Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৫

তথ্যবিবরণী ৩০ জুন ২০২৫

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৪০০৭

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা করে

আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

          জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদতবরণ করেছেন তাঁদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল ১ জুলাই বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

          পরিপ্রেক্ষিতে, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী ছাত্র জনতার রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটি-সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

          উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বাদ জোহর দুপুর ১:৩০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

          আজ ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

#

শায়লা/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৫/২২৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৪০০৬

হাওড় মহাপরিকল্পনা হালনাগাদকরণের

প্রক্রিয়ায় সকলের মতামত অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করা হবে

                                      --- পানি সম্পদ উপদেষ্টা

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

          পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওড় মহাপরিকল্পনা হালনাগাদকরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের মতামত অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করা হবে এবং চূড়ান্ত করার পূর্বে ওয়েবসাইটে দেওয়া হবে। তিনি বলেন, ওয়েব সাইটে দেওয়ার পরে যারা আজকে কর্মশালায় আসতে পারেননি কিন্তু প্রকৃতি নিয়ে ভাবেন, পরিবেশ নিয়ে ভাবেন তাদেরকে জানাবো। স্থানীয়রা-সহ সংশ্লিষ্ট সকলের মতামত পাওয়ার পরে  হাওড়ের মহাপরিকল্পনা হালনাগাদকরণের বিষয়টি চূড়ান্ত করা হবে। 

          আজ ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘হাওড় মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের ফলাফলের ওপর অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, দেশের ৩৭১ টি হাওড়ের সীমানা নির্ধারণ হওয়া উচিত। হাওড়গুলোতে সীমানা চিহ্নিত করে এগুলো জলাধার কেন্দ্রিক প্রাণাদার হিসেবে আমরা প্রাথমিকভাবে বিবেচনা করব। তিনি বলেন, এক এক হাওড়ের আসলে পরিবেশগত আবেদন একেক রকম। কোনো কোনো হাওড়ে প্রচুর মাছ উৎপাদন হয়  আবার কোনো কোনো হাওড়ের বিস্তীর্ণ এলাকায় শুধু ধান আর ধান চাষ হয়। সংশ্লিষ্টদের  প্রতি অনুরোধ জানিয়ে হাওড়ের মাস্টারপ্ল্যানটা বা মহাপরিকল্পনাটা আসলে সাধারণ মানুষ যেন বুঝতে পারে সে রকম সহজ করে দিতে হবে।

          উপদেষ্টা বলেন, হাওড় বাংলাদেশের একটা অনন্য ইকো সিস্টেম হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি বলেন, হাওড় সাম্প্রতিক সময়ে পর্যটনের জন্য খুবই বিখ্যাত হয়েছে। আগে হাওড় যারা চিনতো, জানতো, তারা কিন্তু শুধু মাছের জন্য জানতো, চিনতো। এখন হাওড়ে পর্যটনের কারণে মাছের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। হাওরে পর্যটনের কারণে মৎস্যজীবীদের জীবন-জীবিকার ওপর একটা প্রভাব পড়ছিল কিন্তু স্থানীয় প্রশাসনের আইন প্রয়োগের ফলে এটি এখন শৃঙ্খলার মধ্যে আসছে ।

          উপদেষ্টা আরো বলেন, টাঙ্গুয়ার হাওড় একটা গ্লোবাল হেরিটেজের সম্মান পেয়েছে। হাওড়গুলো আমাদেরকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছে।

          অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হাবীবুর রহমান। এ সময় জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কর্মশালায় সিলেটের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

#

মামুন/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৫/২২১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৪০০৫

ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না

                  --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

          ইলিশ আহরণ, মজুত ও বিক্রয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের দাম অস্বাভাবিকভাবে যেন না বাড়ে তা নিশ্চিত করতে হবে। দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশের মূল্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

          উপদেষ্টা আজ মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ইলিশ-সহ সকল ধরণের মাছের সরবরাহ ও মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ’ শীর্ষক সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, ইলিশ-সহ অন্যান্য মাছের দাম ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; বরং দাম বৃদ্ধির পেছনের প্রকৃত কারণ চিহ্নিত করতে পারলে তাতে কার্যকরভাবে হস্তক্ষেপ করা যায়। তিনি বলেন, ইলিশের আহরণ ও সংরক্ষণে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ইলিশ ও জাটকা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে; যা সামগ্রিক ইলিশ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।  তিনি বলেন, অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল আটক ও ধ্বংস করা হচ্ছে; এমনকি অনেক ক্ষেত্রে আইন অমান্যকারী জেলেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকারের  বিভিন্ন বাহিনী অবৈধ জাল উৎপাদনকারী কারখানাগুলোতেও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

          নদীর নাব্যতা সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নাব্যতা সংকটের ফলে ইলিশ মাছের প্রাকৃতিক আবাসস্থল ও চলাচলের পথ পরিবর্তিত হচ্ছে, যা উদ্বেগজনক। ইলিশের প্রজনন ও চলাচল নিশ্চিত করতে নাব্যতা সংকটকে একটি বড় ইস্যু হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

          এসময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (সচিব) মো: আখতারুজ্জামান তালুকদার,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো: তোফাজ্জেল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, অতিরিক্ত সচিব নীলুফা আখতার, যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: আব্দুল ওয়ারীশ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এম আলী আকবর সিরাজী, বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক ক্যাপ্টেন সাইফুল-সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৫/২১৩০ঘণ্টা

  

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪০০৪

 

অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে

                                                          -- স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

কোনো অপরাধের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

 

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজকের দৈনিক যুগান্তরের অনলাইন জরিপের ফলাফল উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ জরিপের গতকালের প্রশ্ন ছিলো- ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তার সঙ্গে একমত?’ এতে হ্যাঁ-সূচক মন্তব্য করেছেন ৬২ শতাংশ, না-সূচক মন্তব্য করেছেন ৩৫ শতাংশ ও মন্তব্য করেননি ৩ শতাংশ অনলাইন পাঠক। এতেই প্রতীয়মান হয়- সাধারণ জনগণও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে একমত পোষণ করে।

 

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১লা জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত জাতীয় কর্মসূচির সার্বিক নিরাপত্তা বিষয়েও সভায় আলোচনা হয়। উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি উদ্‌যাপন করবে। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

 

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান এনডিসি উপস্থিত ছিলেন।

 

#

 

ফয়সল/মেহেদী/রফিকুল/রেজাউল/২০২৫/২১০৮ ঘণ্টা

 


তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪০০৩

 

কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের

সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার প্রজ্ঞাপন জারি

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

সরকার এস.আর.ও. নং ৩১০-আইন/২০২৫ এর মাধ্যমে কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, Essential Services (Second) Ordinance, 1958 (Ordinance No. XLI of 1958) এর section 3 এর sub-section (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস (Essential Services) ঘোষণা করা হলো।

#

 

মালেক/মাহমুদুল/রানা/মোশারফ/রেজাউল/২০২৫/১৮৫০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪০০২

 

দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

 

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব প্রদান করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের স্থলবন্দরগুলো দেশের সীমান্তবর্তী হওয়ায় দেশের নিরাপত্তার সাথে বন্দরসমূহ সরাসরি জড়িত। এজন্য স্থলবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য নীতি নির্ধারণের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে আরো কৌশলী হতে হবে।

আজ ঢাকায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এ কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় স্বার্থ বিবেচনায় নতুন স্হলবন্দর স্থাপনে আরো সতর্ক থাকতে হবে। বন্দর ব্যবস্থাপনা আরো উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় উপদেষ্টা দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে বন্দর সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্থলবন্দরগুলোর আধুনিকায়নে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এছাড়া তিনি বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রশংসা করে স্থলবন্দরগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

বিল্লাহ/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৫/১৮১৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ৪০০১

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২২ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

#

 

 রিজওয়ানুর/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৪০০০

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যা ও বাসা ধ্বংসের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

ঝালকাঠি জেলার সদর উপজেলার ৯ নম্বর সেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির ছানা হত্যা এবং বাসা ও ডিম ধ্বংসের ঘটনায় জড়িত মূল আসামি মোবারক আলী ফকির (৭০) গ্রেপ্তার হয়েছেন। বন বিভাগের মামলা দায়েরের পরে পুলিশি অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন বিভাগ কর্তৃক তিনজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝালকাঠিতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য সংশ্লিষ্ট থানায় আরেকটি মামলা দায়ের করেছেন।

গত ২৭ জুন সরকারি ভূমিতে অবস্থিত বাবুই পাখির বহু বাসাসহ একটি তালগাছ কেটে ফেলা হয়। স্থানীয় নাগরিকদের গাছ কাটার না করার অনুরোধ উপেক্ষা করে দুষ্কৃতিকারীরা গাছটি কেটে ফেলে। ফলে গাছে  থাকা ৪৭টি বাসা, ৯৬টি ছানা ও ২৪টি ডিম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ঘটনার পরপরই বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে বন বিভাগ ঘটনাস্থলে নতুন তালগাছের চারা রোপণ করেছে এবং স্থানীয় পর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছে।

ভবিষ্যতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এধরনের বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

#

 

দীপংকর/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/সাঈদা/আলী/শফিক/২০২৫/১৫৩০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৩৯৯৯

বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগে গ্রহণ করা হবে,

প্রাথমিকভাবে নেওয়া হবে ধুলা কমানোর উদ্যোগ

            

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

         

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করবে সরকার। তিনি বলেন, শীত আসার আগেই রাজধানীর সব কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধুলা দূষণ কমাতে রাস্তায় মাটি ঢেকে দেওয়া ও পানি ছিটানোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ‘জিরো সয়েল’ নীতি কার্যকর, মাটি শক্তকরণ এবং পানি ছিটানোর গাড়ি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

          সচিবালয়ে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে  চীনের একদল বায়ুদূষণ বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

          পরিবেশ উপদেষ্টা বলেন, শহরে বায়ুদূষণের অন্যতম কারণ পুরনো ও উচ্চমাত্রার ধোঁয়া নির্গমনকারী যানবাহন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুরনো যানবাহন অপসারণ ও নতুন ২৫০টি পরিবেশবান্ধব যানবাহন যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এছাড়া, নির্গমন মান বজায় রাখতে বিআরটিএ ১০টি স্বয়ংক্রিয় যানবাহন পরিদর্শন কেন্দ্র স্থাপন করবে। দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে চীনা বিশেষজ্ঞদের পরামর্শে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

          উপদেষ্টা রিজওয়ানা হাসান আরো বলেন, সঠিক তথ্য ও বিশ্লেষণ ছাড়া কার্যকর নীতিমালা তৈরি সম্ভব নয়। এজন্য একটি উন্নত বায়ু নির্গমন পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন, বৈশ্বিক মান অনুসারে নির্গমন মান উন্নয়ন, স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য ইনসিনারেশন প্ল্যান্ট চালু এবং রান্নার জন্য এলপিজি ব্যবহারে উৎসাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা গ্রহণে কর প্রণোদনা দেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।

          তিনি বলেন, বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর উচ্চ দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানে অব্যাহত নির্গমন পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে এবং দেশজুড়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এদিকে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) শহরে সড়কে বেড়া বসানো এবং ৫০টি বৈদ্যুতিক যানবাহন চালুর মাধ্যমে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

          রিজওয়ানা হাসান বলেন, জাইকা সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্পের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি বাস্তবভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যা প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়ক হবে। পাশাপাশি BEST প্রকল্পও বাস্তবায়িত হবে।

          বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম, নানজিং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনুষদের নির্বাহী ডিন অধ্যাপক ইউ ঝাও, একই বিশ্ববিদ্যালয়ের নানজিং-হেলসিঙ্কি ইনস্টিটিউটের উপ-ডিন অধ্যাপক হাইকুন ওয়াং বায়ুমণ্ডলীয় বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক টেংইউ লিউ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক বায়ুদূষণ মোঃ জিয়াউল হক প্রমুখ।

#

দীপংকর/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/সাঈদা/আলী/মানসুরা/২০২৫/১৫০০ ঘণ্টা

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৩৯৯৮

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার বাণী

 

 

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অ্যালামনাইসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় অনন্য ভূমিকা রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক জাগরণ ঘটেছে এবং এরই ক্রমধারায় অভ্যুদয় ঘটেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-শিক্ষকদের ঐতিহাসিক ভূমিকা সর্বজনবিদিত।

বিগত ফ্যাসিবাদী শাসনামলের অন্যায়-অত্যাচার ও স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে আজ আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে চলেছি। প্রাণের এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়োজন প্রগাঢ় দেশপ্রেম, মানবিকবোধ ও মুক্তবুদ্ধিসম্পন্ন দক্ষ মানবসম্পদ। আমাদের নতুন প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় আরো সক্রিয় ও কার্যকর অবদান রাখতে পারে। এই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য-বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’- অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

বিশ্বায়ন ও চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে নতুন উদ্ভাবন, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং গবেষণালব্ধ জ্ঞান দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীদেরও সততা ও নিষ্ঠার সঙ্গে অর্জিত জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ ও দেশ বিনির্মাণে কাঙ্ক্ষিত অবদান রাখবে।

আমিঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

#

আশরোফা/তৌহিদ/শাহিদা/মেহেদী/মিতু/সাঈদা/আলী/মানসুরা/২০২৫/১০০০ ঘণ্টা

বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

 

2025-06-30-16-38-e0fce093539b25b70f3193d69091a2b9.docx