Handout Number: 3725
Anti-Pollution Drive: 695 Brick Kilns Shut Down,
218,000 kg Polythene Seized, Over Tk 252.6 Million Fined
Dhaka, 29 May 2025:
Under the initiative of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) has carried out extensive mobile court drives across the country to combat pollution. Between 2 January and 29 May 2025, the DoE conducted 987 mobile court operations, resulting in 2,348 cases and a total of Tk 252,606,900 in fines.
These operations targeted excessive black smoke emissions from vehicles, illegal brick kilns, air and noise-polluting steel mills, hazardous waste disposal, illegal lead and battery recycling factories, tyre pyrolysis plants, charcoal factories, and construction materials stored in open spaces causing air pollution.
During this period, the chimneys of 479 brick kilns were demolished and their operations completely shut down. Another 216 kilns were ordered to close, 132 kilns had their raw bricks destroyed, and electricity/service connections were disconnected from 15 polluting establishments. Two individuals were sentenced to one month of imprisonment. Additionally, six factories had their lead and battery melting machinery—equivalent to 8 truckloads—seized and were closed.
From 3 November 2024 to date, a total of 415 mobile court drives were conducted across the country against the production, sale, supply, and marketing of banned polythene. These resulted in Tk 6,248,800 in fines imposed on 786 establishments and the seizure of approximately 217,905 kg of illegal polythene.
On 29 May 2025 alone, a mobile court in Savar fined three entities Tk 25,000 and seized around 70 kg of banned polythene. Supermarkets, shop owners, and the general public were also alerted and advised against the production and use of illegal polythene.
On the same day, a mobile court operation in Shyampur-Kadamtoli, Dhaka, disconnected utility services of an illegal entity operating without clearance. Another mobile court in Mymensingh fined two illegal brick kilns Tk 200,000 and demolished their chimneys. In Bandarban, a mobile court imposed a fine of Tk 15,000 for illegal hill cutting.
The Department of Environment will continue such anti-pollution drives in the future.
#
Dipankar/Mahmudul/Sanjib/Joynul/2025/2020 hour
তথ্যবিবরণী নম্বর : ৩৭২৪
দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ, ২ লাখ ১৮ হাজার কেজি
পলিথিন জব্দ এবং ২৫ কোটি ২৬ লাখ টাকার জরিমানা
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণ রোধে ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। ২ জানুয়ারি ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ৯৮৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ২ হাজার ৩৪৮টি মামলা করা হয়। মোট ২৫ কোটি ২৬ লাখ ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, বায়ু ও শব্দ দূষণকারী স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা ও ব্যাটারি রিসাইক্লিং কারখানা, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
এই সময়ে ৪৭৯টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২১৬টি ইটভাটাকে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১৫টি পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৬টি কারখানার সিসা ও ব্যাটারি গলানোর ৮টি ট্রাক যন্ত্রপাতি জব্দ করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া গত ৩ নভেম্বর ২০২৪ হতে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে সারা দেশে ৪১৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ৭৮৬টি প্রতিষ্ঠানকে ৬২ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। প্রায় ২ লাখ ১৭ হাজার ৯০৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
আজ সাভারে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ মানুষকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্ক করা হয়।
একই দিন শ্যামপুর-কদমতলীতে একটি ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ময়মনসিংহ জেলায় ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং চিমনি ভেঙে ফেলা হয়। বান্দরবানে পাহাড় কাটার দায়ে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই দূষণবিরোধী অভিযান চলমান থাকবে।
#
দীপংকর/মাহমুদুল/সঞ্জীব/শামীম/২০২৫/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৭২৩
৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি সহ স্বাস্থ্য ক্যাডারের মোট ৩,০০০টি পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ০১ জুন বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে এবং আবেদন জমার শেষ সময় ২৫ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা। System থেকে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার (অর্থাৎ ২৮.০৬.২০২৫ তারিখ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত) মধ্যে ফি জমা দিতে পারবেন।
৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ ২৯.০৫.২০২৫ তারিখের ০১ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।
#
মতিউর/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/মাসুম/২০২৫/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৭২২
পহেলা জুন পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
শিশুর মানসিক বিকাশ ঘটানো, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন নির্মিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আগামী পহেলা জুন ঢাকার উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন।
ভবনগুলো হলো- উত্তরার ‘আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’, মিরপুর এক নম্বর সেকশনের ‘ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’, মিরপুর ১২ নম্বর সেকশনের ‘খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’, উত্তরার ‘দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’ এবং গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন ‘কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’।
এ পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে চব্বিশ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা। পাঁচটি ভবনের মধ্যে ছয়তলা ভিতবিশিষ্ট চারটি চারতলা ভবন এবং একটি তিনতলা ভবন। নবনির্মিত ভবনগুলোতে মোট ৭৫টি কক্ষ ও ৮৯টি ওয়াশ ব্লক রয়েছে। বিদ্যালয়গুলোর নতুন ভবনে শিক্ষার্থীর মোট ধারণ ক্ষমতা দুই হাজার ৬৯৬।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ১২টি থানায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি মেরামত এবং ১৪টি নতুন বিদ্যালয় ভবন (উত্তরাতে তিনটি ও পূর্বাচলে ১১টি) স্থাপন করা হবে। এ প্রকল্পের মোট বরাদ্দ এক হাজার ৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা।
ইতোমধ্যে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়।
#
জাহাঙ্গীর/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/মানসুরা/২০২৫/১৩১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৭২১
২ জুন জাতীয় বাজেট বক্তৃতা বিটিভিসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হবে
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ঐদিন বিকাল ৪ টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে।
এছাড়া, জাতীয় বাজেট বক্তৃতাটি বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে অন্যান্য সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
#
শরিফুল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মেহেদী/মিতু/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৬৯
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা:
আগামী ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’- জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ।
#
ফিরোজ/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/সাঈদা/আসমা/২০২৫/১০০০ ঘন্টা