles contributing to air pollution. She also instructed the Department to take legal action against those who dump construction materials indiscriminately, burn waste in open spaces or parks, and engage in leaf burning.
Highlighting the importance of public involvement, she said, “The Zero Soil Program in Dhaka must include active community participation. No space in the city should be left barren—trees must be planted everywhere.” She further added that awareness campaigns must be launched by identifying leaf-burning hotspots, issuing notices to educational institutions, and placing advertisements in newspapers and media outlets.
The Advisor also ordered enforcement against illegal sand dumping in the Aminbazar area and urged volunteer involvement in urban afforestation efforts.
The meeting was attended by Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest and Climate Change; Mohammad Azaz, Administrator of Dhaka North City Corporation; Dr. Fahmida Khanom, Additional Secretary of the Ministry; Dr. Md. Kamruzzaman, Director General of the Department of Environment; along with officials from the Ministry, the Department of Environment, North and South City Corporations, and representatives from various agencies.
#
Dipankar/Mahmudul/Tuhin/Rana/Mosharaf/Kanak/Joynul/2025/2025hours
তথ্যবিবরণী নম্বর: ১০
জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে
--- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ মন্তব্য করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই বিপ্লবের শহিদদেরকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, এ বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান। জাতিকে তারা অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন। তাদেরকে জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ড. খালিদ বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে বলেছি কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। আমি দেখব পেশাদারিত্ব। সকল কার্যক্রম আইন ও বিধিবিধানের আলোকে নিষ্পত্তি করতে হবে। কোনোভাবেই বিধিবিধানের বাইরে যাওয়া যাবে না।
উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ছাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিজামুদ্দীন, শাহরিয়ার, মুফতি আব্দুল ওয়াদুদ ও মুফতি মাহফুজ আনাম প্রমুখ বক্তৃতা করেন।
পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী ছাত্র জনতার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এতে জুলাই বিপ্লবে শহিদ ও আতহদের পরিবারের সদস্য, ওলামা, ত্বোলাবা ও সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মাহমুদুল/সায়েম/রানা/খায়ের/মোশারফ/রফিকুল/কনক/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ০৯
ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে
-- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে। এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।
রাজধানীর বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আজ আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বায়ুদূষণের উৎস শনাক্ত করতে কমিটি গঠন করা হবে এবং ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষীপুরের রামগতিসহ গুরুত্বপূর্ণ এলাকার ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় লাগাতার অভিযান চালানো হবে। নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, পার্ক বা উন্মুক্ত স্থানে আগুন দিয়ে পোড়ানো, ও পাতা পোড়ানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, ঢাকা শহরের ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে জনগণ ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পত্র দেওয়া ও গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে হবে। তিনি আমিন বাজার এলাকায় বালু রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং গাছ লাগানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মাহমুদুল/খায়ের/রানা/ফেরদৌস/মোশারফ/কনক/সেলিম/২০২৫/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ০৮
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতে হবে
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রাউজান (চট্টগ্রাম), ১৭ আষাঢ় (১ জুলাই):
হালদা নদীর পাড়ে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তামাক চাষের কারণে মাটি, পানি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপদেষ্টা আজ চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল হ্যাচারী প্রাঙ্গণে হালদা নদী পরিদর্শন এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, তামাক মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফসল। এ ধরনের ফসল উৎপাদন করার যৌক্তিকতা নেই। তিনি তামাক চাষীদের বিকল্প জীবিকায় উৎসাহিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, হালদা নদী দেশের জন্য একটি অমূল্য সম্পদ। এটি এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র যেখানে কার্প জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে। এই নদীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হলে জাতীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে।
মৎস্য উপদেষ্টা বলেন, নদীর নাব্যতা সংকটে কার্প জাতীয় মাছের প্রজনন বিঘ্নিত হচ্ছে। এই সংকট উত্তরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাবে। তিনি আরো বলেন, হ্যাচারির সংখ্যা বাড়ানো হলে পোনা উৎপাদন বাড়বে, যা দেশের মৎস্যসম্পদে ইতিবাচক অবদান রাখবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হেমায়েত হোসেন, যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মোঃ মনজুরুল কিবরিয়া, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ম. নাসিম হায়দার, চট্টগ্রাম নৌ পুলিশ সুপার এএফএম নিজাম উদ্দিন।
মতবিনিময় সভায় ডিম সংগ্রহকারী, মৎস্যজীবী, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে উপদেষ্টা হালদা নদীতে হ্যাচারিতে উৎপাদিত রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন এবং সভা শেষে নদী রক্ষায় প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন ক্যামেরার উদ্বোধন করেন।
#
মামুন/মাহমুদুল/সায়েম/রানা/খায়ের/মোশারফ/কনক/জয়নুল/২০২৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ০৭
জুলাই গণঅভ্যুত্থান ছিলো বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক
-- শারমীন এস মুরশিদ
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাথে আলোচনা সভায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতি, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সে লক্ষ্য পূরণে অনেকটা সক্ষম হয়েছে।
আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাইয়ের সকল শহিদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীন-সহ অনেকে উপস্থিত ছিলেন।
#
রফিকুল/মাহমুদুল/খায়ের/রানা/ফেরদৌস/মোশারফ/কনক/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ০৬
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২২ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
#
রিজওয়ানুর/মাহমুদুল/রানা/খায়ের/মোশারফ/কনক/জয়নুল/২০২৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ০৫
১৮ জুলাই ৪৮তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
আগামী ১৮ জুলাই সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা (MCQ type) অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
#
মাসুমা/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/তানভীর/আসমা/২০২৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ০৪
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূণ্যানুষ্ঠান
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
দেশের গৌরবময় ইতিহাসে আলোচিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ শহিদদের স্মরণে আজ রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে এক বিশেষ ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে শহিদদের আত্মার শান্তি, মুক্তি এবং জগতের সকল জীবের মঙ্গল কামনা করা হয়। পুণ্যানুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
ধর্মীয় পূণ্যানুষ্ঠানে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক। এ শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরদিন প্রেরণা জোগাবে। তিনি বলেন, এটি ছিল একপ্রকার নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার চেষ্টা-যেখানে ন্যায়বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সাংস্কৃতিক বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পায়। উপদেষ্টা আরো বলেন, এ গণ-অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং জনগণের আত্মপরিচয় পুনঃনির্মাণের সাংস্কৃতিক প্রয়াস হিসেবেও বিবেচিত। এ অভ্যুত্থান ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদী সমাজ গঠনের আন্দোলনে নতুন গতি এনেছে, বিশেষত পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণকে সামনে এনে দিয়েছে ।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব কংকন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বৌদ্ধ ধর্মগুরু বান্তে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতা ও ধর্মরাজিক ছাত্ররা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/আলী/আসমা/২০২৫/১৩৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ০৩
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন অবকাঠামো ও পানি সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষণ ব্যবস্থায় তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশনের বিকল্প হিসেবে উন্নত প্রযুক্তির নিরাপদ ও ব্যবহারিক সমাধান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সচিবালয়ে আজ তাঁর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে শিক্ষা, সামাজিক খাত ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে রানা ফ্লাওয়ার্স শিশু ও কিশোর-কিশোরীদের ওপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব-যেমন বন্যা, অপুষ্টি ও শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার বিষয় উল্লেখ করে বলেন, ইউনিসেফ তরুণদের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিভিন্ন জেলায় তরুণদের নিয়ে পরামর্শ সভার পরিসর বাড়ানোর প্রস্তাব দেন এবং নিয়মিতভাবে তরুণদের সাথে মন্ত্রণালয়ের যোগাযোগের জন্য একটি কাঠামোগত ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
পরিবেশ সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ইউনিসেফ একটি যৌথ ডকুমেন্টারি সিরিজ নির্মাণের প্রস্তাব দেয়, যেখানে শিশুদের পরিবেশবান্ধব বার্তা স্থান পাবে। উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এটি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।
বৈঠকে ইউনিসেফ ও মন্ত্রণালয় যৌথভাবে পরিবেশ শিক্ষাভিত্তিক কর্মপরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে জলবায়ু উদ্যোগ পরিচালনার ব্যাপারে একমত পোষণ করে। পরিকল্পনায় পুনর্ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ এবং শিক্ষার্থীদের নেতৃত্বে জরুরি প্রস্তুতির কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ উভয় পক্ষই জলবায়ুবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব ওয়াশ পিটার জর্জ এল ম্যাস, চিফ অব ফিল্ড সার্ভিসেস ফ্রাঙ্কো গার্সিয়া এবং প্রোগ্রাম স্পেশালিস্ট (জলবায়ু) ভ্যালেন্টিনা স্পিনেডি।
#
দীপংকর/তৌহিদ/বিবেকানন্দ/মেহেদী/মিতু/আসমা/২০২৫/১৩৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ০২
শিল্প খাতে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান করবে বিডা
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডা শিল্প খাতে বিজিএমইএ-কে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান করবে এবং পাশাপাশি এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা হবে। এছাড়া, তিনি গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে গতকাল বিডা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা বলেন।
বৈঠকে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এসময় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান বলেন, চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এতে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। এছাড়া, তিনি এনবিআরের অডিট কার্যক্রমকে আরো বাস্তবসম্মত ও উদ্যোক্তাবান্ধব করার কথা বলেন।
#
প্রশান্ত/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/সাঈদা/আসমা/২০২৫/১০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ০১
৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনের চূড়ান্ত মনোনয়ন
ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গতকাল ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে (provisionally) মনোনয়ন প্রদান করেছে। ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে বিপরীতে এ সংখ্যক প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের
২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। মনোনয়ন সংক্রা